নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী › বিস্তারিত পোস্টঃ

সেদিনের পাতায়

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭


একদিন আমিও হারিয়ে যাব ওই মেঘমালাদের দেশে
হারিয়ে যাব সব তুচ্ছতা পেছনে ফেলে,
সেদিনও বৃষ্টি পড়বে, ঝমঝম শব্দে কেঁপে উঠবে রাজপথের ওই ভেজা পাতা
গাড়ির তীব্র ছুটে চলা পথে, আছড়ে পড়বে বৃষ্টির জলকণা।
পাখির ঝাপটানো পাখায় থাকবে আমার দীর্ঘশ্বাস!
প্রেয়সীর ভেজা পায়ে নূপুর গুঞ্জন করে উঠবে
কেউ অভিভূত হবে বারেবার।
শব্দের বর্ষণ চলবে, চলবে চাহনির কথোপকথন
সেই গুঞ্জনেও খুঁজবে আমায় সেদিন
হাতড়ে বেড়াবে স্মৃতির পাতা এই আমারি খোঁজে
কেউ জানবে, আমি ছিলাম,
কোনদিন আমি ছিলাম কোন এক চেনা প্রান্তরের মোড়ে,
রিক্ত হাতে এই আমি ছিলাম কোন জীবনের বাঁকে।


--- খালেদা শাম্মী

২২ তম দিন
মার্চ- ২০১৮

সর্বস্বত্ব সংরক্ষিত

ছবি - নেট

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মিসেস শাম্মী??

@মেঘমালার/মেঘেদের হবে।
@বৃষ্টির জলকণা?? এটা আমি কখনো শুনিনি!

আপনার লেখা মোটাদাগে---- কঠিন। মাথার উপর দিয়ে যায়!

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৬

খালেদা শাম্মী বলেছেন: ধন্যবাদ নিজাম সাহেব।
@ মিসেস নয়, মিস শাম্মী বলতে পারেন অবশ্য।
@ মেঘমালাদের ব্যবহার করেছি বহুবচন হিসেবে। যদিও মেঘমালা ও মেঘেদের দুটোই বহুবচন। তবুও কবিতা রচনায় শব্দের সৃষ্টি হয়েছে বহুকাল আগে থেকেই।
@ বৃষ্টি জলকণা থেকে সৃষ্ট। যদিও এভাবে ব্যবহার হয়না তবুও এটা এভাবে ব্যবহার করেছি কবিতার স্বার্থে।

দুটোই হতে পারে, হয় আমার লেখা কঠিক নয়তো আপনি কঠিন ভেবে বুঝে নিতে চান না। এতে অবশ্য আমারই ব্যর্থতা নিজাম সাহেব। তবুও আপনি পড়েছেন এতেই আমি খুশি।
ভাল থাকুন, এই শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.