নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে

ফেসবুকে পেতে: https://www.facebook.com/FaridSohaiI

কাঠুরে › বিস্তারিত পোস্টঃ

খুপ খিয়াল কইরা...!!! B:-) :#>

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

ধরুন,

আমি ঢাবির একজন সিনিয়র স্টুডেন্ট...

ক্যাম্পাসে জুনিয়রদের র‍্যাগ দিলাম... যেকোনো ভাবে সেটা ক্যাম্পাসের বাহিরে সবার নিকট প্রকাশ পেলো...।।এবং ব্যাপারটা নিয়ে সাধারণ সমাজে নিন্দার ব্যাপক ঝড় উঠলো...।। বিভিন্ন মহল থেকে ভার্সিটির উপরে চাপ আসতে লাগলো...।।



এখন বাঁচতে হলে আমার কি করতে হবে??



যে কোনও উপায়ে ভিক্টিমের হাতে পায়ে ধরে হলেও ভিক্টিমকে মুখ খুলতে বারণ করা...।। অথবা মুখ খুলতে বারণ করে ভিক্টিমকে শাসিয়ে আসা...।। (আর যদি আমি ক্ষমতাশীল কারো হ্যাঁন ত্যান হইয়া থাকি, তবে তো ইশারাই কাফি!!)



এবার প্রতিষ্ঠানের সন্মান রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে কি করতে হবে??



প্রথমেই আমার দোষটাকে যে কোনও ভাবে ধামাচাপা দেয়া...।।এবং আমার দোষটাকে ধামাচাপা দেয়ার জন্য ইন্ডাইরেক্টলি ভিক্টিমের উপর চাপ প্রয়োগ করা...।। সর্বশেষ সম্পূর্ণরূপে ব্যাপারটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া...।।



আর ঐদিক দিয়া ভিক্টিমের হাতে থাকে ২ টা রাস্তা...

১. মুখ বন্ধ তো ভার্সিটি পড়ো।

২. মুখ খুলো তো ভার্সিটি ছাড়ো। (এইটার কারন আর লিখলাম না)



সেক্ষেত্রে নবীন ছাত্রটি কি করবে বলে আপনি মনে করেন???



ছাত্রটি কি তার স্বপ্নের ক্যাম্পাস ছেড়ে দিবে?? নাকি সকল রাগ-ঘৃণা-

ক্ষোভ বুকে চাপা দিয়ে রেখে মুখ বুজে স্বপ্নের ক্যাম্পাসে পরে থাকবে??

('ঢাবি,জাবি, চবি ইত্যাদি ক্যাম্পাসে পড়তে পারাটা বেশীরভাগ ছাত্রদের কাছে স্বপ্নের মতোই' বলে আমার ধারণা।।)



বি.দ্রঃ পোস্টের পুরোটাই আমার কল্পনা... বাস্তবে এর সাথে কোনও কিছুর মিল খুঁজে পেলে নিজ দায়িত্বে খুঁজে নিবেন...। লেখক এর জন্য কোনও প্রকার দায়ী থাকবে না...।।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

যীশূ বলেছেন: এবং ভবিষ্যতে এই ভিক্টিমই প্রতিশোধ নিয়ার জন্য সন্ত্রাসী হতে পারে, মনে চাপা ক্ষোভ নিয়ে মন দিয়ে পড়াশুনা করতে না পারার কারনে খারাপ রেজাল্ট করতে পারে, আবার সে ই একসময় সিনিয়র হয়ে আরেকজনকে র‌্যাগিং করতে পারে। যাই ঘটুক তা শুভ কিছু হবে না।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

কাঠুরে বলেছেন: আপনার কথার সাথে চরমভাবে একমত।।

র‍্যাগিংটা ধাপে ধাপে হয়ে আসছে, কোনও বিশ্ববিদ্যালয়ের পর পর কয়েকটা ইয়ার/সেমিস্টারের স্টুডেন্টরা যদি তাদের জুনিয়রদের(নবীনদের) র‍্যাগিং না দিয়ে ২/১ বছর থাকতে পারে, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নামক ব্যাধিটা অনেকখানি কমে যাবে বলে আমার ধারণা...।।

কারন আজকে যারা র‍্যাগিং এর শিকার হবে, তাদের বেশীরভাগই আগামীতে তাদের জুনিয়রদের র‍্যাগিং দেয়ার চিন্তা মাথায় এঁটে ফেলবে(সর্বশেষ সান্তনার জন্য হলেও)।
এভাবেই র‍্যাগিংটা হয়ে আসছে...।।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

মদন বলেছেন: কেমন যেন মিলের গন্ধ পাচ্ছি, নাকি এটা আমার নাকের সমস্যা????? ;)

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

কাঠুরে বলেছেন: হইতে পারে মদন দা। যা ঠাণ্ডা পরছে না...! :D

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

শূন্য পথিক বলেছেন: প্রথমে যা করার করতে হবে।
তারপর জোর গলায় বলতে হবে অমুক হোস্টেলে-অমুক ব্যাচে এই নামে কোনও মেয়েই নাই। :)

আজ বলতে হবে আমাদের সেই বোনটাকে আজ ক্লাস করতে দেখে এলাম। শাবাশ বোন! :)

(কাল এই নামে কেউ ছিল না... আজ নাকি ক্লাস করছে)!!

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

কাঠুরে বলেছেন: এইটারেই বোধহয় ডাবল স্ট্যান্ডবাজী কয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.