নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ।

কাউছার হোসেন

আমি খুবই সাধারণ।নিজের সম্পর্কে এটুকুই।

কাউছার হোসেন › বিস্তারিত পোস্টঃ

এলবার্ট হার্বার্ডের উপদেশটি বিচার করুন।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

উপদেশটি কেবল বিচার করলে কিছুই হবে না। যদি না আপনারা তা কার্যক্ষেত্রে প্রয়োগ করেন। মাথা উঁচু করে চলুন এবং ফুসফুসে প্রচুর
হাওয়া ভরে নিন। আর খানিক সূর্যের আলো নিয়ে নিন শরীরের মধ্যে। বন্ধুদের হেসে সম্ভর্ধনা করুণ, আর কারুর হাত যখন ধরবেন তখন যেন অপর লোক অস্থিরতা অনুভব করে। এর ফলে ভুল বোঝবার সম্ভবনাকে ভয় করবেন না আর শত্রুদেরে কথা ভেবে একটি মিনিটও বাজে নষ্ট-করবেন না। নিজের মনে দৃঢ়তা আনুন। কি করতে চান স্থির করুন। তারপর কোন দিকে দৃকপাত না করে লক্ষ্যে গিয়ে পোছান। মনে করেন, আপনি ভাল ভাল জিনিস করতে চান, তখন দেখবেন একটি দিন যাবে আর আপনি ক্রমশই আপনার লক্ষেশু নিকটবর্ত্তী হচ্ছেন। একটি প্রবাল পোকা যেমন ঢেউয়ের ভিতর থেকে টেনে নেয় প্রয়োজনীয় জিনিস, তেমনি আপনিও আগ্রহ করবেন আশে পাশে যা ঘটেছে তা থেকে আপনার প্রয়োজনীয় জিনিস। আপনি কি ভাবেন প্রতি ঘন্টায় তার উপর নির্ভর করেছে আপনার ভবিষ্যৎ চেহারাটি। চিন্তাই প্রধান, মনকে সঠিক রাখুন-সাহস আর আনন্দ যেন থাকে আর মন্টা যেন থাকে খোলা। সঠিক ভাবে চিন্তা করার মানেই হল সৃষ্টি করা। প্রতিটি জিনিসই আসে ইচ্ছে থেকে, আর প্রতিটি আন্তরীক প্রার্থনাই সফল হয়। আমাদের হৃদয় যা চায় তাই আমরা হই। মুখ হাঁড়ি করে রাখবেন না। মাথা উঁচু করে চলুন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: মাথা উঁচু করে চলা যায় না। ওরা মাথা ভেঙ্গে দিবে।

২| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৫

সনেট কবি বলেছেন: বলেছেন যখন তখন না হয় অতি গোপনে মাথা উঁচু করে চলব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.