নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

অধ্যাপক জামাল নজরুল ইসলাম এবং সাঈদী

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৯

গনিতজ্ঞ অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্যারের বই "The Ultimate Fate of the Universe" ফরাসি, ইতালীয়, জার্মান, পর্তুগিজ, সার্ব, ক্রোয়েটসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। আরো বইয়ের তালিকায় আছে ‘রোটেটিং ফিল্ডস ইন রিলেটিভিটি’, ‘ইনট্রোডাকশন টু ম্যাথেমেটিক্যাল কসমোলজি’, এবং ‘ক্লাসিক্যাল জেনারেল রিলেটিভিটি’ নামের কঠিন কঠিন সব বই। বইগুলো আমেরিকার বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়। তার বন্ধু তালিকায় যুক্ত ছিলেন নোবেল বিজয়ী বিজ্ঞানী ব্রায়ান জোসেফসন, স্টিফেন হকিং, আব্দুস সালাম এবং রিচার্ড ফাইনমেন এর মতো বিজ্ঞানীরা।



দেশে ফোন করে বন্ধু-বান্ধব, পরিচিত অনেককে জিজ্ঞাসা করেছিলাম উনাকে চিনেন কিনা.. প্রায় সবাইর উত্তর ছিল 'না'



কিন্তু ১০০% দেলোয়ার হোসেন সাঈদীকে চিনেন!!!!!!!!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৫

হানিফঢাকা বলেছেন: I know him. He was my direct teacher for a very short period of time.

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৭

কলাবাগান১ বলেছেন: Let us know more about him

২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

শিক্ষানবিস বলেছেন: দেশের গৌরব এই বিজ্ঞানী মনে হয় নিভৃতচারী ছিলেন। অনেকেই বলেছেন, তার নাম শুনি নাই।

৩| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

এম হুসাইন বলেছেন: কিন্তু ১০০% দেলোয়ার হোসেন সাঈদীকে চিনেন!!!!!!!!!

কথায় আছে না, যে দেশে গুনির কদর নেই, সে দেশে গুনি জন্মাতে পারে না।

আমাদেরও একই অবস্থা।
উনার মতো একজন কৃতী সন্তান কে আমরা হারালাম, এ ক্ষতি অনেক।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬

কলাবাগান১ বলেছেন: দেলোয়ার হোসেন সাঈদীকে না চিনলে আপনি একজন নাস্তিক

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

ফেরদাউস আল আমিন বলেছেন: বাংলাদেশি মিডিয়ার অশেষ কল্যানে সাঈদিকে লোক জন চেনে, কিন্তু গুনি অধ্যাপক জামাল নজরুল ইসলামকে চেনে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.