নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস › বিস্তারিত পোস্টঃ

নির্লিপ্তা কথা রেখেছে!

০৯ ই জুন, ২০১৭ সকাল ৮:২২

সেদিন সন্ধ্যায়, নির্লিপ্তা আমার মুখোমুখি বসে
জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়েছিল।
-আমি শুধালাম, কিছু বলবে?
নির্লিপ্তা সেই চিরাচরিত বাঙালী রমনীর
মত মুখ করে বললো
-এই যে সবসময় কাজ নিয়ে
এত ব্যস্ত থাকো। সপ্তাহে একটি দিন
তো মোটে কাছে পাই,
তাও গোমড়ামুখো হয়ে থাকো!
বলি সারাদিনে একবার ও কি
বাড়ীর কথা মনে হয়?
-আমি বললাম, খুব হয়।
-ও বললো, কার কার কথা মনে হয় শুনি!
-আমি বললাম, খোকার কথা, মালীর , দুধওয়ালার, কুকুরটির আবার বিড়ালটির কথা ও খুব মনে পড়ে!
ও মুচকি হাসলো,
আমি যেন দেখলাম, কচি দুর্বা ঘাসে
সকালের রোদ্দুর ঝিলমিলিয়ে উঠলো।
তারপর ঝনঝনে কন্ঠে ও বললো, তাই বুঝি!
তোমার কুকুরটির কথা, বিড়ালটির কথা মনে পড়ে!
বলে হেসে দিলো যেন
উত্তাল সমুদ্র আছড়ে পড়লো তীরে!
সেই ঢেউ দুইকূল কি ভাসালো ?
নিজেই প্রশ্ন করলাম নিজেকে!
তারপর ওকে কাছে টেনে বললাম,
নির্লিপ্তা জানো?
ও চোখ বড় বড় করে বললো, কি জানবো?
আমি বললাম , যে কথাটি চির ধ্রুব, চির সত্য
যা সুর্যের মতই আলোকময় সে কথাটি!
ও বললো, ভনিতা না করে কি
তুমি কিছু বলতে পারো না?
বলে হঠাৎ করে চুমু খেলো আমার কপালে!
মুহুর্তে আমি হারিয়ে গেলাম কাঞ্জনঝঙ্ঘায়,
সেখানের শুভ্র চূড়া থেকে যেন পড়ছি তো পড়ছি।
কোন বিরাম নেই!
হঠাৎ ওর ডাকে বাস্তবে ফিরে বললাম
সারাটাজীবন এত ভালবাসবে তো?
ও বললো, তোমায় আমি কৃষ্ণচুড়ার
লাল হয়ে ভালবাসবো।
তারপর অনেকদিন পরে হঠাৎ এক বিকেলে
এই কথাটি আমার মনে পড়লে,
আমি আপন মনে হেটে হেটে ওর
এপিটাফের সামনে দাড়ালে
আমার চোখ আদ্র হয়ে উঠলো
তখন চোখ তুলে তাকালাম ওখানের
আগুনধরা কৃষ্ণচুড়ার দিকে!
বুঝলাম, ও কথা রেখেছে !

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৫:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুণ গল্প

১০ ই জুন, ২০১৭ সকাল ৯:২১

প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবাদ। কিন্তু আমি এটাকে যে আবৃত্তি করে কবিতা হিসেবে চালিয়ে দিয়েছি কয়েক জায়গায় :-P

২| ১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি কবিতায় থাকা গল্পের কথা বলেছি। আবৃতি শুনলে হয়ত কবিতার কথাও বলা যেত! কবিতার এক লাইন ইয়া বড়, আরেক লাইন একটুখানি। তা’ আপনি যখন কয়েক জায়গায় আবৃত্তি করেছেন, েতবে মনে হয় কবিতা হিসেবেও ভাল।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৩

প্রতিভাবান অলস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ :-)

৩| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

শুভকামনা রইল।
শুভব্লগিং।

৪| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৮

বিজন রয় বলেছেন: আপনার প্রথম পোস্ট, তবুও বলি।

অনেক বানান ভুল আছে, ঠিক করে দিন দয়া করে।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫০

প্রতিভাবান অলস বলেছেন: বানানে প্রচন্ড দুর্বল -_- তাও ঠিক করে নেয়ার ট্রাই করেছি। সম্ভবত আর ভুল নেই :-)

৫| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫২

বিজন রয় বলেছেন: চিরাচরীত, গোমরামুখো, কাঞ্জনঝঙ্কায়, চুড়া, ......... এখনো আছে, দেখে নিন ।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৭

প্রতিভাবান অলস বলেছেন: নাহ :-/
আমারে দিয়া নির্ভুল বানানের পোস্ট হবে না -_-

৬| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: হা হা হা হা ..........
চেষ্টা তো করতে হবে, একদিন ঠিক হয়ে যাবে।
হতাশ হওয়া যাবে না।

শুভকামনা সবসময়ের।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৪

প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবাদ বি র দা

৭| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৬

শায়মা বলেছেন: :(

মন খারাপিয়া!!!!

১১ ই জুন, ২০১৭ রাত ৮:০২

প্রতিভাবান অলস বলেছেন: মন খারাপে স্বাগতম :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.