নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম প্রকাশিত বই

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৬




"ভ্রমণ গল্প কথা"- প্রথম বই প্রকাশিত হলো আমার ২০২২ এর বই মেলায়। এক রঙা এক ঘুড়ি প্রকাশনীর ব্যানারে প্রকাশিত হলো, ধন্যবাদ ও অনেক শুভকামনা এক রঙা এক ঘুড়িকে। কৃতজ্ঞতা আমাদের প্রিয় নীলদাকে। বইটি পাওয়া যাচ্ছে বই মেলার এক রঙা এক ঘুড়ির স্টলে। স্টল নাম্বার ১৪২! আমন্ত্রণ সবাইকে!




বেশ কয়েকটা দেশ দেখবার সৌভাগ্য আমার হয়েছে। অনেক গুলো নিয়েই লেখা হয়ে ওঠেনি।

অনুভূতিতে নাড়া দেবার মত সুখ বা আনন্দ বা রোমাঞ্চ যাই বলি, আমার ঝুলিতে যা আছে, লিখছি আজ।

★প্রথম ছিল, ঢাকা- সিডনি ভ্রমণের সময়টুকু।  জীবনে প্রথম প্লেনে উঠেছি।
★ সিঙ্গাপুর এর চাঙ্গি এয়ারপোর্ট ছিল প্রথম বিস্ময়। একটা এয়ারপোর্ট যে এত সাজানো গোছানো, সুন্দর আর বিশাল হয়, দেখা হয়নি আগে।
★ রুক্ষ পাহাড় আর প্রথম তুষারপাত দেখেছি আফগানিস্তানের কাবুলে।
★ প্রথম মরুভূমি দেখেছি কাতারে।
★ প্রথম বরফাচ্ছাদিত পর্বতশৃঙ্গ দেখেছি নেপালে!
★  ভূস্বর্গ  কাশ্মীরের টিউলিপ বাগানের সৌন্দর্য প্রাণভরে উপভোগ করেছি। এখানে যেটা লিখেছি।
★ ভুটানের ঝুকিপূর্ণ পারো বিমানবন্দরে অবতরণ করেছি।
★ আমেরিকার প্রাকৃতিক জলপ্রপাত নায়াগ্রা, প্রতিটি নিশ্বাসের সাথে উপভোগ করেছি।

★ মালয়েশিয়ায় বার্ডস পার্কে বিভিন্ন প্রজাতির  পাখিদের সাথে সহাবস্থান, ময়ুর-কাকাতুয়ার সাথে সীমাহীন সময় কাটানো, নির্মল আনন্দের বন্যা।

এসব অনুভূতি একান্তই আমার ছিল। মাঝেমধ্যে ব্লগে কিছু শেয়ার করতাম। আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু কবি নীলসাধুর উৎসাহ আর পৃষ্ঠপোষকতায় অনুভূতিগুলো আজ বই আকারে রূপ পেতে চলেছে। অজস্র শুভকামনা নীলদার জন্য।

প্রিয় পাঠক, কল্পনার রঙে রাঙাতে পারিনি এ লেখা। যা দেখেছি তথ্য সংগ্রহ করে শুধু সেটাই বর্ণনায় সাজিয়েছি। আরো অনেক লেখা বাকি রয়ে গেল, জানিনা আর লিখতে পারবো কি না। জীবনকাল অনেক সংক্ষিপ্ত হয়ে আসছে। সবার কাছে দোয়া চাই।
সবার জন্য অনেক শুভকামনা ও ভালবাসা রইলো!
........... কামরুন নাহার বীথি।




মন্তব্য ৪১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৫

কালো যাদুকর বলেছেন: অভিনন্দন । প্রথম প্রকাশ বেড়ে অনেক সংস্করন হোক এই কামনা করি ৷

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার জন্য!

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৯

নতুন নকিব বলেছেন:



অনেক অনেক অভিনন্দন। প্রথম বইটি পাঠকের মনে স্থান করে নিক। শুভকামনা অনি:শেষ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: অজস্র শুভকামনা রইলো। খুব ভালো থাকবেন।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: একজন ব্লগারের বই সংগ্রহ করা দায়িত্বের মধ্যে পড়ে। বইটি সংগ্রহ করবো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: অশেষ শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন!

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৯

খায়রুল আহসান বলেছেন: প্রথম বই প্রকাশনায় আন্তরিক অভিনন্দন! এই সময়ের রোমাঞ্চকর অনুভূতিগুলো কিভাবে মন প্রাণ আচ্ছন্ন করে রাখে, তা আমার জানা আছে। বইটির সাফল্য কামনা করছি, একজন ভ্রমণ কাহিনীকার হিসেবে আপনার সুনাম পরিচিতি ছড়িয়ে পড়ুক, চারিদিকে!

কাতার এবং আফগানিস্তান ছাড়া আপনার ভ্রমণকৃত বাকি সবগুলো দেশ/স্থানই আমার দেখা হয়েছে। আপনার অভিজ্ঞতার সাথে নিজের অভিজ্ঞতা মিলিয়ে দেখার জন্য বইটা পড়তে হবে।

শুভকামনা....

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাই। বইটা আশা করছি ভালো লাগবে পড়তে।
আফগানিস্তান,কাতার পড়তে বেশ ভালো লাগবে।
নেপালকে নিজের মত করে দেখেছি, সেটাই লিখেছি।
ভ্রমণ পিপাসুদের বইটা সত্যিই ভালো লাগবে।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১১

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা আপু :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: অজস্র শুভেচ্ছা আপু। ভালো থাকবেন।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২০

কাছের-মানুষ বলেছেন: আপনার বইয়ের প্রতি শুভকামনা রইল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন শুভকামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাই!

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: অভিনন্দন শুভকামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শুভকামনা ভ্রমন লেখিকা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভকামনা রইলো!

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:১০

সোনাগাজী বলেছেন:



অভিনন্দন, আশাকরি পাঠকেরা পছন্দ করবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০০

কামরুন নাহার বীথি বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:১৩

গরল বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভকামনা।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:১৪

সোনাগাজী বলেছেন:


আপনি বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দয্যের ও বিখ্যাত 'স্হান, প্রকৃতি, ফুলফল' ইত্যাদি নিয়ে লিখেছেন? এগুলো নিয়ে লিখা ভ্রমণ কাহিনী?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: আমার ভ্রমণের গল্পকথা লিখেছি ভাই।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:২৬

নেওয়াজ আলি বলেছেন: আপনাকে অভিনন্দন । বইয়ের ব্যাপক পাঠক প্রিয়তা কামনা করি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার জন্য!

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৬

সোহানী বলেছেন: অনেক অনেক শুভকামনা। অবশ্যই বইটি সংগ্রহ করবো এক সময়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৬

কামরুন নাহার বীথি বলেছেন:
ইনশাআল্লাহ! অনেক অনেক শুভকামনা আপু।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩২

শোভন শামস বলেছেন: অনেক অনেক অভিনন্দন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫২

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক শুভকামনা।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১১

নীল আকাশ বলেছেন: অনেক শুভকামনা। নীল'দাকেও শুভেচ্ছা জানাবেন। উনিও আমার প্রথম বইয়ের প্রকাশক।

১৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: অশেষ শুভকামনা আপনার জন্য। খুব ভালো থাকবেন।
আপনার শুভকামনা পৌঁছে দেবো!

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২০

খায়রুল আহসান বলেছেন: গতকাল আপনার বইটি মেলা থেকে সংগ্রহ করেছি। কিছু পৃষ্ঠা উল্টেও দেখেছি ইতোমধ্যে। প্রচুর ছবি দিয়েছেন!
তিনজন অত্যন্ত কৃ্তি সন্তানের মা আপনি। মা বাবা উভয়কে আন্তরিক অভিনন্দন!

১৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। প্রথম প্রকাশ আমার।অনেক ভুল ত্রুটি আছে।
আপনার ভালো লাগা এবং খারাপ লাগা জানাবেন।
আমি উপকৃত হবো।

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮

ফয়সাল রকি বলেছেন: শুভ কামনা রইলো।

১৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:০০

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো!

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৫

নিয়ামুলবাসার বলেছেন: শুভ কামানা প্রথম প্রকাশিত সন্তানের জন্য।

১৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:০১

কামরুন নাহার বীথি বলেছেন: অজস্র শুভেচ্ছা রইলো!

২০| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬

খায়রুল আহসান বলেছেন: হায়! তখন কে জানতো, বছর না ঘুরতেই আপনি আর আমাদের মাঝে থাকবেন না!
আপনার নতুন নিবাস শান্তিময় হোক!

২১| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আজই দেখলাম আপুনি তুমি আর আমাদের মাঝে নেই!
আল্লাহ তুমাকে জান্নাতের উচ্চু স্থান দান করুন।

২২| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭

বিজন রয় বলেছেন: কেমন আছেন।
নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.