নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিনশ্বর ছায়া, রহস্য ঘেরা, অতি সাধারণ সামান্য মানুষ !জন্ম-জন্মান্তর পৃথিবীতেই পরে আছি !!

জে আর সিকদার

আমার অচেনা আমি

জে আর সিকদার › বিস্তারিত পোস্টঃ

ভ্রমন আনলিমিটেড

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৯

দীর্ঘদিন পর ব্লগে ফিরলাম ।

২,১টা ছবি দিয়ে শুরু করি.




পরিকল্পনা হীন ভ্রমনে, দেশের সীমানা প্রথম বার পার হলাম। ৫-৭ দিন ভারত থাকবো তারপর অন্য কোন দেশে যাবো, প্রাথমিক ভাবনা ছিল মাথায়। পরিবারকে দীর্ঘদিন ধরে ৭/৫ বুঝিয়ে অবশেষে তাদের কাছ থেকে বিদায় নিলাম। ১২ই জানুয়ারী ২০১৭ , সকাল বেলা ভারতের ভূখণ্ডে প্রবেশ করলাম ।
১২ই জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমি ভারতের ভূখণ্ডে!!! ঘুরে বেড়াচ্ছি এখানে সেখানে , যখন যে দিকে চোখ যাচ্ছে। মজার গল্প, সুখের গল্প, দুঃখের গল্প, টাকা শেষ হবার পরও ভ্রমনের গল্প, অচেনা পথের গল্প, অচেনা মানুষের গল্প, দীর্ঘদিনের গল্প অনেক লম্বা কিন্তু এখন আমি ব্যক্তিগত সমস্যার কারণে সামুতে লম্বা গল্প শেয়ার করতে পারছি না, ভ্রমন শেষে করে ঠান্ডা মাথায় লিখবো, ইনশাআল্লাহ
ভারতের ৩ ভাগের ১ ভাগ ভূখণ্ড চষে বেড়িয়ে, বর্তমান দিল্লিতে আছি। দক্ষিন ভারতের পথধুলি এখনও স্পর্শ করি নাই। ভারতের সকল ভূখণ্ড ভ্রমনের স্বপ্ন পূরণের পথে।

অনেক অনেক কৃতজ্ঞতা সামু ব্লগারদের প্রতি, যাদের ভ্রমন গল্প আমার ভ্রমন জীবনের অনুপ্রেরণা।
ভালোবাসি সামু ব্লগকে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভারতে ঘুরে বেড়ান ভালো কথা। সামুতে স্টাটাস দেন তাও ভালো কথা। কিন্তু ছবি যা দিছেন সবগুলো অনলাইন থেকে নেয়া। ভ্রমণ ব্লগে অনলাইন ছবির ভার বহন করবে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.