নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী › বিস্তারিত পোস্টঃ

এই চিরচেনা লোকালয়ে

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬


এই সেই রেললাইন, যার উপর হেঁটে যাবার সুপ্ত বাসনা,
লুকিয়ে রেখেছি কতকাল!
কতকাল এই রেললাইনের পাশে দাঁড়িয়ে থেকেছি!
ছুটে যেতে দেখেছি হাজারো ট্রেনের মিছিল,
সেই বিপ বিপ ধ্বনি, যা মস্তিষ্কে আঘাত হানে,
বিদীর্ণ করে নিয়ে যায় আমার অন্তরাত্মা!
ওইযে, ওইযে আমার মা হেঁটে যায়,
হ্যাঁ, ওইতো, ছুটে যাচ্ছে যেভাবে আমিও ছুটতে চেয়েছি
তার শাড়ির আঁচল আছড়ে পড়ছে সমুদ্র ঢেউয়ের মতো
মাগো! তুমি যেও না।
দাঁড়াও, আমিও আসছি, আমিও যাব সেই দূরান্তরে
যেখানে থাকবে না কোন নিয়ম,
যে নিয়ম আমায় অনুমিত করেনা তোমার কাছে থাকতে
তুমি যেও না মা, আমায় নিয়ে যাও।
প্রাণঘাতী এ প্রচেষ্টায় আমিও হবো সঙ্গী
কেউ জানবে না আমাদের ঠিকানা
একদিন তুমি আর আমি একসাথেই থাকব
কেউ কেড়ে নেবে না আমায়, তোমার বুক খালি করে।
আমায় হারানোর বেদনায় বেদনাগ্রস্ত তুমি হবে না
আমিও আসছি মা, হেঁটে আসছি তোমার পথ ধরে
তবে একদিন কিন্তু আমরা ফিরব মা,
কথা দিলাম তোমায় কিচ্ছুটি হবে না তোমার
চুপি চুপি এসে দেখে যাব তাদের, যারা বাঁচতে দিলনা তোমায়
এই চিরচেনা লোকালয়ে!

---খালেদা শাম্মী

২১ তম দিন
মার্চ- ২০১৮

সর্বস্বত্ব সংরক্ষিত

ছবি - নেট

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শাম্মী সাহেব:P? এটা কী কবিতা??

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

খালেদা শাম্মী বলেছেন: নিজাম সাহেব, আপনার মন্তব্যে আমি বাক্যহারা, আপনি বিশ্বাস করুন। সেই সাথে যা ইচ্ছে তা ভেবে নেবার অনুরোধ করছি।

২| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):):)

আমার মন্তব্যে বিরক্তবোধ করলে, জানাবেন।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৪

খালেদা শাম্মী বলেছেন: আমি আপনার মন্তব্যে বিরক্তবোধ হইনি, হইনা এবং হবোও না, তা জানিয়ে রাখলাম নিজাম সাহেব।

৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ।

এই জন্যই আমি বন্ধুদের বলি "ব্লগ রুচিশীল, মার্জিত লোকের জন্য"।

ভালো থাকবেন।

৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:০১

ওমেরা বলেছেন: কবিতার সাথে ছবিটা সুন্দর মানান সই হয়েছে।

২২ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৪

খালেদা শাম্মী বলেছেন: ধন্যবাদ ওমেরা সাহেব। ভাল কাটুক আপনার সময়। শুভকামনা রইল।

৫| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৯

ওবায়দুল হক বলেছেন: বিশুদ্ধ আত্না যখন পৃথিবী ছেড়ে চলে যায়,
তখন কি আসে যায়--
সে সিংহাসনে লুটিয়ে পড়ল না কি ধূলোয়!

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯

খালেদা শাম্মী বলেছেন: অত্যন্ত ভাল লাগার মত কিছু লাইন। ধন্যবাদ ওবায়দুল সাহেব। শুভকামনা।

৬| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):):)

শাম্মী? ওমেরা কিন্তু ছেলে নয় মেয়ে। ও তুখোড় ব্লগার। ব্লগে অনেক আপামনিরা আছে, সবাই খুব আন্তরিক।

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬

খালেদা শাম্মী বলেছেন: আমি তখন ভুল বুঝেছি নিজাম সাহেব। :( আপনাকে অনেক ধন্যবাদ ভুল শোধরানোর সুযোগ করে দেয়ার জন্য। শুভকামনা জানবেন।
ওমেরা আপুমনি, আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এই ভুলের জন্য। ক্ষমা চাইছি। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.