নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চুপ প্রকৃতি বিরক্ত হচ্ছে!

কাওসার_সিদ্দিকী

কাওসার_সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

জমির হিসাব দ্বিতীয় পর্ব

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৬

প্রিয় ব্লগারগণ আমি আজকে দেখাবে বা টাইপ/লিখলাম
জমি নিয়ে। যদিও এই বিয়ষ নিয়ে আমি আগে একটা ব্লগ লিখেছিলাম।
ঐ ব্লগটাকে-ই উন্নত করলাম। যারা জানেন তারা পোস্টটিি
এড়িয়ে যাবেন।আমার ছোটো খাটো ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন:

প্রথমেই আমি দেখাবে কত ফুট দৈর্ঘ্য/লম্বা এবং কত
ফুট প্রস্থ/চওড়া জমিতে ১ শতাংশ জমি হয়।
১ শতাংশ জমি = ৪৩৫.৬ বর্গফুট। কোন জমি
যদি চারদিকে ২০.৮৭ ফুট করে বা ২১ ফুট করে
হয় তাহলে সেটা ১ শতাংশ জমি। কোন জমির
২ টি বাহু গুণ করলেই ১ শতাংশ জমি বের হয়ে যাবে।
দৈর্ঘ্য গুণণ (x) প্রস্থ = বর্গফুট। অথাৎ ১ শতাংশ জমি
হল ৪৩৫.৬ বর্গফুট-এ হয়ে থাকে।
১ শতাংশ কত বর্গফুটে এটা নিয়ে আমার ইউটিউবে একটি
ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন:

এবার আমি দেখাবে কত ফুট দৈর্ঘ্য/লম্বা এবং কত ফুট প্রস্থ/চওড়া ১ কাঠা জমি হয়:
কোন জমির চারপাশে যদি ২৬.৮৪ ফুট হয় তাহলে সেটা ১ কাঠা
জমি হিসাবে গণ্য হবে বা ১ কাঠা জমি।

এখন ১৫ ফুট থেকে ১ কাঠা জমি বের করার নিয়ম হচ্ছে,
প্রথমে জমির প্রস্থ মাপতে হবে ধরি জমির প্রস্থ ২২ ফুট এখন
১ কাঠা জমি = ৭২০ বর্গফুট তাহলে ৭২০ ভাগ (/) ২২ = ৩২.৭৩ ফুট।
এখন আমরা জমিটির প্রস্থ মেপে দৈর্ঘ্য পেয়ে গেলাম ৩২.৭৩ ফুট।
এখন দৈর্ঘ্য গুণণ(x) প্রস্থ গুণ করি তাহলে ১ কাঠা জমি পেয়ে যাবো।
৩২.৭৩ ফুট গুণ (x) ২২ ফুট = ৭২০ বর্গফুট।
১ কাঠা জমি বের করার ভিডিও:
খতিয়ানে ১ থেকে ১৬ আনার সাংকেতিক চিহ্ন কিভাবে লেখা হয়:

খতিয়ানের ১ থেকে ১৬ আনার সাংকেতিক চিহ্নের হিসাব নিয়ে আমার
একটি ভিডিও:

এবার আমি দেখাবো বা আমরা শিখবো জমির চৌহদ্দি কাকে বলে?
জমির চৌহদ্দি হলো জমির চারপাশের জমি বা সীমানা।
ধরি, আমার একটা জমি আছে যার নাম্বার ১৬১১
এখন জমিটির উত্তর, দক্ষিণ এবং পশ্চিম-পূর্ব
পাশে যেই জমিগুলো আছে সেটাকে-ই আমরা জমির
চৌহ্দ্দি বলতে পারি। অর্থাৎ আমার জমির চারপাশের জমিগুলো
আমার জমির সীমানা বা চৌহদ্দি এটাকে সংক্ষেপে চৌ: লেখা
হয়ে থাকে।
জমির চৌহদ্দি:

জমির চৌহদ্দি নিয়ে আমার একটি ভিডিও:

দলিলে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত শব্দের অর্থ:
১. মৌজা = গ্রাম।
২. জে. এল নং = গ্রাম নম্বর/মৌজা নম্বর।
৩. ফর্দ = দলিলের পাতা।
৪. বং = বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম লিখে।
৫. গং = আরো অংশীদার আছে।
৬. সাং = সাকিন, গ্রাম, ঠিকানা।
৭. দং = দখল, দরুন, বাবদ।
৮. চৌ: = চারদিকের সীমানা, চৌহদ্দি।
৯. মং মগলগ বা মোট।
১০. জ: = জমা পুঁজি, মোট, খাজনা, রাজস্ব।
১১. রায়ত = প্রজা বা কৃষক।
১২. নথি = রেকর্ড।
১৩. জং = জওজে, স্বামী, পত্নী।
১৪. পিং =পিতা।
১৫. দাগ নং = জমি নম্বর।
১৬. খং = খতিয়ান।
১৭. নিং = নিরক্ষর।
১৮. সনাক্তকারী = যিনি বিক্রেতাকে চিনে।
১৯. মং = মোট, মবলগ।
২০. জরিপ = পরিমাণ।
২১. হিস্যা = অংশ।
২২. একুনে = যোগফল।
২৩. বায়া = বিক্রেতা।
২৪. বাটোয়ারা = বন্টন।
২৫. বিং = বিস্তারিত।
২৬. মৌকুফ = মাপ।
২৭. অধুনা = বর্তমান।
২৮. রোক = নগদ।
২৯. ভায়া = বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল।
৩০. তফসিল = বিক্রিত জমির তালিকা।
৩১. ইস্তেহার = ঘোষণাপত্র।
৩২. কিসমত = মৌজার অংশকে কিসমত বলে।
৩৩. গির্বি = বন্ধক।
৩৪. জমা বন্দী = খাজনার তালিকা।
৩৫. তরমিম = শুদ্ধকরণ।
৩৬. তরতির = শৃংখলা।
৩৭. দাগ নম্বর = মৌজার নকশায় প্রত্যেক প্লটের যে সিরিয়াল নম্বর বসান হয়,
তাহাকে দাগ নম্বর বলে।
৩৮. জালি = এক প্রকারে ধান যাহা জলাভূমিতে জন্মে।

কত শতাংশ এ এক বিঘা, গন্ডা, কড়া, একর, হেক্টর।
১ কাণি = ১২০ শতাংশ।
১ বিঘা/পাক্ষি = ৩৩ শতাংশ।
১ গন্ডা = ৬ শতাংশ/ডিসিমল/শতক।
১ কড়া = ১.৫ শতাংশ।
১ একর = ১০০ শতাংশ।
১ হেক্টর = ২৪৭ শতাংশ।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ

২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৪৪

কাওসার_সিদ্দিকী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ২৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এটা একটা দরকারী পোস্ট। আন্তরিক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪২

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

How much land does a man need?

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪২

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

বিজন রয় বলেছেন: বাহ! অনেক তথ্য। যদিও আমার কাছে জটিল।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৪

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে আমার কোনো জমি নেই। এসব জেনে আমি কি করবো?

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.