নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোলাহল ত্যাগী

মুহাম্মাদ খাইরুল ইসলাম

মুহাম্মাদ খাইরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: আমার প্রতিবেশীরা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

১- ঘাসের ভেতর ঝারের বাতি।

২- নারিকেলের মামাতো ভাই।

৩- ওদের ঘুমে রেখে অনুমতি ছাড়াই ক্যাপচার করলাম।

৪- গন্ধরাজের সিংহাসন খালি।

৫- পাতার কি বাহার!

৬- রক্তবাহার থামায় রক্তের প্রবাহ।

৭- পাতাই যদি সুন্দর তবে ফুলের প্রয়োজন ছিলো কি?

৮- ঝোপে-ঝাড়ে অবহেলায় গ্রাম্য মেয়ে রূপ ছড়ায়..

৯- হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না।

১০- অভিমানি সেই যে গেলো আর ফিরে নাইবা এলো।

মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার প্রতিবেশীর সাথে পরিচিত হলাম; ছবিগুলো চমৎকার ৷+++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আমার প্রতিবেশীদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে আমারো ভালো লাগছে। শুভকামনা।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

সনেট কবি বলেছেন: সুন্দর +++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ+++++

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

হাবিব ইমরান বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ভালোলাগা শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে। আপনাকেও অশেষ ধন্যবাদ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

কুসুম কানন বলেছেন: প্রকৃতির রাজ্যে ঘুরে এলাম! আপনাকে ধন্যবাদ ঘুরিয়ে আনার জন্য। :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আরো একদিন ব্যতিক্রম কোন জগৎ ঘুরিয়ে আনবো ইনশাআল্লাহ। শুভকামনা নিরন্তর।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: মনোমুগ্ধকর! কিন্তু সমস্যা হল , আমিও আপনার প্রতিবেশীদের প্রেমে পড়লেন। ++


শুভেচ্ছা নিয়েন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: সমস্যা কোথায়? মানুষের প্রেমের জগৎ অসীম। প্রেমে কোনো বাঁধা নেই জনাব।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

সনেট কবি বলেছেন: প্রতি মন্তব্যে খুশী হলাম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ভালোবাসা থাকলো... মনে গেঁথে রইলেন সনেট কবি।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

টুটুল বলেছেন: শুধু সুন্দর বললে ভুল বলা হব; নান্দনিক।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ছবির চেয়ে আপনার মন্তব্য আরো বেশী নান্দনিক মনে হয়েছে। চমৎকার মূল্যায়নের জন্যে অশেষ ধন্যবাদ। ভা লো বা সা নিরন্তর।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

মোঃ হোসাইন খাঁন বলেছেন: ১ ও ৭ ভালো লাগলো বাকি গুলোও অসাধারন । (৩) ওদের অনুমতি ছারা ক্যাপচার করেছেন খুব অন্যায়, তাই শাস্তি বাবদ ১০ মাসের বিনাশ্রম... ছরি কর্ম দন্ডে (তাদের আহারের ব্যাবস্থা) দন্ডিত করলাম ;)

হুমম: পোস্টে +++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: শাস্তি মাথা পেতে নিলাম জাহাপনা। ভালোলাগা শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন- শুভকামনা।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: শাস্তি মাথা পেতে নিলাম জাহাপনা। ভালোলাগা শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন- শুভকামনা।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


ছবিগুলো মোটামুটি ঝাপসা; আপনার প্রতিবেশী হচ্ছে প্রথমেই মানুষজন

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: দূর্বল ক্যামেরায় তোলা। ঠিক বলেছেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক সুন্দর। খুব ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা। ভালো থাকুন এই কামনা।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব ভালো হয়নি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনার ক্যামেরাটা আমাকে গিফট করে দেননা নুর ভাই তাহলে আরো ভালো ছবি তুলতে পারবো। যৌক্তিক সমালোচনার জন্যে ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

আহমেদ জী এস বলেছেন: মুহাম্মাদ খাইরুল ইসলাম ,



প্রতিবেশীদের প্রাইভেসী নষ্ট করলেন ! কি দরকার ছিলো এতো সুন্দরের ছবি তোলার !!!!!!!!!!

আমারও এরকম ছবি দিয়ে একটি লেখা আছে এখানে -[link|http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30217976|ঘাসফুল [ সচিত্র লেখা ব্লগ ]]

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: প্রাইভেসী নষ্ট করেও যদি ভালো কিছু পাওয়া যায় তবে ক্ষতি কি? অন্তত যদি কেউ প্রতিবেশীকে ভালোবাসতে উদ্বুদ্ধ হয়...ঠিক আপনার মতো, যেভাবে ঘাসফুলেদের দু:খ-দুর্দশার কথা তুলে আনলেন আবার মানুষের মনের ভেতরের ঘাসফুলদেরও বের করে আনলেন, একটু প্রাইভেসী নষ্ট না করলে হতো কি করে? অনেক অনেক শুভেচ্ছা আপনার সুন্দর মনকে।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: মুহাম্মাদ খাইরুল ইসলাম ,



এমন সুন্দর প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
কখনও কখনও সৃষ্টির জন্যে কিছু ক্ষতি স্বীকার করে নিতেই হয় ! বীজ থেকে নব কিশলয় যাতে মাথা তুলে হাওয়ায় দুলতে পারে সেজন্যে তো মাটিকে দু'ভাগ হতেই হয় !

শুভেচ্ছান্তে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আবারো অভিভূত হলাম প্রতিমন্তব্যে। সেই সাথে বন্ধুত্বের হাত বাড়ালাম।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

জাহিদ অনিক বলেছেন:
সুন্দর ! সুন্দর ! ক্যাপশনগুলোও সুন্দর

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: প্রশংসার শব্দভান্ডার আমার সীমিত, শুভেচ্ছা মনের গভীর হতে। শুভকামনা ভাই জাহিদ অনিক।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:


প্রতিটি ছবি ভাল লাগা। ক্যাপশন গুলো দারুণ বলেছেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ভালোলাগার অনুভূতি আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে দিতে পেরে আমারও ভালো লাগছে। শুভকামন+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.