নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

হত্যাকারীদের ক্রসফায়ার চাই।

০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪২

হয়তোবা প্রচলিত আইনে বিচার হতেও পারে ।
রায়ে শাস্তিও ঘোষিত হতে পারে। কিন্তু সেই শাস্তি কার্যকর হবে না কখনোই। নানান ফাঁকফোকর পেরিয়ে অবশেষে রাস্ট্রপতির ক্ষমা নিয়ে তারা বের হয়ে যাবে বীরদর্পে ।

রাষ্ট্রের ক্ষতি হবে কয়েক কোটি টাকা। তার চেয়ে বরং ক্রসফায়ারে দেওয়া হোক আবরারের খুনীদের কে। প্রতিটি খুনীর পেছনে একটি করে গুলি খরচ করা হোক । দূর হয়ে যাক জাতির পাপময় কীটগুলো।

ছাত্রলীগ এখন শিবিরের চেয়েও অধম হয়ে গেছে । ওদেরকে নিষিদ্ধ করা এবং এদের তথাকথিত নেতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এখন সময়ের দাবি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: দেশের পোলাপান গুলো লেখা পড়ায় মন না দিয়ে এত হিংস্র হয়ে গেল কেন???

০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৪

জাতির বোঝা বলেছেন: এক পার দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেশি ভালো। অনেক বেশি সৌন্দর্যময়। আপনাকে অনেক ধন্যবাদ।

২| ০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: এই ভার্সিটিতে পড়ুয়া খুনি ছেলেগুলার ভার্সিটি পর্যন্ত পা রাখানোর পেছনে ফ্যামিলির সদস্যের অনেক ত্যাগ ও কষ্টের গল্প আছে। এদের ক্রসফায়ারে দেওয়ার ভাবনায় যাওয়ার পূর্বে, এরা কেন খুনি হচ্ছে? কিভাবে হচ্ছে? - এইসব বের করা দরকার।

০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৪

জাতির বোঝা বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। তবে সবাইকে নয় । যারা খুনি, যারা খুন করেছে তাদেরকে ক্রসফায়ার দিয়ে হত্যা করার ব্যবস্থা করতে হবে। এই সব ক্যান্সার রাখতে নেই। এরা জাতির বিষফোঁড়া। যত তাড়াতাড়ি কেটে ফেলা যাবে ততই মঙ্গল। আপনাকে ধন্যবাদ।

৩| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৮

মাহমুদুর রহমান বলেছেন: ক্রস ফায়ার বলা সহজ করা বেশ কঠিন।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৬

জাতির বোঝা বলেছেন: ক্রসফায়ার করলে জাতির উপকার হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.