নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

জোকস

মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।

জোকস › বিস্তারিত পোস্টঃ

চাকরির ইন্টারভিউ

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

চাকরির ইন্টারভিউ দিতে গেছে এক তরুণ। শুরু হলো প্রশ্নোত্তর পর্ব_

প্রঃ কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু ফাটবে না— কীভাবে করবেন এটা ?

উঃ কংক্রিটের মেঝে আসলে খুব শক্ত, ফাটার কোনো আশঙ্কাই নেই !

প্রঃ আপনার এক হাতে যদি তিনটি আপেল ও চারটি কমলা থাকে, আর আরেকটি হাতে থাকে চারটি আপেল ও তিনটি কমলা; তাহলে কী পেলেন আপনি ?

উঃ বিশাল বড় হাত।

প্রঃ এক হাতে একটা হাতিকে কীভাবে ওপরে উঠাবেন ?

উঃ এক হাতের ভিতর আটবে এমন হাতি জীবনেও খুঁজে পাবেন না !

প্রঃ একজন মানুষ কী করে আট দিন না ঘুমিয়ে থাকতে পারে?

উঃ কোনো সমস্যা নেই, সে রাতে গুমাবে !

প্রঃ ব্রেকফাস্টে কোন জিনিসটা কখনোই খেতে পারেন না আপনি ?

উঃ ডিনার।

l

l

l

প্রঃ প্রথম ধাক্কায় বেশ ভালোভাবেই উতরে গেল তরুণ।

শুরু হলো দ্বিতীয় পর্ব-

প্রশ্নকর্তা বললেন-

‘আপনাকে আমি ১০টি পানির মতো সহজ প্রশ্ন করব অথবা কেবল একটা প্রশ্ন করব লোহার মতো কঠিন।

উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন, কোন অপশন বেছে নেবেন আপনি।’

তরুণঃ কিছুক্ষণ ভেবে তারপর বলল‘কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে চাই।

প্রশ্নকর্তা হেসে বললেন-

ভালো, শুভকামনা আপনার জন্য ।

আপনি আপনার সিদ্ধান্ত নিয়েছেন ।

এবার বলুন-

প্রঃ কোনটা প্রথমে আসে ? দিন নাকি রাত ?

তরুণের মনে ভীষন ভয়, এই প্রশ্নের উত্তরেই ঝুলে আছে তার চাকরিটা ।

তারপর ভাবতে শুরু করলো সে এবং

উত্তরে দিল- দিন প্রথমে আসে, স্যার !

:

প্রশ্ন কর্তাঃ কীভাবে ?

:

তরুণঃ দুঃখিত স্যার---

আপনি ওয়াদা করেছিলেন, দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন করবেন না আমাকে !

ll

ll

ll

এবং চাকরি পাকা হয়ে গেল তরুণের

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.