নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

বিলাশী আষাঢ়/

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

ঐ যে দূরে মেঘ সেজেছে

মেঘের বাড়ি কই?

বিন্নি ধানের ফিন্নি রাঁধি

পদ্ম বীজের খই।



আয় রে সখা বৃষ্টি স্নানে

করব রে হৈ চৈ।

রাখাল ছেলে তাড়ায় ধবল

হাঁস ডাঁকে চৈ চৈ।



পদ্ম পাতায় বৃষ্টি নাচে

দেখবি কে কে আয়?

গাছের শাঁখে ভিজে পাখি

পিটপিটিয়ে চায়।



অঝোর ধারায় বৃষ্টি ঝরুক

আমরা সবাই চাই।

পিছল কাঁদায় গড়িয়ে পড়ি

তাইরে নাইরে নাই।



ধানের ক্ষেতে মাছ জেগেছে

ধরতে যাবি কে?

শামুক জোঁকের ভয় পাবিনা

থাকবি সম্মুখে।



নদীর জলে নেমে দেখি

বৃষ্টি নাঁচে ধায়।

ডুব সাঁতারে পাল্লা দেব

উঠব গিয়ে নায়।



রাঙিয়ে দু’চোখ ফিরব ঘরে

কাক ভেজা দুপুরে।

নিষেধ তুলে নিও মাগো

বিলাশী আষাঢ়ে।



তানিয়া হাসান খান

১৯/০৬/২০১৪ইং

সময়: ৭:৩০ মি. সন্ধ্যা

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

বাংলার নেতা বলেছেন: সুন্দর ছড়া......

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

২| ১৯ শে জুন, ২০১৪ রাত ৮:০০

সেলিম আনোয়ার বলেছেন: বিলাশী আষাঢ় ভাল লেগেছে কবি । :)

১৯ শে জুন, ২০১৪ রাত ৮:০৪

তানিয়া হাসান খান বলেছেন: হুম.। এই তো বিলাশী আষাঢ়। আর তাইতো এত ভাললাগা। আমারেও খুব ভাল লাগছে :) কেমন আছেন আপনি ?

অনেক ধন্যবাদ রইল কিন্তু :)

৩| ২০ শে জুন, ২০১৪ সকাল ৯:৩৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভাবছি আপনাকে নতুন পল্লীকবি উপাধিতে ভূষিত করবো কিনা। প্রকৃতির অপার সৌন্দর্য আপনার কবিতায় আরোও সুন্দর হয়ে উঠেছে।
তবে শেষ প্যারা টা এরকম হলে কেমন হয় দেখেন তো

রাঙিয়ে দু’চোখ ফিরব ঘরে
দুষ্টু হাসি হেসে
নিষেধ তুলে নিও মাগো
বিলাশী আষাঢ় মাসে।

২১ শে জুন, ২০১৪ রাত ১:৫৯

তানিয়া হাসান খান বলেছেন: পল্লী কবি তিনি আমার ফরিদপুরের ছেলে। তিনি তো মহান কবি। অত ভাল কি আর লিখতে পেরেছি রে ভাই। খুব সম্মানিত হলাম।


জ্বী আপনার চরণ গুলিও বেশ লাগছে। :)
অনেক অনেক ধন্যবাদ :)

৪| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৫

আমি দিহান বলেছেন: শামীম ভাইয়ের সাথে আমিও একমত।

শুভেচ্ছা নিয়েন।। পেইজ সেভ করে রাখলাম।

২১ শে জুন, ২০১৪ রাত ২:০০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইল :)

৫| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৩

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২১ শে জুন, ২০১৪ রাত ২:০০

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ রইল :)

৬| ২০ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শেষ স্তবকটা ছন্দ থেকে বের হয়ে গেছে। আর এক কথায় চমৎকার! আমি পড়ছিলাম আর আমার মা শুনছিলেন। তিনি বললেন, এমন কবিতা আমার পক্ষে লেখা সম্ভব না। কারণ আমার ডুব সাতার দিয়ে নৌকায় উঠার অভিজ্ঞতা নেই, নেই আষাঢ় মাসে যে পানি আসে সেই পানিতে যে জোক কিলবিল করে এর অভিজ্ঞতাও। আমি জানি না, বোধহয় অল্প সময়ের জন্য হলেও আমার আম্মুকে তার সেই শৈশবের কথা মনে করিয়ে দিতে পেরেছি এই কবিতা পড়ে। তাই আবারও স্বাগতম, সুন্দর পদ্য লেখার জন্য।

ভালো থাকবেন, সব সময়।

২১ শে জুন, ২০১৪ রাত ২:০২

তানিয়া হাসান খান বলেছেন: আপনার মা এর জন্য অনেক দো’য়া আর শুভ কামনা রইল।

আপনার জন্য রইল অসংখ্য ধন্যবাদ :)

আপনিও খুব ভাল থাকবেন :)

৭| ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

সকাল রয় বলেছেন: ভালো কবিতা

২১ শে জুন, ২০১৪ রাত ২:০২

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ রইল :)

৮| ২১ শে জুন, ২০১৪ রাত ১২:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:


ভালো লাগলো ছড়া।


নদীর জলে নেমে দেখি
বৃষ্টি নাঁচে ধায়।
ডুব সাঁতারে পাল্লা দেব
উঠব গিয়ে নায়।

২১ শে জুন, ২০১৪ রাত ২:০৩

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ রইল :)

৯| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৩

মুদ্‌দাকির বলেছেন: ছড়া ভালো লাগে , অনেক অনেক দিন পরে একটা ছড়া পড়লাম , দারুণ ++++++++++++++

০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:০৯

তানিয়া হাসান খান বলেছেন: আপনার জন্য রইল অসংখ্য ধন্যবাদ :)

১০| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:২৯

চাতক পক্ষী বলেছেন: আপু,এক কথায় অসাধারন,অনেক সুন্দর ছড়া :) :) :) :)

০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:০৭

তানিয়া হাসান খান বলেছেন: তোমার জন্য রইল অসংখ্য ধন্যবাদ সোনা :)

১১| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১:৩৬

সায়েদা সোহেলী বলেছেন: প্লাস প্লাস প্লাস তানু :)

১২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:১২

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

১৩| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২০

Kawsar Siddiqui বলেছেন: সুন্দর হইছে :)

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: ঈদ মুবারক আপু !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.