নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার সার্ভে: সেরা পোস্ট

১০ ই জুন, ২০২৩ সকাল ৯:৩৬


ব্লগার গিয়াস উদ্দিন ভাই এর ১২ বছর পূর্তি এর পোস্ট দেখে মনে হল একটা সার্ভে করলে কেমন হয়....ব্লগার রা নানা রকম পোস্ট দিয়ে থাকেন- ১ লাইন এর (ঘোড়ার ডিম এর পোস্ট) থেকে দারুন শিল্পউর্ত্তনীয় পোস্ট যা পড়ার পর রেশ লেগে থাকে অনেক দিন। আপনাকে যদি বলা হয় যে আপনার প্রকাশিত পোস্ট গুলি থেকে কোন পোস্ট কে আপনি মনে করেন সবচেয়ে ভাল পোস্ট হয়েছে (আপনার কাছে), তাহলে কোন পোস্ট কে বেছে নিবেন? যদিও এটা খুবই কঠিন একটা কাজ....নিজের ভাই/বোন এর মাঝে সবচেয়ে প্রিয় ভাই/বোন যেমন নাই (সবাই প্রিয়), তেমনি নিজের লিখার মাঝে 'শ্রেস্ঠ' লিখা খুজে নেওয়াও খুবই কস্ঠকর...তবুও চেস্টা করে দেখা যাক। আমি নিজেকে দিয়েই শুরু করতে চাই (আমার ঘোড়ার ডিম, গরু, ছাগল, গাধা মার্কা লিখা থেকে) কিন্তু তার আগে আরো জানতে চাই, অন্যদের পোস্ট থেকে আপনার চোখে কোন পোস্ট এখন পর্যন্ত্য আপনার চোখে 'সেরা'?

আমার পোস্টগুলি থেকে নীচের পোস্টটা অনেক deep meaning carry করে বিধায় আমার খুব পছন্দের পোস্ট এটা।

গনেশ মূর্তি-এক্সপেরিমেন্ট আর অন্ধ বিশ্বাস (Link in comments)

অন্য ব্লগার এর দের পোস্টের মাঝে আমার কাছে এখনও আরিফ জেবতিক এর 2007 পোস্ট টা কে 'শ্রেস্ঠ' বলে মনে হয়

সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. (Link in comments)

পোস্ট টাকে সাময়িক রেখেছি (যদি বেশী পার্টসিপেশন না হয়, তাহলে মুছে দিব

আমার চোখে সবচেয়ে 'বাজে' পোস্ট হল এখানে

Worst Post

মন্তব্য ৩৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২৩ সকাল ৯:৩৯

কলাবাগান১ বলেছেন: আমার নিজের কাছে নিজের করা সেরা পোস্ট (সো ফার)
গনেশ মূর্তি-এক্সপেরিমেন্ট আর অন্ধ বিশ্বাস

আর অন্য ব্লগার দের থেকে করা পোস্টের মাঝে সেরা পোস্ট বলে মনে হয় (সো ফার)
সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা..

২| ১০ ই জুন, ২০২৩ সকাল ৯:৪৫

কলাবাগান১ বলেছেন: আরিফ জেবতিক এর লিখার লিং ঠিক করে দিলাম
সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা..

৩| ১০ ই জুন, ২০২৩ সকাল ১০:০৮

মিরোরডডল বলেছেন:



ইন্টারেস্টিং টপিক।
নিজের কাছে নিজের সেরা পোষ্ট এই মুহূর্তে None.
being honest, ব্লগিং বলতে আমার সেরকম কোন পোষ্ট নেই।
এইতো সেদিন সামুতে বাংলা টাইপের হাতেখড়ি নিলাম।
ইউটিউব থেকে প্রিয় গান শেয়ার আর কিছু ফান শেয়ার, এগুলো লেখালেখি না।
তাই সেরা বলে কোন লিংক দিচ্ছি না :(

আমার চোখে অন্যদের সেরা পোষ্ট এটাও একটা করে বলা সো ডিফিকাল্ট!
কোনটা রেখে কোনটা বলি #:-S

কলাবাগানের দেয়া লিংক দুটোর একটাও আগে পড়া হয়নি, পড়বো।

১০ ই জুন, ২০২৩ সকাল ১০:১৫

কলাবাগান১ বলেছেন: সামু আবার ভেরী স্লো..বন্ধ হয় হয়...
আমি মাঝে মাঝে বহু বছর আগে নিজের পোস্টে চোখ বুলা্ই বিশেষ করে মন্তব্য/প্রতিমন্তব্যে....।
আপনার অনেস্ট কমেন্ট এর প্রতি শ্রদ্ধা রইল.....

৪| ১০ ই জুন, ২০২৩ সকাল ১০:২১

মিরোরডডল বলেছেন:





ইন্সট্যান্ট যে লেখার কথা মনে পড়ছে সেই লিংকটা দিলাম।

মনে দাগ কেটে গেছে এই লেখা, যা কখনো ভুলবো না।
এটা একটা গল্প। ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।
আমার মতো হার্টলেস (ডাক্তারের ভাষায় :)) মানুষের চোখেও পানি চলে এসেছিলো।

১০ ই জুন, ২০২৩ সকাল ১০:৪৪

কলাবাগান১ বলেছেন: গল্পটা পড়লাম..।খুবই জীবন্ত বর্ননা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি অফিস থেকে রান্নাঘর থেকে খাওয়ার টেবিল... ধন্যবাদ এমন সুন্দর একটা লিখার সাথে পরিচয় করে দেওয়ার জন্য

৫| ১০ ই জুন, ২০২৩ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: বেশ ইন্টারেস্টিং পোস্ট। + +
এমন একটা ভাবনা নিয়ে এগিয়ে আসার জন্য ধন্যবাদ। এতে ব্লগাররা নিজেদের সব লেখাগুলোর প্রতি আরেকবার ফিরে তাকাবার একটি সুযোগ পেয়েছেন।
আমার নিজের কয়েকটা পোস্ট সহস্রাধিকবার পঠিত হয়েছে, কিন্তু সে সংখ্যাটি তেমন বড় নয়। তবে সেগুলো নয়, আমার বিবেচনায়, বহুপঠিত না হলেও আমার সর্বোৎকৃষ্ট লেখা এটিঃ আমার কিছু ভাবনা ও উপলব্ধি-১

১০ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৩

কলাবাগান১ বলেছেন: চমৎকার অভিজ্ঞতা লব্ধ উপলব্ধির সংকলন। বেশ লেগেছে এই কথা টা
"ছায়াকে দেখা যায়, আলিঙ্গণ করা যায় না।"

৬| ১০ ই জুন, ২০২৩ সকাল ১০:৪০

মিরোরডডল বলেছেন:



যেহেতু এই টপিক নিজের সেরা পোষ্ট বাছাই আগে দেখিনি, তাই সাময়িক না করে পোষ্টটা রাখা হোক।
দেখা যাক ব্লগাররা নিজের সন্তানদের কা কে বেশি ভালোবাসে।

কেউতো আর আমার মতো করে বলবে না, এরাতো আমার সন্তানই না, তাই কোন ভালোবাসাই জন্মায়নি এদের প্রতি :)

১০ ই জুন, ২০২৩ রাত ৯:২৪

কলাবাগান১ বলেছেন: নিজের লিখা গুলিকে সন্তান এর সাথে তুলনা করা উচিত না...বড়জোড় বলা যায় নিজের লিখা গুলি নিজেকে ভালভাবে চিনতে শিখায়, অপরকে বুঝতে সাহায্য করে

৭| ১০ ই জুন, ২০২৩ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: @মিরোরডডল,
আপনার লিঙ্কে দেয়া সোনাবীজের এ গল্পটা পড়ে আমিও অভিভূত হয়ে গিয়েছিলাম এবং লেখকের ইন্সট্যান্ট ফ্যান বনে গিয়েছিলাম।

১০ ই জুন, ২০২৩ রাত ৯:২৯

কলাবাগান১ বলেছেন: দেখি উনি কি নিজের কোন লিখা সিলেক্ট করেন কিনা

৮| ১০ ই জুন, ২০২৩ সকাল ১১:১০

আহমেদ জী এস বলেছেন: কলাবাগান১,




দারুন ইন্টারেষ্টিং ভাবনা।
ঠিকই বলেছেন, নিজের লেখার মাঝে শ্রেষ্ট লেখাটি বাছাই করা কঠিন একটি কাজ।
পোস্টটি "সাময়িক" নয় , স্থায়ী করুন।

১০ ই জুন, ২০২৩ রাত ৯:৩০

কলাবাগান১ বলেছেন: আপনি নিদেন পক্ষে আপানর ভাললাগা কোন পোস্টের কথা লিখুন....আমি জানি এটা কস্টকর..এতে পরিচিত দের সাথে মনমালিন্য হওয়ার সম্ভাবনা তৈরী হতে পারে

৯| ১০ ই জুন, ২০২৩ সকাল ১১:৩১

জ্যাক স্মিথ বলেছেন: আমি ভাবছি কিভাবে একটি কালজয়ী পোস্ট লেখা যায়।

১০ ই জুন, ২০২৩ রাত ৯:৩১

কলাবাগান১ বলেছেন: কালজয়ী পোস্ট মনে হয় না ব্লগে লিখা হবে....এখনও বইয়ে লিখাই কালজয়ী হচ্ছে

১০| ১০ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৬

মিরোরডডল বলেছেন:




Finally good to see our Smith!

Nice to meet you.

Man! you look gorgeous while thinking :)


১০ ই জুন, ২০২৩ রাত ৯:৩২

কলাবাগান১ বলেছেন: উনি নাকি জ্যাক!!!!

১১| ১০ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শাওন আহমাদের মা ছেলের বিষণ্ণ-প্রসন্ন ডায়েরি সম্প্রতি পড়া লেখাগুলোর মধ্যে সেরা মনে হচ্ছে আমার কাছে।

১০ ই জুন, ২০২৩ রাত ৯:৩৭

কলাবাগান১ বলেছেন: "মা যখন সুস্থ হয়ে যেতেন তখন আমাদের মনের আকাশ থেকে মেঘ উড়ে গিয়ে, হাস্যোজ্জ্ব ঝলমলে এক সূর্যের আবির্ভাব ঘটতো; দীর্ঘ তিমির রাত শেষে আমরা পেতাম এক রাঙ্গা সকাল।"

১২| ১০ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: ফলো।

১০ ই জুন, ২০২৩ রাত ৯:৩৮

কলাবাগান১ বলেছেন: ওকে

১৩| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:

জেবতিকরা কোথায় এখন?

১০ ই জুন, ২০২৩ রাত ৯:৪০

কলাবাগান১ বলেছেন: মানুষের তার নিজের রুট কে ভুলে যাওয়া উচিত না...উনার উচিত ব্লগে ফিরে আসা

১৪| ১০ ই জুন, ২০২৩ রাত ৮:০১

জ্যাক স্মিথ বলেছেন: Hey, the legend মিরাআপি, it's delighted to see you!! :D

'Smith'! No, not 'Smith', everyone addressed me 'Jack'. Well, some people called me 'Smith' but they use 'Mr' I mean Mr. Smith. B-) LOL :-P

Man! you look gorgeous while thinking - LMAO!! =p~

১০ ই জুন, ২০২৩ রাত ৯:৪৪

কলাবাগান১ বলেছেন: আপনার বিয়ে পাগল জাতি লিখা দেখে মনে হল...বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় দের অবস্হা....কোন রকম একটু নাম করতে পারলে, সবার ফরজ কাজ হয়ে দাড়ায় বিয়ে.......কাল দেখলাম...।সর্ব কনিস্ঠ খেলোয়াড় হাসান মাহমুদ বিয়ে করছেন...

১৫| ১০ ই জুন, ২০২৩ রাত ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার প্রথম পোস্ট শুন্য বার পঠিত ছিল বহুদিন। এই পোস্টে প্রথম মন্তব্য আসে দুই বছর পর।বর্তমানে আমার লক্ষাধিক বার পঠিত পোস্ট ও রয়েছে। লক্ষাধিক বার পঠিত কিংবা শুন্য বার পঠিত দুটো পোস্ট ই আমার কাছে প্রিয়।
তবে পাঠকের প্রতি সন্মান জানিয়ে আমি আমার সর্বাধিক বার পঠিত
(১লক্ষ ২হাজার ৬শত ২৩ বার) পোস্ট টিকে সেরা পোস্ট বলব।
https://www.somewhereinblog.net/blog/Giasliton007/29907706

১০ ই জুন, ২০২৩ রাত ৯:৪৬

কলাবাগান১ বলেছেন: ভেরি গুড চয়েস। এই পোস্ট
বেলজিয়ামের ইতিহাসে আজ অবধি ঘটে যাওয়া,সবচেয়ে চাঞ্চল্যকর অপরাধের তালিকায় শীর্ষে যে ক্রাই্‌ম তা ঘটানো হয়েছিল বাংলাদেশের জন্য
আমি লিখলেও আমার কাছে সেরা মনে হত

১৬| ১০ ই জুন, ২০২৩ রাত ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর একটা কনসেপ্ট। তবে, যে-কোনো লেখকের পক্ষেই তার নিজের লেখা থেকে সেরা লেখাটা নির্বাচন করা খুব দুরূহ বলেই মনে হয়। আমারও এরকম একটা অভিজ্ঞতা আছে। ২০১৪ সালে ব্লগারদের স্বরচিত শ্রেষ্ঠ কবিতা চাওয়ার পর তাদের মধ্যে যে দ্বিধা ও ডিফিকাল্টিজ দেখেছি, তা থেকেই বুঝেছিলাম, সম্ভবত লেখকের জন্য এটা হলো কঠিনতম কাজ।

আপনার এ পোস্ট নিঃসন্দেহে সাধুবাদ পাবার যোগ্য।

আমার একটা গল্পের কথা উল্লেখ করার জন্য মিরোরডডল এবং খায়রুল আহসান স্যারকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ গল্পটার উপর অতি সংক্ষেপে উচ্চ মূল্যায়ন করার জন্য। আমার মতো একজন ক্ষুদ্র লেখকের বেশি কিছু চাওয়ার থাকে না, অল্প একটু প্রশংসাই উস্‌কে দিতে পারে মহত্তর কিছু সৃষ্টির উদ্যোগকে।

ব্লগে ঢুকলে সামনে যা পাই তাই পড়ি, সর্বভুক, যদিও সবখানে কমেন্ট করা হয় না। মনে রাখার মতো অনেক পোস্টই আছে, তবে, চট করে বলতে গেলে যে পোস্টটির কথা সবার আগে মনে পড়ে, সেটি একটি গল্প, যার লেখক হলেন আহমেদ জী এস ভাই। রবীন্দ্রনাথ, বঙ্কীম থেকে শুরু করে হুমায়ূন আহমেদ পর্যন্ত যা পড়েছি, সব মিলিয়ে ১০টা সেরা ছোটোগল্পের নাম বলতে বললে আমার তালিকায় আহমেদ জী এস ভাইয়ের এ গল্পটি আসবে - কষ্টে আছে আইজদ্দিন

আমি নিজে গল্প, কবিতা, ছড়া, রম্য, আর্টিকেল- সবগুলোতেই মোটামুটি সমানভাবেই সময় দিয়ে থাকি, যদিও কারো কাছে কবিতা, কারো কাছে বা আমার গল্পই বেশি চোখে পড়ে। নিজের সেরা গল্প বাছাই করা টাফ। বলতে গেলে লজ্জা শরমের মাথা খেয়ে হয়ত ৮-১০টা গল্পের কথাই বলে ফেলবো। অতগুলো বলছি না, ইলিশ পোলাও আমিসহ পাঠকদের কাছে অনেক ভালোবাসা পেলেও আমার রীতু আরাশিগে গল্পটা আমার কাছে একটু বেশি প্রিয় মনে হয় এবং পুরোনো ব্লগারদের কাছে এটা অধিক গ্রহণীয় ছিল। সর্বশেষ ৩ পর্বে ওটা পোস্ট করেছিলাম। লিংক দিলাম নীচে :

রীতু আরাশিগে - পর্ব-১

রীতু আরাশিগে - পর্ব-২

রীতু আরাশিগে - পর্ব-৩

ব্লগার পাঠকদের জন্য একটা পোস্ট লিখেছিলাম, যেটা বেশ পাঠকপ্রিয় হয়েছিল। এখানেও লিংকটা দিয়ে দিলাম, যদি কারো উপকারে আসে।

নবীন লেখক-লেখিকাদের জন্য - কীভাবে বই বের করবেন

আপনাকে ধন্যবাদ কলাবাগান ভাই। শুভেচ্ছা।

১১ ই জুন, ২০২৩ রাত ৩:০৪

কলাবাগান১ বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন সাথে বেশ কিছু এক্সিলেন্ট লিখার সাথে পরিচয়ও করে দিলেন। এই পোস্টের সুবাধে বেশ ভাল কিছু পড়ায় 'আবার' সুযোগ পেলাম এবং আশা করছি অন্যরাও পড়ছেন। বেশ নতুন কিছু কেমন্টও দেখলাম পুরাতন পোস্টগুলিতে।

১৭| ১১ ই জুন, ২০২৩ রাত ২:৫২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি নিম্নমানের পাঠক। অনেকের মতে বাজে, এমন লেখাও ভালো লেগেছে। আবার এর উল্টো ব্যাপারও আছে।

১১ ই জুন, ২০২৩ রাত ২:৫৯

কলাবাগান১ বলেছেন: উদাহরন???

১৮| ১১ ই জুন, ২০২৩ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: নভোনীল (পর্ব-১২)


কয়েকজন ব্লগার মিলে নব নীল নামক গল্পটা সম্পন্ন করা হয়। হুট করেই আমি একটা পর্ব লিখে ফেলি কোন ভাবনা চিন্তা ছাড়াই । তাই এখন পর্যন্ত এটাই আমার সবচেয়ে ভাললাগার পোস্ট।

১১ ই জুন, ২০২৩ দুপুর ১২:০৭

কলাবাগান১ বলেছেন: চমৎকার.।কত পর্বে শেষ হয়েছিল??

আমার চোখে সবচেয়ে বাজে পোস্টের লিং এড করে দিলাম

১৯| ১১ ই জুন, ২০২৩ দুপুর ১২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
১৫ পর্যন্ত লেখা হয়েছে। ১-১৫ পর্যন্তর জন্য একজনকে সেরা পুরুস্কার দেওয়া হয়েছে। কল্পদ্রুম পেয়েছে পুরুস্কার।

লিংক- এই পোস্টের নীচে আছেনভ নীল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.