নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন ব্লগার হিসাবে আছি.......

জহীরুল ইসলাম

ফেসবুকে: https://www.facebook.com/johirul.islam.92 ইমেইল : [email protected]

জহীরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় ভাইদের আইন-কানুন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

বাংলাদেশ ছাত্রলীগ জিয়া হল শাখা, ঢাবি গেস্টরুমের নিয়মাবলী



১.হলের ভিতরে এবং বাহিরে ফার্স্ট ইয়ার ব্যতিত সকল বড় ভাইদের সালাম দিতে হবে। সালাম দেয়ার সময় ডান হাত দিয়ে হ্যান্ডশেক করতে হবে। হ্যান্ডশেক করার সময় বাম হাত পিছনে রাখতে হবে । হাত ঝাঁকি দেয়া যাবেনা, হাতে চাপ দেয়া যাবেনা।



২.মসজিদ, টিভি রুম, রিডিং রুম, বাথরুম, ক্যান্টিন, মেস, স্যালুনে সালাম দেয়া যাবেনা।



৩.একসাথে অনেক বড় ভাই থাকলে চেইন অব কমান্ড অনুযায়ী সালাম দিতে হবে।



৪.প্রত্যেককে বড় ভাই ও ইয়ারমেটের নাম্বার রাখতে হবে সংকেত দিয়ে। -পলিটিক্যাল চ ইয়ারমেট ত।



৫.ছাত্রলীগের প্রোগ্রামে নিয়মিত থাকতে হবে। সমস্যা থাকলে বড় ভাইদের বলতে হবে।



৬,গেস্টরুমে লুঙ্গি,টাউজার পরে আসা যাবেনা এমনকি রাত ১২ টার আগে রুমের বাহিরে যাওয়া যাবেনা।



৭.ক্যান্টিনে প্রথম চারটি টেবিলে বসা যাবেনা। ক্যান্টিন বয়দের সাথে খারাপ ব্যাবহার করা যাবেনা।



৮.টিভি রুমের প্রথম দিকের চেয়ারগুলোতে বসা যাবেনা। রিমোট হাতে নেয়া যাবেনা।



৯. চেইন অব কমান্ড মানতে হবে। বড় ভাইদের অনুমতি ব্যতিত কোনো রুমে যাওয়া যাবেনা।



১০. রিডিং রুমে বড় রিডিং রুম ব্যবহার করতে হবে। কোনোভাবেই ছোট রুমগুলোতে ঢোকা যাবে না।



১১. সিগেরেট খেতে হলে হলের বাহিরে গিয়ে খেতে হবে। রুমে খাওয়ার পরিবেশ থাকলে খাওয়া যাবে।



১২. কোথাও কোনো সমস্যা হলে প্রথমে বড় ভাইদের কাছে ফোন করতে হবে।



১৩. হলে থেকে ছাত্রলীগ ব্যতিত অন্য কোনো সংগঠন যেমন-ছাত্রদল,শিবির করা কঠোরভাবে নিষিদ্ধ।



১৪. ছাত্রলীগ ব্যতিত অন্য কোনো সংগঠনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।



১৫. সর্বোপরি হলের যেকোনো ব্যাপারে ইমিডিয়েট বড় ভাইদের যেকোনো সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।



সরাসরি কপিপেস্ট

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

এন ইউ এমিল বলেছেন: :(( :(( :((

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

জহীরুল ইসলাম বলেছেন: B-) B-)

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডিজিটাল বাকশালের পুনা ভার্সন;)


১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

জহীরুল ইসলাম বলেছেন: জটিল.......

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

সাদা কলো বলেছেন: জয় বাংলা, ছাত্রলীগ সামলা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

জহীরুল ইসলাম বলেছেন: জয় বাংলা ছাত্রলীগ সামলা

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

নিরীহ বালক বলেছেন: গোয়াল শূন্য করার ব্যাবস্থা করতে হবে মনে হচ্ছে B-))

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

জহীরুল ইসলাম বলেছেন: নিরীহ বালক বলেছেন: গোয়াল শূন্য করার ব্যাবস্থা করতে হবে মনে হচ্ছে B-))

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

জহীরুল ইসলাম বলেছেন: :( :(

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

ডরোথী সুমী বলেছেন: তাই নাকি! এত নিয়ম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

জহীরুল ইসলাম বলেছেন: আর কত কি আছে......

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

অহনাব বলেছেন: এখানে তো অন্তত চেইন অফ কমান্ড কঠোর ভাবে মানার কথা আছে। অনেক জায়গায় তো আছে এই চেইন অফ কমান্ড না মেনে ছোট ভাই বড় ভাইদের গায়ে হাত তোলে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০

জহীরুল ইসলাম বলেছেন: #:-S #:-S #:-S

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

জাহাঙ্গীর জান বলেছেন: দেশটা চাত্র রাজনীতি মুক্ত হবে কবে ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

জহীরুল ইসলাম বলেছেন: এরশাদ কাকা এটাই চেয়েছিলেন

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

মাঘের নীল আকাশ বলেছেন: মেজাজটাই তো খারাপ হয়ে গেল.... X(( X(( X(( X(( X((

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

জহীরুল ইসলাম বলেছেন: আসলেই খারাপ হওয়ার কথা

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

আদম_ বলেছেন: এই মানতে হতো একসময়। জঘন্য চোদা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

জহীরুল ইসলাম বলেছেন: জঘন্য চোদা।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮

মহিদুল বেস্ট বলেছেন: ভোদাইগিরি! হল কি তোর বাপের হে! বিদ্যাপীঠে তুই কে হে... সম্মান এমনেই আসে! বলতে হয় না

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

জহীরুল ইসলাম বলেছেন: বিদ্যাপীঠে তুই কে হে... সম্মান এমনেই আসে! বলতে হয় না

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো তো, ভালো না?

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

মুদ্‌দাকির বলেছেন: হল না আর্মি ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.