নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিনশ্বর ছায়া, রহস্য ঘেরা, অতি সাধারণ সামান্য মানুষ !জন্ম-জন্মান্তর পৃথিবীতেই পরে আছি !!

জে আর সিকদার

আমার অচেনা আমি

জে আর সিকদার › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরের বন্ধু শহর ম্যানিলা

২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৪

খুব মিস করছি ঢাকা শহরকে!


রাস্তা যখন পানির নিচে ১


রাস্তা যখন পানির নিচে ২


রাস্তা যখন পানির নিচে ৩ ( ছবি ১,২,৩ আজকের ম্যানিলা বুলেটিন থেকে)

ঢাকা থেকে ৩৩৬০ কিলোমিটার দূরে ম্যানিলা, ফিলিপাইনের রাজধানী । বেশ ক'মাস এখানে থেকে ঢাকা শহরের অনেক কিছুর সাথে মিল খুজে পেলাম । ট্রাফিক জ্যাম, ঘনবসতি, বস্তি, ভি আই পি এলাকা , ফুটপথে মানুষের ভীর সবই আছে এখানে। আজ ভারী বর্ষণে দেখলাম ভেসে যাচ্ছে ম্যানিলা যেমন উন্নয়নের জোয়ারে ভাসছে ভারী বর্ষনের ঢাকা শহর।


ট্রাফিক জ্যাম, ম্যানিলা। ছবি, গুগল থেকে।


পাখির চোখে ম্যানিলা শহর। ছবি, গুগল থেকে


রাত্রি বেলা, ছবি গুগুল থেকে

পথের মানুষ!



দেশ-বিদেশের মিল খুজে বেরাই,
নিজেকে নিজ দেশেই হারাই
স্বপ্নে, কল্পনায়, ভালোবাসায় শত-শহস্র বার।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সব দেখি ভাসিয়া গেল ! ;)

২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৪

জে আর সিকদার বলেছেন: ভারী বৃষ্টি বলে কথা ! সময় এখন ভাসিয়া যাবার, যাক ভেসে যাক সব দুঃখ গুলি।

২| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৯

ওমেরা বলেছেন: আমি ও দেশের সাথে মিল খুঁজি কিন্ত পাই না । ভাইয়া আপনি মিল খুঁজে পেয়েছেন খুব ভাল লাগল শুনে ।

২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৮

জে আর সিকদার বলেছেন: বৃষ্টির পানিতে যখন কিশোর-কিশোরীদের আষাঢ় মাসের পুটি মাছের মতো লাফিয়ে লাফিয়ে গোসল করতে দেখলাম আহ কি যা ভালো লাগছিল, মুহূর্তের জন্য হাড়িয়ে গিয়েছিলাম ছেলেবেলায়।
বিদেশে দেশের মিল খুজে পাওয়া সত্যিই খুব কঠিন ।
ভালো থাকুন সবসময়।

৩| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৪

মোঃ তানজিল আলম বলেছেন: দুই শহরের মধ্যে তো অসাধারন মিল রয়েছে। :-P যেন একে অন্যের দুরসম্পর্কের যমজ ভাই। :`> :`>

২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪১

জে আর সিকদার বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই। তবে দূরসম্পর্কের নয় আত্তসম্পর্কের জমজ দুটি শহর।

৪| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪০

তারেক ফাহিম বলেছেন: জমজ ভাই খূজে পাওয়া গেলো।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০২

জে আর সিকদার বলেছেন: হুম ভাই জমজ পাইছি । ঢাকা শহরের জমজ।

৫| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৫

জে আর সিকদার বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫

Safin বলেছেন: ফিলিপাইন বাংলাদেশের মতই গরীব দেশ, মিল তো থাকবেই। ;)

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৬

জে আর সিকদার বলেছেন: এরা গরীব হলেও মনের দিক থেকে গরীব না। এশিয়ার একমাত্র দেশ যাদের লাইফ স্টাইল ইঊরোপিয়ানদের মতো। এশিয়ার টাইগার উপাধি এখন ফিলিপাইনের।

৭| ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৪

প্রোলার্ড বলেছেন: পানি তো জমবেই । কথা হল সেটা নিষ্কাশনের ব্যবস্থা কেমন । ফিলিপাইনে মনে ঢাকা শহরের চেয়েও মারাত্মক অবস্থা ? আমাদের মেয়রদ্বয়কে এখন অন্তত আমরা রেহাই দিতে পারি ফিলিপাইনের ছবি দেখিয়ে - কি বলেন?

২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২১

জে আর সিকদার বলেছেন: এটা নির্দিষ্ট একটা নিচু এলাকা। তবে এখানে নিষ্কাশনের ব্যাবস্থা ভালো। ছবিতে যা যেখা যাচ্ছে তা মাত্র কয়েক ঘন্টা ছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.