নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার ছিল?

জেরিফ

জীবন্ত জীবাশ্ম

জেরিফ › বিস্তারিত পোস্টঃ

পেন্সিল হিল (আপুদের জন্য ) ;)

০১ লা জুন, ২০১৪ রাত ১২:১১









ষোল'শ শতাব্দীর দিকে ইংল্যান্ডের মেয়েরা প্রথম হিল জুতা পড়তো । হিল জুতো মেয়েরা কতটা আবেদনময়ী তা ফুটিয়ে তুলে ।আধুনিক সমাজে মেয়েরা নিজেদের একটু বেশী আবেদনময়ী করে তোলার জন্য উচ্চ হিল পড়ে থাকে ।



২য় বিশ্ব যুদ্ধ থেকে মেয়েদের হিল জুতা জনপ্রিয় হয়ে ওঠে । কিন্তু তা বেশী দিন স্থায়ীত্ব নেই নি । এর পর ১৯৯০ এর শেষের দিকে উচ্ছ হিলের জনপ্রিয়তা শুরু হয় । এর আগে ৬০ কিংবা ৭০ এর দশকে নিচু বা মাঝারি হিল জুতার প্রচলন বা জনপ্রিয়তা ছিলো ।

পেন্সিল হিল যা স্টিলেটো হিল বা মার্কিন ইংরেজিতে স্পাইক হিল নামেও পরিচিত, একটি লম্বা, চিকন হিলের জুতা যা বিভিন্ন প্রকার বুট জুতা ও সাধারণ জুতাতে দেখতে পাওয়া যায়। সাধারণত নারীদের ব্যবহৃত জুতাতেই এ ধরনের হিল ব্যবহৃত হয়। ১৯৩০-এর দশকের শুরুর দিকে এই ধরনের জুতাকে নির্দেশ করতে স্টিলেটো ড্যাগার শব্দজোড়া ব্যবহৃত হতো, এবং এজন্যই এ জুতার নামকরণ করা হয় ‘স্টিলেটো হিল’ স্টিলেটো ড্যাগার হচ্ছে এক প্রকার ছুরি যার নিম্নভাগ যথেস্ট চিকন এবং এই ধরনের হিলের সাথে তাঁর সাদৃশ্য পাওয়া যায়। এই হিলে দৈর্ঘ্য ২.৫ সেন্টিমিটার বা ১ ইঞ্চি থেকে ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি পর্যন্ত হতে পারে; কিছু ক্ষেত্রে, পরিবেশ বিচারে এর থেকে বেশি উঁচু পেন্সিল হিলও দেখা যায়, এবং এই হিলের মাটিতে হিলের যে অংশ স্পর্শ করে তার ব্যাস এক সেন্টিমিটার থেকে আধা ইঞ্চি বা ১ সেন্টিমিটারের কম হয়। হিলের দৈর্ঘ্য আধা ইঞ্চি থেকে বেশি ব্যাসের কিন্তু ৫ সেন্টিমিটারের কম হলে তা কিটেন হিল নামে পরিচিত। তাই সকল প্রকার উঁচু এবং চিকন হিল-ই পেন্সিল হিল নামে পরিচিত হবে না। ১৯৫০-এর দশকের এবং ১৯৬০-এর দশকের একেবারে গোড়ার দিকে এধরনের হিলগুলো ব্যাস ছিলো মাত্র ৫ মিলিমিটার। যেহেতু এই হিলগুলো মাটি স্পর্শকারী অংশটি হয় খুবই চিকন, তাই অনেক ক্ষেত্রেই সে স্থানটি আরো বেশি সুসংহত করতে আলাদা টিপ ব্যবহৃত হয়।



আধুনিক মেয়েরা বা ফ্যাশন সচেতন মেয়েরা হিল পড়ে না এটা ভাবা যায় ??

আমি মনে করি না ।হালের ফ্যাশন জগতে হিল জুতা তার শ্রেষ্টত্ব ধরে রেখেছে । অধিকাংশ মেয়েদের সাথে কথা বলে যেটা ধারণা করা যায় বিভিন্ন পার্টি কিংবা বিয়ের অনুষ্টানে মেয়েরা এখন হিল জুতাকে প্রাধান্য দিচ্ছে ।হিল জুতা পড়লে মেয়েদের যেমন আবেদনময়ী দেখা যায় তেমনি তারা নিজেরাও পড়ে স্বাচ্ছন্দ্য মনে করেন । হিল জুতার কারণে পুরুষের দৃষ্টি আকর্ষণ ;) তো একটু বেশী থাকে তাদের দিকে।

চলুন দেখে নেয়া যাক মেয়েদের হালের কিছু হিল জুতা। এখানে কয়েকটি ডিজাইন দেওয়া হলো ।































হিল জুতা পড়লে কিছু অসুবিধা বা শাররিক সমস্যা হতে পারে হিলে সাময়িক উচ্চতা হয় তো বাড়বে। কিন্তু পরে চিরকালের জন্য খুঁড়িয়ে হাঁটতে হতে পারে। অস্থি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তাদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় অল্পবয়সী রোগী আসছেন। তাদের অনেকেই আসছেন গোড়ালি বা হাঁটুতে ব্যথা নিয়ে। দেখা যাচ্ছে, সব অসুবিধার মূলে সেই জুতার হিল। অস্বাভাবিক উঁচু হিল পরায় গোড়ালি উঁচু হয়ে থাকছে। যখন-তখন অনিয়ন্ত্রিতভাবে এদিক-সেদিক বেঁকে যাচ্ছে। ফলে হাঁটুতে অস্বাভাবিক চাপ পড়ছে। ক্ষয়ে যাচ্ছে হাঁটুর মালাইচাকির পেছনের কার্টিলেজ। অস্টিও-আর্থ্রাইটিস দেখা দিচ্ছে।



‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’র অস্থিরোগ বিশেষজ্ঞদের কথায়, গোড়ালি, হাঁটু ও কোমর ঠিক রাখতে মেয়েদের জন্য পাম্পু শু বা ব্যাকস্ট্র্যাপ দেওয়া কম হিলের জুতা সবচেয়ে ভালো। তারা আরও জানিয়েছেন, হিল পরার ইচ্ছা হতেই পারে, তবে তার জন্য একটু সতর্ক থাকা দরকার। যেখানে অল্প হাঁটতে হবে, সেখানে উঁচু হিল পরা যেতে পারে। কিন্তু প্রতিদিনের জীবনে হাঁটাহাঁটির ক্ষেত্রে সামান্য উঁচু বা ফ্ল্যাট জুতাই থাকুক। কারণ শারীরিক সুস্থতা না থাকলে সৌন্দর্য অধরাই থাকবে। সুতরাং হাই হিল ব্যবহারে সাবধান!



ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নিতে বিশেষজ্ঞগণ দেড় ইঞ্চির বেশি হাই হিল জুতা না পরার জন্য পরামর্শ দিয়েছেন মহিলাদের।



বর্তমানে বিয়েতে নববধূ রাও হিল জুতা পড়তে দেখা যায় , চলুন তার কয়েকটি সিম্পল ডিজাইন দেখি আমরা (যারা অবিবাহিত তাদের কিছু টা কাজে আসতে পারে ।

















এইটা দেখে কি বুঝলেন :P :P





আর হ্যাঁ সাধারনত মেয়েরা ফ্ল্যাট জুতা বেশি পড়ে ।ফ্ল্যাট জুতা মেয়েদের পায়ের সৌন্দর্য্য টা ভালো ভাবে ফুটিয়ে তুলে । চলুন দেখি কিছু ফ্ল্যাট জুতার ডিজাইন ।























পোস্ট টি একান্ত নিজের অভিমত থেকে দেয়া । প্রায় সময় দেখি মেয়েরা হিল জুতা পড়ে এবং তাদের প্রতি অন্য রকম একটা অনুভূতিও জাগে ;)। আবার অনেক কে দেখি হিল জুতা পড়ে নিজেকে ঠিক রাখতে পারে না , তাদের জন্য বলবো আগে একটু আকটু বাসায় অভ্যাস গড়ুন তারপর নাহয় বাইরে পড়ে বের হবেন । আবেদনময়ী হিসেবে প্রকাশ করতে গিয়ে নিজেকে ঠিক রাখতে না পেরে অঘটন বাঁধিয়ে আবার নিজের সম্মান হারাতে যাবেন না ।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:১৯

এহসান সাবির বলেছেন: আপু দের জন্য পোস্ট!! X( X( X( X(


জেরিফের সব কিছুই আপুদের জন্য ;) ;) ;)



এক গুচ্ছ + দিলাম।

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৩৪

জেরিফ বলেছেন: ভাই রাগ করেন ক্যান ??

আপুরা আছে বলে আমরা আজ এত সুন্দর কিছু দেখতে ও উপভোগ করতে পারছি । আর তারাই তো আমাদের অর্ধাঙ্গী :!> :!>

তাহাদের জন্য কিছু করাটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে । দুঃখিত একটু মেনে নিন ;) ;)


প্লাসের জন্য ধন্যবাদ ।

২| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:২০

এহসান সাবির বলেছেন: জেরিফ পোস্টের ১মে একটা ছবি দিলে বেশ হয়।

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

জেরিফ বলেছেন: দিয়েছি সাবির ভাই ।


ধন্যবাদ

৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:৫১

সুমাইয়া আলো বলেছেন: আগে ++++++++++ তারপর প্রশংসা খুব ভাল পোষ্ট :)

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৩৭

জেরিফ বলেছেন: আপু আপনার বাচ্ছা টা অনেক কিউট :)

কি নাম ওর ?

প্লাস এর জন্য ধন্যবাদ ।

৪| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:৫৩

বটবৃক্ষ~ বলেছেন:



:#) :#) :#)

সুন্দর পোস্ট জেরু!!! ^_^ ^_^
চামে সকল কম বয়েসি মেয়ে ব্লগারদের বুঝিয়ে দিলি যে তুই নিজে কোন্টা লাইক করিশ!! ;) :-B



০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৪০

জেরিফ বলেছেন: উহুম উহুম :!> :!>

সব জায়গায় সব কিছু বলতে নেই @বট

দেখা যাক যদি কিছু হয় ;) :#> :#>

ধন্যবাদ

৫| ০১ লা জুন, ২০১৪ রাত ১:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: বটবৃক্ষ~ বলেছেন:


সুন্দর পোস্ট জেরু!!! ^_^ ^_^
চামে সকল কম বয়েসি মেয়ে ব্লগারদের বুঝিয়ে দিলি যে তুই নিজে কোন্টা লাইক করিশ!! ;) :-B




হাইহিল ভালা পাই হাইহিল মাঝে মাঝে পথেঘাটে যথেষ্ট বিনুদন দেয় :দ





১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৪

জেরিফ বলেছেন: লেখক বলেছেন: ভাই আমি কিন্তু বলে দিয়েছি পরিশেষে । অভ্যস্ত না হলে বাইরে পড়ে গিয়ে মানুষের বিনোদনের খোরাক হওয়ার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না ।

লিংক টা দিয়ে ভালোই করেছেন যাদের একটু আকটু পড়ার আগ্রহ আছে তারা সচেতন হবে ।

ধন্যবাদ ।

৬| ০১ লা জুন, ২০১৪ সকাল ৭:৩৬

সকাল হাসান বলেছেন: আপুদের জন্য পোষ্ট কিন্তু কমেন্ট করাদের বেশির ভাগই কিন্তু ভাইয়া :P

০২ রা জুন, ২০১৪ রাত ১২:৪৪

জেরিফ বলেছেন: ভাইয়ারা কিনে না দিলে আপুরা পড়বে কিভাবে ? আর ভাইয়্যাদের তো একটু ফ্যাশন সচেতন হুয়া উচিত হয়ত তাই এসে জানান দিয়ে যাচ্ছে ;)


ধন্যবাদ ।

৭| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১:৩৩

লিরিকস বলেছেন: +

০২ রা জুন, ২০১৪ রাত ১২:৪৪

জেরিফ বলেছেন: +


ধন্যবাদ

৮| ০১ লা জুন, ২০১৪ দুপুর ২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আপুদের জন্য পোস্টে আমি কি করি ? :P

০২ রা জুন, ২০১৪ রাত ১২:৪৬

জেরিফ বলেছেন: নতুন কোন আপুর আবির্ভাব হয়েছে কিনা তা দেখতে এসেছেন B:-/ B:-/

;) ;)

ধন্যবাদ ।

৯| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৫:১৬

আমি ইহতিব বলেছেন: পেন্সিল হিল ভালো লাগেনা, কাউকে পরে হাটতে দেখলেও ভয় লাগে, মনে হয় পড়ে যাবেনাতো? :P

ফ্ল্যাট জুতাতেই আরাম বেশী।

০২ রা জুন, ২০১৪ রাত ১২:৫৪

জেরিফ বলেছেন: যাহা করা নিজের জন্য খারাপ কিছু ডাকা আনবে তা থেকে বিরত থাকাটা ভালো ।

ফ্ল্যাট জুতাতে কিন্তু অনেক কেই সুন্দর মানায় ।


ধন্যবাদ ।

১০| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

সময়ের ডানায় বলেছেন: মেয়েদের পুস্ট ভূল কইরা আইয়া পড়ছি মনে হয়।

০২ রা জুন, ২০১৪ দুপুর ১:০৭

জেরিফ বলেছেন: না ভাই ভূলে না । মনে হয় স্বপ্নে আইসা গেছেন :!> :!> । যাই হোক পছন্দ হয় কিনা দেখেন।

উপহার হিসেবে পেলে ভাবী কিন্তু খুশি হবে ;) ;)

ধন্যবাদ

১১| ০১ লা জুন, ২০১৪ রাত ৮:৫৪

একজন ঘূণপোকা বলেছেন:
ভুলে আইয়া পড়ছি :( :( ;) ;)

*কুনোব্যাঙ* ভাইয়ের ভিডিওতে উত্তম ঝাঝা :)

আর পোস্ট ভালোই হয়েছে। হিল সরি পেন্সিল হিল নিয়ে অনেক কিছু জানলাম :)

০৩ রা জুন, ২০১৪ রাত ১২:০৪

জেরিফ বলেছেন: ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো ভুল করায় উত্তম ;)


ধন্যবাদ

১২| ০২ রা জুন, ২০১৪ রাত ১২:০০

মামুন রশিদ বলেছেন: পেন্সিল হিলের ইতিবৃত্ত পড়ে ভালো লাগলো । পা' গুলো সত্যি আকর্ষনীয় 8-|

০৩ রা জুন, ২০১৪ রাত ১২:০৭

জেরিফ বলেছেন: ভাই দেখি আমার মত #:-S


মেয়েদের পা আর জুতা পছন্দ না হলে ঐ মেয়ের দিকে তাকাতে ইচ্ছা হয় না । আমার একটা ধারণা একটা মেয়ের জুতার কোয়ালিটি দেখে তার রুচি বিবেচনা করা যায় , এটা একান্ত আমার অভিমত :!> :!>


ধন্যবাদ ।

১৩| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: চামে দেইখা গেলাম। ;)

১০ ই জুন, ২০১৪ রাত ১১:৪৩

জেরিফ বলেছেন: :P :P :P

১৪| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:৫৩

তুষার মানব বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন:
ভুলে আইয়া পড়ছি :( :( ;) ;)

=p~ =p~ =p~

১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৫

জেরিফ বলেছেন: ভুল তে থেকে যদি দারুন কিছু হয় তাহলে ভুলই তো ভালো ;)


ধন্যবাদ

১৫| ২০ শে জুন, ২০১৪ রাত ৮:০২

মাহমুদ০০৭ বলেছেন: পেন্সিল হিলে ফেভিকলের ব্যবস্থা থাকলে মনে হয় ভাল হয় :D :D
বিপদাপদের চান্স নাই !!

গুড পোস্ট +++++

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩২

জেরিফ বলেছেন: সাথে আপনি থাকলে ফেভিকলের প্রয়োজন হবে না :) ;)

ধন্যবাদ ।

১৬| ২০ শে জুন, ২০১৪ রাত ৮:০৬

চড়ুই বলেছেন: পেন্সিল হিল তো দূরের কথা একবার নর্মাল হিল পরে সবার সামনে আছাড় খাইছি এরপর থেকে সব সময় ফ্ল্যাট স্যান্ডেল পরি। #:-S

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬

জেরিফ বলেছেন: হায় হায় বলেন কি :-/ :-/

আমি তো ভাবলাম .......................

পড়তে না পারলে এড়িয়ে চলাই ভালো ।

অনেক অনেক শুভেচ্ছা রইলো , ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.