নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

রাহা সমাচার

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫২

রাহা মারা গিয়েছে.... ব্লগে, পত্রিকায় লিখার ছড়াছড়ি...সুড় সুড়ি দিয়ে পাঠক টানার কাজে ব্যস্ত কিছু পত্রিকা, ব্লগার...। কিন্তু একজনকে ও বলতে দেখলাম না কি ভাবে ১৮-১৯ বছরের এই বাচ্চা মেয়েটা ভাইকে পড়ানো, বাসা ভাড়া, সংসার খরচ জোগাতে হিমসিম খেয়েছে আর লোভী সমাজ ওকে নিংড়ে খেয়েছে ...। গাড়ী কিনে দিয়ে আবার 'দখলে' রাখার জন্য ... গাড়ী ফেরত, ফ্ল্যাট দিয়ে আবার নিয়ে নেওয়া....

কস্ট লাগে যে এত টুকু একটা মেয়েকে সমাজ কিভাবে ট্রিট করল.... এই বয়সে ওর কথা ছিল কলেজে পড়া... জীবন টাকে এগিয়ে নেওয়া কিন্তু তাকেই নিতে হল সংসারের ঘানি .... আর সুযোগ বুঝে লোভী, পিশাচ লোকগুলি ওকে সাহায্য করার নাম নিয়ে ওর জীবনটাই বরবাদ করে দিল।



এত টুকু বাচ্চা মেয়েটাকে কেউ সাহায্য করল না কিন্তু ইউজ করল...।

ধিক্কার জানাই এই সমস্ত ব্যবসায়ী টিভি মালিক দের যারা লাক্স সুন্দরী র মত অনুষ্টান করে এদেরকে ইউজ করার সুযোগ করে দেয়......



গানে ১ম হলে কেন ৫ লাখ টাকা -গাড়ী দিতে হবে... ওদেরকে শান্তিনিকেতনে পড়ার জন্য ফুল স্কলারশীপ দিয়ে ওর জীবনটা সুন্দর ভাবে গড়তে সাহায্য করা উচিত



রাহা এভাবে হেরে গেলে.... দু:খ লাগে সমাজের এই সমস্ত অনাচারের জন্য

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

নিয়েল ( হিমু ) বলেছেন: কিছু বলার নাই

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১০

কলাবাগান১ বলেছেন: আমাদের দেশ এখনও ওয়েস্টান দেশগুলির মত বিশেষ করে মেয়েদেরকে সামাজিক নিরাপত্তা দিতে পারে না, তাই এই সমস্ত 'সুন্দরী' প্রতিযোগিতা বন্ধ করা উচিত।

২| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: সকলের সচেতন হওয়া উচিত !

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১

কলাবাগান১ বলেছেন: এত টুকু বাচ্চা মেয়েটাকে কেউ সাহায্য করল না কিন্তু ইউজ করল...।

৩| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

পেন্সিল স্কেচ বলেছেন: অসাধারন পোস্ট ++++++

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১

কলাবাগান১ বলেছেন: কিন্তু বাচ্চা মেয়েটা তো আর ফেরত আসবে না

৪| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

বিডি আইডল বলেছেন: মিডিয়ার সাথে সংশ্লিষ্টদের সাথে যে কারো গসিপ নিউজ পাবলিক খায়...মিডিয়া কাটতি হয়....এটা বিশ্বের যে কোন দেশের মত আমাদের গরীব দেশেও প্রযোজ্য....নিউজস্ট্যান্ডের ম্যাগাজিনগুলোর কভারের প্রচ্ছদ খেয়াল করেন না?

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

কলাবাগান১ বলেছেন: কিন্তু উন্নত বিশ্বে মিডিয়ার সেলেব্রেটিকে এভাবে 'ট্রিট' করা যায় না..। আমাদের মত গরীব দেশেই সম্ভব

৫| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১

শিপু ভাই বলেছেন:
৯৯% সহমত। শুধু "বাচ্চা মেয়ে" এইটায় সহমত না।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

কলাবাগান১ বলেছেন: এইচ এস সি র পড়া একটা মেয়েকে যখন সংসারের ঘানি টানতে নামতে হয়, তখন বাচ্চা না বলে উপায় থাকে না

(দ্বায়িত্ব নেওয়ার মানসিকতা থেকেও বলতে হয় যে ম্যাচুরিউটি ছিল না.... থাকলে প্রতিবাদ করত... নিজের জীবন নিত না)

৬| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

সালমা শারমিন বলেছেন: সত্য লিখেছেন।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

কলাবাগান১ বলেছেন: কিন্তু জীবন যুদ্ধে 'পরাজিত' মেয়েটা তো আর ফিরত আসবে না

৭| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

পাপাই বলেছেন: সকল মেয়েদের এবং অবশ্যই মেয়েদের অভিভাবকদের খুবই সচেতন হওয়া উচিত।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮

কলাবাগান১ বলেছেন: কিন্তু যারা ওর 'সর্বনাশ' করল, তাদেরকে কিছু বলবেন না

৮| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

রেজোয়ান রকি বলেছেন: সত্য কথা বলেছেন ভাই।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

কলাবাগান১ বলেছেন: অনেকেই কিন্তু আকারে ঈংগিতে বলতে চেস্টা করবে, মেয়েটা 'খারাপ' ছিল...

৯| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

হ্যারিয়ার টু বলেছেন: আমার মনে হয় এইসব কাহিনী সবই ভুয়া! কাগজের কাটতি বাড়াতেই এইসব। এরা প্রথমে জলিল - বর্ষার সাথে গসিপ বানিয়েছিল। পরে মিথ্যা প্রমাণিত হওয়ায় দুদিন পর নতুন কাহিনি বানাইল!

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭

কলাবাগান১ বলেছেন: কোন কাহিনী ভুয়া মনে হয়?? ওর সংসার চালানোর কথা????

মনে হয় না.. ভুয়া কাহিনীগুলি বারে বারে চেন্জ হয়েছে কিন্তু ওর সংসারের কথা কিন্তু চেন্জ হয় নাই

১০| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

ভাবনার মেশিন বলেছেন: সংসারের ঘানি টানতে এদেশের ২০ লাখ নারী পোশাক শ্রমিক হিসেবে অমানুষিক পরিশ্রম করে, তবুও নিজের দেহ বিক্রি করতে যায়না। কিন্তু স্যালুট এরা কোনদিন পায়না , যারা দেশটাকে বাঁচিয়ে রেখেছে। আপনাদের দুঃখ তাদের জন্য হয়না। কারন তারা দেখতে সুন্দর না। সরি ভাই। একমত না

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

কলাবাগান১ বলেছেন: অবশ্যই দু:খ হবে যে কোন মেয়েই ভাই বোনের পড়ালেখা, বাসা ভাড়া, সংসার চালাতে গিয়ে 'হেরে গিয়ে' আত্নহত্যা করে....

'দেহ বিক্রি' করতে চায় নাই দেখেই হয়ত ও জীবন যুদ্ধে হেরে গেল....।

আপনাদের মত লোকগুলিই বাকা আংগুল তুলে এখন ওর মরনোউত্তর বিচারে নামবেন... ফতোয়া দিবেন যে ও খারাপ কিন্তু কিভাবে সমাজ তাকে ট্রিট করল তা দেখবেন না

১১| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

ভাবনার মেশিন বলেছেন: না, এমন করবনা। সে যেই হোক, শুনতে পাচ্ছি তাকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যা কারীদের শাস্তি চাই। সর্বশেষ যে নাটকটা দেখেছি সেটিও রাহার ছিল। তাকে ভালো লাগত।

ফতোয়া দিবেন যে ও খারাপ কিন্তু কিভাবে সমাজ তাকে ট্রিট করল তা দেখবেন না-

রাহারা যে সমাজের সে সমাজে আমাদের প্রবেশাধিকার টিভি পর্দাতেই সীমাবদ্ধ। তাই এটা রাহাদের সমাজের দোষ হতে পারে আমাদের না । তারা জেনে শুনেই সে সমাজের বাসিন্দা। তাই এটা আমাদের সমাজের অনা চার না, রাহাদের সমাজের আচার। সে হয়ত খুন বা আত্তাহত্তার স্বীকার যে কারনে সেই একই কারনে নিয়েও সেই সমাজে অনেকেই বেঁচে থাকে।

যতটুকু জানি প্রথম দিকে অর্থের মোহে সে অনেকের সাথে সম্পর্ক তৈরি করে, কিন্তু এক পর্যায়ে ফিরে আসতে চাইলে তাকে হত্যা করা হয়।

আর সুযোগ বুঝে লোভী, পিশাচ লোকগুলি কিন্তু প্রগতিশীল। এরা মিডিয়ার ই লোক ।

১২| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮

কলাবাগান১ বলেছেন: আপনার মাইন্ডসেট এখনও আমরা-তোমরাতেই সীমাবদ্ধ... ঢালাও ভাবে মিডিয়ার সবাই খারাপ!!!!!!!

এই সুযোগে আপনার ব্লগও ঘুরে আসলাম, আপনাকে বুঝার জন্য...।

আমি নিজেকেও প্রগতিশীল বলেই মনে করি..তাই বলে কি অন্যের দুর্বলতার সুযোগ নিব.........

যারা লোভী, পিশাচ, তাদের কোন ট্যাগ নাই। অপ্রগতিশীল বা প্রগতিশীল কোন ব্যাপার না....

আপনার ক্ষোভ থাকতে পারে প্রগতিশীল লোকদের প্রতি... ওদের নাটক দেখা বন্ধ করে দিন............

১৩| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৭

অলিভার বলেছেন: ভাবনার মেশিন যে ভাষায় কথা বলেন, তাতে যে কেউই আহত হবে।

১৪| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৩

এম হুসাইন বলেছেন: গানে ১ম হলে কেন ৫ লাখ টাকা -গাড়ী দিতে হবে... ওদেরকে শান্তিনিকেতনে পড়ার জন্য ফুল স্কলারশীপ দিয়ে ওর জীবনটা সুন্দর ভাবে গড়তে সাহায্য করা উচিত

তবে এক্ষেত্রে আপনার আমার চেয়ে বেশি সচেতন হওয়া উচিৎ তাদের যারা নতুন চাকচিক্য আর সপ্নে বিভোর হয়ে পা বাড়ায় অজানার পথে... সচেতন হতে হবে আমার অবিভাবকদেরও।

আর এই রকম ট্যালেন্ট আর প্রতিভা খোঁজা আয়োজক আর টিভি ব্যবসায়িদের একটা চরম মুনাফার ব্যাবসা, এ কথা আমরা সহজে বুঝতে পারি না।
যখন বুঝি, অনেক দেরি হয়ে যায়।

১৫| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০

ক্লোরোফিল বলেছেন: কষ্টের কথা - Click This Link

১৬| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো বলেছেন।

১৭| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হুম।

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৯

কাজী মামুনহোসেন বলেছেন: এত টুকু বাচ্চা মেয়েটাকে কেউ সাহায্য করল না কিন্তু ইউজ করল...।
ধিক্কার জানাই এই সমস্ত ব্যবসায়ী টিভি মালিক দের যারা লাক্স সুন্দরী র মত অনুষ্টান করে এদেরকে ইউজ করার সুযোগ করে দেয়......

গানে ১ম হলে কেন ৫ লাখ টাকা -গাড়ী দিতে হবে... ওদেরকে শান্তিনিকেতনে পড়ার জন্য ফুল স্কলারশীপ দিয়ে ওর জীবনটা সুন্দর ভাবে গড়তে সাহায্য করা উচিত

রাহা এভাবে হেরে গেলে.... দু:খ লাগে সমাজের এই সমস্ত অনাচারের জন্য


সহমত....

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৩

উদাসী স্বপ্ন বলেছেন: একজন একটা থিওরী দিয়েছিলো


চালের দাম যত বাড়বে নারীর দাম তত কমবে।

যদিও ওর কথায় খারাপ ইঙ্গিত ছিলো, তবে যখন দেখি সমাজটার দিকে তখন মনে হচ্ছে না ঘরকা না ঘাটকা।

নিজেদের সংস্কৃতি বাচাতে পারলাম না কারন সব চোর বাটপার জাতির পিতা নেতা হয়ে ঘাড়ে কাঠাল ভাঙ্গে, পাশ্চাত্যের ভালো কিছু নিতে পারলাম না কারন যারা আমদানী করলো তারা হইলো সব ভায়াগ্রা খোর পেডোফাইল আর লুইস।

সমাজ যখন এরাই চালায়, উপরের নষ্ট থিওরীই একদিন সত্য হয়ে দেখা দেবে!

২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৮

কলাবাগান১ বলেছেন: প্রচন্ড ভাবে সহমত....

কিন্তু সমাজ চেন্জ হতে বাধ্য....... তরুনদের কে দেখলে আশা জাগে.।ওদের চিন্তা চেতনা অনেক উন্নত আমাদের জেনারেশন থেকে

২০| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

উদাসী স্বপ্ন বলেছেন: সমাজ চেন্জ হতে বাধ্য....... তরুনদের কে দেখলে আশা জাগে.।ওদের চিন্তা চেতনা অনেক উন্নত আমাদের জেনারেশন থে[/si


এইটা একটা ফালতু কথা। শহরের এবং মফস্বলের গুটিকয়েক ছেলে পেলে ভালো ছেলে। আর বেশীরভাগ হইছে ডিজুসের মোহে নারী, মদ, ফেন্সি, গান্জ্ঞা, পর্নে আসক্ত। ফেসবুকে যাইয়া দেখেন বেশীর ভাগ মেয়েদের খারাপ প্রোফাইল বা ১৮+ পেজ গুলা এ যুগের হাড়ে হারামজাদা পোলাপানের হাতে বানানো।

তার উপর ডাইনী হাসিনার লীগের দেয়া সেরা শিক্ষা ব্যাবস্হায় এমুন ভাব যে গোল্ডেন ৫ পাইয়া সব একেক খান শের শাহ মনে করে কিন্তু ভর্তি পরীক্ষা পাশ করবার পারেনা, গ্রেস মার্ক পাইয়া চান্স পাইলে প্রথম সেমিস্টারও পাশ করে না। বিজ্ঞানের বেসিক বাদ দেন, সামান্য ইংলিশের একটা সেন্টেন্সও ভালো কইরা লেখতে পারে না। একসময় প্রাইভেটের পোলাপান নিয়া আমরা হাসতাম কারন তারা বেসিকের মানেই জানে না। কিন্তু এখন গন পোলাপান এত খারাপ শিক্ষার শিকার যে সেটা বলার অপেক্ষা রাখে না।

তার উপর নারীর নেশায় আসক্ত হয়ে দেখেন পুচকা পুচকা পোলাপান বড় বড় মেয়েদের ধর্ষন করে। আপনে কোন পাড়ায় থাকেন? ঐখানে গিয়া গলির মোড়ে যাইয়া দেখেন। আমাগো সময় গলির মোড়ে যে আড্ডার টপিক ছিলো আর এখনকার টপিক দেখেন। তার উপর ছাত্রলীগ দল, শিবির যারা করে তাগো পারফরম্যান্স তো ব্লগেই দেখেন।

এমনকি এদের মধ্যে থেকে যারা শিক্ষক হয় তারা যে নীচুমানের শিক্ষা দান করে যার প্রকৃষ্ট উদাহরন এই ব্লগেই আছে একজন বই লেখছে অথচ বইতে সে কি লেখছে ভুলে ভরা। তার পোস্টে গিয়ে ভুল ধরিয়ে দেয়ার পরও উত্তর দেখলে হাসি আসে সে নাকি প্রাইভেটের শিক্ষিকা।

ভাই, বাঙ্গালী প্রজন্ম শেষ, পরিসংখ্যান তাই বলে, পারিপার্শ্বিকতা সবচেয়ে ভয়া ব হতার সাক্ষীই ব হন করে। দেশের গ্রহন আর ঠেকানো যাবে না, বর্তমান সাইকো প্রজন্মগুলা কিরম হীন মন মানসিকতার সেটা আপনার ধারনার বাইরে। মিশেন নাই তাই জানেন না। ১০ লাখের মধ্যে হাজর পাচেক ভালো যদি হয় তাইলে সে দেশ আসলেই পচে গেছে। আর যারা পাশ্চাত্য সভ্যতা নিয়ে গালি দেয়, স্বীকার করি তারাও খারাপ হয় কিন্তু ২৪ এর পর যখন করবেন তখন লাখে শ ২ খারাপ পাবেন আর রাস্ট্র তখন এদেরকে নিয়েই ভাবে আর খারাপ কিছু এরাই ঘটায় আর সেটা বিশ্ব জানে। আর আমাদের দেশে এর চেয়ে ভয়াব হ অপকর্ম দৈনিক বাসায় বাসায় ঘটে। সামনে গ্রহন কাল, যেদলই আসুক, দেশ ডুববেই!

ছেলেভুলানো কথার দিন শেষ

২১| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৭

প্রকৃতির প্রতিফলন বলেছেন: আমাদের সমাজের এই ব্যাবস্থাপনার বিরুদ্ধে কথা বললেই তো আপনার আমাকে খারাপ বলেন।
আর খালি ব্লক খাইতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.