নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

জোকস

মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।

জোকস › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব যুদ্ধ!!!

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:২৯



এক ইউরোপিয় লোক একদিন চার্চে এক ফাদারের কাছে এসে বললো— ফাদার, আজ হতে সত্তর-পঁচাত্তর বছর আগের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এক লোক জার্মান নাৎসী বাহিনীর হাত থেকে বাঁচতে আমার বাসায় লুকাতে চাইলো । আমি তাকে চিলেকোঠায় লুকাতে দিলাম ঠিকই তবে যুদ্ধের দুর্দিনের কথা ভেবে কিছু অর্থ উপার্জনের চিন্তাও করলাম। অর্থাৎ লোকটার আশ্রয়ের বদলে মাসে মাসে টাকা নিতে লাগলাম। লোকটাও উপায় না দেখে রাজি হয়েছিলো । আজ অ্যাতো বছর পর আমার সেই কথা মনে পড়লো । আমার কি পাপ হয়েছে? আমি কি পাপী? প্লিজ বলুন ফাদার । ফাদার বললো— মাই চাইল্ড, তখন যুদ্ধাবস্থা চলছিলো। সবাই বিপদে ছিলো, কাজেই ঐ অবস্থায় কিছু টাকা কামানো এমন কোনো পাপ বলে আমার মনে হয় না। তোমার পাপ হয়নি বাছা । লোক– আহ্ !!! আপনি আমায় বাঁচালেন ফাদার, আমার মনের ভার হাল্কা হয়ে গেলো । আমি যাই। চলে গিয়ে একটুপর লোকটা আবার ফিরে আসলো । ফাদার বললো— এখন কি চাও মাই চাইল্ড? লোকটা বললো— ইয়ে মানে ....ফাদার, আমি কি এখন চিলেকোঠায় গিয়ে লোকটাকে বলে দেবো যে যুদ্ধ শেষ হয়ে গেছে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.