নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিনশ্বর ছায়া, রহস্য ঘেরা, অতি সাধারণ সামান্য মানুষ !জন্ম-জন্মান্তর পৃথিবীতেই পরে আছি !!

জে আর সিকদার

আমার অচেনা আমি

জে আর সিকদার › বিস্তারিত পোস্টঃ

হারানো মাটির প্রেম !

২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৪


সর্বনাশা যমুনা নদী !

মাটি হারিয়ে যায় প্রকৃতির অবিচারে । বেঁচে থাকাই যুদ্ধ মেনে নিয়ে নিরীহ মানুষ তবুও পরে থাকে মাটিতেই মাটির প্রেমে। মা-মাটি অতুলনীয় প্রেমের সেরা দৃষ্টান্ত । সেই মা হারিয়ে যায় একটা সময়। নিয়তি মেনে নিতে হয়। শোকাহত জীবন ধীরে ধীরে শোক ভুলে যায়। সবকিছু মেনে নিয়ে জীবন স্বাভাবিক হয়ে যায়। খুব কম সংখ্যক মানুষই মাটিকে হারায়। মাটি হারানোর কষ্ট মা হারানোর চেয়ে একটুও কম নয়। যারা জন্ম মাত্রই মাটির স্পর্শ পায় নাই তাদের মনে এই অনুভুতির জায়গা নেই হয়ত। আমি তাদের অনুভূতি অনুভব করছি যাদের বাংলাদেশের সাধারন গ্রামেগুলি জন্মস্থান। যারা মাটির স্পর্শ নিয়ে বেড়ে ওঠে, মাটিই যাদের প্রথম প্রেম। মাটিও কি হারিয়ে যায় ???
হা, মাটিও হারিয়ে যায়। প্রকৃতির অবিচারে এও সম্ভব। মনে করুন আপনার গ্রামটি (জন্মস্থান) হারিয়ে গেল। এ হারিয়ে যাওয়া মাটি, গ্রাম, মানুষ, গাছপালা সবকিছু হারিয়ে গেল যা কোন দিনই ফিরে পাওয়া সম্ভব নয়। নদী ভাংগনের সাথে আপনার পরিচয় থাকলে আপনি সহজেই আনুমান করতে পারবেন, কিভাবে মাটি হারিয়ে যায় । মাটিগুলি নিমেষেই মিশে যায় নদীর পানিতে, হারিয়ে যায় গ্রাম, ঘরবাড়ি, গাছপালা সবকিছু। নদীর পানির স্রোতে সব হারিয়ে যায়। এ সব কোথায় যায় ? নদী থেকে উপসাগর,সাগর,মহাসাগর তারপর ? যা ফিরে পাবার বিন্দু মাত্র সম্ভবনা নেই তাই হয়ত সব হারানো মানুষগুলো কখনও জানতেও চায় না, তাদের সবকিছু হারিয়ে যায় কোথায় ।

আমি একজন মাটি হারানো মানুষ। হারিয়েছি আমার শিশুকালে, ছোটবেলা, বাল্যকাল, কিশোর বয়সের সব স্মৃতি । আমার মতো অভাগা এধরায় খুজে পাওয়া ভার। এখন যৌবন আমার, আমি ভবঘুরে যুবক। জীবনের বাঁকে বাঁকে হারাই নিজেকে, নিজেকে খুঁজি পৃথিবীর সব প্রকৃতির মাঝে।
দেশ থেকে হাজার মাইল দূরে থেকে নিজ দেশ, নিজ গ্রামের স্মৃতিতে চোখ ভিজে ফেলি। নিজের অজান্তেই গাল বেয়ে পরে চোখের জল। আজ আমার চোখে জল আমার অতীত স্মৃতি মনে করে নয়, আমার মতো আরও শত শত মানুষ সব হারিয়ে আমার দল ভারি করতেছে। আমি চাই না আর কেউ আমার মতো অতীত স্মৃতি হারানোর বেদনা নিয়ে বেঁচে থাকুক ।
একটি দুটি নয় শতাধিক গ্রাম হারিয়ে গেছে নদীগর্ভে। একদিনে নয়, ধীরে ধীরে বিলীন হয়ে গেছে গ্রামগুলি গত ১০ বছরে। লক্ষাধিক মানুষ মনে গভীরে বয়ে বেরাচ্ছে সব হারানোর শোক। বাংলার এ জনপদের অনেকেই এখন হয়ত যাযাবর। এ সবের জন্য দায়ী সর্বনাশা যমুনা।

নদী ভাঙন এর নিঊজ লিংক
http://www.channel24bd.tv/desh/article/9018

http://www.prothom-alo.com/bangladesh/article/318352/মানচিত্র-থেকে-মুছে-যাবে-চৌহালী

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৯

শাহজালাল হাওলাদার বলেছেন: আপনার অনুভূতিগুলো সত্যি ই বেদনাদায়ক !
তবে- মাটি হারিয়ে যায় প্রকৃতির অবিচারে । বাক্যটি আমার বোধগম্য নয়।

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩১

জে আর সিকদার বলেছেন: নদী ভাঙ্গন দেখেছেন ? মাটি হারিয়ে যাওয়া দেখতে চাইলে নদী ভাঙ্গন দেখতেই হবে। নদী ভাঙ্গন এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ। আশা করি এবার বুঝতে পেরেছেন।

২| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার অনুভূতিগুলো সত্যি ই বেদনাদায়ক, শেষ হোক আপনার কষ্ট এই কামনা করি। ভাল থাকবেন নিরন্তর।

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৩

জে আর সিকদার বলেছেন: শুভ কামনা আপনার জন্যও

৩| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদ সিকস্তি এ হৃদয়
বোঝে নদী সিকস্তি মনের বেদনা
শেকড় ছাড়া মানুষ এ টান বুঝবেনা!
মাটির সোঁদা গন্ধে যে নেশা
মাটির বুক বুক রেখৈ যে শোয়নি বুজবে না...

চীনের দু:খ হোয়াংহো নিয়ন্ত্রনযোগ্য হলে আমাদের ঘাস খাওয়া নেতৃত্ত্ব কবে বুঝবে নদীই প্রাণ।
যমুনাই হতে পারে পর্যটনের কেন্দ্র।
যমুনাই হতে পারে সুন্দরী যমুনা, মনোহারিনী যমুনা...
আপনিও তখন যমুনার পারে দাড়িয়ে ভুলে যেতে পারতেন- সেই সবুজ ছায়অ মায়া ঘেরা ছোট্ট গ্রাম হারানো কষ্ট!

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৩

জে আর সিকদার বলেছেন: বুঝবেনা কেঊ বুঝবেনা, পরের বেদনা যাকে ছুতে পারে না।
সব হারানো মানুষ ফিরে পেতে চায় না কিছুই।
শুধু একটাই চাওয়া , আর কেউ যেন সর্বনাশা যমুনার কবলে না পরে।
আর কেন যেন সব হারানোর কষ্ট না পায়।

সুদিন আসবেই, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৭:০২

প্রাইমারি স্কুল বলেছেন: মানুষও একদিন হারিয়ে যাবে এভাবেই। আপনার মতো আমারও সব হারিয়ে নিঃস্ব

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৫

জে আর সিকদার বলেছেন: নিয়তির অবিচার। সমবেদনা রইল, ভাই

৫| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩১

ওমেরা বলেছেন:
হৃদয়ছোঁয়া লিখা খুব ভাল লাগল ! অনেক ধন্যবাদ ।

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৪

জে আর সিকদার বলেছেন: আপনার মন্তব্যে লেখাটা পূর্ণতা পেল। আপনাকেও ধন্যবাদ।

৬| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:২২

তিতাস মলম বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!!!!!

ভাঙন ভুই পাই!!!!!!!!!!!!!!!!!

ভাঙন দেখিলে আমি কান্দি!!!!!!!!!!!!

:(

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৬

জে আর সিকদার বলেছেন: ভয়কে জয় করতে হবে ভাই। কেন্দে কি লাভ ! ?

৭| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৮

সালমান মাহফুজ বলেছেন: মাটি হারানোর কষ্ট মা হারানোর চেয়ে একটুও কম নয়।

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৭

জে আর সিকদার বলেছেন: ব্যাপারটা অনুধাবন করার জন্য কৃতজ্ঞতা।

৮| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬

আখেনাটেন বলেছেন: কষ্টকর!

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৩

জে আর সিকদার বলেছেন: জীবনের পূর্ণতা পেতে সবই দরকার

৯| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: নদী কখনো আপন হয় না
কষ্ট রেখে গেলাম

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৫

জে আর সিকদার বলেছেন: নদীমাতৃক দেশে নদী আপন না হয়ে পারেই না। আপন বলেই তো এত কষ্ট অনুভব হয়

১০| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেটাই। আপনের কাছ থেকেই কষ্ট আসে

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৬

জে আর সিকদার বলেছেন: হুম

১১| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

শুপ্ত বলেছেন: হৃদয় বিদারক

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৫

জে আর সিকদার বলেছেন: বিরহ প্রেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.