নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

কবির মূল্যের কথা

১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫


কবির সাথে দেখা হয়েছিল
কবি বলেছিল
কবির মূল্যের কথা
তার প্রতিবন্ধী প্রেমিকার কাছে
কবি পুতুল দেখেছিল
ছোট্ট শিশুর হাতে।
কবি নাকি প্রীয়সির সাথে
ঘুরে বেড়াবে পুতুলকে সাথে করে
কবি হাত ধরে।
কবিরা হয়ত এমনি হয়
কবিদের হাত নীচু থাকে।
অন্ধ তার প্রেমিকা
অন্ধের চোখ দিয়ে কবি পৃথিবী দেখে
কবির সংসারে আছে সাদাছড়ি।
আর আছে নের্দোষ মানুষ
থাকে সহানুভূতির সাথে
কবির একখান ভাঙ্গা চশমাতে।
কবির সুখের সংসারের ছবি আছে
হৃদয় নাকি টুকরো টুকরো হয়
কবির প্রীয়সির মুখ দেখে।
কবিকে কেউ কেনেনি
কিনেছে প্রতিবন্ধীতে
কবির শরীরের লোম আছে
এক মিনিটের বিচ্ছিন্নতায় কবির লোম
আর বুক কাপে
কবি ছেড়ে যাবে না
কবির বুক খেয়েছে
ঐ অন্ধতে ।
সে কবির ছেড়া পোশাক দেখে না
কবির স্পর্শ দেখে
কবির হাত সহানুভূতির
সেই হাত দিয়ে সে হাত ধরে থাকে
কবির চলা বৃত্তের ভেতরে
তার প্রিয়তমা বৃত্তের মাঝে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.