নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার ছিল?

জেরিফ

জীবন্ত জীবাশ্ম

জেরিফ › বিস্তারিত পোস্টঃ

অপরাজিতা !! ৪

২৮ শে মে, ২০১৪ দুপুর ২:০৯







আমি চাইনি কখনো তুমি কাঁদবে।

অন্তপুরে তীব্র ব্যাকুলতা নিয়ে;

আজ এই উন্মাদ উদাসী বেলা ,

আমি জাগি, ঘুম ভাঙ্গানিয়া চোখে,

তুমি আমায় বাঁধলে মোহ ধ্যানে !!



কত সহজে তুমি প্রবচন গড়ে তোলো মনে

যখন হেসে উঠো ; চকিত হই অবলীলায় !!

হয়ে যাই গুম তোমার ভালবাসার মোহনায় !

যেখানে তোমার আকাশ নীল ;

আমি আসবো সাদা মেঘ হয়ে।

নির্বাক নয়নে তাকিয়ে হয়ত ভাববে অযাচিত কিছু ,

না হয় একটু নস্টালজিক

পবিত্র হবো স্নিগ্ধ জল রাশি তে !

অধর ,চিবুক বেঁয়ে কামনায় শিহরিত হবো;

শিরায় শিরায় হয়ত আরেকটু নস্টালজিক হবো!!

না হয় আরো একটু শিহরীত হবো তোমার উষ্ণতায় !



উৎসর্গঃ "কান্ডারি অথর্ব" ভাইকে ।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর

২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:০৩

জেরিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

২| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৩৯

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল!

২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:০৫

জেরিফ বলেছেন: সাথে থাকার জন্য চির কৃতজ্ঞ :)

ধন্যবাদ ।

৩| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভাল লেগেছে । ++

২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:০৭

জেরিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) স্বপ্নচারী গ্রানমা ।

৪| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৫৩

রেনেসাঁসী সক্রেটিস বলেছেন: মাথার উপরে দিয়া গেলো :/ :D :|| B:-)

২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:১০

জেরিফ বলেছেন: ভাই এখানে কোন বিমান চলাচলের পথ নেই ;) :-B

ধন্যবাদ ।

৫| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৫৬

আরজু মুন জারিন বলেছেন: আমি চাইনি কখনো তুমি কাঁদবে।
অন্তপুরে তীব্র ব্যাকুলতা নিয়ে;
আজ এই উন্মাদ উদাসী বেলা ,
আমি জাগি, ঘুম ভাঙ্গানিয়া চোখে

চমত্কার কবিতা। ভালো লাগা / শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভালো থাকবেন কেমন।

২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:৫২

জেরিফ বলেছেন: আমার ব্লগে স্বাগতম , আপনার জন্য শুভেচ্ছা রইলো ।

ভালো থাকুন প্রতিনিয়ত ,ধন্যবাদ ।

৬| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ছবি কবিতা দুটোই চমৎকার +++

২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:০২

জেরিফ বলেছেন: ধন্যবাদ দিব না । কিছু মানুষ আছে যারা ভালবাসা দিয়ে মানুষ কে জয় করে নিতে পারে । এই ক্ষমতা টা আল্লাহ্‌ আপনাকে দিয়েছেন ।

ভালো থাকার কামনা প্রত্যহ :)

৭| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

মিনুল বলেছেন: "যেখানে তোমার আকাশ নীল ; আমি আসবো সাদা মেঘ হয়ে " বেশ ভালো লাগলো।

২৮ শে মে, ২০১৪ রাত ১১:৫৭

জেরিফ বলেছেন: ধন্যবাদ

৮| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

সামুস কিং বলেছেন: চমৎকার, চমৎকার

২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০০

জেরিফ বলেছেন: ধন্যবাদ ।

৯| ২৮ শে মে, ২০১৪ রাত ৯:৪৩

ইমিনা বলেছেন: ভালো লাগলো :)

২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:২৫

জেরিফ বলেছেন: :!> :!> :!>

ধন্যবাদ ।

১০| ২৯ শে মে, ২০১৪ রাত ১২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি জাগি, ঘুম ভাঙ্গানিয়া চোখে,

লাইনটা বেখাপ্পা লাগলো !

সব মিলিয়ে কবিতা মুটামুটি লেগেছে !

৩০ শে মে, ২০১৪ রাত ১২:১৮

জেরিফ বলেছেন: ধন্যবাদ অভি ভাই ।

১১| ২৯ শে মে, ২০১৪ রাত ১২:২২

সুমন কর বলেছেন: ভাল লাগল।

৩০ শে মে, ২০১৪ রাত ১২:১৮

জেরিফ বলেছেন: ধন্যবাদ ।

১২| ২৯ শে মে, ২০১৪ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা উৎসর্গ দুটোই ভাল লাগলো ।

৩০ শে মে, ২০১৪ রাত ১২:২০

জেরিফ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।

১৩| ২৯ শে মে, ২০১৪ রাত ১:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর হয়েছে। ভালোলাগা রেখে গেলাম।

৩০ শে মে, ২০১৪ রাত ১২:২১

জেরিফ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই ।

১৪| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


জেরিফ তোর জন্য অনেক দোয়া করি আর শুধু এইটুকু বলব কবিতার প্রতি আরও যত্নশীল হতে হবে।

৩১ শে মে, ২০১৪ রাত ২:০৪

জেরিফ বলেছেন: আজ্ঞে জ্বি । আপনার উপদেশ টি যথার্থ ভাবে পালনের চেষ্টা করিবো ।

ভালবাসায় সিক্ত করেছেন , যাহা ভুলোবার নই।

অনেক অনেক কৃতজ্ঞ । সাথে থাকবেন এই প্রত্যাশা :)

১৫| ৩১ শে মে, ২০১৪ রাত ১১:২১

এহসান সাবির বলেছেন: শিরায় শিরায় হয়ত আরেকটু নস্টালজিক হবো!!
না হয় আরো একটু শিহরীত হবো তোমার উষ্ণতায় !


++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.