নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

লুটপাটের জুন মাস আসছে

৩১ শে মে, ২০১৯ ভোর ৬:০৬


!
মে মাস চলে যাচ্ছে দেখতে দেখতে । এবার আসছে লুটপাটের জুন মাস।
অদ্ভুত এই দেশের বাজেট সিস্টেম মানে অর্থ বছর। অর্থ বছর জানুয়ারি –ডিসেম্বর না ধরে এরা ধরে জুলাই –জুন। সারা দুনিয়ায় এমন অদ্ভুত নিয়ম খুব একটা খুজেঁ পাওয়া যাবে না।

বাংলাদেশে বাজেট প্রণয়ন করে পিগমীরা ( পিগমী শব্দটি পেলাম জনাব চাঁদগাজীর কাছ থেকে) । সেই বাজেটে টাকা কি ভাবে আসবে আর কিভাবে খরচ হবে তার তেমন কোন সুষ্টু পরিকল্পনা থাকে না। আগের বাজেট কপি পেস্ট ( এরা ব্লগার রাজিব নুর থেকে নেয়া) করে একটু কেটেছেটে নতুন বাজেট বানায়।

যেহেতু কোন সুষ্ঠু পরিকল্পনা থাকে না তাই জুন মাস এলেই বাজেটের পরীরা সব উড়ে যায়। থাকে কেবল কল্পনা। সেই কল্পনা হচ্ছে কিভাবে বাজেটের খরচ না হওয়া মেরে কেটে খেয়ে সাফ করে দেয়া যায়।

জুন মাসে চলে ভূয়া বিলভাউচার তৈরী করে সরকারী অফিসগুলোতে কোটি কোটি টাকা লুটপাট।
ভাবছেন- এই সব তো কোন খবরের কাগজে, কোন পত্রিকাতে আসে না?

জ্বি না জনাব। ইহা খবরের কাগজে আসবে না। কেননা, খবরের কাগজের মানে সাংবাদিকরা যেই সব বিট কভার করে সেই সব বিটের সাংবাদিকরা বেশ মোটা সাইজের এনভেলাপ পায় জুন লটপাটের টাকা থেকে।

আমার নিজের একটা আইডিয়া থেকে আমার ধারণা- লুটপাটে সব চেয়ে সব চেয়ে বেশী এগিয়ে আছে – স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। তারপর স্বরাষ্ট্র ও কৃষি। তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলা নামের এই দেশটা আপনার । দেশটা আমার। দেশটা আমাদের সবার । আসুন, সবাই জুন বাজেট ক্লোজিং এর এই সব লুটপাট নীরবে সয়ে যাই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৯ ভোর ৬:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার পোস্টের সঙ্গে সঙ্গতি রেখেই বলি গোটা জাতির দায়িত্ব নিয়ে যদি এতটা দীর্ঘ অনুপস্থিত থাকেন তাহলে আমরা কি করে আর ধৈর্য ধরি? প্রায় এক মাস 6 দিন পর ব্লগে গেলেন।
শুভকামনা জানবেন।

২| ৩১ শে মে, ২০১৯ সকাল ৭:৫৮

জুন বলেছেন: জুন বাজেটের লুটেরাদের নীরবে সয়ে যাই :(

৩| ৩১ শে মে, ২০১৯ সকাল ৮:২৫

ভুয়া মফিজ বলেছেন: অর্থ বছর 'জানুয়ারি –ডিসেম্বর' -ই ধরতে হবে, এমন কোন কথা নাই। অনেক দেশেই এমনটা হয়। কোন কোন দেশে 'এপ্রিল-মার্চ' ও হয়।

আপনি চিন্তা ভাবনাতে অনেক পিছিয়ে আছেন। এদিকে দেশ এগিয়ে যাচ্ছে। এখন আর এনভেলাপের যুগ নাই.....এখন বালিশের যুগ! আর লুটপাটে কোন মন্ত্রণালয় এগিয়ে আছে, তা বলার চেষ্টা করবেন না। এখানে তীব্র প্রতিযোগিতা হয়। নির্দিষ্ট মন্ত্রনালয়ের নাম বলে আপনি কিন্তু এই প্রতিযোগিতাকে আরো উস্কে দিচ্ছেন। ;)

৪| ৩১ শে মে, ২০১৯ সকাল ৮:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
সব লুটপাট হলে টাকা দিনে দিনে বাড়তাছে ক্যান?

শুরু করছিলো ৩০ হাজার কোটি দিয়া
এখন হইছে ৫ লাখ কোটি।

৫| ৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


মুহিত সাহেব বলদ ছিলেন, এবার বলদের যায়গায় গর্দভ এসেছে। এরা সরকার ও প্রশাসনের বাজার করার চাকর ছেলে।

৬| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: লুটপাত হয় সমস্ত মন্ত্রনালয়েই।

৭| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: লুটপাত সারা বছরই চলতে থাকে।

৮| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আফসোস!!!

৯| ৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

মেঘ প্রিয় বালক বলেছেন: লুটপাট শুধু জুন মাসেই না,সব মাসেই হচ্ছে।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৬

বলেছেন: সেড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.