নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিনশ্বর ছায়া, রহস্য ঘেরা, অতি সাধারণ সামান্য মানুষ !জন্ম-জন্মান্তর পৃথিবীতেই পরে আছি !!

জে আর সিকদার

আমার অচেনা আমি

জে আর সিকদার › বিস্তারিত পোস্টঃ

ভাবনা

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৭



ভাবনাগুলি ভাবছি আমি,
আমার মতো করে।
ছুয়ে যায় ভাবনাগুলি,
শুধুই আমাকে।

সত্যি যদি স্বপ্ন গুলি,
জীবনের পথে।
ধরা দেয় অধরাও,
মনের আকাশে।

ছুয়ে দেয় মন যদি,
স্বপ্নগুলি দিয়ে।
মিশে যায় তফাতে ,
মানুষ মানুষে।

স্বপ্ন-ভাবনা জীবন যেন,
আকাশ-পাতাল দূর।
দূর দিগন্তে মিশে গেছে,
আকাশ-পাতালে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫

খোলা মনের কথা বলেছেন: স্বপ্ন-ভাবনা জীবন যেন,
আকাশ-পাতাল দূর।
দূর দিগন্তে মিশে গেছে,
আকাশ-পাতালে।
অসাধারণ।

আমাদের নতুন জগৎতে আপনাকে স্বাগতম। সাথে থাকবেন সবসময়। আর সাথে ভাল কিছু উপহার দিবেন। ধন্যবাদ

২| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৯

জে আর সিকদার বলেছেন: ধন্যবাদ #খোলা মনের কথা

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২১

অয়ন নাজমুল বলেছেন: শিশুতোষ কবিতা হয়েছে। ছন্দের মিল নেই, ভাবেরও অভাব আছে। সমালোচনা করেছি বলে আবার রাগ করবেন না যেন। সামুতে স্বাগতাম + শুভকামনা।

৪| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১

জে আর সিকদার বলেছেন: সামুতে আমার অভিষেক মাত্র, .. ধন্যবাদ# অয়ন নাজমুল

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

আপনি সবুজ তীর চিহ্নে ক্লিক করে প্রতিউত্তর দিন । তাহলে মন্তব্যকারী নোটিফিকেশন পাবেন ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪০

জে আর সিকদার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা।

ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩

জে আর সিকদার বলেছেন: ধন্যবাদ

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, এখানে প্রথশ প্লাসটি আমার।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:



সত্যি যদি স্বপ্ন গুলি,
জীবনের পথে।
ধরা দেয় অধরাও,
মনের আকাশে

ভাল লাগল কবিতা
শুভেচ্ছা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.