নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যর পথে অবিচল আমি থাকব

অন্ধকারে আলোর পথ

অন্ধকারে আলোর পথ › বিস্তারিত পোস্টঃ

কেটেই যাবে দিন গুলো

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

হাসিতে কাটুক আর কান্নায় কাটুক।
কষ্টে কাটুক আর সুখে কাটুক।
জেগে কাটুক আর ঘুমিয়ে কাটুক।
এখানকার রাতগুলো থেমে থাকে না।
এখানকার দিনগুলো কেটে যায়।
সময়ের সাথে কষ্টগুলো হারিয়ে যায়।
সময়ের সাথে ফুরিয়ে যায় বেদনাগুলো।

সময়ের শেষ না হওয়া কাটাগুলো আসছে সামনে।
যেখানে দিনগুলো হয় না শেষ,
অপেক্ষার প্রহর গুলো কাটে না,
সেখানে ঘটবে সময়ের ঘড়ির মৃত্যু,
যদি দুঃখ একবার আসে,তা শেষ হবার নয়,
যদি সুখ একবার আসে তা নিঃশেষ হবার নয়।
সে দিন যে কষ্টে নিপতিত হবে
কেউ আসবে না তাকে বাচাতে দিতে সান্তনা।
আর সে দিন যে আনন্দে থাকবে,
কে আছে তাকে কষ্ট দিবে।
সেই মূহর্ত আসছে বন্ধু,খুবই সন্নিকটে,
মৃত্যু নামক বস্তু নিয়ে যাবে সেই মুহূর্তে
আমাকে-তোমাকে-সবাইকে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ইমরান আল হাদী বলেছেন: "মৃত্যু নামক বস্তু নিয়ে যাবে সেই মুহূর্তে
আমাকে-তোমাকে-সবাইকে"
এটাই অমোঘ নিয়তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.