নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

যে সব অফিসে টাকার গাছ আছে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৭


ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসের কেরানী পদে চাকরি করেন এক লোক। তার বাড়ি সম্ভবত যমুনার ওই পাড়ে। অফিসে আসেন টয়োটা প্রিমিও গাড়ী চালিয়ে। শপিং করেন গাড়ী চালিয়ে। নিজের গাড়ী। ভাড়া করা কোন গাড়ী নয়।

এক জন কেরানী কত টাকা বেতন পান? ২০/২৫ হাজার টাকার বেশী তো মনে হয় না। এই টাকায় তো তার সংসার চালাতে হিমশিম খাওয়ার কথা। তা তো হচ্ছে না। তবে কি তাদের টাকার গাছ আছে?

ঢাকাই নয় দেশের অনেক অফিসেই টাকার গাছ আছে। সেই গাছ থেকে টাকা পেরে আনতে শিখতে হয়।

যে সব অফিসে টাকার গাছ আছে তার কয়েকটির নাম আমার জানা আছে-

১। পাসপোর্ট অফিস
২। ভূমি অফিস
৩। গণপুর্ত অফিস
৪। সাবরেজিস্ট্রি অফিস
৫। শিক্ষা ভবন
৬। স্থানীয় সরকার মন্ত্রণালয়/অধিদপ্তর
৭। এজি অফিস
৮। স্বাস্থ্য অধিদপ্তর
৯। বিআরটি
১০। পুলিশ অফিস
--- আরো আছে । এই মুহূর্তে মনে আসছে না।

আপনি যদি টাকার পারতে চান তাহলে এই সব অফিসের যেটা আপনার ভালো লাগে তার কোন একটায় যে কোন একটা পদে ঢুকে পড়ুন। আবজাল- রুবিনা স্বাস্থ্য অধিদপ্তরে কেরানী পদে অস্থায়ীভাবে ঢুকে ১৫ হাজার কোটি টাকা স্থায়ীভাবে কামিয়ে নিয়েছে।

বেকার ভাইয়েরা একটু ভেবে দেখবেন কি?

টাকা তো কামানো দরকার।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


ওরা কি চারাগাছ বিক্রয় করে?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯

জাতির বোঝা বলেছেন: চারা গাছও আছে। কেউ কেউ এখনো কিনে। তবে এই সব চারা গাছ বাড়তে দিলে দেশের ক্ষতি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯

জাতির বোঝা বলেছেন: আরেক জনকেও পেলাম। দেখুন।
https://www.amadershomoy.com/bn/2019/02/05/785121.htm

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৫

দীপঙ্কর বেরা বলেছেন: ঠিক বলেছেন। সঙ্গে যুক্ত করুন আদালত(কোর্ট)। আর এই সব অফিসে শুধু পদ নয় বাইরে বসে দালালি করেও ভাল কামাই আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

জাতির বোঝা বলেছেন: ধন্যবাদ। কিন্তু এই সব দেখার কোন মানুষ নেই। সবাই যেন এটাকে ঠিক নিয়ম বলেই ধরে নিয়েছে। ডঃ কামাল সাহেবের মতো বলতে গেলে- দেশের মালিক ১৮ কোটি জনগণ। কিন্তু জনগণ কেন ভোদাই?

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৭

সিগন্যাস বলেছেন: এইসব গাছ বড় হয় কিভাবে ভেবে দেখেছেন? দেশের মানুষরাই তো জল ঢেলে বড় করে। আমার মনে হয় বাঙালির মস্তিষ্কে কোন সমস্যা আছে। নাহলে এতো কিছু দেখেও চুপ থাকে কেন?সংখ্যায় তো আমরা কম না

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

জাতির বোঝা বলেছেন: কথা ঠিক। আমি নিজে দেখেছি- এক লোক কোন এক অফিসে গিয়ে কি ভাবে কাজটি দু নম্বর উপায়ে করা যায় সেই পথ খুজছে।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: সিটি কর্পোরেশন অফিসের কথা বললেন না।
সেখানে ওপেন টাকা চায়- ট্রেড লাইসেন্স করাতে গেলে।
পশু হাসপাতালের কথা বললেন না?
সত্য কথা বলতে কি সরকারী সব অফিসেই টাকা লাগে। টাকা ছাড়া কাজ হয় না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

জাতির বোঝা বলেছেন: কিন্তু দেশটার মালিক তো ১৮ কোটি জনগনে। যারা অফিসে কাজ করে তারা তো চাকর। চাকর কি করে মনিবের কাছে ঘুষ চায়? মনিবই কোন ভোদাই? তারাই বা দেয় কেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

জাতির বোঝা বলেছেন: আরেক জনকেও পেলাম। দেখুন।
https://www.amadershomoy.com/bn/2019/02/05/785121.htm

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

কাওছার আজাদ বলেছেন: তেলের গাছও বলা যেতে পারে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

জাতির বোঝা বলেছেন: অনেক আছ। কয়টা দেখবেন।
আরেক জনকেও পেলাম। দেখুন।
https://www.amadershomoy.com/bn/2019/02/05/785121.htm

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

মাহের ইসলাম বলেছেন: ভাই, নার্সারির ঠিকানাটা দিবেন, কাইন্ডলি?
একটা চারা কিনতাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

জাতির বোঝা বলেছেন: আরেক জনকেও পেলাম। দেখুন।
https://www.amadershomoy.com/bn/2019/02/05/785121.htm

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬

কনফুসিয়াস বলেছেন: ১৯৭১ এর সুজলা সুফলা ২০১৯ এর সুদে ঘুষে ভরা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

জাতির বোঝা বলেছেন: আরেক জনকেও পেলাম। দেখুন।
https://www.amadershomoy.com/bn/2019/02/05/785121.htm

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০৫

ইলি বলেছেন: আমি একটা চারাগাছ কিনতে চাই, যদি বিক্রিকরে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

জাতির বোঝা বলেছেন: এটা আপনার জন্য।
আরেক জনকেও পেলাম। দেখুন।
https://www.amadershomoy.com/bn/2019/02/05/785121.htm

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.