নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

poem প্রীয়সীকে কথা দান করে

২৯ শে মে, ২০১৫ বিকাল ৫:০২


এখন কবি লিখে লিখে প্রকাশ করে
প্রীয়সীকে কথা দান করে ।
আমার সাথে দেখা হয়েছিল
সেই কবির সাথে,খুব ধার্মিক তিনি
যে কবি পেয়েছে একটি মেয়েকে বোবাদের হাটে
আগে কবি কত সুন্দর কথা বলত
এখন ভালোবেসে কবি বোবা হয়েছে
কবির বোবা বউকে ভালোবেসে ।
ভালোবেসে কবির বোবা বউ এখন কথা বলে
ভালোবেসে আমি মরি
আমার আমিকে নিয়ে ।
ভালোবেসে সব একাকার হয়
ভালোবেসে ভালোবেসে
ভালোবেসে কবির প্রীয়সির সেই মুখের
গন্ধটাও নাকি এখন খুব ভালোলাগে।
ভালোবেসে তাকানোর আলাদা ভাষা আছে।
ভালোবেসে কবির বউ
ভাত নিয়ে বসে থাকে
থাকে শাষণ, থাকে ঝগড়া
থাকে অভিমান ,থাকে আহলাদে ।
কবিকে বললান ভালোবেসে
মানুষ বোবা হতে পারে ঠিক আছে
কিন্তু বোবারা কথা বলে কিভাবে?
কবি লিখে লিখে জানালেন,
তাকে আমার মত করে
সব দিয়েছি
তার মত করে।
আমার আমিও অন্ধ কাউকে ভালোবেসে
সে চোখের অন্ধ নয়
সে আমাকে চেনে না
আমি সরল বলে ।
কবি লিখে লিখে
বললেন তুমি তাকে পাবে
তার মত কঠিন হলে
পাথর সাথে কথা হয় সে মেয়ের
তার মত পাথর হয়ে ওঠ তবে
সে অট্টালিকার অন্ধ
মাঝে মাঝে ইট নিয়ে নাড়াচাড়া কর তবে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.