নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

আসেন একটা ট্যাগ দিয়া যান....। X((X(( ট্যাগ দিতেই হবে।।X((

১০ ই জুলাই, ২০১৩ রাত ২:০৩

ভুমিকা বাদ দিয়ে সরাসরি প্রসঙ্গে আসি, একজন আবালের বিভিন্ন সময়ের মতামতের ভিত্তিতে কিছু অভিজ্ঞতা।



ঘটনাঃ ১



আবালঃ রাজাকারের ফাঁসি চাই।

আওয়ামীলীগ সমর্থকঃ জি ভাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। জয় বাংলা, জয় বঙ্গ বন্ধু।

জামাত- শিবির সমর্থকঃ তুই কুত্তালিগ। তোরা খুব তাড়াতাড়ি মিত্থাচারের জবাব পাবি। নারায়ে তকবির.।।.।।

বি এন পি সমর্থকঃ জামাত শিবির ভাই ঠিক বলেছেন, কপি পেস্ট।

নাস্তিকঃ মানবতা বিরোধী পশুদের আসলেই ফাঁসি হউয়া উচিৎ। ফাঁসি চাই।





ঘটনাঃ ২



আবালঃ সরকার পদ্মা সেতু , হলমার্ক, শেয়ার বাজার নিয়ে দুর্নীতি করেছে।

আঃ লিঃ সঃ তুই রাজাকার, তুই ছাগু। জয়.।।

জাঃ শিঃ সঃ আমরা খুব তাড়াতাড়ি এই সরকারের পতন ঘটাব ইনশা আল্লাহ। নারায়ে তকবির.।।.।।

বি এন পিঃ জামাত শিবির ভাই ঠিক বলেছেন, কপি পেস্ট।

নাস্তিকঃ সরকার অন্যান্য রাজনৈতিক দলের মত ই দুর্নীতি গ্রস্থ। দেশ কে তারা রাজনৈতিক স্বার্থে ব্যাবহার করছে। তাতে সন্দেহ নেই।



ঘটনাঃ ৩



আবালঃ আমাদের দেশ আমাদের মুক্তিযুদ্ধের ফসল। আমাদের দেশীয় সংস্কৃতি লালন করা উচিৎ।

আঃ লিঃ সঃ আমরাই তো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরাই এর ধারক- বাহক। জয়.।.।।

জাঃ শিঃ সঃ ভারতের দালালি করে ভারতীয় সংস্কৃতির চর্চা মুসলমানের এ দেশে করতে দেয়া হবে না। প্রতিহত করা হবে। নারায়ে .।।.।।.।।

বি এন পিঃ জামাত শিবির ভাই ঠিক বলেছেন, কপি পেস্ট।

নাস্তিকঃ দেশীয় সংস্কৃতি আমাদের সম্পদ, মুক্তি যুদ্ধ আমাদের গর্ব।



ঘটনাঃ ৪



আবালঃ ধর্ম নিয়ে কটাক্ষ করে যারা সরল ধার্মিক দের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয় , তারা নিম্ন মানসিকতার মানুষ। বিজ্ঞান চর্চার নামে অন্নের ভুল ধরতে গিয়ে তাকে কষ্ট দেয়া অমানবিক। তাদের শাস্তি চাই।

আঃ লিঃ সঃ তুই রাজাকার, তুই ছাগু। জ.।.।.।।।

জাঃ শিঃ সঃ ঐ নাস্তিক দের পেছনে সরকার আছে। আমরাই নাস্তিক নিধন করব। এই সরকারের পতন ঘটান হবে খুব দ্রুত ইনশা আল্লাহ। নারায়ে.।.।.।।.।।

বি এন পিঃ জামাত শিবির ভাই ঠিক বলেছেন, কপি পেস্ট।

নাস্তিকঃ তুই রাজাকার, তুই ছাগু। তুই ধর্মান্ধ, তুই পাকিস্তানি, তুই বেকুব, তুই .।.।।



এ গেল আলাদা আলাদা মনোভাবের পক্ষে বিপক্ষে কথা। কিন্তু এই আবাল যদি সব মনোভাব প্রকৃত অর্থে মনে লালন করে, আর এক সাথে বলে, তাহলে,



আবালঃ রাজাকারের ফাঁসি চাই। সরকার পদ্মা সেতু , হলমার্ক, শেয়ার বাজার নিয়ে দুর্নীতি করেছে। আমাদের দেশ আমাদের মুক্তিযুদ্ধের ফসল। আমাদের দেশীয় সংস্কৃতি লালন করা উচিৎ। ধর্ম নিয়ে কটাক্ষ করে যারা সরল ধার্মিক দের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয় , তারা নিম্ন মানসিকতার মানুষ। বিজ্ঞান চর্চার নামে অন্নের ভুল ধরতে গিয়ে তাকে কষ্ট দেয়া অমানবিক। তাদের শাস্তি চাই।



আঃ লিঃ সঃ .......লোডিং.......

জাঃ শিঃ সঃ .......লোডিং.......

বি এন পিঃ জামাত শিবির ভাই ঠিক বলবেন ওইটাই বলা হবে, কপি পেস্ট।

নাস্তিকঃ বোকা ধার্মিক। এক সাথে নানা নৌকায় পা দেয়। এদের জন্যই.।.।.।.।.। বিজ্ঞান বলে ব্লা ব্লা ব্লা.।।।



শেষ ঘটনায় আবাল কে নতুন ট্যাগ দেওয়া দরকার। জ্ঞান কম বেশি কথায় গেলাম না। আমাদের আশেপাশে অনেক আবাল আছেন। আমি নিজে ও একজন আবাল। বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা মন্তব্বে আলাদা আলাদা ট্যাগ মনে পীড়া দেয়। তাই পার্মানেন্ট ট্যাগ থাকা উচিৎ। আসেন ট্যাগ দিয়া যান। :|:|

মন্তব্য ৫০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:১১

আমি ব্লগার হইছি! বলেছেন: কোন ট্যাগ হবে না।

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৭

খাটাস বলেছেন: :)

২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:২৩

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: একটা টকশো দেখলাম এতক্ষণ। সেই চিতকার, চেঁচামেচি। একজন আরেকজনের ভুল নিয়ে ব্যস্ত, আর নির্লজ্জভাবে নিজেদের গুণকীর্তন।

আমার মনে হয় টকশোতে গলাবাজদের না নিয়ে এসে আস্তে আস্তে ভদ্র, শালীন, সভ্য, যুক্তিবান, নিজের ভুল ধরতে সক্ষম, প্রতিপক্ষকে সম্মান দিতে এবং ধন্যবাদ জানাতে সক্ষম এমন মানুষদের নিয়ে আসা উচিত।

একঘেয়ে গলাবাজ দের টকশো আমাদের মনস্তত্ত্বে ও খারাপ প্রভাব ফেলে।

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২১

খাটাস বলেছেন: ভাই আমাদের দেশ টা বিরাট টি ভি চ্যানেল। এখানে আমাদের শুধু দেখার অধিকার আছে। টকশো তে গলাবাজদের আনতে হয় না। তারা কেমনে আসে যোগ্য দের সরায়ে দিয়ে এটা ই চিন্তার বিষয়।
আর মনস্তত্তে খারাপ প্রভাব তো পরছেই। প্রভাব কে যদি মানুষ ভাবি, তাহলে সে এত দিনে পি এইচ ডি করেছে। :(

৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: বিএনপির কমেন্ট পড়ে মজা লাগছে :)

অবাল নিজেই একটা ট্যাগ,আবালের জন্য নতুন ট্যাগ দরকার নাই :)

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২

খাটাস বলেছেন: আবাল তো নাম পাইতেছি না দেখে ব্যাবহার করলাম। আমার মত বেকুবের ট্যাগ দেয়ার ক্ষমতা নাই ভাই, তাই জ্ঞানীর সাহায্য চাইলাম। মন্তব্বের জন্য ধন্যবা্দ। :) :)

৪| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: দারুন লিখেছেন !

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

খাটাস বলেছেন: ন্তব্বের জন্য ধন্যবা্দ। :) :)

৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৯

কষ্টবিলাসী বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: বিএনপির কমেন্ট পড়ে মজা লাগছে :)

অবাল নিজেই একটা ট্যাগ,আবালের জন্য নতুন ট্যাগ দরকার নাই :)

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

খাটাস বলেছেন: আবাল তো নাম পাইতেছি না দেখে ব্যাবহার করলাম। আমার মত বেকুবের ট্যাগ দেয়ার ক্ষমতা নাই ভাই, তাই জ্ঞানীর সাহায্য চাইলাম। মন্তব্বের জন্য ধন্যবা্দ। :) :)

৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৫

মুহাম্মাদ আলী২ বলেছেন: দেখা যাইতেছে আওয়ামী লীগের সাথে ইসলাম বিদ্বেষী নাস্তিকদের বেশ আছে এবং বিএনপির সাথে জামাতের

এখন বাংলাদেশের মানুষের কি ঠিক করা উচিৎ।কাদের সমর্থন করবে তারা

১ আওয়ামী লীগ,নাস্তিক,ইসলাম বিদ্বেষীদের নাকি

২ বিএনপি,হেফাজত,জামাতিদের

আপনি কাকে সমর্থন করেন ?

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৭

খাটাস বলেছেন: আপনি যা বলেছেন, শুনতে একটু কটু হলে ও সেটাই বাস্তব।
আমি কোন দল কে সমর্থন করি না, কারণ কোন দলের নিতি ঠিক নাই। তবে যদি বুঝাতে চান , কাকে ভোট দেব?
তাহলে বলব, আমার এলাকার নির্বাচনে প্রার্থীদের মধ্যে যিনি অপেক্ষাকৃত ভাল, তাকে ভোট দেব, সে যে দলের ই হোক। এটাই আমার সিদ্ধান্ত। বেক্তি দেখে ভোট, দল দেখে নয়। সবাই তো চোর, ছোট চোর কে বেঁছে নেব- যতদিন না রাজনীতিতে কোন মনের মত মানবিক মানুষ আসেন।
মন্তব্বের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৩

উপপাদ্য বলেছেন: নারায়ে তকবির শব্দটাকে বিকৃত করা কি ইচ্ছাকৃত??

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

খাটাস বলেছেন: ক্ষমা চাইছি ভাই। আমি কাওকে ছোট করার জন্য এই পোষ্ট দেই নি। যেমন আসে পাশে দেখছি, তাই লিখেছি। আমি নালায়ে বলেই জানতাম। আমি ঠিক করে দিচ্ছি। ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

৮| ১০ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৩৮

তামা বলেছেন: অনেক সুন্দর লিখা । (ইয়)

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩০

খাটাস বলেছেন: মন্তব্বের জন্য ও ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ। :) :)

৯| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৬

জীবনকেসি বলেছেন: আম জনতা কিন্তু সঠিক জায়গায় হাত দিছে। 5-0.

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

খাটাস বলেছেন: আমি সঠিক জানি না, যে সিটি নির্বাচনে বিজয়ি বি এন পি প্রার্থীরা বেক্তি গত ভাবে প্রতিদ্বন্দ্বীর চেয়ে কত টুকু ভাল। যদি বেক্তি হিসেবে তারা ভাল হয়ে থাকেন, তাহলে তাদের নির্বাচিত করায় কোন ভুল দেখি না। কিন্তু যদি মার্কার প্রতি আক্রোশে ভোটার রা এই ভোট দেন, তবে শ্ব শ্ব এলাকায় তারাই বঞ্চিত হবেন। তবে সমস্যা হচ্ছে, এদেশে কার চেয়ে কে ভাল, তা বোঝা মুশকিল। তবু ও তুলনামুলক আপেক্ষিক একটা আন্দাজ তো পাওয়াই যাবে। কি বলেন?
মন্তব্বের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১০| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৯

এস এইচ খান বলেছেন: নাস্তিকের জয় হউক ;)



খাটাস নাস্তিক ভাই ভাই
র‌্যাজাকারের কল্লা চাই :-B

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

খাটাস বলেছেন: কট্টর পন্থি মানুষের সাথে কথা বলা মুশকিল ভাই।
তবু ও কিছু কথা, আপনার মন্তব্বের ধরন দেখে মনে হচ্ছে, আপনি জামাতের সমর্থক। আপনি যদি ভেবেই থাকেন এবং বিশ্বাস করেন যে, জামাতের বড় বড় নেতারা যারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, তারা নির্দোষ। তবে তা প্রমান করে নেটে ছড়িয়ে দিন। যদি আপনি ই সত্যি হন এবং তা প্রমান করতে পারেন, কথা দিলাম, সাইদি, নিজামি, গোলাম আজম সহ জামাতের সকল নেতার মুক্তির দাবিতে স্লোগান দিয়েই রাস্তায় নামব।

আমি আমাদের মতই সাধারণ কাওকে কষ্ট দিয়ে শান্তি কামনার - সংস্কৃতিতে বিশ্বাস করি না। তবু ও আপনার মন্তব্য দেখে বলতে বাধ্য হচ্ছি। ব্লগার গেস্টপো এর কাছে জানলাম, আমি নাকি আওয়ামি লীগ করি, তাই এই পোষ্ট দিলাম। আবার আপনি বলছেন, আমি নাস্তিক। ভাল যা খুশি বলতে পারেন। কিন্তু দুঃখ হচ্ছে, যারা আপনাদের মত গঠন মুলক সমালোচনা না করে উল্টা পাল্টা খোঁচা দিয়ে দেশ কে পালটাইতে চায় তাদের জন্য আমাদের দেশ ও ধর্ম দুইটাই অবমানিত হয়। যা খুশি ভাবতে পারেন, আপনার পর্যবেক্ষণের পরিসীমা যে কট্টর চিন্তা ধারার তা বুঝলাম, তবু ও তা দেশের ও ধর্মের কাজে লাগান- এই কামনা করি।
ভাল থাকবেন।

১১| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১২

বিজ্ঞানী সিমুল বলেছেন: নিরপেক্ষ ট্‌যাগ দিলাম আপনারে।

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২০

খাটাস বলেছেন: :) মন্তব্বের জন্য ধন্যবাদ।

একই মন্তব্য দুই বার আসায় পরেরটা মুছে দিলাম।
ভাল থাকবেন।

১২| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮

~মাইনাচ~ বলেছেন: আমরা সবাই আবাল আসলেই


১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৫

খাটাস বলেছেন: অনেকে বোঝে না ভাই। আমরা আবাল, তবু ও কুত্তালিগ, ছাগু, রাজাকার, ভাদা, পাকি, নাস্তিক বলে প্রশংসা করে। :( ;)

১৩| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

ঢাকাবাসী বলেছেন: সুন্দর লিখেছেন, মজা পেলুম।

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪

খাটাস বলেছেন: মজা দেয়ার জন্য লিখি নাই ভাই। এটাই বাস্তব। যে যা বলে বলুক, সাদা কে সাদা এবং কাল কে কাল বলা শেখা উচিৎ আমাদের। কারণ দোষ কখন ও শুধু এক পক্ষের থাকে না। ভাল থাকবেন।

১৪| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: অনেক সুন্দর করেছেন উপস্থাপন করেছেন, পেলাচ। আই এম আবাল এন্ড আই এম প্রাউড অফ ইট। B-)

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

খাটাস বলেছেন: আই এম আবাল এন্ড আই এম প্রাউড অফ ইট। B-) আপনার সুন্দর কমেন্ট এ প্লাস।

১৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চ্রম পোস্ট দিছেন!!!!!!!!!!!

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

খাটাস বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে।

১৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১

আমিই মিসিরআলি বলেছেন: অহন দেইখাও দেহি না আর হুইনাও হুনি না :(
এই দেশ এইভাবেই চলবো :(

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৭

খাটাস বলেছেন: :( :( :( দেশ একদিন পালটাবেই ভাই। আমাদের নিজেদের পরিবর্তন ঘটাতে হবে।

১৭| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৪

~মাইনাচ~ বলেছেন: =p~

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২১

খাটাস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১৬

খেয়া ঘাট বলেছেন: আপনার বিভিন্ন মন্তব্য পড়েছি, আপনার পোস্ট পড়েছি। আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে সবকিছু বিশ্লেষণ করেন। আপনার কথাগুলো মনে হয় যেন- আরে এগুলো তো একেবারে আমার কথা।

দেশের অন্তত শিক্ষিত শ্রেণী যদি এভাবে নিরপেক্ষে চিন্তা করতো, সেই চিন্তার প্রকাশ ঘটাতো তবে আমাদের উন্নয়নের পথে উত্তোরণ অনেক সহজতর হতো।
আপনাকে অনেক ধন্যবাদ।

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

খাটাস বলেছেন: হাহাহা সুন্দর মন্তব্বের জন্য ধন্যবাদ। তবে এত প্রশংসার যোগ্য আমি না।
একটা কথা শুনেছি, সঠিক পথে চললে বাঁধা আসবেই, যে পথে বাঁধা আসে না, সেই পথ সঠিক নয়।
ইদানীং নাস্তিক, ছাগু, কুত্তা লীগ নানান ট্যাগ পাচ্ছি, নিজের মতামত প্রকাশ করলে, সঠিক পথেই আছি মনে হয়। :) :)
সত্তের পক্ষে ই আপনাকে দেখি, আগামি তে ও দেখব আশা করি। ভাল থাকবেন।

১৯| ১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:১৬

বাংলাদেশী দালাল বলেছেন:
পোস্ট এবং মন্তব্য গুলা পড়লাম। হাসবো না দুঃখ করবো বুঝতে পারছিনা।
ছোটবেলা "এস গান শিখিতে" একটা গান খুব ভালো লাগতো "আজব দেশে যাই চলো আজব দেশে যাই"। ছোটবেলার সেই হাস্যকর আজব দেশটাতেই যেন চলে এসেছি।
১৫-১৬ বছর পড়েও "আবালই" রয়ে গেলাম।

ভালো থাকবেন।

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫

খাটাস বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাই। আমাদের প্রানের দেশ কে রাজনিতি বিদ রা আজব দেশ বানিয়েছে আমাদের ভুলের জন্যই,
আমাদের ভুল আমাদের সংশোধন করতে হবে। ভাল থাকবেন।
আপনাকে দেখে ভাল লাগল।

২০| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ভাইটামিন বদি বলেছেন: আপনি এক্টা 'আবাল'......তাই আপনারে ট্যাগাইলাম "ম্যাংগো পাব্লিক"।

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

খাটাস বলেছেন: আপনার ট্যাগানি খেয়ে ভাল লাগছে। :) :) ধন্যবাদ। ভাল থাকবেন।

২১| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন:

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

খাটাস বলেছেন: আমার অগোছালো লেখার চেষ্টায় আপানার মন্তব্য পেয়ে ভাল লাগছে। ধন্যবাদ। ভাল থাকবেন। :)

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

বাংলার হোসেন বলেছেন: জামাত-শিবির কে তো কিছু বলতেই দেয়া হই না। কোন টকশো তে কক্ষনো দেখেছেন জামায়াতের বা শিবিরের কোন নেতাকে আমত্রণ করা হয়েছে । তাদের বলার কোন সুযোগ দেয়াই হয় না। যা কয়েকজন বলে সব ফেসবুকে!! যেখানে নিতান্ত নিচু পর্যায়ের কর্মী রা লেখালেখি করে। তাই বিএনপি তাদের কপি পেস্ট কিভাবে করল বুঝলাম না। তবে আপনার লেখা পড়ে মজা পেয়েছি। নিরেপেক্ষ দৃষ্টিকোণ থেকে লেখার চেস্টা করেছেন। তাই পোস্টে +

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

খাটাস বলেছেন: হোসেন ভাই আমি মুলত কোন টক শো কে পুজি করে এই পোস্ট টা লিখি নি। মুলত অন লাইন এবং আমার পরিচিত গণ্ডির বিভিন্ন মতবাদের মানুষের চিন্তা ভাবনার আলোকে লেখার চেষ্টা করেছি।
আর বি এন পি এর কপি পেস্টের ব্যাপার টা মুলত তাদের দলীয় বলিষ্ঠটার বেরথতা বোঝাতে লিখেছি। জামাত থেকে সরকারের যেসব দোষের পয়েন্ট দেয়া হয়, বি এন পি সেগুলোই মুলত আওরায়। এটা তাদের যুক্তি বোধের অভাব বা জামাত প্রীতির কারনে হতে পারে বলে আমার ধারনা।
আপনি সম্ভবত জামাত এর সমর্থক হয়ে কোন ট্যাগ দেন নি, ভাল লাগছে। ওপরে একজন নাস্তিক ট্যাগ দিয়েছে। :D
যা কয়েকজন বলে সব ফেসবুকে!! যেখানে নিতান্ত নিচু পর্যায়ের কর্মী রা লেখালেখি করে।
আর আপনার এই সুন্দর স্বীকৃতই মুলক সমালোচনায় আপনাকে অনেক শ্রদ্ধা জানাই।
আশা করি, যদি সত্যি ই প্রমানিত হয় জামাত এর নেতারা রাজাকার, আপনি তাদের অবশ্যই সমর্থন দেবেন না?
শুভ কামনা আপনার জন্য ভাই। ভাল থাকবেন।

২৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার লেখাটি ভাল , কারো পক্ষে না , বরং সাধারন মানুষের দৃষ্টিভঙ্গী থেকে লেখা।

আমরা সাধারন মানুষেরাই এসবের ভুক্তভোগী, শুধু হা করে চেয়ে দাখি :(

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

খাটাস বলেছেন: হুম প্রেইস ভাই, কিন্তু আমরা আর ভুক্ত ভোগী থাকব না ইন শা আল্লাহ প্রেইস ভাই :) এবার আমরা সবাই এক হয়ে যাব ইন শা আল্লাহ ।

২৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৯

মেহেদী হাসান মানিক বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: বিএনপির কমেন্ট পড়ে মজা লাগছে :)

অবাল নিজেই একটা ট্যাগ,আবালের জন্য নতুন ট্যাগ দরকার নাই :)





=p~ =p~ =p~ =p~ =p~ =p~


ভাল লিখেছেন

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

খাটাস বলেছেন: ধন্যবাদ মানিক ভাই। :) :) :)

২৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:২৮

টিকিটাম বলেছেন: ......so much respect for good writing.!

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:২৭

খাটাস বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। এত দিন পরে এত পুরান পোস্টে আপনার মন্তব্যে অনেক ভাল লাগল।
প্রাণান্তর শুভ কামনা আপনার জন্য। অনেক ভাল থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.