নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

পোশাক

১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪১

অনেক মানুষ দেখেছি ভুবনে,
যাদের শরীরে
একখানা ভালো পোশাক নেই।
চাকচিক্যের পোশাক দেখেছি,
যেগুলোর মাঝে
সত্যিকারের মানুষ নেই।

পোশাকের চেয়ে মানুষ মহান;
তুচ্ছ পোশাক!
বলেছিলো, কবি শেখ সাদী।
কিন্তু, আজকে আমরা সকলে
মানুষ থুইয়া
পোশাকীর নামে উন্মাদী।

মানুষ খুঁজি না সমাজের মাঝে,
পোশাক দেখিয়া
সালাম ঠুকাই হাজারবার।
মানুষেরা তাই আবডালে রয়,
রমরমা হয়
পোশাকীর দর; চমৎকার!

১৩/০৪/২০২২
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পোষাকের আড়ালে এ সব মানুষ
বড়ই কদাকার,
ভয়ে কুকড়াবে শিশুরাস
এরা মুখ করিলে বার।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ কবি নূর মোহাম্মদ নূরু। শুভ কামনা সব সময়।

২| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৪

কবীর হুমায়ূন বলেছেন: পাঠ করার জন্য অনেক ধন্যবাদ রাজীব নুর।

৩| ১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১২

সাগর কলা বলেছেন: - অসম্ভব সুন্দর ভাইয়া।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৫

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। সুন্দর ও সুস্থ থাকুন সাগর কলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.