নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় পাঠক

সহজ আলোয় দেখা...

জয় পাঠক

যন্ত্রের জন্যে পদ্য, মানুষের জন্যে গদ্য - এই নিয়ে ভাবাভাবির সারাবেলা

জয় পাঠক › বিস্তারিত পোস্টঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা: হুমকির মুখে মানব সভ্যতা?

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৬





বুদ্ধিমত্তা বিকাশের সাধারণ কিছু নিয়ম আছে। একজন মানুষের (বা যন্ত্রের) বুদ্ধি বিকাশ করতে হলে তাকে স্বাধীন করে দিতে হবে। নানা-মাত্রায় তাকে চিন্তা করার সুযোগ করে দিতে হবে। সেখান থেকে সে অর্জন করবে ভালো-মন্দ যাচাই করার ক্ষমতা।



আর এই ভালো-মন্দ বিচারের একটা মূল নিয়ামক হলো, যে কোন পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখা।



প্রাকৃতিক বুদ্ধিমান প্রাণী (হ্যাঁ, মানুষের কথাই বলছি!) এভাবেই বিকশিত হয়েছে। নিজেদের উপকারে লাগে এমন বুদ্ধিমান "কিছু" তৈরি করতে হলে মানুষকে যন্ত্রের মধ্যে "বুদ্ধি"র এই চিরন্তন সংজ্ঞা প্রয়োগ করতে হবে বস্তুটির ওপর।



স্টিফেন হকিং কিছুদিন আগে বলেছিলেন, বুদ্ধিমান রোবটের কারণে আচিরেই মানব সভ্যতা হুমকির মুখে পড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যতোই নাড়াচাড়া করছি ততোই পরিস্কার হয়ে আসছে এই সত্যিটা। কিছু কিছু ক্ষেত্রে সম্ভাব্য ভয়াবহতা এতোই প্রকট হয়ে ওঠে যে, চিন্তা করতেই হাত-পা ঠান্ডা হয়ে আসে!



মনে হচ্ছে যন্ত্রকে বুদ্ধি দেয়ার প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি, এটি থেকে মানব অস্তিত্ব রক্ষা করার প্রযুক্তি আরো বেশী গুরুত্বপূর্ণ (এবং কষ্টসাধ্য) হয়ে উঠবে।



সমস্যা হচ্ছে মানুষ নামের এই বুদ্ধিমান প্রজাতির একটা অংশের নিজেদের ধ্বংস করার প্রবৃত্তি আছে। তাদের একটা অংশ যদি যন্ত্রকে খারাপ দিকে দিয়ে যায়, তাহলেই সর্বনাশ।



কে জানে "বুদ্ধিমান মানুষের" নিজেদের ধ্বংস করার এই রিভার্স লজিক যন্ত্রের মাঝে দেয়া গেলে নিজেদের টিকিয়ে রাখার একটা সম্ভাবনা দেখতে পারে মানব জাতি। সেক্ষেত্রে চলবে লজিক-রিভার্স লজিকের অনিশ্চিত যুদ্ধ, কে জিতবে, বলা মুশকিল!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:০৭

রিফাত হোসেন বলেছেন: লল

ট্রান্সফর্মার মুভির কথা মনে করিয়ে দিলেন যে দাদা !

২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:১১

চড়ুই বলেছেন: ঠিক বলেছেন তবে এক্স ম্যান এর নতুন সিরিজ দেখে ওই রকম রোবট বানাইতে ইচ্ছা করে। :P :P

৩| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


হুম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.