নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার ছিল?

জেরিফ

জীবন্ত জীবাশ্ম

জেরিফ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি অর্ধ নগ্ন মেঘবতী.......

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০









আমি ভালবাসি ঐ রংধনু কে

যে থাকে দূরে ...

অনেক দূরে ,

আমি ভালবাসি তার আশ্চর্য্য তুলিতে নিজেকে আঁকতে !



আমি ভালবাসি ঐ মেঘবতী কে

যে থাকে উঁচুতে...

অনেক উঁচুতে ,

আমি ভালবাসি তার নির্লজ্জ ভালবাসার অধর ,চিবুকের স্পর্শ !



আমি ভালবাসি ঐ চাঁদ কে

যে থাকে অর্ধ নগ্ন...

অথবা নগ্ন হয়ে ,

আমি ভালবাসি তার পুর্ণ যৌবন ;কামনার শিহরণ !







উৎসর্গঃ মামুন রশিদ ভাই কে ।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪

হানিফ রাশেদীন বলেছেন: সুন্দর অনুভূতি।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

জেরিফ বলেছেন: শুভেচ্ছা নিবেন ।

ধন্যবাদ , ভালো থাকুন ।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২১

মামুন রশিদ বলেছেন: নাউজুবি..

১৮+ কোন পোস্ট কাউকে উৎসর্গ করা হলে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় জানিনা । কেউ কি দয়া করে জানাবেন ??

:-/ :-B :#>

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৪

জেরিফ বলেছেন: ভাই বাকিটূকু আটকে গেলো কেন ?

নাকি ব্যাপার টা এরকম নাইজু্বি... পাই কই :!> :!> :!>

ভালো আছেন ?

আপনার অনুভূতি কি একটু বলবেন ?

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫১

আবু শাকিল বলেছেন: অর্ধ নগ্ন মেঘবতী ভাল লাগছে =p~ =p~ =p~

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

জেরিফ বলেছেন: শুভেচ্ছা নিবেন শাকিল ভাই ।

ধন্যবাদ ।

৪| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৫

বদিউজ্জামান মিলন বলেছেন: চান্দের মধ্যে মাইয়াটা কেমনে ঢুকলো, আমার মাথায় আইতাছে না। এই মাইয়ার নিশ্চয় সাঈদীর সঙ্গে কোনো সম্পর্ক আছে। নইলে এই কাম মোটেই সম্ভব না (হি হি হা হা হু হু)

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

জেরিফ বলেছেন: B:-) B:-)

৫| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৭

গোল্ডেন গ্লাইডার বলেছেন: কবিতার চেয়ে ছবি ভালা পাইলাম B-)) B-))

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

জেরিফ বলেছেন: হুম ! ধন্যবাদ ।

৬| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: কবিতায় ভাল লাগা।


উৎসর্গ দেখে অাতঁকে উঠলাম !! B-)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৯

জেরিফ বলেছেন: আপনার জন্য আইস টি রইলো :!>




ধন্যবাদ ভ্রাতা :)

৭| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমি ভালবাসি তার আশ্চর্য্য তুলিতে নিজেকে আঁকতে !

তুমি তার, আকবো আমি তাও নিজেকে, ডিফরেন্ট!

বেশ ভালো।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২২

জেরিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দূর্জয় দা :)

৮| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৩

ডট কম ০০৯ বলেছেন: কমেন্টস করমু দেইক্ষা সাইন ইন হইতে গেছিলাম।

নামের ঘরে নাউজুবিল্লাহ লেইক্ষা ফালাইছি। ;)

আমার কি হপে!!

নাউযুবিল্লাহ নামে কি নতুন আইডি খুলুম নাকি এহন। হাহহাহহহ

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯

জেরিফ বলেছেন: বলেন কি :-/ :-/

নতুন আইডি খুলতে পারেন

যেখানে সেখানে এখন নাউযুবিল্লাহ কার্যক্রম :-B :-B

৯| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯

ঢাকাবাসী বলেছেন: কবিতা ভাল, ছবিটায় আপত্তি।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

জেরিফ বলেছেন: আপত্তির অবসান করিলাম ,

ধন্যবাদ ।

১০| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৯

অপু তানভীর বলেছেন: এতো মানুষ থাকতে জেরিফ এই পুস্ট কেনু মামুন ভাইকে উৎসর্গ করিলো, এর পিছনে লুকিয়ে আছে বিরাট গভীর এক রহস্য !

এই রহস্য জাতি জানতে চায় ! ;);)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

জেরিফ বলেছেন: বিস্তারিত জানতে চোখ রাখুন অপু তানভীরের বাংলা ব্লগে ;)

১১| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতা ও উৎসর্গে ভাল লাগা রইলো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

জেরিফ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

১২| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

হাসান মাহবুব বলেছেন: ভালোই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

জেরিফ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই :)

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬

বাংলার পাই বলেছেন: ভালো লাগলো।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫

জেরিফ বলেছেন: ধন্যবাদ , মন্তব্যের উত্তর দিতে দেরী করে ফেললাম তার জন্য দুঃখিত । এক্সাম ছিলো । আবার নিয়মিত হলাম দেখি কত দূর যেতে পারি ।

ভালো থাকার প্রত্যাশা !

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

মাহবু১৫৪ বলেছেন: :!>

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫

জেরিফ বলেছেন: ধন্যবাদ । ভাল আছেন ?

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

এহসান সাবির বলেছেন: ফোনে কথা হবে।


কবিতার বিষয়ে পরে মন্তব্য করে যাবো।

এখনও পড়িনি।

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭

জেরিফ বলেছেন: ঈদের শুভেচ্ছা :) :!>


দুঃখিত লগিন করিনি অনেক দিন ।

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

দীপংকর চন্দ বলেছেন: যে থাকে উঁচুতে...

অনেক উঁচুতে


ভালো লাগা অনেক।

শুভকামনা। অনিঃশেষ।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

জেরিফ বলেছেন: ভালো লাগার পরিসীমা কেউ করেছে কি না জানিনা , তবে কেউ পারবে না এতটুকু বলা যায় ।

ধন্যবাদ, মন্তব্যে ভালো লাগা রইলো ।

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:২৩

খেলাঘর বলেছেন:

কবিতা পাগল বাংগালী, সবাই কবিতা ভালোবাসে, ভালো।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

জেরিফ বলেছেন: হয়ত ঠেকে না হয় সহজাত ।

ভালো থাকুক কবিতারা ।


ধন্যবাদ ।

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০

এহসান সাবির বলেছেন: নতুন কিছু চাই......!!

২০| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

 বলেছেন: ++++++ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.