নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কি দোষ,আমি তো মানুষ !!

যুলকারনাইন

পাঠ্যবই ভাল লাগেনা,তবে প্রচুর বই পড়ি নিজের পছন্দমত

যুলকারনাইন › বিস্তারিত পোস্টঃ

দুইটি কবিতা ২৭ আগস্ট ২০১৪

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৯



বোধের জন্ম হওয়ার পরই

আমি ছেড়ে দিয়েছি সমাজের দশটি মানুষের দশটি কথার মূল্যায়ন।

সত্যিই,এই কথাগুলো অহেতুক মূল্যহীন অপরিণত আমার বোধের পাশে।

যে কোন নির্যাস পাওয়া দূরহ হয়ে পড়বে এইসব কথায় কান দিলে। তবে জানি এই দশজনাকে অগ্রাহ্য করা কেউই পছন্দ করে না।

আমি না আপোষ করতে শিখিনি,শিখিনি তাল মিলিয়ে চলতে। বোধ আমাকে অনেক কিছু শেখালেও নত হতে শেখায় নি কখনো;

বরং শিখিয়েছে মুসায়ব এর মত মায়ের আঁচল ছেড়ে বেরুতে, আরো সাহসিকতায় পিতার চোখে চোখ রেখে তারপর হত্যা করতে।

সমাজের দশজনা কখনোই এসবের পক্ষ নিবে না,ওদের কাছে এসব গর্হিত কাজ।

ওরা মেনে নেয় অজাচার,ব্যভিচার,প্রতারণা-লুন্ঠন প্রকাশ্যে আর গোপনে।

বোধ এর জন্মের পর আমি তাই ছেড়ে দিয়েছি লোকাচার আর সামাজিকতা। এই সমাজকেই দেই না স্বীকৃতি।

অনেকের চোখ কপালে উঠে,কপালে ভাঁজ পড়ে,মুখে আসে তিরস্কার আর তাচ্ছিল্য বাণী আমার এই ঔদ্ধত্য দেখে।

ঔদ্ধত্য হতে হয় এমনই...

আমি বোধকে আরো পরিণত করে তুলবো জরা থেকে দূরে।

বোধ এর জন্মের পর থেকে আমি শুধু ওকেই চিনি।

হেঁটে যেতে চাই জীবনের বাকি পথটুকু

আমি আর বোধ হাত ধরে...



বোধ এর জন্মের পর©যুলকারনাইন নাসিফ





কোন এক নিবিড় মুহুর্তে

আমি তোমার ভালবাসায় সিক্ত হয়ে প্রতিজ্ঞা করেছিলাম,

তোমায় ছাড়া আর কোন গানই লিখব না,সুর বাঁধবো না তোমার সুরের মুর্ছনা ছাড়া।

তুমি জানো না ??

আজ পর্যন্ত এতবার এত প্রচেষ্টা

তবুও পারিনি প্রতিজ্ঞা ভেঙ্গে

অন্যসুরে অন্য সৌন্দর্যের স্তুতি লিখতে।

আমার শিল্পীস্বত্তা বেঁচে থাকলেও

সৃষ্টির হাত যেন অবশ হয়ে যায়;

অমর স্রষ্টা হতে চাওয়া এই যৌবন তাই প্রতিনিয়ত প্রার্থনা করে

আর একটি নিবিড় মুহুর্তের,

যখন নিজেকে তোমার ভালবাসায় আবার ধন্য মনে হবে।

তোমার নামে শপথ করেই বলছি,

সেই মাহেন্দ্রক্ষণে আমি একটাই আবদার করবো তোমার কাছে-

আমায় তুমি চিরদিনের জন্য তোমার করে নাও।



তোমার করে নাও © যুলকারনাইন নাসিফ



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দুটি কবিতাই ভাল লাগলো --- অসম্ভব ভাল

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩

যুলকারনাইন বলেছেন: অনেক ধন্যবাদ,কষ্ট করে পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.