নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম মায়াবী দ্বীপ সন্দীপ!!

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২০



সন্দীপ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত একটি দ্বীপ । এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্বকোণে মেঘনা নদীর মোহনায় অবস্থিত । চতুর্দিকে নদী আর সাগর বেষ্টিত একটি ছোট্ট দ্বীপ সন্দীপ । শত বছরের পুরনো ঐতিহ্যে ইতিহাসে ভরপুর এই দ্বীপ।

অনেকদিনের প্রোগ্রাম সন্দীপ যাওয়ার। অবশেষে পহেলা মার্চ/২০১৭, ভোর পাঁচটায় ঢাকা থেকে রওয়ানা হলাম দশজনের একটি দল। বাহন আমাদের দশ সিটের মাইক্রো। সেদিন পরবহন ধর্মঘটের কারণে রাস্তায় গাড়ি কম ছিল। কিন্তু হাইওয়ে রেস্টুরেন্ট যে বন্ধ থাকবে সেটি আমাদের মাথায়ই আসে নাই। একটা খোলা পাওয়া গেল, সেটিতে কোন ডিম নেই। আমাদের অনুরোধে ডিম এনে ওমলেট, রুটি, বীফ ভুনা আর মুরগীর ঝোল(যারা গরু খাবেন না।)ফ্রেশ হয়ে, চা-নাশতা সেরে আমরা ১২টার মধ্যে সীতাকুন্ডের কুমিরা ঘাটে পৌছে গেলাম। গাড়ি ঢাকায় পাঠিয়ে দিয়ে আমরা ভ্যানে চললাম, স্পীডবোট ঘাট পর্যন্ত। কুমিরা ঘাট থেকে সন্দীপের পথে যাতায়াত করে অনেক স্পীডবোট ২০ থেকে ২৫ জন যাওয়া যায়, ঘাট থেকে সাগর পাড়ি দিতে হয় প্রায় ২৫ কিলোমিটার। ঘাটে এসে সিড়ি থেকে আরেক বোট, সেখান থেকে আমাদের বোটে উঠলাম আমরা। ১৮ মিনিটে পার হয়ে গেলাম মেঘনা নদীর মোহনা। ফেরার পথে ২৫ মিনিট লেগেছে। সাগরে মিশে মেঘনা যেন আরো উত্তাল। নদী যেখানে সাগরে মিশেছে, পানির রঙের কিছুটা ভীন্নতা সেখানে বোঝা যায়।

মাঝে দু’দিন থেকে চতুর্থ দিন ফিরেছি ঢাকায়। যেমন দেখেছি বিস্তীর্ণ জলরাশির খেলা, তেমনি জনশুন্য সবুজ চর, চেনা অচেনা বিভিন্ন রকমের গাছগাছড়া। প্রতিদিনই বেড়াতে গিয়েছি সাগর পাড়ে, দেখেছি দ্বীপের সূর্যাস্ত-সূর্যোদয়, নানা বর্ণের পাখি, সাধারণ সেই মানুষের জীবনযাত্রা, পুকুরে মাছ ধরা, সাঁতার কাটা, শুনেছি সন্দীপের অতীত ইতিহাস ঐতিহ্য। প্রথম দ্বীপ দেখার যে উত্তেজনায় আচ্ছন্ন ছিলাম, যাবার সময়ই সেই আনন্দ উপভোগ করেছি আর করেছি ফেরার সময়। যে ক’দিন ছিলাম ঘুরে বেড়িয়েছি গাড়িতে, অটোরিক্সায়, রিক্সায়। সমুদ্র পাড়ে বা বিস্তীর্ণ চরে না গেলে বোঝা যায় নাই এটা কোন দ্বীপ। বাংলাদেশের আর সব গ্রামের মতই গ্রাম। তবে বুঝেছি রাতে, বিদ্যুৎ নেই সেখানে। জেনারেটর চালিয়ে রাতে দু’চার ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই দেয়া হয়। রাতের অন্ধকার তাই উপভোগ্য, তারায় তারায় ভরা আকাশ, স্নিগ্ধ জোৎস্নার পরশ সবখানে!! রাতে জানালা খুলে তারাভরা আকাশ দেখতে দেখতে কোন এক সময় ঘুমিয়ে যাওয়ার অনুভূতি অনেক অনেকদিন পরে অনুভব করেছি। স্বপ্নের মত ক’টা দিন কাটিয়ে ফিরেছি আবার এই যান্ত্রীক জীবনে!!

** যে দশ জন বেড়াতে গিয়েছিলাম, তাদের একজন, আমার খুব কাছের মানুষ, প্রায় একমাস আগে চলে গেছেন পরপারে!! তার আত্মার শান্তি কামনা করি! :( :(



















ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৯

এ.টি. নূর শেখ লিটা বলেছেন: বড়ই সুন্দর ফটোগ্রাফি। বিশেষ করে গোধূলির সময়ের তোলা ছবিগুলো অসম্ভব সুন্দর হয়েছে।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন:
গোধূলি বেলার ছবি সব সময়েই সুন্দর হবে।
এই সময়ের রঙটুকুকে উপেক্ষা করে, সাধ্য কার??

অনেক অনেক ধন্যবাদ আপু, স্বাগতম আমার ব্লগবাড়ীতে!!

২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর মনে হচ্ছে বীথি আপুর পোষ্ট পাইলাম!!

চমৎকার কিছু ছবি শেয়ার করেছেন। মুগ্ধতা ছবি ও ভ্রমণ গল্পে।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা ভাই, নানান ঝামেলায় ব্লগে আসাই হয় না।
যখন বেড়াতে গিয়েছিলাম, তখনই ড্রাফট করেছিলাম।
পোষ্টই করা হয়ে ওঠে নাই, আজ একটু বসলাম!! :)

অনেক অনেক ধন্যবাদ ভাই, আশা করছি ভাল আছেন!!!

৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫০

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর তুলেছেন ছবি গুলো, ভালো লাগলো

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ শূন্যনীড় আপনাকে!!!

৪| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার সব ছবি সমুদ্রকন্যা বলে কথা । আপনার ছবি তোলার হাত ও ভালো। ধন্যবাদ আপনাকে।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২১

কামরুন নাহার বীথি বলেছেন:
ঠিক তাই সমুদ্রকন্যা বলে কথা!!
আকাশ, নদী , সমুদ্রের ছবি সব সময় সুন্দরই হয়!!
অনেক ধন্যবাদ ভাই!!

৫| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:


সন্দীপ ভ্রমণ খুবই ঝুঁকি নিয়ে করতে হয়।আপনার লেখাটি ভাল লেগেছে। কাছের মানুষটির আত্মার শান্তি কামনা করছি।

২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪০

কামরুন নাহার বীথি বলেছেন:
সমুদ্র শান্ত থাকলে কোন ঝুঁকি থাকে না।
বারং নতুন এক অভিজ্ঞতা হলো।
আগে কক্সবাজার এ স্পীড বোটে ঘুরতে ভয় পেয়েছি।
আর এবার সমুদ্র পাড়ি দিয়ে চলে গেলাম।
যাবার আগে ভয় ভয় করছিল অবশ্য, স্পীড বোটে ওঠার পরে ভয়টা কেটে গিয়েছিল।

৬| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চমেৎকার কিছু ছবি দেখলাম।

২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪১

কামরুন নাহার বীথি বলেছেন:
আন্তরিক এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই!!

৭| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবিতে সুধাবো ভাবি
জায়গাটা কোন দ্বীপ;
ধুর ছাই,শিরোনামে
লিখা আছে সন্দীপ। /:)

ছুটে চলো অবিরত
দূরে পথে প্রান্তরে;
ভ্রমনে বিরামহীন
হওনা কি ক্লান্তরে!!

যাই দেখো ক্লিক ক্লিক
ক্যামেরাতে বন্দী;
প্রকৃতির সাথে যেনো
কি আজব সন্ধি।

ছবি সব জীবন্ত
আজগুবে শিল্প;
একেকটা ছবি তোমা
একেকটা গল্প।

কতদিন পরে পোষ্ট
যেনো কত কষ্ট;
ফাঁকিজুকি চলবেনা
কয়ে দিনু পষ্ট।

কোথা ছিলে,কি কি খেলে
সেতো বলা হলোনা;
আমারেও সাথে নিয়া
কবু কোথা চলো না। =p~ :-B :D


২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা, প্রকৃতির সাথে মিশে যেতে সত্যিই ভাল লাগে!!

এটা পারিবারিক ভ্রমণ ছিল।
মাঝে মাঝেই আমরা গ্রুপ ট্যুরে যাই।
যাও যদি চলো একবার কোথাও ঘুরে আসি!!

খাওয়ার কথা আর কি শুনবে বল, মাংস ছিল গরু, খাশি, হাস, মুরগি, কবুতর আর ৪/৫ রকমের সামুদ্রিক মাছ।
পরদিন সকালে কয়েক রকমের পিঠা, নিজেদের পুকুরের মাছ...................!!
আর বেড়ানোতো ছবিতেই দেখলে!!

তোমার এই চমৎকার ছড়াটির জন্য অনেক অনেক শুভেচ্ছা!!

৮| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৬

জে আর সিকদার বলেছেন: গ্রুপের একটা ছবি খুব মিস করলাম।

২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন:
এই ছবিগুলো দেখেই মনটা ভরিয়ে নিন!!! :)

৯| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো সুন্দর হয়েছে। এভাবে সুন্দর সুন্দর স্থান ঘুরে বেড়িয়ে আমাদের সাথে শেয়ার করবেন সেই কামনায় করছি। ভাল থাকুন।

২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১২

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি আর এমনভাবেই ঘোরাঘুরি করতে পার!!
তাহলেই এমন সুন্দর ছবি পোষ্ট করতে পারব।

অনেক অনেক ধন্যবাদ ভাই!!

১০| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩

প্রামানিক বলেছেন: যে দশ জন বেড়াতে গিয়েছিলাম, তাদের একজন, আমার খুব কাছের মানুষ, প্রায় একমাস আগে চলে গেছেন পরপারে!! তার আত্মার শান্তি কামনা করি!

ছবি দেখে যত খুশি হয়েছিলাম এই লাইনে এসে তত কষ্ট পেলাম। ধন্যবাদ কামরুন্নাহার আপা

২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা ভাই খুবই দুঃখজনক!! উনি আমার নিকটাত্মীয়া!!
আমার চেয়েও বয়সে ৪/৫ বছরের ছোট!! :(

১১| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

ঢাকাবাসী বলেছেন: দারুণ সুন্দর পোস্ট, দেখা হয় নাই চক্ষু মেলিয়া..সন্দীপ। সহযাত্রীর বিয়োগে ব্যাথিত। ধন্যবাদ।

২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেকদিন ব্লগে অনুপস্থিতির পরে, আমার ব্লগে প্রিয় লেখকদের উপস্থিতিতে খুব ভাল লাগছে!!
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই!!

১২| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৮

মহিউদ্দিন হায়দার বলেছেন: বর্ণনা সাথে অসাধরণ সুন্দর ছবি একেবারে জীবন্ত করে ফেলেছে চোখের সামনে সন্দীপ কে। সহযাত্রীর অকাল প্রয়াণে মর্মাহত হয়েছি ,উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।
হ্যা, দোয়া চাই আমার খুব কাছের মানুষটির জন্য!!

১৩| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আমারে সাথে নিলে কি এমন ক্ষতি হত??

২১ শে জুলাই, ২০১৭ রাত ১:০০

কামরুন নাহার বীথি বলেছেন:
না, কোন ক্ষতিই হতো না। আবার যাব একসময়!!
তবে, বর্ষা চলে যাবার আগে মেঘালয় যাবার প্রোগ্রাম করুন।
অনেকদিন হলো যাব যাব করেও যাওয়া হচ্ছে না!!

১৪| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার!!!! +++++

২১ শে জুলাই, ২০১৭ রাত ১:০২

কামরুন নাহার বীথি বলেছেন:
দ্বীপটিও সত্যিই চমৎকার!!!

১৫| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৪

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,





ঝকঝকে সব ছবি । নারকেল গাছের ফাঁকে ডুবতে থাকা সূর্য্যের ছবি তিনটি ঘোর লাগানিয়া ।

আপনার খুব কাছের এক মানুষের প্রয়ানে ব্যথিত ।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১:১৮

কামরুন নাহার বীথি বলেছেন:


নারকেল গাছের ফাঁকে ডুবতে থাকা সূর্য্যের ছবি তিনটি ঘোর লাগানিয়া ।
--------

চমৎকার এই দৃশ্য চোখে দেখতে আরো কত যে ভাল লেগেছে!!
আমার কাছের মানুষটির জন্য সত্যিই দোয়া চাই!!
তিনি ছিলেন সন্দীপ এর বৌমা!!
ওনার শ্বশুর বাড়িতেই বেড়াতে গিয়েছিলাম।
আর হয়তো কোনদিন যাওয়া হবে না!! :( :(

১৬| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমার শেঁকড়। একবারের জন্যও যাবার সুযোগ ও সময় হয় নি। দারুস সুন্দর ছবি

২১ শে জুলাই, ২০১৭ রাত ১:২১

কামরুন নাহার বীথি বলেছেন:
শেকড়ের টানেও একবার যান নাই??
কোন এক শীতে সাগর যখন শান্ত থাকে, একবার যেয়ে ঘুরে আসুন!

১৭| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৯

আমি তুমি আমরা বলেছেন: চাটগা'র লোক হলেও এখনো যাওয়ার সুযোগ হয়নি। আপনার পোস্ট ধরে আমি ঘুরে এলাম।

ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১:২৩

কামরুন নাহার বীথি বলেছেন:
শুধু আমার পোস্ট ধরে ঘুরে এলে চলবে কেন!!
একবার যেয়ে দেখে আসুন!! ভাল লাগবে!!

১৮| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে +++

২১ শে জুলাই, ২০১৭ রাত ১:২৪

কামরুন নাহার বীথি বলেছেন:
ছবি যে ছবির মতই!! :)
অনেক অনেক ধন্যবাদ ভাই!!

১৯| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা, অনেক দিন পরে আপনাকে ব্লগে পেলাম ।। :)


ভালো আছেন নিশ্চয় !!
ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়....

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন:
আছি ভাই আলহামদুলিল্লাহ্‌!!
নানান ঝামেলায় অনেকদিনই ব্লগে আশা হয় না।

আশা করছি ভাল আছেন আপনিও!!

২০| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯

সনেট কবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:১১

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই!! স্বাগত জানাই আমার ব্লগবাড়িতে!!

২১| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ইদানিং ব্যবসায়িক প্রয়োজনে আমার হাত পা প্রায় বাধা, আমাগী আগষ্টে চেষ্টা থাকবে ইনশাআল্লাহ

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২২

কামরুন নাহার বীথি বলেছেন:
আগস্টের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে তিনদিন সরকারি ছুটি আছে, ওই সময় প্রোগ্রাম করেন।
আমাকে আগে থেকে জানাবেন।এ

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

রুলীয়াশাইন বলেছেন: খুব মজা ভ্রমনে !!!! সুন্দর

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.