নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অআকখ

ঝিম

ঝিম › বিস্তারিত পোস্টঃ

নীল টিপ

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০২



[img|undefined

মেয়েটার কপালে গোলাকার নীল টিপ। পরনে সবুজ রঙের কামিজ। সবুজ কামিজের প্রান্তে নীল কাপড়ের সেড ড্রেসটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। সবুজ রঙের ওড়নাটি গলায় পেঁচানো। হাতে লাল রঙের ভ্যানিটি ব্যাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে বান্ধবীদের সাথে দাঁড়িয়ে গল্প করছে। গল্প করছে আর হাসছে। নির্ভেজাল, ন্যাসারাল হাসি। হাসার সময় গালে টোল পড়ছে। সবার থেকে লম্বা । এক হারা গড়ন। উচ্ছল, চঞ্চল, হাস্যোজ্জ্বলমেয়েটি অসাধারণ স্মার্ট । হঠাৎ বৃষ্টি নামল। বান্ধবীরা পাশের একটি ছাউনীতে গেল। মেয়েটি দাঁড়িয়ে আছে। দুই হাত মেলে বৃষ্টি ধরছে। শ্রাবণের বৃষ্টির ফোঁটার সাথে আলীঙ্গন করছে। হালকা বৃষ্টি। মাথার উপরে পড়া বৃষ্টির ফোঁটা ওর কোঁকড়ানো চুল বেয়ে শরীরে চুইয়ে পড়ছে। চোখের পাতায় জমা ছোট ছোট বৃষ্টি সূর্যের আলোতে চিক চিক করছে। গোলগাল মুখে জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো সূর্যের আলোয় মুক্তোর দানার ন্যায় জ্বল জ্বল করছে। বৃষ্টির কণা আর সূর্যের আলোর প্রলেপ ওর মুখাবয়বকে এক অসাধারণ শৈল্পিক রুপ দিয়েছে। মনে হচ্ছে প্রকৃতির পার্লারে সাজতেই দাঁড়িয়ে ছিল । সময়ের সাথে সাথে বৃষ্টি পড়ার গতি বৃদ্ধি গেল। ভারী বৃষ্টিতে কোঁকড়ানো চুলগুলো অনেকটা সোজা হয়ে পিঠের সাথে মিছে গেছে। মেয়েটিকে বান্ধবীরা ডাকছে-তন্দ্রিমা বৃষ্টিতে আর ভিজিসনা, জ্বর আসবে । বান্ধবীদের দিকে তাকিয়ে হাসছে তন্দ্রিমা। অসাধারণ সুন্দর হাসি। হাসলে কাউকে এতো সুন্দর দেখায় তা মেয়েটিকে না দেখলে বোঝা যাবে না। ছাতা মাথায় পথচারী হাঁটছে। সবাই এক পলক মেয়েটিকে দেখছে। ওকে কাছ থেকে দেখতে অর্ণব ছাতা ফুঁটিয়ে হাঁটতে হাঁটতে পাশে গিয়ে দাঁড়াল। মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল । অর্ণবের চোখে চোখ পড়তেই মেয়েটির মুখে যেন অমাবস্যার অন্ধকার নেমে আসল। অদূরে দাঁড়িয়ে থাকা একটা রিক্সাকে ইশারায় ডাকল। আমি চললাম, তোরা আয় রে বলেই তড়িঘড়ি রিক্সায় উঠল । মেয়েটির হাতের ধাক্কায় রিক্সাওয়ালা প্যাডেল ঘোরাতে শুরু করল। রিক্সার হুডের পেছনের অংশ খোলা ছিল। অর্ণব রিক্সার পেছন থেকে মেয়েটির দিকে তাকিয়ে রইল। কয়েক মিনিটের মধ্যে রিক্সাটি রাস্তার বাঁকে হারিয়ে গেল ।



অর্ণব ডাচ-বাংলা ব্যাংকের ফার্মগেট শাখায় চাকরী করে। অফিস ছুটির পরে অর্ণব সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন টিএসসি ঘুরে বাসায় ফেরে। উদ্দেশ্য- নীল টিপ পরা মেয়েটিকে এক নজর দেখা। অধিকাংশ দিনই টিএসসিতে পাওয়া যেত ওকে। অর্ণবের সাথে তন্দ্রিমার খুব একটা কথা হয়নি। শেষ দেখা হয়েছিল গত বছর মার্চের ১৫ তারিখ। এরপর থেকে আর টিএসসিতে দেখা যায়নি ওকে। অর্ণব খোঁজ নিয়ে জেনেছে এ বছর ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে তন্দ্রিমার মাষ্টার্সের রেজাল্ট হয়েছে। এর কয়েক দিন পরেই ওর বাবা মারা যায়। তন্দ্রিমা সবার বড়। তাই সংসারের দায়িত্ব পালন করতে সম্প্রতি একটা বেসরকারী ব্যাংকে চাকরী নিয়েছে । তবে কোথায়, কোন ব্যাংকে -তা জানতে পারেনি।



আজ ১৬ শ্রাবন। প্রথম দেখার দিন। পড়ন্ত দুপুরে দক্ষিণা বাতসে ঘরের ঝুল বারান্দায় বসে আছে অর্ণব। আকাশের দিকে চেয়ে সাদা মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা দেখছে। হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামল। মেয়েটিকে প্রথম দেখার সেই মুহুর্তগুলো চোখের পাতায় ভেসে উঠলো । অর্ণব রঙ তুলি নিয়ে পুরোদস্তুর শিল্পীর ন্যায় ছবি আঁকতে বসল। একান্ত নিবিষ্ট মনে ছবি আঁকছে অর্ণব। ছবি আঁকায় যথেষ্ঠ দক্ষতা আছে ওর। অর্ণবের এক জ্ঞাতি সর্ম্পকীয় কাকা ওদের বাসায় থেকেই চারুকলা ইন্সটিটিউটে পড়তো। ওই কাকাই ওকে সুন্দর করে ছবি আঁকা শিখিয়েছে। ছবি আঁকা প্রায় শেষের পথে, কপালের টিপটির রঙ করলেই শেষ হয়ে যায়। অর্ণবের ছোট বোন রুনু ওর রুম থেকে ভাইয়ের ছবি আঁকা দেখছিল। অনেকদিন পর ভাইয়াকে ছবি আঁকতে দেখে ওর বেশ কৌতুহল হল। নিঃশব্দে চুপি চুপি, বিড়াল পদে অর্ণবের পাশে এসে বসল। একটা মেয়ের ছবি। পরিচিত কেউ কিনা মিলিয়ে দেখছে রুনু। এরমধ্যে কপালের টিপটির রঙও সম্পন্ন করেছে অর্ণব। অনেকক্ষন চুপচাপ বসে আছে রুনু। আর মুখ বুজে থাকতে পারলো না। বলে উঠল, ‘যাক বাবা এবার হয়তো মায়ের ইচ্ছাটা পূরণ হবে। অর্ণবকে হালকা ধাক্কা দিয়ে রুনু বলে, ভাইয়া অসাধারণ মেয়ে। ন্যাচারাল স্মাইলিং । আমার খুব পছন্দ হয়েছে। ভাইয়া নিল টিপটাতে ওকে অসাধারন দেখাচ্ছে। যাই মাকে খবরটা দিই।’ দুষ্টমিভরা কথাগুলো বলেই এক দৌঁড়ে মায়ের ঘরে চলে গেল। উৎফুল্ল রুনু মাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে আসলো। ততক্ষণে আঁকা আঁকির সব সরঞ্জাম ব্যাগে ভরে ফেলেছে অর্ণব। মা অর্ণবের দিকে তাকিয়ে বলল, “বাবা মেয়েটি কে? মেয়েটি কি তোমার পছন্দ? আমাকে আগে বলনি কেন?” মায়ের বিরামহীন প্রশ্নে লজ্জা ও রাগ দু’টিই হচ্ছিল অর্ণবের। রুনুর কারণে এমন পরিস্থিতিতে শিকার হতে হলো ওকে। অর্ণব রুনুর দিকে তাকিয়ে চোখের ভাষায় শাঁসাল। আমি আবার কি করলাম, ভ্রু কুঁচকে বলল রুনু। অর্ণব ওর দিকে চেয়ে চোখ মোটা করতেই রুনু দ্রুত স্থান ত্যাগ করল ।



অনেক দিন পর লামিয়ার ফোন।‘তন্দ্রিমা কেমন আছিস? নতুন অফিসে নতুন সহকর্মীদের সাথে কেমন কাটছে? কোন সমস্যা হচ্ছে নাতো? ’ ‘আরে না। তোর ছৌঁয়ায় বদলে যাওয়া তন্দ্রিমা এখন সব সমস্যাকে সমাধান করে সামনে এগিয়ে যেতে পারে। নতুন অফিসে কাজের চাপে তোকে একটা কথা বলাই হয়নি। জানিস নতুন অফিসে আমার পাশের চেয়ারে উনি বসেন।’ তন্দ্রিমা বলল। অপর প্রান্ত থেকে লামিয়া আগ্রহের সাথে জানতে চাইল, ‘উনি কে রে?’ উত্তওে তন্দ্রিমা বলল,‘আরে যিনি আমাদের সাক্ষাত পেতে প্রায় টিএসসিতে আসতেন।’ ‘ও আচ্ছা বুঝেছি। পরিচয় হয়েছে নাকি? ’ ‘হ্যাঁ ইশরাত সুলতানা নামে পরিচয় হয়েছে।’ লাইন কাটিস না অনেক কথা আছে। তন্দ্রিমা বলে চলে-‘একদিন ওর ছোট বোন রুনু অফিসে এসেছিল। ওর কাছ থেকে জেনেছি নীল টিপ পরা মেয়েটির কথা। ও নাকি এখনও আমাকে খুঁজে ফিরছে। প্রায় নাকি টিএসসি হয়ে বাসায় ফেরে। রুনুর কথার সত্যতা যাচাইয়ে একদিন পিছু নিয়েছিলাম। ওর বোনের কথা আসলে সত্যি। টিএসসির তন্দ্রিমাকে অর্ণব খুব ভালোবাসে অথচ পাশের তন্দ্রিমার দিকে ফিরেও তাকায় না। প্রয়োজন ছাড়া কথাও বলে না।” একটু নরম গলায় তন্দ্রিমা বলে, তুই ব্যস্ত থাকলে---। ‘আরে বলে যা ব্যস্ততা সব ছিঁকেই তুলে রাখলাম’ বলল লামিয়া। তন্দ্রিমা বলে, ‘ওর ছোট বোন রুনুকে সেদিন অফিসে লাঞ্চ করিয়েছিলাম। খাওয়া দাওয়ার ফাঁকে ওর কাছে জানতে পারলাম টিএসসিতে দেখা নীল টিপ পরা তন্দ্রিমা নামের এক মেয়েকে ওর ভাই খুব ভালোবাসে। ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না বলে মনস্থির করেছে। ভাইয়ের এমন সিদ্ধান্তের কারণে ওর মা নাকি অনেকটা অসুস্থ্য হয়ে পড়েছে। বোরখা পরে থাকায় মি.অর্ণব তার খুঁজে ফেরা তন্দ্রিমাকে এখনও চিনতে পারেনি। প্রশান্তির নিঃশ্বাস ফেলে তন্দ্রিমা বলে, ‘সত্যি বোরখা একটা মেয়েকে কতটা নিরাপদ রাখতে পারে তা তোর ছোঁয়া না পেলে বুঝতে পারতাম না। জানিস অফিসের কলিগরা আমাকে যথেষ্ঠ সম্মানের দৃষ্টিতে দেখে। সব কিছুই তোর জন্য সম্ভব হয়েছে।’ লামিয়া বলল, ‘সবই আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ তোকে কবুল করেছে। তাই সম্ভব হয়েছে। আল্লাহ তোর মঙ্গল করুন। আজ রেখে দিচ্ছি পরে আবার কথা হবে।’



ব্যাংক ছুটি পর বেরুনোর সময় ম্যানেজার অর্নবকে ডাকল । ‘অর্ণব রাত ৯টার দিকে আমার বাসায় এস। তোমার জন্য একটা মেয়ে দেখতে যাব। গতকাল তোমার মা বাসায় এসেছিলেন। কাল রাতেই তোমার মা, তোমার কাকী, রুনু ও আমি মেয়েটিকে দেখে এসেছি। মেয়েটি আমাদের পছন্দ হয়েছে। একটু থেমে রশিদ সাহেব বলেন, তোমার বাবা আমার ঘনিষ্ট বন্ধু ছিলেন। বন্ধু বেঁচে নেই। ওর অবর্তমানে তোমার প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে। আমি তোমার সম্পর্কে সবকিছু আমি জানি। সব কিছু যেন শুনেই তোমাকে ওখানে নিয়ে যেতে চাচ্ছি। মেয়েটি তোমার কাকীর রিলেটিভ। ফ্যামিলি স্ট্যাটাসও ভালো। সার্ভিস করা মেয়ে। আশাকরি তোমার পছন্দ হবে । অর্ণবকে কোন সুযোগ না দিয়েই একনাগাড়ে কথাগুলো বললেন ম্যানেজার রশিদ আহম্মেদ।



অর্ণব বাসায় ফিরে কাপড় না ছেড়ে বিছানায় শুয়ে পড়ল। গতকাল মা ও ম্যানেজার আঙ্কেল মিলে বিয়ের ব্যপারে অনেক দূর এগিয়েছে-এটা বুঝতে বাকি রইল না । রশিদ সাহেবের কাছে অর্ণবদের পরিবার নানা কারণে ঋনী। বাবার মৃত্যুর পরে সংসারের হাল ধরতে চাকরীর পিছনে অনেক ছুটেছিল অর্ণব। চাকরী জোটাতে পারেনি। মায়ের অনুরোধে রশিদ সাহেবের প্রচেষ্টায় ব্যাংকে চাকরী হয় তার। বন্ধুর ছেলে বলে নিজের ব্রাঞ্চে পোষ্টিংও করিয়েছে। কাজেই রশিদ সাহেবের কথা ফেলা ওর পক্ষে একেবারেই অসম্ভব। কিন্তু তন্দ্রিমা যে ওর হৃদয় জুড়ে বিচরণ করছে। ওর জায়গায় অন্য কারো স্থান হতে পারে না। কি করবে অর্ণব? ভেবে পাচ্ছে না। এলো মেলো ভাবনায় শরীরের নার্ভগুলো দূর্বল হয়ে আসছে ওর। অর্ণব ভাবছে, মেয়ে সুন্দর হলে তাকে তো অসুন্দর বলা যাবেনা। রশিদ আঙ্কেলকে যতটুকু চিনি তাতে এটুকু বলতে পারি- মেয়ে দেখতে খারাপনা শুধু এ কথা বললেই, বিয়ের দিনক্ষণ পাকাপাকি করে ফেলবেন। শরীর নিস্তেজ হয়ে আসছে। উঠে দাাঁড়ানোর শক্তি যেন হারিয়ে ফেলেছে ও। রাত ৯ টা বেজে গেছে। হঠাৎ ফোন বেজে উঠল। অর্ণব ফোনটা হাতে নিল। রশিদ সাহেবের ফোন। রিসিভ করে বলল, আঙ্কেল এইতো আমি চলে আসছি। অর্ণব বাথরুমে গিয়ে ফ্রেস হয়ে তড়িঘড়ি গুছিয়ে নিল। রাত ৯টা ২০ মিনিটের সময় ম্যানেজার রশিদ আহম্মেদের বাসায় পৌঁছাল । রশিদ সাহেব গাড়ি নিয়ে রেডি। রুনু আগে থেকেই গাড়িতে বসে ছিল। স্যারের সামনে বকতেও পারছে না। নীরবে সহ্য করা ছাড়া কোন উপায় নেই। অর্নব সুবোধ বালকের মতো ম্যানেজারের গাড়িতে উঠে রওয়ানা হল।



রাত ১০টা বাজে। সিদ্ধেশ্বরীর ২৯ নং রোডের ২০নং বাসার সামনে গাড়ি থামল। গাড়ির হর্ণ বাজতেই মাঝ বয়সী এক লোক দরজা খুলে ড্রয়ই রুমে বসতে দিলেন। লোকটি মেয়ের মামা হন স্যার পরিচয় দিলেন। মেয়ের মামা নানা রকম খাবারে আন্তরিকতার সাথে আপ্যায়ন করালেন। ‘রুনুটা এসেই ভিতরে ঢুকেছে। এক সাথে খাবারও খেল না। ওর অনেক বাড় হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো মেয়েটিকে নিয়ে আসা হবে। বদমায়েশটা এখনও আসছে না। আজ বাড়ি যাই তারপর দেখাব মজা।’ বিড়বিড় করে বলছিল অর্ণব। কিছুক্ষণের মধ্যে কয়েকটি মেয়েসহ মেয়েটি আসল। অর্ণব মাথা নিচু করে আছে। রুনু খোঁচা দিয়ে বললো, ভাইয়া মাথা উচুঁ কর। কিছু জিজ্ঞাসা করবে না? অর্ণব মাথা তুলে দেখে সেই বান্ধবীদের কয়েকজন মেয়েটির পাশে। মেয়েটির কপালে নীল টিপ, সবুজ কামিজ, কামিজের প্রান্তজুড়ে নীল কাপড়ের সেড। প্রথম দেখা সেই পোষাকে। হতচকিত হল অর্ণব। স্বপ্ন দেখছি নাতো! নাকি হ্যালুসুলেশনে ভুগছি? পরপর কয়েকবার চোখের পলক ফেলে ভালো করে দেখল। না সেই মেয়েটিই। ম্যানেজার রশিদ আহম্মেদ সবাইকে নিয়ে ভেতরে চলে গেলেন। মেয়েটির সাথে থেকে গেল নেকাব পরা একটি মেয়ে। মেয়েটি অর্ণবকে উদ্দেশ্য করে বললো, ‘আমি লামিয়া। তন্দ্রিমার ঘনিষ্ট বন্ধু। আপনার খুঁজে ফেরা তন্দ্রিমা এখন আপনার সামনে। কর্মস্থলে আপনার পাশের চেয়ারেই বসে। বোরখা পরে থাকায় চিনতে পারেননি।’ মুচকি হেসে মেয়েটি বলল, ‘এখন থেকে আর টিএসসি ঘুরে বাসায় ফেরার দরকার নেই। আপনার ছোট বোন রুনুর কাছ থেকে তন্দ্রিমা সব জেনেছে। আপনাকে তন্দ্রিমা পছন্দ করে।’ একটু থেমে আবার বলে, তন্দ্রিমা অনেক ভালো মেয়ে। আশাকরি ওকে নিয়ে সুখে থাকবেন ।’ লামিয়ার কথা শেষে হতেই অর্ণব উপরের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে তন্দ্রিমার দিকে তাকাল। ওকে কি যেন বলতে চাইল । বেশ কিছু সময় কেটে গেল কিন্তু অর্ণবের মুখ দিয়ে একটি কথাও বের হলো নাআরো বাড়িয়ে দিয়েছে। সবুজ ওড়নাটি গলায় পেঁচানো। হাতে লাল রঙের ভ্যানিটি ব্যাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে বান্ধবীদের সাথে দাঁড়িয়ে গল্প করছে। গল্প করছে আর হাসছে। নির্ভেজাল, ন্যাসারাল হাসি। হাসার সময় গালে টোল পড়ছে। সবার থেকে লম্বা মেয়েটি। এক হারা গড়ন। উচ্ছল, চঞ্চল, হাস্যোজ্জ্বলমেয়েটি অসাধারণ স্মার্ট । হঠাৎ বৃষ্টি নামল। বান্ধবীরা পাশের একটি ছাউনীতে গেল। মেয়েটি দাঁড়িয়ে আছে। দুই হাত মেলে বৃষ্টি ধরছে। শ্রাবণের বৃষ্টির ফোঁটার সাথে আলীঙ্গন করছে। হালকা বৃষ্টি। মাথার উপরে পড়া বৃষ্টির ফোঁটা ওর কোঁকড়ানো চুল বেয়ে শরীরে চুইয়ে পড়ছে। চোখের পাতায় জমা ছোট ছোট বৃষ্টি সূর্যের আলোতে চিক চিক করছে। গোলগাল মুখে জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো সূর্যের আলোয় মুক্তোর দানার ন্যায় জ্বল জ্বল করছে। বৃষ্টির কণা আর সূর্যের আলোর প্রলেপ ওর মুখাবয়বকে এক অসাধারণ শৈল্পিক রুপ দিয়েছে। মনে হচ্ছে প্রকৃতির পার্লারে সাজতেই দাঁড়িয়ে ছিল মেয়েটি। সময়ের সাথে সাথে বৃষ্টি পড়ার গতি বৃদ্ধি গেল। ভারী বৃষ্টিতে কোঁকড়ানো চুলগুলো অনেকটা সোজা হয়ে পিঠের সাথে মিছে গেছে। মেয়েটিকে বান্ধবীরা ডাকছে-তন্দ্রিমা বৃষ্টিতে আর ভিজিসনা, জ্বর আসবে । বান্ধবীদের দিকে তাকিয়ে হাসছে তন্দ্রিমা। অসাধারণ সুন্দর হাসি। হাসলে কাউকে এতো সুন্দর দেখায় তা মেয়েটিকে না দেখলে বোঝা যাবে না। ছাতা মাথায় পথচারী হাঁটছে। সবাই এক পলক মেয়েটিকে দেখছে। মেয়েটিকে কাছ থেকে দেখতে অর্ণব ছাতা ফুঁটিয়ে হাঁটতে হাঁটতে মেয়েটির পাশে গিয়ে দাঁড়াল। মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল । অর্ণবের চোখে চোখ পড়তেই মেয়েটির মুখে যেন অমাবস্যার অন্ধকার নেমে আসল। অদূরে দাঁড়িয়ে থাকা একটা রিক্সাকে ইশারায় ডাকল। আমি চললাম, তোরা আয় রে বলেই তড়িঘড়ি রিক্সায় উঠল । রিক্সাওয়ালা প্যাডেল ঘোরাতে শুরু করল। রিক্সার হুডের পেছনের অংশ খোলা ছিল। অর্ণব রিক্সার পেছন থেকে মেয়েটির দিকে তাকিয়ে রইল। কয়েক মিনিটের মধ্যে রাস্তার বাঁকে হারিয়ে গেল মেয়েটি।



অর্নব মেয়েটিকে এক নজর দেখতে অফিস ছুটির পর ফার্মগেট থেকে সপ্তাহে অন্তত দুই তিন দিন টিএসসিতে আসতো। কোন কোন দিন দেখা হতো। কোন দিন দেখা না পেয়ে ব্যথিত মনে ফিরে যেত অর্ণব। যে কয়েক দিন দেখা হয়েছিল সে ক’দিনে দু’চারটির বেশি কথা বলা হয়নি ওদের। মেয়েটির অনিহায় কথা বেশিদূর এগোয়নি কখনও । শেষ দেখা হয়েছিল গত বছর মার্চের ১৫ তারিখ। এরপর থেকে আর টিএসসিতে দেখা যায়নি ওকে। অর্ণব খোঁজ নিয়ে জেনেছে মেয়েটির বাবা মারা গেছে। সম্প্রতি একটা বেসরকারী ব্যাংকে চাকরী নিয়েছে ও। তবে কোথায়, কোন ব্যাংকে -তা জানতে পারেনি।

আজ ১৬ শ্রাবন। প্রথম দেখার দিন। পড়ন্ত দুপুরে দক্ষিণা বাতসে ঘরের ঝুল বারান্দায় বসে আকাশে সাদা মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা দেখছে অর্ণব। হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামল। মেয়েটিকে প্রথম দেখার সেই মুহুর্তগুলো চোখের পাতায় ভেসে উঠলো । অর্ণব রঙ তুলি নিয়ে পুরোদস্তুর শিল্পির ন্যায় ছবি আঁতে বসল। একান্ত নিবিষ্ট মনে ছবি আঁকছে । অর্নব খুব সুন্দর ছবি আঁকতে পারে। ওর এক জ্ঞাতি সর্ম্পকীয় কাকা ওদের বাসায় থেকেই চারুকলা ইন্সটিটিউটে পড়তো। ওই কাকাই ওকে সুন্দর করে ছবি আঁকা শিখিয়েছে। ছবি আঁকা প্রায় শেষের পথে কপালের টিপটির রঙ করলেই শেষ হয়ে যায়। অর্ণবের ছোট বোন রাফা ওর রুম থেকে ভাইয়ার ছবি আঁকা দেখছিল। অনেকদিন পর ভাইয়ার ছবি আঁকতে দেখে ওর বেশ কৌতুহল হল। নিঃশব্দে চুপি চুপি বিড়াল পায়ে অর্ণবের পাশে বসে এস বসল। একটা মেয়ের ছবি। পরিচিত কেউ কিনা মিলিয়ে দেখছে। অনেকক্ষন চুপ আছে। এরমধ্যে কপালের টিপটির রঙও সম্পন্ন করেছে অর্ণব। এবার আর মুখ বুজে থাকতে পারলো না রুনু। যাক বাবা এবার হয়তো মায়ের ইচ্ছাটা পূরণ হবে। অর্ণবকে হালকা ধাক্কা দিয়ে রুনু বলে, ভাইয়া অসাধারণ মেয়ে। ন্যাচারাল স্মাইলিং । আমার খুব পছন্দ হয়েছে। ভাইয়া নিল টিপটাতে ওকে অসাধারন দেখাচ্ছে। যাই মাকে খবরটা দিই। এক নাগাড়ে কথাগুলো বলেই এক দৌড়ে মায়ের ঘরে চলে গেল। উৎফুল্ল রুনু মাকে এক প্রকার টেনে হিচড়ে নিয়ে আসলো। ততক্ষণে আঁকা আঁকির সব সরঞ্জাম ব্যাগে ভরে ফেলেছে অর্ণব। মা অর্ণবের দিকে তাকিয়ে বলল, বাবা মেয়েটি কে? মেয়েটি কি তোমার পছন্দ? আমাকে আগে বলনি কেন? মায়ের একের এক প্রশ্নে লজ্জা ও রাগ দু’টিই হচ্ছে অর্ণবের। রুনুর কারণে এমন পরিস্থিতিতে শিকার হতে হলো ওকে। অর্ণব চোখ বড় বড় করে রুনুর দিকে তাকিয়ে চোখের ভাষায় শাঁসাল। আমি আবার কি করলাম, ভ্রু কুঁচকে বলে দ্রুত স্থান ত্যাগ করল রুনু ।



অনেক দিন পর লামিয়ার ফোন। তন্দ্রিমা কেমন আছিস? নতুন অফিসে নতুন সহকর্মীদের সাথে কেমন কাটছে? কোন সমস্যা হচ্ছে নাতো? আরে না। তোর ছৌঁয়ায় বদলে যাওয়া তন্দ্রিমা এখন সব সমস্যাকে সমাধান করে সামনে এগিয়ে যেতে পারে। ও হ্যাঁ শোন কাজের চাপেতো তোকে বলাই হয়নি। অফিসে আমার পাশের চেয়ারে উনি বসেন। এ প্রান্ত থেকে বলল তন্দ্রিমা। লামিয়া বলল, উনি কে রে? আরে যিনি আমাদের সাক্ষাত পেতে প্রায় টিএসসিতে আসতেন -উনি তিনি। ও আচ্ছা বুঝেছি। চিনতে পারেনি তো? আরে না। এতো কাছে থাকি অথচ ভালোভাবে তাকায়ও না। প্রয়োজন ছাড়া কথাও বলে না। এক দিন ওর ছোট বোন এসেছিল অফিসে। ওর কাছে জানলাম টিএসসিতে দেখা নীল টিপ পরা তন্দ্রিমা নামের এক মেয়েকে ও খুব ভালোবাসে। ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না। এখনও নাকি টিপ পরা মেয়েটির খোঁজে টিএসসিতে যায়। বোরখা পরে থাকায় ওর তন্দ্রিমাকে চিনতে পারেনি। সত্যি বোরখা একটা মেয়েকে কতটা নিরাপদ রাখতে পারে তা তোর ছোঁয়া না পেলে বুঝতে পারতাম না। জানিস অফিসের কলিগরা আমাকে যথেষ্ঠ সম্মানের দৃষ্টিতে দেখে। সব কিছুই তোর জন্য সম্ভব হয়েছে। লামিয়া বলল, সবই আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ তোকে কবুল করেছে। তাই সম্ভব হয়েছে। আল্লাহ তোকে পরিপূর্ণ ইসলামে দাখিল করেছে। আল্লাহ তোর মঙ্গল করুন। আজ রেখে দিচ্ছি পরে আবার কথা হবে।

ব্যাংক ছুটি পর বেরুনোর সময় ম্যানেজার অর্নবকে ডাক দিল । অর্ণব রাত ৯টার দিকে আমার বাসায় চলে এস। তোমার জন্য একটা মেয়ে দেখতে যাব। গতকাল তোমার মা বাসায় এসেছিল। ইতস্তÍতবোধ করার দরকার নেই। আমি শুধু তোমার বস নই, তোমার প্রতিবেশি। সর্বোপরি তোমার বাবার বন্ধু। ও বেঁচে নেই। ওর হয়ে আমার তো কিছুটা দায়িত্ব পালন করতে হবে। মাথা উঁচু কর। আমি তোমার ব্যপারে সব কিছু জানি। সব কিছু যেন শুনেই আমি তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি। মেয়েটি তোমার, আমার পরিচিত। তবে আমার পূর্বপরিচিত। আমার এক বন্ধুর মেয়ে। গত বছর ওর বাবা মারা গেছে। মেয়েটি খুবই সুন্দর। ফ্যামিলি স্ট্যাটাসও ভালো। সার্ভিস করা মেয়ে। আশাকরি তোমার পছন্দ হবে। অর্ণবকে কোন সুযোগ না দিয়েই একনাগাড়ে কথাগুলো বলল ম্যানেজার রশিদ আহম্মেদ।

বসের কথা ফেলা সম্ভব হলো না অর্ণবের। রাত ৯টার আগেই ম্যানেজার রশিদ আহম্মেদের বাড়িতে পৌঁছাল অর্ণব। রুনু আগে থেকেই গাড়িতে বসে ছিল। স্যারের সামনে বকতেও পারছে না। নীরবে সহ্য করা ছাড়া কোন উপায় নেই। অর্নব সুবোধ বালকের মতো ম্যানেজারের গাড়িতে উঠে রওয়ানা হল। রাত ১০টার দিকে সিদ্ধেশ্বরী মেয়েটির বাসায় পৌঁছাল। একটি মেয়ে রুমের দরজা খুলে দিয়ে ড্রয়ই রুমে বসতে দিল। রুমের দরজা খুলে দেওয়া মেয়েটিকে অর্ণবের বেশ পরিচিত মনে হল। নানা রকম খাবারে আপ্যায়ন করানো হল ওদেরকে। “রুনুটা এসেই ভিতরে ঢুকেছে। খাবারটাও আমাদের সাথে খেলনা। ওর অনেক বাড় হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো মেয়ে আনবে। বদমায়েশটা এসময়ও নেই। আজ বাড়ি যাই তারপর দেখাব মজা।” বিড়বিড় করে বলছিল অর্ণব। মেয়েটি আসছে। অর্ণব মাথা নিচু করে আছে। রুনু খোঁচা দিয়ে বললো ভাইয়া মাথা উচুঁ কর। এটা অন্য কোন মেয়ে না এটা তোমার সেই নিল টিপ ওয়ালা মেয়ে। অর্ণব মাথা তোলে। সেই বান্ধবীদের কয়েকজন মেয়েটির পাশে। কপালে নিল টিপ, কালো কামিজ, কামিজে লাল কাপড়ের সেড। তোমরা কথা বল আমরা আসছি বলে ম্যানেজার রশিদ আহম্মেদ সবাইকে নিয়ে ভেতরে চলে গেল। মেয়েটির সাথে থেকে গেল নেকাব পরা একটি মেয়ে। নেকাব পরা মেয়েটি অর্ণবকে উদ্দেশ্য করে বললো, এই সেই আপনার খুঁজে ফেরা তন্দ্রিমা। কর্মস্থলে আপনার পাশের চেয়ারেই বসে। বোরখা পরে থাকায় চিনতে পারেননি। মুচকি হেসে মেয়েটি বলল, এখন থেকে আর টিএসসি ঘুরে বাসায় ফেরার দরকার নেই। আপনার ছোট বোন রুনুর কাছ থেকে তন্দ্রিমা সব জেনেছে। আপনাকে তন্দ্রিমা পছন্দ করে। একটু থেমে আবার বলে, তন্দ্রিমা অনেক ভালো মেয়ে। আশাকরি ওকে নিয়ে সুখে থাকবেন । মেয়েটির কথা শেষে অর্ণব উপরের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে তন্দ্রিমার দিকে তাকিয়ে ওকে কি যেন বলতে চাইল অর্ণব। কিন্তু ওর মুখ দিয়ে কোন কথা বের হলো না।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.