নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

মাইক্রো গল্প : চতুর্থ মাত্রা ( কল্প বিজ্ঞান)

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

খুব অদ্ভুত ব্যাপার। সাধারণ মানুষ তো বটেই , বিজ্ঞানিরা ও অবাক। এত বার নভোযান মঙ্গলে গেলে ও তাদের চোখে পড়ে নি। গত মাসের শেষ দিন টিতে সদ্য আবিষ্কৃত ফোরথ ডাইমেনসনাল স্পেস টেলিস্কোপ দিয়ে প্রথম মঙ্গলের ভুমি পর্যবেক্ষণ করা হয়। যেখানে থ্রি ডাইমেনসনাল স্পেস টেলিস্কোপ দিয়ে কিছু দেখা যায় নি, সেখানে প্রানের চলাফেরার অস্তিত্ব দেখা গেছে। অনেক চেষ্টা করে ও তাদের সাথে যোগাযোগ করা যায় নি। তাই ঝুকি থাকা সত্তেও গত সপ্তাহে মার্স-২০৭১ নভোযান টি মোতাহের সাহেবের নেতৃতে নাসার দশ জন বিজ্ঞানী নিয়ে রউয়ানা হয়েছিল, যেটি কিছুক্ষন পড়েই নামবে মার্চের ভুমিতে। সবার মনেই সঙ্কা। মার্চের প্রানিরা হিংস্র কিনা? মার্স- ২০৭১ এর দরজা খুলে গেল, সবার চোখে ফোরথ ডাইমেনসনাল গগলস।

কিন্তু যা দেখা গেল, তা দেখার জন্য কেও ই প্রস্তুত ছিলেন না।

কিছু ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং আইনেস্তাইন ।



আইনেস্তাইন বললেন, " অভিনন্দন অভিযাত্রী গণ। পৃথিবী শুধু মানব শরীরের জীবন। মৃত্যু মহাবিসসের চাহিদাহিন অনন্ত জীবন।"

কেও কিছু বুঝতে পারলেন না, সবাই অবাক।

একটা বাচ্চা মেয়ে বাবা ডাকতে ডাকতে মোতাহের সাহেবের কাছে ছুটে এলো। মোতাহের সাহেব অস্রুভেজা চোখে মেয়েটিকে জড়িয়ে ধরতে চেষ্টা করলেন, তিনি ভাবেন নি কখনও আর এভাবে দেখা হবে। কিন্তু কি আশ্চর্য! ফুট ফুটে মেয়েটাকে চোখে দেখা গেলেও তাকে স্পর্শ করা যাচ্ছে না।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

খাটাস বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মাক্স বলেছেন: অতিমাইক্রো হয়ে গেল!

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

খাটাস বলেছেন: আমি ভাবলাম বেশি বড় হয়ে গেল কিনা!
পড়ার জন্য ধন্যবাদ, ভাল থাকবেন মাক্স।




মাক্স নামটা সুন্দর।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি আশ্চর্য! ফুট ফুটে মেয়েটাকে চোখে দেখা গেলেও তাকে স্পর্শ করা যাচ্ছে না।

ভালু ভালু! +++

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

খাটাস বলেছেন: B-)) :) :) ধন্যবাদ।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

খাটাস বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

হাসান মাহবুব বলেছেন: +

কিছু টাইপো আছে ঠিক করে নিয়েন।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৫১

খাটাস বলেছেন: আমার সেটিং এ কিছু প্রবলেম আছে। তাই টাইপ ঠিক করতে পারছি না। পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৩২

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৫২

খাটাস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

রাজু মাষ্টার বলেছেন: ভালু ভালু ,পিলাস

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৫২

খাটাস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। :) :)

৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৪৩

ফারিয়া বলেছেন: নট ব্যাড, কিন্তু বেটার হতে পারতো, মাইক্রো না হলেই!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

খাটাস বলেছেন: আমি গল্প লিখতে পারি না। তাই গল্পের ধাঁচে ছোট করে মাইক্রো ফরম্যাট দিয়েছি আমার অক্ষমতা কে ঢাকার জন্য। :#> যদি ভবিষ্যতে কখনও লিখি আপনার কথা মাথায় রাখব। পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা ভালো হয়েছে। এর আগের বার মন্তব্য করতে গিয়ে দেখি লগ আউট! :( তাই একটা বড় মন্তব্য করেও সেটা হারিয়ে গেল।

লেখাটা ভালো হয়েছে। আরো বড় হলে আরো বেশি জোস হতো।
কিছু টাইপো আছে, সেটা পারলে ঠিক করে নিয়েন।

৫+

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫৬

খাটাস বলেছেন: আপনার বড় মন্তব্য টা পেলাম না। :( তবু ও আমার উদ্ভট চিন্তা ধারায় আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে। :) আর আমি ইচ্ছে করেই মাইক্রো করেছি, আরও ছোট করার ইচ্ছা ছিল। পারলাম না। ( আলাদা ফরম্যাট গঠনের বেরথ চেষ্টা আর কি :#> :-P ) পড়ার জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।

১০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

তন্দ্রা বিলাস বলেছেন: লেখাটা ভালো হয়েছে।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

খাটাস বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্বের জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১১| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

মামুন রশিদ বলেছেন: অনুবীক্ষনিক গল্প :D

০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

খাটাস বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্বের জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন। :D :D

১২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:১০

আফসিন তৃষা বলেছেন: এত ছোট কেন? শুরু না হতেই শেষ। মনের আশা ফুরাইলো না! মার্স লিখতে চেয়েছিলেন বোধহয় :)
এই এইটুক গল্পটা ভালো ছিলো :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

খাটাস বলেছেন: হুম মার্স লিখতে ভুলে মার্চ লিখেছি, ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আর আশা পূরণ করতে না পারার জন্য দুঃখিত। আমি বড় ঘর বানাতে পারি না, তাই ছোট ঘর কে বাংলো দেখানোর অপচেষ্টা করেছি। পড়ার জন্য ও মন্তব্বের জন্য ধন্যবাদ। :) :)

১৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই অনেক সুন্দর করে লিখেছেন। আদর্শ ছোটগল্পের স্টাইলই অনুসরণ করেছেন। যার কারণে গল্পের শেষে পাঠকদের পক্ষে নিজের কল্পনা অনুসারে সমাপ্তি টানার সুযোগ থাকছে। প্লাস।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

খাটাস বলেছেন: আমি আসলে গল্প বা কিছুই লিখতে পারি না। এমনিতেই ছোট একটা অপচেষ্টা করলাম। পড়ার জন্য এবং আপনার সুন্দর মন্তব্বের জন্য ধন্যবাদ ভাই।

১৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০

নাজিম-উদ-দৌলা বলেছেন: সেইরকম হইছে! ব্যাপক! ;)

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

খাটাস বলেছেন: :#> :#> পড়ার জন্য ও ভাল লাগার জন্য ধন্যবাদ ভাই।

১৫| ১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৩০

বাংলাদেশী দালাল বলেছেন:
ভালো লিখেছেন তবে নিজেকে টিউব লাইট মনে হচ্ছে। :#>

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৭

খাটাস বলেছেন: হাহাহা , ভাল লাগা টা আপেক্ষিক ভাই। আপনি অনেক ভাল লেখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.