নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার ছিল?

জেরিফ

জীবন্ত জীবাশ্ম

জেরিফ › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি আকর্ষনঃ ব্লগের সকল ডাক্তারী পড়ুয়া মেয়েদের প্রতি ;)

১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৩





পোস্টের শিরোনাম কিছু টা কৌতুহলী করেছে হয়ত ??

না করলে সমস্যা নেই :| , গত ২০ দিন যাবত আমি ব্লগীয় পরিমন্ডলের কিছু ব্লগার বড় ভাইদের মাধ্যমে জানতে পারলাম ব্লগের কোন এক ডাক্তারী পড়ুয়া মেয়ে আমাকে ম্যানশন করে কিছু কথা বলেছে । যাহা শুনিয়া আমার পরিচিত ব্লগার বড় ভাই রা আমার দিকে সন্দেহের তীর ছুড়েছেন । আমি জানিনা ব্লগে কত জন ডাক্তারী পড়ুয়া মেয়ে আছে এবং কারো সাথে আমার কখনো যোগাযোগ হয়েছে কিনা । যদি কোন কারণে হয়েও থাকে তার সাথে আমি এমন কোন ব্যবহার করেছি বলে মনে হয় না যে কারণে আমাকে সন্দেহ করা হবে ।



হয়ত অনেকে ভাববেন কি সন্দেহ ? আমি আশা করি যারা সন্দেহ করেন তারাই কমেন্টে বলে যাবেন।



আমি এটাও আশা করি আপনি ( যিনি আমাকে ম্যানশন করে বলেছেন )

কমেন্টে আপনার মুল্যবান অভিমত স্বগৌরবে উপস্থাপন করবেন (যদি সত্যি আপনার ভেতর সেরকম কিছু ফিল হয় ;) )।






মন্তব্য ৫৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৫

দালাল০০৭০০৭ বলেছেন: :(

১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

জেরিফ বলেছেন: আপনার আবার কি হয়েছে ?? দালাল আপু

২| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:০৩

ক্যাতর আলী বলেছেন: উপ্রে দিয়ে গেল গা

কাহিনিডা কি?

১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

জেরিফ বলেছেন: উপ্রে দিয়া গেলে আর করার আছে । দেখা যাক কি হয় ??

সাথেই থাকুন

ধন্যবাদ

৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:০৬

এন ইউ এমিল বলেছেন: এই কি হইলো?

১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

জেরিফ বলেছেন: অপেক্ষায় থাকুন


ধন্যবাদ

৪| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৩

আবু শাকিল বলেছেন: মাথার ডান দিক দিয়া গেল।শিরোনাম দেখিয়া গুতা দিলুম।এখন পুরুষ না,মেয়ে দাক্তার খোঁজে।

১২ ই মে, ২০১৪ রাত ১০:১৫

জেরিফ বলেছেন: যাক ভাই মাথায় লাগে নাই , তাহলে আবার কি থেকে কি হতো !
দেখা যেতো আপনাকে নিয়ে আরেকটা পোস্ট দেওয়া লাগতো । যাক বাচাইলেন :!> :!> :!>

যেখানে সেখানে গুতু দেওয়া ঠিক না , খেয়াল কৈরা

ধন্যবাদ

৫| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৩

আ আ খান বলেছেন: পোস্ট পর্যবেক্ষণে রাখলাম ।

১২ ই মে, ২০১৪ রাত ১০:১৬

জেরিফ বলেছেন: হুম /:) /:)

৬| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

তাসজিদ বলেছেন: বুঝলাম না কিছুই। #:-S #:-S #:-S

১২ ই মে, ২০১৪ রাত ১০:৩৪

জেরিফ বলেছেন: ভাই আমিও বুঝি নাই , তাই এই পোস্ট দেখা যাক কিছু বুঝতে পারি কিনা ।

সাথেই থাকুন ,

ধন্যবাদ

৭| ১২ ই মে, ২০১৪ রাত ১০:২৬

নিঃশব্দ শিশির! বলেছেন: কত পাগল যে এই দুনিয়ায় আছে,,,,!!! ভাই চালাই যান,,,,!! পাবনা বেশি দুরে নয়!!!!

১২ ই মে, ২০১৪ রাত ১০:৪৯

জেরিফ বলেছেন: :-< :-< :-<

ধন্যবাদ

৮| ১২ ই মে, ২০১৪ রাত ১০:২৯

একজন ঘূণপোকা বলেছেন: B:-) B:-) B:-)

১২ ই মে, ২০১৪ রাত ১০:৪১

জেরিফ বলেছেন: অপেক্ষায় থাকুন B:-/ B:-/ B:-/

ধন্যবাদ

৯| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৩০

মামুন রশিদ বলেছেন: কি ব্যাপার ভাইয়া?? কিছু কি মিস করলাম :-B :D

১২ ই মে, ২০১৪ রাত ১০:৪৪

জেরিফ বলেছেন: ভাই আপনি তো সব চেয়ে ভালো জানেন ;) ;) ;)

আমি শুধু জানার অপেক্ষায় আছি । দেখা যাক কি হয় !!

সাথেই থাকুন ,দেখা যাক পার্টি দেওয়া যায় কিনা :!> :!>

১০| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৫৫

এহসান সাবির বলেছেন: ব্লগীয় পরিমন্ডলের কিছু ব্লগার বড় ভাইদের মাধ্যমে.....

এই বড় ভাই'রা কারা?

১২ ই মে, ২০১৪ রাত ১১:৩৬

জেরিফ বলেছেন: হা হা হা =p~ =p~ =p~

কেন ভাই আপনি কি আমাকে ছোট ভাইয়ের মত দেখেন না ??

তাহলে কি দাড়ালো ??

ধন্যবাদ

১১| ১২ ই মে, ২০১৪ রাত ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:





/:) /:) /:)

১২ ই মে, ২০১৪ রাত ১১:৪২

জেরিফ বলেছেন: এত্ত বড় এন্টেনা এখন লাগেনা ভাই :!> :!>

ক্যাচ করতে কষ্ট হচ্ছে নাকি মেনে নিতে কষ্ট হচ্ছে বুঝতে পারতেছিনা ।
আমি কিন্তু মাইনা নিছি সব ।কোন সমস্যা না যা বলতে ইচ্ছে হয় বলতে পারেন ।থিম ইজ চ্যাঞ্জ নাও সো নো টেনশান B:-/ B:-/

কেউ তো আইলো না ভাই ??

@@কুনোব্যাঙ

১২| ১২ ই মে, ২০১৪ রাত ১১:৪৬

এহসান সাবির বলেছেন: উত্তর বুঝি নাই।
জেরিফ তো ছোট ভাই-ই।

আমি জানতে চেয়েছি কিছু ব্লগার বড় ভাইদের মাধ্যমে.....
তারা কারা? নাম কি?
প্রয়োজনে এ্যকশান নেবো ;)

সবাই এন্টেনা দেখাচ্ছে, মানে একটু খোলসা করে বলো, উত্তর জটিল হচ্ছে

১২ ই মে, ২০১৪ রাত ১১:৫০

জেরিফ বলেছেন: কেউ যদি নিজেকে উহ্য রাখার জন্য এন্টেনা দেখিয়ে আড়ালে যেতে চাই তাহলে তাকে কি করা উচিত @সাবির ভাই ??

ঘটনার সাথে আপনিও কিছুটা সম্পর্কিত :#> :#>

১৩| ১২ ই মে, ২০১৪ রাত ১১:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: শিরোনাম দেইখা ভাবলাম কি না কি হইসে। জানালায় উঁকি দিয়া দেখলাম বাসার পাশের আঙ্গুর কমলার দোকানী এখনও দোকান খোলা রাখছে কিনা। মানে, খালি হাতে তো আর রোগী দেখতে যাওয়া যায়না। কিন্তু পোষ্টে আইসা দেখি কাহিনী ভিন্ন :||

তা কথা হইলো কতিপয় বড় ভাইরা কি আসলেই কিছু কইছে নাকি বড় ভাইগো ঘাড়ের উপ্রে বন্দুক রাইখা বিজ্ঞাপন দিয়া দিলা সেই ব্যাপারটা নিয়া কনফিউশনে পইড়া গেলাম :|

১২ ই মে, ২০১৪ রাত ১১:৫২

জেরিফ বলেছেন: বড় ভাই রা যদি মনে করে ঘাড়ের উপর বন্ধুক রেখেছি তাহলে বলবো ঘাড় টা যেন না নড়ে

@@কুনোব্যাঙ ভাই

দেখা যাক না কি হয় :#> :#>

১২ ই মে, ২০১৪ রাত ১১:৫৮

জেরিফ বলেছেন: ভাই আঙ্গুর কমলা তে হবেনা , যা লাগে আমি ব্যবস্থা করবো বাট আমি কিন্তু এখনো কিছু পাইলাম না /:) /:)

১৪| ১২ ই মে, ২০১৪ রাত ১১:৫৭

এহসান সাবির বলেছেন: আমি!!!!!!!!!!
জেরিফ রে এবার আমার এন্টেনা লাগবে ;)

কুনো আবার কি শুনাইলো? কামান বন্দুক.....

১৩ ই মে, ২০১৪ রাত ১২:০০

জেরিফ বলেছেন: ভালোই তো আর কার এন্টেনা বাকী আছে ,

সব নিয়ে আসেন দেখি কিছু করা যায় কিনা :!> :!>

@@আমিনুর ভাই

১৫| ১৩ ই মে, ২০১৪ রাত ১২:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: আশাকরি বড় ভাইদের ঘাড় পুরাই শক্ত থাকবে। কবি বলেছেন, শক্ত ঘাড় থেকে যদি দারুণ কিছু হয় তাহলে শক্ত ঘাড়ই ভালো B-)

১৩ ই মে, ২০১৪ সকাল ১০:৪০

জেরিফ বলেছেন: বুঝলাম ঘাড় শক্ত আছে , কিন্তু কথা হলো ঘাড় টা একটু সেই অধম্বিনীর দিকে রাখলে ভালো হতো তাতে তাক টা ঠিক ভাবে করা যেত ।

:!> :!>

ধন্যবাদ

কেউ কিন্তু আসেনি এখনো :> :>

১৬| ১৩ ই মে, ২০১৪ রাত ১২:৪০

আমিজমিদার বলেছেন: ডাক্তারনির সাথে ঝুইলা পড়েন, আমিও একটা খুজতাসি B-))

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:১১

জেরিফ বলেছেন: =p~ =p~ =p~ =p~

না ভাই ঝুইলা পড়লে আবার অক্কা পাইতে হইবে ।

ধন্যবাদ

১৭| ১৩ ই মে, ২০১৪ রাত ২:১০

আমিজমিদার বলেছেন: ওহ, আপ্নে কি নায়লা নাঈমের কতা কন নিহি :!> :!> :!> :!> :!> :!> =p~

১৪ ই মে, ২০১৪ সকাল ১০:৪৯

জেরিফ বলেছেন: :P :P :P :P

১৮| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:১৭

শায়মা বলেছেন: শিরোনাম দেখে ভাবছিলাম তুমি বুঝি ডাক্তারী পড়ুয়া পাত্রী খুঁজছো ভাইয়া।:)

১৪ ই মে, ২০১৪ সকাল ১০:৫৩

জেরিফ বলেছেন: :#> :#> যাক ভবিষ্যতে কাজে লাগার মত একটা রাস্তা পাইলাম :-B :-B


আপু আপনি কি করেন ??


ধন্যবাদ

১৯| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:২৮

একজন আরমান বলেছেন:
খুইলা ক /:) /:) /:)

১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

জেরিফ বলেছেন: যারা এন্টেনা দেখাইয়্যা গেছে তাগোরে জ্বিগাও ;) ;) ;)

আমি কিছু জানিনা /:) /:) /:)

২০| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:২১

রহস্যময়ী কন্যা বলেছেন: কি হইলো??
কিছুই তো বুঝলাম না #:-S #:-S :||
খুইলা বলো

১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

জেরিফ বলেছেন: ছিঃ ছিঃ এমনি যাচ্ছে তাই অবস্থা তার উপর আবার খুলে বলবো :P :P :P


তোমার জন্য উত্তর নিয়ে কুনো ভাই অপেক্ষা করতেছে ।

২১| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:২৮

হামিদ আহসান বলেছেন: B:-) #:-S

১৪ ই মে, ২০১৪ রাত ১১:২০

জেরিফ বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/

ধন্যবাদ

২২| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: লেখক বলেছেন: :``>> :``>> যাক ভবিষ্যতে কাজে লাগার মত একটা রাস্তা পাইলাম :-B :-B


আপু আপনি কি করেন ??


ধন্যবাদ


হা হা তোমার রিপ্লাই দেখে হাসছি। আমি অনেকদিন পিচ্চি বাবুদেরকে পড়াতাম, লেখাতাম, ছবি আঁকাআঁকি শেখাতাম, নাচও শেখাতাম , গানও:):):)। হঠাৎ তাদেরকে ছেড়ে একদম বুড়াদেরকে শিক্ষাদীক্ষার ভার নিয়েছি। মানে টিচার্স ট্রেইংনি এডুকেশন প্রোগ্রামে যোগ দিয়েছি।

এটাও মজা লাগছে।:)

১৪ ই মে, ২০১৪ রাত ১১:৩১

জেরিফ বলেছেন: লেখক বলেছেন: আমার আরেকটা নাম আছে জানেন কিনা জানিনা ফেবুতে খুজলে পাবেন হয়ত সেটা দেখলে আরো হাঁসি আসবে আপনার :`> :`> :`>


আপনি কি ঢাকা কলেজের পাশে একটা টিচার্স ট্রেইনিং কলেজে আছে ওখানে আছেন না অন্য কোথাও ??


ধন্যবাদ

২৩| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:১০

আমিনুর রহমান বলেছেন:





এন্টিনার ছবি হইবে ;)

১৪ ই মে, ২০১৪ রাত ১১:৩৯

জেরিফ বলেছেন:


রাড়ার এন্টেনা দিলাম ভাই

ধন্যবাদ

২৪| ১৬ ই মে, ২০১৪ রাত ১:১৭

*অর্জুন* বলেছেন: আমি কিন্তু ডাক্তার ও না মেয়েও না… তবুও পোস্টটা মনযোগ দিয়ে পড়লাম

১৬ ই মে, ২০১৪ রাত ১০:২৮

জেরিফ বলেছেন: ভাই আপনি কিডা ??

পড়েছেন ভালো কথা যদি পারেন ডাক্তার আপুকে বলেবেন আমি ওনার অপেক্ষায় আছি B:-/ B:-/

ধন্যবাদ

২৫| ১৬ ই মে, ২০১৪ সকাল ১১:১৭

ঢাকাবাসী বলেছেন: পড়লাম, ফলোআপ থাকবে তো?

১৬ ই মে, ২০১৪ রাত ১১:৪৮

জেরিফ বলেছেন: দেখা যাক , এটা অবশ্য হবু ডাক্তার আপুর নির্ভর করবে । B:-/ B:-/ B:-/



ধন্যবাদ

২৬| ১৬ ই মে, ২০১৪ সকাল ১১:৫৫

রিফাত ২০১০ বলেছেন: হাউ কাউ

১৬ ই মে, ২০১৪ রাত ১১:৪৯

জেরিফ বলেছেন: এইডা কিছু হই ??

B:-) B:-) B:-) B:-) B:-)

ধন্যবাদ

২৭| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:৩৭

মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: মনে হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন পড়লাম । লেখা দেখা যাচ্ছে কিন্তু মাথায় ঢুকছে না

১৭ ই মে, ২০১৪ রাত ১০:৪০

জেরিফ বলেছেন:

এইটা দেখুন :P :P

২৮| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:২৮

জন কার্টার বলেছেন: ভাইজান কাহিনী তো কিছুই বুঝলাম না /:) /:)

১৯ শে মে, ২০১৪ রাত ১১:৩৫

জেরিফ বলেছেন:

:-< :-< :-<

২৯| ২০ শে মে, ২০১৪ রাত ১২:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

ডাক্তার কোথায়???
কেউতো আইলনা আরেকটু খুইলা বল । ;)

২০ শে মে, ২০১৪ রাত ১২:৪৮

জেরিফ বলেছেন: ডাক্তার তো এখনো হয় নি , পোস্টের শিরোনাম দেখুন :!> :!>

আমিতো আজো আছি তারই অপেক্ষায়
ফুরালো আমার রজনী একাকী নিরবতায় /:) /:) /:)

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.