নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

ন্যানো গল্প ঃ ধর্ষণ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

ডিকেন এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হয়ে গেছে। আজ দেশ বিজয়ের শত তম বর্ষে। কোর্ট রুমে মানুষ খুব কম। নতুন আইনের ধারায় প্রথম রায়। ডিকেন কে অ্যাডিশনাল ব্রেইন দিয়ে ছেড়ে দেয়ার রায় দেয়া হল। রায়ে ডিকেন খুশি হলে ও মেনে নিতে পারল না ধর্ষিতা ও তার পরিবার। কিন্তু আইন কে শ্রদ্ধা দেখাতেই হবে। উপায় নেই।

...।

.....।

......।।

.......।।

.........।।

............।।

কয়েক মাস পর ধর্ষিতার পরিবার খুব খুশি। ডিকেনের দশা দেখে দেশ থেকে ধর্ষণ একদম কমে গেছে। ডিকেন কে মাঝে মাঝে ডাস্টবিনে ময়লা আবর্জনা , ঘাস, মরা ইঁদুর খেতে, হাড্ডি কামড়াতে দেখা যায় পথে ঘাটে।

ডিকেনের দেহে শুকুর, কুকুর, বিড়াল ও ছাগলের – মোট অতিরিক্ত চারটি ব্রেইন লাগিয়ে দেয়া হয়েছিল। শুধু নিজের ঠিকানা আর পরিচিত দের মেমোরি ডিলিট করে দেয়া হয়ছিল। যে কোন সিদ্ধান্ত তাকে সংখ্যা গরিষ্ঠ ব্রেইনের সমর্থনে নিতে হয়। চাইলে ও সে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে না। পারে না কোন মানবীয় সিদ্ধান্ত নিতে। সে একা তার দেহের বাকি চারটি সত্ত্বাকে রাজি করাবে কিভাবে????? সে এখন পথের একটা নিকৃষ্ট প্রানি।



ইহা একটি কল্পনা মাত্র। দেশের ধর্ষণ নামক নিকৃষ্ট অপরাধের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড এবং ধর্ষিতাকে প্রদানের জন্য ধর্ষকের কমপক্ষে ১০ লাখ টাকা জরিমানা করার আইন করা হোক- একটি ব্যক্তিগত দাবি।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

ঢাকাবাসী বলেছেন: আপনার প্রস্তাবের সাথে ১০০% একমত।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮

খাটাস বলেছেন: হ্যাঁ ঢাকাবাসী ভাই। এই ব্যাপারে আমাদের কিছু করা উচিত।
ধন্যবাদ। শুভ কামনা।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

সুমন কর বলেছেন: সম্ভব হলে ভালোই হতো!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

খাটাস বলেছেন: হুম ধর্ষিতার কষ্ট সামান্য তম হলে ও পরিশোধের সুযোগ হত।
এই ব্যাপারে কিছু করা যায় কিনা ভেবে জানাবেন আশা করি সুমন দা। শুভ কামনা।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

মামুন রশিদ বলেছেন: দারুণ প্লট! সময় করে আরেকবার লিখেন ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

খাটাস বলেছেন: হাহাহা বড় করে লিখতে গেলে শাখা প্রশাখার ব্যালেন্স করা টা খুব কষ্টকর আমার জন্য। তারপর ও আপনার কথায় অনুপ্রেরণা পাই প্রিয় মামুন ভাই। সময় করে লেখার চেষ্টা করব ইন শা আল্লাহ। শুভ কামনা জানবেন।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: সহমত।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রফেসর শঙ্কু । আপনার মত সচেতন গল্পকারের কাছে এই বিষয়ে কিছু সুন্দর লেখার আশায় রইলাম।
শুভ কামনা জানবেন।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভাবনাটি সিরাম!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬

খাটাস বলেছেন: :) ধন্যবাদ অভি ভাই। এলোমেলো মনের বিক্ষিপ্ত ভাবনা আরকি :) ধন্যবাদান্তে শুভকামনা।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: ভয়ানক ভাবছেন!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

খাটাস বলেছেন: হঠাৎ করে মাথায় চলে আসল। ন্যানো গল্পের ওপরে সাজাতে পারছিলাম না। তাই এভাবেই দিলাম।
অনেক ধন্যবাদ জানবেন প্রিয় হাসান ভাই। আপনার কাছে ধর্ষণ নিয়ে একটা গল্প পাবার আশায় রইলাম।
শুভ কামনা।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

একজন আরমান বলেছেন:
দেশের ধর্ষণ নামক নিকৃষ্ট অপরাধের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড এবং ধর্ষিতাকে প্রদানের জন্য ধর্ষকের কমপক্ষে ১০ লাখ টাকা জরিমানা করার আইন করা হোক


ব্যাক্তিগত দাবী গণদাবীতে রুপান্তরিত হোক !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

খাটাস বলেছেন: সবাই একটু একটু করে সচেতন হলেই আমরা বাঙালিরা অনেক কিছু করতে পারি। তার অনেক নজির আছে আমাদের ইতিহাসে।
মন্তব্বের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। :)

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

ভোরের সূর্য বলেছেন: মৃত্যুদন্ড দিলেতো সব শেষ। যে কোন মৃত্যুই ভয়ংকর কিন্তু আপনার কাল্পনিক গল্পের মত কিছু যদি করা যেত। যে কিনা তিলে তিলে কষ্ট পেয়ে বেঁচে থাকতো বা তিলে তিলে কষ্ট পেয়ে মারা যেত তাহলে সে তার অপরাধটা উপলব্ধি করতে পারতো।ধরুন এমন করা যায় যে ধর্ষক কে বাঘের খাঁচার মধ্যে দেয়া হবে।বাঘ কে অভুক্ত রেখে।বাঘ রসিয়ে রসিয়ে ২দিন সেই মাংস খাবে। ধর্ষকও সাথে সাথে মৃত্যুবরন না করে বাঘ তাকে একটু একটু করে খেয়ে মেরে ফেল্লো।
আর হ্যা ধর্ষক কে অবশ্যই ১০লাখ টাকা জরিমানা করা উচিৎ।

গত কালকের প্রথম আলোর খবরে দেখলাম যে পূর্বের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকার ৪০টি হত্যা মামলা রাজনৈতিক মামলা হিসাবে প্রত্যাহার করা হয়েছে। এমনকি রাষ্ট্রপতি বেশ কয়েকজন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে মাফ করে দিয়েছে।

পরিশেষে এটাই বলবো যে আমাদেশের দেশে যে আইন আছে অপরাধিদের জন্য সেটা যথেষ্ট কিন্তু সমস্যা হল আইনের প্রয়োগ নাই। সঠিকভাবে যদি আইনের শাসন এবং প্রয়োগ থাকতো তাহলে সব ধরনের অপরাধ কমে যেত।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

খাটাস বলেছেন: অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন মুনির ভাই। আসলে মৃত্যুদণ্ড দিয়ে এক বারে কিছুই হবে না, তিলে তিলেই মারা উচিত ধর্ষক দের। কিন্তু সভ্য নামের পৃথিবীতে তিলে তিলে মারা অমানবিকতা , বিধায় কখনই সম্ভব নয়। এই কারনে যা সম্ভব তাই বেছে নিতে হবে।
আর শেষের কথা গুলো অত্যন্ত বাস্তব সম্মত। আইন থাকলে ও প্রয়োগ হয় না। তবু ও আইন পরিবর্তন করা হলে একক শাস্তি ফাঁসি হলে অন্তত আমাদের সচেতনতার ভীতে কিছুটা রসদ যুক্ত হবে। এই ভেবে আমি কথা গুলো বলেছি।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন মুনির ভাই। :)

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

সাজিদ উল হক আবির বলেছেন: ভাই, আপনার ভাবনার জায়গাটা হৃদয়স্পর্শী। আপনি যদি আপনার লেখা নিয়ে আরেকটু পরিশ্রম করেন, কলেবরে আরেকটু বড় করেন - তাহলে কিন্তু জিনিসটা অসাধারনত্তের কমপ্লিট প্যাকেজ হয়ে দাঁড়ায়। :)

ব্যাপারটা আমরা বুঝি, আপনে বুঝেন না ক্যা ? X(

আপনার কাছ থেকে প্রত্যাশা অনেক বড়, ভাই।

গল্পে ভাললাগা, আর আপনার প্রতি নিরন্তর শুভকামনা। :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

খাটাস বলেছেন: হাহাহা ভাই এত প্রশংসায় সত্যি ই লজ্জাবোধ করছি। কারন আমি মোটেই সেরকম লেখা লেখির জন্য উপজুক্ত মানুষ না। মনের উদ্ভট চিন্তা মাঝে মাঝে শেয়ার করি। :)
টুকটাক অভ্যাস টা রাখার চেষ্টা করব। আপনার মত শক্তিমান লেখক, তা ও আবার বন্ধু মানুষ, এর কথা গুলো আমার হিজিবিজি লেখায় অনুপ্রেরণা হয়ে রইল।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
এক দিন বাংলা সাহিত্তের মুকুটের বিখ্যাত পালক গুলোর পাশে আপনাকে ও দেখব ইন শা আল্লাহ।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

নতুন বলেছেন: আমাদের দেশে মানুষের মানবতা বোধ তৌরি না হলে ধষ`ন কমবে না...

প্রতিটি ধষ`কই তার পরিবার...আত্নীয়...উকিল..সবার থেকে সাহাজ্য পেয়ে থাকে তার অপরাধের সাজা থেকে বাচতে....

অন্যায় করলে পরিবারের সবাই তাকে বাচাতে মরিয়া হয়ে উঠে....

কিন্তু যদি ছেলে সত্যিই অন্যায় করেথাকে তার সাজার ব্যবস্হা করাও কিন্তু উচিত....

আমাদের সমাজে এটা সম্ভব হবে কি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৩

খাটাস বলেছেন: নতুন অত্যন্ত বাস্তব সঙ্গত ও যৌক্তিক কিছু সুন্দর কথা তুলে ধরার জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানবেন।
শুধু ধর্ষণ নয়, প্রায় সব অপরাধীর স্বজনরা তাদের বাঁচানোর চেষ্টা করে, হয়ত ভালবাসায়। এই ধারা পরিবর্তন করা কঠিন।
একই সাথে অনেক গুলো প্রবলেম নিয়ে কাজ করা খুব কঠিন। তবে সচেতনতা বাড়াতে হবে মনে হয় আমাদের মাঝে, যাতে অপরাধী কে আমাদের কেও কোন সাহায্য না করে।
একদিনে হয়ত সম্ভব নয়, ধীরে ধীরে সম্ভব। আমি আশাবাদী।
কৃতজ্ঞতা ও শুভকামনা জানবেন ভাই।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

হাসান মাহবুব বলেছেন: রেপ নিয়ে একটা গল্প লিখেছিলাম গতবছর।

Click This Link

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই। সময় করে অবশ্যই পড়ে মন্তব্য জানাব। :)

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

আমি তুমি আমরা বলেছেন: ব্যক্তিগত দাবী হোক গণদাবী

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২০

খাটাস বলেছেন: আমাদের সমাজের সচেতনতা আমাদের ই কথা বলে বাড়াতে হবে। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা আমি তুমি আমরা :)
নিক টা সুন্দর।

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

ভোরের সূর্য বলেছেন: কিন্তু সভ্য নামের পৃথিবীতে তিলে তিলে মারা অমানবিকতা , বিধায় কখনই সম্ভব নয়।

যখন ধর্ষক ব্যাক্তিটি,মেয়েটিকে ধর্ষণ করে সেটা কি অমানবিকতা না? সেই সময়কার সিচুয়েসনটার কথা চিন্তা করুন তো? শারীরিক এবং মানুষিকভাবে কতটা নির্যাতন করা হচ্ছিল মেয়েটিকে।

শাস্তি মানে কিন্তু আসলে সেটাকে শাস্তি বলবোনা। যেমন ভারতে জেল গুলোকে বলে সংশোধনাগার।যার যার অপরাধের মাত্রা অনুযায়ী সে তার ভুলে প্রায়শ্চিত্ত করবে।খুন,হত্যা,ধর্ষণ এগুলো হল সর্বচ্চ পর্যায়ের অপরাধ।শাস্তি দিয়ে কিন্তু অন্য মানুষগুলোর কাছে সতর্কতা বার্তা পাঠিয়ে দেয়া যে তোমরা কেউ এমন কোরনা তা না হলে তোমাদেরো একই অবস্থা হবে। সৌদি আরবে প্রকাশ্যে শাস্তির ব্যাবস্থা করা হয় কারন যাতে অন্য মানুষরা সাবধান হয়ে যায়।তিলে তিলে মারা যাওয়া একটা দৃষ্টামূলক শাস্তি। আপনি যেমন বলেছেন কুকুর,বিড়ালের মগজ ঢুকিয়ে দেয়া হয়েছে এবং সে একটা মানুষ হয়েও কুকুর বিড়ালের মতন জীবন যাপন করছে।এর চেয়ে ভয়ংকর শাস্তি আর কি হতে পারে।

আগের সময়ে বিভিন্ন দেশে সর্বোচ্চ অপরাধীকে জনমানহীন দ্বীপে নির্বাসনে পাঠানো হত। আপাত দৃষ্টিতে খুব সাধারন শাস্তি হলেও আসলে কিন্তু অনেক কঠিন।

ধর্ষকের মৃত্যুদন্ড দেয়া আর মেয়েটিকে ১০লাখ টাকা দিলেই কিন্তু সব কিছু শেষ হয়ে যায়না। ধর্ষণ এমন একটা ক্ষতি যেটা মানুষ কে মানষিকভাবে বিপর্যস্ত করে দেয় যেই ক্ষত তার মনের মধ্যে তৈরি হয় সেটা সে সারা জীবন বয়ে নিয়ে বেড়ায়।সামাজিকভাবেও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় যার দাম ১০লাখ টাকা দিয়ে হয় না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

খাটাস বলেছেন: ্মুনির ভাই আপনার প্রত্যেক টা কথার সাথে আমি একমত। তবে মানবতাবাদি এক গ্রুপ মানুষের ক্যাঁচক্যাঁচানি আছেই সব সময় যারা নিরপরাধের চেয়ে অপরাধীদের মানবতা নিয়ে বেশি চিন্তিত, আমাদের অন্তত মানবতা বজায় রেখে হলে ও যাতে সকল ধর্ষকের মৃত্যুদণ্ড হয়- সেই ব্যাপারে আমাদের কিছু করা উচিত।
অনেক ভাল থাকবেন।

সময়ের অভাবে অনেক দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫২

আমিই মিসিরআলি বলেছেন: লগে ধর্ষণকারীরে এক মাস চিড়িয়াখানার বান্দরের খাঁচায় লেংটা কইরা আটকায়া রাখাও দরকার X(( X((

গল্প ভালো হইছে ইউনিক চিন্তা একেবারে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

খাটাস বলেছেন: ভাই ভাল আছেন? ;) অস্থির কথা বলেছেন !:#P !:#P
অনেক অনেক ধন্যবাদ।


সময়ের অভাবে অনেক দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

নীল ভোমরা বলেছেন: প্লট-টা মন্দনা....উপস্থাপনা যেমনই হোক!

০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২০

খাটাস বলেছেন: কষ্ট করে পড়ে মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন নীল ভোমরা।

১৬| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৭

এহসান সাবির বলেছেন: চমৎকার আইডিয়া.......
দেশের ধর্ষণ নামক নিকৃষ্ট অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হোক এটা আমি চাই না.... মৃত্যুদণ্ড দিলে তো সব শেষ হয়ে গেল.. মৃত্যুদণ্ড হবে ২০ বছর পর.... আর ২০ ধরে চিড়িয়াখানার মতো খাঁচার ভিতর রাখতে হবে....... রাস্তার মোড়ে রাখলে ভালো হয়..... মানুষ হাটবে, যাবে থুতু দিবে....

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯

খাটাস বলেছেন: হুম সাবির ভাই, আমাদের সাধারণের চাওয়া গুলো একই রকম হলে ও গণতন্ত্রে স্থান পায় না, যেখানে বলা হয়, Govement by the people, for the people, of the people. আবার নির্যাতিতদের চেয়ে নির্যাতক শ্রেণীর প্রতি পুঁজিবাদী দের ভালবাসা বা মানবতা বেশি।
তাই চাইলে ও অনেক কিছু হয় না। তবে আমরা আশাবাদী।
কৃতজ্ঞতা ও শুভ কামনা জানবেন সাবির ভাই।

১৭| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৪:৪১

মুদ্‌দাকির বলেছেন: অসাধারন অসাধারন অসাধারন !!!!!!!!!!!!!!!!!!!!!

হ্যাটস অফ !!!!!

১৭ ই মে, ২০১৪ রাত ৮:৩৫

খাটাস বলেছেন: প্রথমেই দেরিতে মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করছি ভাই। ব্যক্তিগত কারণে অনেক দিন ব্লগে আসা হয় নি।
অনেক অনেক ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে ভাই।
অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন ভাই।

১৮| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:১৭

মদন বলেছেন: ++++++++++++++++++++

১৭ ই মে, ২০১৪ রাত ৮:৩৬

খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই। শুভ কামনা রইল।

১৭ ই মে, ২০১৪ রাত ৮:৩৭

খাটাস বলেছেন: দেরিতে মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করছি ভাই। ব্যক্তিগত কারণে অনেক দিন ব্লগে আসা হয় নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.