নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাল ব্যাবসায়ী, মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি দ্রব্য চাল নিয়ে ব্যাবসা করছি, গর্ববোধ করি কিছুটা হলেও দেশের জন্য মানুষের জন্য কাজ করছি।

কাজী ফররুখ আহমেদ

চাল ব্যাবসায়ী, মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি দ্রব্য চাল নিয়ে ব্যাবসা করছি, গর্ববোধ করি কিছুটা হলেও দেশের জন্য মানুষের জন্য কাজ করছি।

কাজী ফররুখ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ধানের বীজ সংরক্ষণ

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৯



ধানের বীজ সংরক্ষণ: ভালো ফলন পেতে হলে ভালো বীজের প্রয়োজন। আমন মৌসুমে নিজের বীজ নিজে রেখে ব্যবহার করাই উত্তম। এ কথা মনে রেখেই কৃষকভাইদের ঠিক করতে হবে কোন জমির ধান বীজ হিসেবে রাখবেন। যে জমির ধান ভালোভাব পেকেছে, রোগ ও পোকামাকড়ের আক্রমণ হয়নি এবং আগাছামুক্ত সে জমির ধান বীজ হিসেবে রাখতে হবে। ধান কাটার আগেই বিজাতীয় গাছ সরিয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে গাছের আকার-আকৃতি ও রঙ, ফুল ফোটার সময় ও শীষের ধরন, ধানের আকার আকৃতি, রঙ ও শুঙ এবং সর্বশেষ ধান পাকার সময় আগে-পিছে হলেই তা বিজাতীয় গাছ। সব রোগাক্রান্ত গাছ অপসারণ করতে হবে। এরপর বীজ হিসেবে ফসল কেটে এবং আলাদা মাড়াই, ঝাড়াই, বাছাই করে ভালোভাবে রোদে শুকিয়ে মজুদ করতে হবে।

বীজ কৃষির ভিত্তি। বীজ জীবন্ত এবং প্রয়োজনীয় সব উপাদান দ্বারা এমন অনুপমভাবে সুসজ্জিত যে সঠিক সময়ে আকাঙিক্ষত স্থানে অনুকূল পরিবেশ পেয়ে নতুন বংশধরের সূচনা করতে পারে। এ জীবন্ত বস্তুটিকে পরবর্তী মৌসুম পর্যন্ত ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য যেসব কাজ ও কৌশল অবলম্বন করতে হয় সেগুলোকেই বীজ সংরক্ষণ বলে। বীজ সংরক্ষণ মৌলিক তত্ত্বের একটি প্রধান নীতি হলো, যে গুণগত মান নিয়ে বীজ গুদামে ঢোকে, বাহিরে আসার পর সে মান তার চেয়ে ভালো নাও হতে পারে। মনে রাখা প্রয়োজন যে, বীজ যতই ভালো হোক না কেন তা যদি ভালোভাবে সংরক্ষণ করা না যায় তবে সে বীজ ভালো থাকবে না। সংরক্ষণকালীন সময়ে বীজের জীবন এবং বীজের মান নির্ভর করে বীজ ফসল কর্তনপূর্ব ও পরবর্তী কাজগুলো সঠিকভাবে করা হয়েছে কিনা তার ওপর। তাই ফসল উৎপাদন বৃদ্ধির মূল উপকরণই হচ্ছে উন্নতমানের বীজ। বাংলাদেশে ভালো বীজের ব্যবহার অত্যন্ত অপ্রতুল। এর কারণ একদিকে সরকারি পর্যায়ে ভালো বীজের উৎপাদন ও বিতরণের পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই অপর্যাপ্ত। অন্যদিকে বেসরকারি পর্যায়ে ভালো বীজের উৎপাদন ও বিতরণের ব্যবস্থা এখনও বিশ্বস্তভাবে গড়ে উঠেনি। এছাড়া চাষি পর্যায়েও ভালো বীজের ব্যবহারের গুরুত্ব ব্যাপকভাবে গ্রহণ হয় নাই। বর্তমানে প্রায় ৯০% কৃষক নিজেদের উৎপাদিত বীজ দ্বারাই নিজেদের চাহিদা পূরণ করে থাকেন। কিন্তু এ বীজ প্রকৃত গুণগত মানসম্পন্ন নয় বলে অধিক ফলন লাভ প্রায় অসম্ভব। কৃষক পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদনের কলাকৌশল এবং বীজ সংগ্রহ ও সংরক্ষণের আধুনিক প্রযুক্তির অপ্রতুলতা মুখ্য কারণ। অন্যদিকে যেহেতু কৃষকের রক্ষিত ধানই বীজ সরবরাহের প্রধান উৎস, সেহেতু বেশিরভাগ কৃষকই তাদের রক্ষিত বীজ ধান বদলান না, যার ফলে অনেক ক্ষেত্রে কৃষকের রক্ষিত বীজের গুণগতমান নষ্ট হয়ে যায়। অতএব ফসলের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকের রক্ষিত বীজের গুণগতমান উন্নত করার প্রয়োজন রয়েছে। কৃষকের জমিতে ধান বীজ উৎপাদন, বাছাই এবং সংরক্ষণ প্রক্রিয়ার ওপর কৃষককে সচেতন করতে পারলে এ উদ্দেশ্য সফল করা সহজ হবে। কৃষক যাতে তাদের জমিতে উন্নতমানের বীজ উৎপাদন, বাছাই ও বর্ধনের উন্নতি পদ্ধতি এবং বীজ সংরক্ষণে উন্নত কলাকৌশল সম্পর্কে সচেতন হয়ে মানসম্পন্ন বীজ ব্যাপক ব্যবহারের মাধ্যমে ধানের ফলন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন তার বলিষ্ঠ প্রচেষ্টা নেয়া প্রয়োজন।

বীজ উৎপাদনের আধুনিক পদ্ধতি: কেবলমাত্র আধুনিক ধানের জাত ব্যবহার করলেই ভালো বীজ উৎপাদন আশা করা যায় না। মানসম্পন্ন বীজ পেতে হলে ধান চাষের জন্য প্রয়োজনীয় খাদ্য উৎপাদন সরবরাহ ও উপযুক্ত পরিবেশের জোগান দেয়া দরকার। ধান চাষের জন্য যথাসময়ে বীজ বপন ও চারা রোপণ যেমন জরুরি তেমনি সার, সেচ, কীটনাশক ইত্যাদি প্রয়োগের উপযুক্ত সময় এবং প্রয়োগবিধির প্রতি লক্ষ্য রাখাও গুরুত্বপূর্ণ। বীজ ধানের ভালো ফলন পেতে হলে জাত নির্বাচন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত ধারাবাহিকভাবে ফসলের পরিচর্যা করে যেতে হবে।

ধান বীজ সংরক্ষণপূর্ব চাষি ভাইদের করণীয়: ক্ষেতে অবস্থিত ফসল থেকে কাঙ্খিত গাছগুলো একটি একটি করে বাছাই করে বা ক্ষেতের শস্যের অংশ বিশেষকে বীজের জন্য চিহ্নিত/বাছাই করতে হবে। ক্ষেতের বেশি সবল ও সুস্থ অংশ বাছাই করার জন্য মাঠের অংশ বিশেষ শনাক্ত করা উচিত। ক্ষেতে অবস্থিত কাক্সিক্ষত প্রতিটি গাছ বাছাইয়ের ক্ষেত্রে সাধ্যমতো ক্ষেতের কিনারা বাদ দিয়ে ভেতর থেকে এমন গাছ বাছাই করতে হবে যেগুলো সঠিক জাতের এবং বেশ পুষ্ট ও সুস্থ হয়। সহজভাবে শনাক্তকরণের জন্য বাছাই করা প্রতিটি গাছ কাঠি দিয়ে চিহ্নিত করতে হবে। বীজ সংগ্রহের জন্য পরিপক্ব অবস্থায় প্রথম বাছাই করা গাছ কাটতে হবে এবং পরে মাঠের অবশিষ্ট ফসল কাটা উত্তম।

বীজের জন্য কেটে নেয়া গাছগুলো আলাদাভাবে রাখতে হবে যাতে এগুলো একই ফসলের সাথে অন্যগাছের দানা মিশে না যায়। বীজের গুণাগুণ নষ্ট হওয়া রোধের জন্য বাছাই করা গাছগুলো ভালোভাবে শুকাতে হবে। বীজের জন্য ক্ষেতের অংশ বিশেষ বাছাই পদ্ধতির ক্ষেত্রে বিদ্যমান শস্যক্ষেতের মাঝ থেকে অথবা যতদূর সম্ভব ভেতর থেকে অংশ বিশেষ নির্বাচন করা দরকার। সংরক্ষিত এলাকার প্রতি নিয়মিত বিশেষ দৃষ্টিসহ উন্নত চাষাবাদ পদ্ধতি গ্রহণ করার পর, ফসল পাকার সময় গাছের প্রতি বিশেষ দৃষ্টি রাখা দরকার যাতে বিজাতীয় গাছ কেটে সরিয়ে ফেলা যায়। জমিতে ধান পাকলে বা ধান গাছ শুকিয়ে গেলে ধান কাটায় বিলম্ব করা মোটেই উচিত নয়। এতে কিছু ধান ঝরে পড়তে পারে এবং ধানের শীষকাটা লেদাপোকা এবং পশুপাখির আক্রমণ হতে পারে। শীষের অগ্রভাগ থেকে ধান পাকা শুরু হয়।

কাছে গিয়ে সারা ক্ষেতের ধান পাকা পরীক্ষা করতে হবে। শীষের অগ্রভাগের শতকরা ৮০ ভাগ ধানের চাল শক্ত ও স্বচ্ছ এবং শীষের নিচের শতকরা ২০ ভাগ ধানের চাল আংশিক শক্ত ও স্বচ্ছ হলে ধান ঠিকমতো পেকেছে বলে বিবেচিত হবে। ধান মাড়াই করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গা বেছে নেয়া দরকার। কাঁচাখোলার ওপর সরাসরি ধান মাড়াই না করে চাটাই বা হোগলার ওপর ধান রেখে পা দিয়ে বা উপযুক্ত মাড়াই যন্ত্রের সাহায্যে ধীরে ধীরে মাড়াই করা দরকার। অথবা ধানের আটি তিন বাড়ি দিয়ে যে পুষ্ট-ভারী ধান পাওয়া যাবে শুধুমাত্র সেগুলোকেই কুলা দিয়ে ভালোভাবে পরিষ্কার ও শুকানোর পরে বীজ হিসাবে নেয়া যাবে। এভাবে ধান মাড়াই করলে ধানের ক্ষতি কম হয় এবং ধান পরিষ্কার থাকে। বীজ ধান এভাবে মাড়াই করার পর অন্তত পক্ষে ৪-৫ বার রোদে শুকিয়ে নেয়া দরকার। বাদলা দিন থাকলে ধান মাড়াই করা ও শুকানো কষ্টকর হয়। সেজন্য শীষ কেটে ছোট ছোট আঁটি করে ঘরের ভেতর ঝুলিয়ে দিয়ে শুকানো যায়। না হলে ধানের বীজ গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে।

বীজ সংরক্ষণ : বীজ ধান ঠিকমতো সংরক্ষণ না করলে একদিকে কীটপতঙ্গ ও ইঁদুর নষ্ট করে, অপরদিকে গজানোর ক্ষমতা কমে যায়। ফলে বীজ ধান থেকে আশানুরূপ সংখ্যক চারা পাওয়া যায় না। বীজ ধান কাটা ও মাড়াইয়ের পর ভালোভাবে সংরক্ষণ করতে নিম্নবর্ণিত পদক্ষেপগুলো মেনে চলা প্রয়োজন। বীজ সংরক্ষণের আগে পর পর কয়েকবার রোদে অথবা প্রয়োজনে ড্রায়ারের সাহায্যে ভলোভাবে শুকিয়ে নিতে হবে যেন বীজের আর্দ্রতা শতকরা ১২ ভাগের নিচে থাকে। দাঁত দিয়ে বীজ কাটলে কট কট শব্দ করে তাহলে বুঝতে হবে বীজ ঠিকমতো শুকিয়েছে।

বড় বড় পুষ্ট ধান বাছাই কবে নিতে হবে। কুলা দিয়ে ঝেড়ে ১.৭৫-২.৫০ মিলিমিটার (জাতের ওপর নির্ভর করে) ছিদ্র বিশিষ্ট তারের দড়ির ছাঁকনি দিয়ে বাছাই করে নেয়া যেতে পারে। যে পাত্রে বীজ রাখা হবে তাতে যেন কোনো ছিদ্র না থাকে। বীজ রাখার জন্য তেলের ড্রামে কিংবা বিস্কুট বা কেরোসিনের টিন প্রভৃতি ধাতব পাত্র ব্যবহার করা ভালো। ধাতব ব্যবহার করা সম্ভব না হলে মাটির মটকা, কলস, প্লাস্টিক ড্রাম বা মোট পলিথিনের থলি ব্যবহার করা যেতে পারে। পাত্র ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। মাটির পাত্র হলে পাত্রের বাইরের গায়ে আলকাতরা দিয়ে দুইবার প্রলেপ দিতে হবে। রোদে শুকানো বীজ ঠাণ্ডা করে পাত্রে ভরতে হবে। পাত্রটি সম্পূর্ণ বীজ দিয়ে ভরাট করে রাখতে হবে। যদি বীজের পরিমাণ কম হয় তবে বীজের ওপর কাগজ বিছিয়ে তার ওপর শুকানো বালি অথবা ছাই দিয়ে পাত্র পরিপূর্ণ করতে হবে। এবার পাত্রের মুখ ভালোভাবে বন্ধ করতে হবে যেন বাতাস ঢুকতে না পারে। বীজের পাত্র মাচায় রাখা ভালো যাতে পাত্রের তলা মাটির সংস্পর্শে না আসে। গুদামে বায়ু চলাচলের পার্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে।

বীজ কখনও সেঁতসেঁতে জায়গায় সংরক্ষণ করা ঠিক নয়। সংরক্ষণ করা বীজ মাঝে মাঝে পরীক্ষা করা দরকার যাতে কোনো প্রকার পোকামাকড় বা ইঁদুর ক্ষতি করতে না পারে। দরকার হলে বীজ বের করে মাঝে মধ্যে শুকিয়ে নিতে হবে। মনে রাখতে হবে পরবর্তী মৌসুমে বীজ ব্যবহার, বিক্রয় বা বিতরণের আগে অবশ্যই বীজ গজানোর পরীক্ষা করা দরকার। সেক্ষেত্রে কমপক্ষে ৮০টি সুস্থ-স্বাভাবিক চারা গজিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। সুতরাং খাদ্যে স্বয়ম্ভরতা অর্জনের জন্য ফসলের উৎপাদন বৃদ্ধিই একমাত্র পথ। আর এ ফসল উৎপাদন বৃদ্ধির মূল উপকরণই হচ্ছে সুস্থ, সবল, এবং সুপুষ্ট উন্নতমানের বীজ।

জেনে রাখা ভালো বীজকে বলা হয় ‘শান্তির দূত’; ‘ভালো বীজে করলে চাষ, ফলন দ্বিগুণ,মিটবে আশ’।


লেখা সংগ্রহ:
কৃষিবিদ মো. তারিক হাসান (সাবেক মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
ডঃ আফরোজা বেগম (সাবেক মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
কাজী ফররুখ আহমেদ মাওলা (সদস্য - চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিসিসিআই)

সুত্র:
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ





মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৯

ডঃ এম এ আলী বলেছেন:




ধানের বীজ সংরক্ষনের বিষয়ে মুল্যবান নির্দেশনা মুলক পোষ্ট ।
ধান চাষের সাথে জড়িতদের জন্য এগুলি খুবই উপকারী ।
ধানের বীজ সংরক্ষনে কৃষানীরাই বেশী ভুমিকা রাখেন ।
তাই আধুনিক পদ্ধতীতে ধানের বীজ সংরক্ষনের বিষয়ে
হাতে কলমে শিক্ষা দানের জন্য মাঠ পর্যায়ের কৃষিবিদ/কৃষি
কর্মীদেরকে তাদের নীজ বাড়ীতে গিয়ে প্রশিক্ষন দানের
কার্যক্রম অনেক উপকারে দিবে ।

শুভেচ্ছা রইল

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১১

কাজী ফররুখ আহমেদ বলেছেন:




আপনার মূল্যবাম মন্তব্য ও লেখাটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভেচ্ছা জানবেন।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কৃষিকে আধুনিকায়ন করা খুবই জরুরি।সময় এসেছে যৌথখামার ব্যবস্থা গড়ে তোলা।তাতে করে চাষাবাদে খরচ কমবে উৎপাদন বেশি হবে।জমির আইল ভেঙ্গে একত্র করলে জমির পরিমান বাড়বে,আধুনিক চাষাবাদ করতে সুবিধা হবে।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১১

কাজী ফররুখ আহমেদ বলেছেন:




আপনার মূল্যবাম মন্তব্য ও লেখাটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভেচ্ছা জানবেন।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৮

শাহিন-৯৯ বলেছেন:

বেশ ভাল পোস্ট।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২

কাজী ফররুখ আহমেদ বলেছেন:





আপনার মূল্যবাম মন্তব্য ও লেখাটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভেচ্ছা জানবেন।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৭

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশের জন্য ধান হচ্ছে প্রান । আমার শিশুকালে দেখেছি গ্রামের বাড়িতে ছোট মাটির প্রলেপ দেয়া গোলায় বীজ ধান সংরক্ষন করা হত । আষাঢ় মাসে কাদা পানিতে চারা বানানোর কাজ চলত । শ্রাবন মাসে চারা রুয়ে ধান চাষ শুরু হত । গ্রামে স্বল্প সময় থেকে এই পুরো প্রক্রিয়া দেখেছি নিবিড় ভাবে । আমাদের বাবা বাদে পূর্ব পুরুষরা কৃষিজীবী ছিলেন । তবুও বাবা কৃষিকে ছাড়েননি বরং কিষান নিয়োগ করে শত বিঘা জমির চাষ বাস নিয়ন্ত্রণ করেছেন । আধুনিক সময়ে ওসব হারিয়ে গেছে , এখন কিছুই নেই । এখন চাল কিনে খাই ।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৩

কাজী ফররুখ আহমেদ বলেছেন:





আপনার মূল্যবাম মন্তব্য ও লেখাটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভেচ্ছা জানবেন।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: আছা, ব্লগে কি কোনো কৃষক আছেন?

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৯

কাজী ফররুখ আহমেদ বলেছেন:




ঠাকুরমাহমুদ সাহেব একজন কৃষক। আপনি জানেন না?

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫

রাােসল বলেছেন: Thanks for your subject of this post. Pray regularly.

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৩

কাজী ফররুখ আহমেদ বলেছেন:




আপনার মূল্যবাম মন্তব্য ও লেখাটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভেচ্ছা জানবেন।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বীজধান বিষয়ে বেশ স্পষ্ট ধারনা হলো।

বংশ পরম্পপরায় তারা অবশ্য এভাবেই করে এসেছেন। যদিও এখন কর্পোরেট বীজ ব্যবসায়ীদের পাল্লায় পরে
ঐতিহ্যবাহী বীজ ষংরক্ষন ঝুকিতে পড়েছে! তারা বীজ সংরক্ষনে উৎসাহ না দিয়ে খালী বাজা উৎপাদনে জোর দেয়। যাতে প্রতিবছর তাদের বীজ বিক্রি করতে পারে!

পোষ্টের জন্য ধন্যবাদ

+++

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০

কাজী ফররুখ আহমেদ বলেছেন:





আপনার মূল্যবাম মন্তব্য ও লেখাটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভেচ্ছা জানবেন।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠাকুরমাহমুদ সাহেব একজন কৃষক। আপনি জানেন না?
না। আজ জানলাম।

তবে আমি যখন গ্রামে ফিরে যাবো সম্পূর্ন কৃষক হয়ে যাবো।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৩২

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.