নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

সূচি তোমায় অভিবাদন প্রিয় নেত্রী

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১১



আমানুল্লা যখন গুলি খেয়ে জিরো পয়েন্টে কাতরাচ্ছে
শাহপুরীর তীরে যখন গুলবাহারের লাশ ভেসে উঠেছে
সাতদিনের অনাহারি মন্তাজ মিয়ার মা'হারা বাচ্চাগুলো যখন কুতুপালংএর
লঙ্গরখানার দীর্ঘ লাইনে অধীর প্রতিক্ষায়.................
মহান শান্তির নেত্রী সুচি তখন রেড ওয়াইনের গেলাসে চুমুক দিয়ে ধমকাচ্ছেন
তার রাজ খানসামাকে,লাঞ্চের প্লেটে ভাজা শুয়রের মাংসে চর্বি বেশি হওয়ায়,,,
এদের কারো কোনো খেয়াল নেই তার স্বাস্থ্যের প্রতি,বেচারীরতো বয়েস হয়েছে নাকি?
সারাটা জীবন কষ্টই করে গেলেন.............আর কত!!!
আচ্ছা সুচি,
মহান নেত্রি আমার,
ভাজা শুয়রে কি গুলবাহারের পঁচা মাংসের গন্ধ পেয়েছিলে?
কিংবা রেড ওয়াইনে আমানুল্লার রক্তের?
কিংবা তোমার লাঞ্চের প্লেটে কি ভেসে উঠেছিলো ক্ষনিকের জন্য মন্তাজ মিয়ার মা'হারা বাচ্চাদের মুখ?
কে জানে?হওয়াই স্বাভাবিক।তোমারতো আবার খালি মায়া আর মায়া............এমনি এমনিতো আর
নোবেল পাওনি?
ধ্যাত্তেরিকা................ছাড়োতো এসব বাপু!
এত কিছু খেয়াল করলে চলে?
দু'চারটে গেঁয়ো রোহিংগা ভুত মরলে কিইবা এসে গেলো কার?
মিয়ানমারের মহান নেত্রি তুমি।
দেশকে বিশ্বকাতারে এগিয়ে নেয়ার সময় এখন।
পিছু চাওয়ার সময় কোথা অত??

সুচি,তোমায় অভিবাদন
ভারী মানিয়েছে তোমায় মোদীর পাশে,
বরঞ্চ মোদীকেও ম্লান লাগছে তোমার পাশে
গুজরাটের গণহত্যাও আজ বড্ড ফিকে তোমার কীর্তিতে।
হিটলার,মুসোলিনি,এহিয়া খাঁ'রা সেলাম ঠুকছে তোমায়...............

সুচি,তোমায় অভিবাদন
তুমি সত্যিই সেক্যুলার হতে পেরেছ
ভুলে গেছ বুদ্ধের ''জীব হত্যা মহা পাপ'' বাণী
পৈত্রিক ধর্মের উর্ধ্বে তুমি আজ মিয়ানমারের মহান নেত্রী...................

সুচি,তোমায় অভিবাদন
যে রোহিঙ্গারা ছিলো আজন্ম তোমার সমর্থক,
তোমার নোবেল প্রাপ্তিতে যাদের উচ্ছ্বাসে সিক্ত হয়েছিলো গোটা আরাকান
কিংবা তোমার মুক্তির আন্দোলনে যারা সব বিকোতে দ্বিধা করেনি ক্ষনিকের
গণতন্ত্রের স্বার্থে তুমি তাদের এক বিন্দু ছাড় দাওনি
দেখাওনি কোনো স্বজনপ্রীতি
ন্যায় প্রতিষ্ঠায় সতত তুমি আপোষহীন।
ধন্য হে মহান নেত্রী.................

সুচী,তোমায় অভিবাদন
তুমি শিখে গেছ চেয়ারের ভাষা
দীর্ঘ সংগ্রামের দুর্বলতার লেশমাত্র নেই তোমাতে
কত দ্রুতই না শিখে গেছ সামরিকজান্তার ভাষা
ধন্য হে মহান নেত্রী...................

সুচী,তোমায় অভিবাদন
পিতার আদর্শের ছিটেও তোমায় কাঁপায়না আজ
কঠোর হস্তে ধরেছ আজ মিয়ানমারের গণতন্ত্রের লাগাম
তোমার চাবুক আজ ন্যায়দন্ডের প্রতিক
জেনে গেছ তুমি গদির মূল্য
আধ খেমতার নড়বড়ে ঐ গদিরও কি মোহ মাইরি!!
ধন্য হে প্রিয় নেত্রী আমার.......................

সুচি,তোমায় অভিবাদন
কি নিপুনভাবেই না বিশ্ব মিডিয়া সামলাচ্ছো
শিখে গেছ কূটনীতির ভাষা
অকপটে বলে গেলে রোহিঙ্গা নামের বাংলা আগত বিষ ফোঁড়ার কথা
একেই বলে সাহস,একেই বলে প্রজ্ঞা!
ধন্য হে নেত্রী মহান.......................

সুচি,তোমায় অভিবাদন
সীমান্তে মাইন পুঁতে হারামীদের ফেরার রাস্তা বন্ধ করেছ চিরতরে
মিয়ানমার আজ আপদশূণ্য
একেই বলে দূরদর্শিতা,একেই বলে দেশপ্রেম!
এরই নাম মানবতা!!
ধন্য হে প্রিয় নেত্রী আমার.......................

সুচি তোমায় অভিবাদন
তুমিই পারবে মঘের মুল্লুককে মানবিক বার্মা বানাতে
বলীদান ছাড়া কবে কি প্রতিষ্ঠা হয়েছে কও দিনি?
হলোই বা সে লাখো রোহিঙ্গা
জঙ্গি যবনগুলোর এমনিতেই মরা উচিৎ,
নোংরা যত ধরিত্রির বোঝ সব!
এগিয়ে যাও হে ইরাবতি কন্যা
হোক না লোহিত বঙ্গোপসাগর আবার
গণতন্ত্রই মূলকথা
ধন্য হে মহান শান্তিদেবী
নেত্রী তোমায় লাল সালাম................।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

রুফাইদা তারান্নুম বলেছেন: ধন্য হে রক্তপিয়াসু, বিবর্ণ সভ্যতার শান্তি-দূত!

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইরাবতি কন্যা আজ শিখে গেছে সামরিকজান্তার ভাষা !!!

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

রুফাইদা তারান্নুম বলেছেন: আগে থেকেই জানা ছিল, প্রকাশ ছিল না

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা যা বলেছেন,
কেউটে আসলে কেউটেই...............সে বন্দিনীই হোক বা অর্ধগদীনসীনা /:)

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

কানিজ রিনা বলেছেন: শত শত বছরের দমন নীতি মায়ানমার
সামরিক জনোয়ারের দল পাহাড়িয়া ইঁদুর
বেজী। রহিঙ্গা পুরুষরা সাঁপ হয়ে কামর
দিয়ে বিষ ঢালুক। মাতৃভূমি জয় হোক
দুর্বার শক্তি বজ্র কামর দংশিত হোক
মায়ারমার সামরিক বাহিনী। মানবতার
বজ্রকন্ঠ আওয়াজ উঠুক রহিঙ্গারা মাতৃ
ভূমি স্বাধীন করুক। বর্বর অসভ্য মায়ানমার
পতন হোক। অসংখ্য ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ৭৯'র পর থেকে প্রজন্ম সেভাবেই বেড়ে উঠছে,
বিশ্বাস করো আপু আমি পতন ঘন্টা শুনতে পাচ্ছি এখনি....................

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবির অভিবাদন এর ভাষা বুঝুক সূচি।

দারুণ বলেছেন প্রিয় কবি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্বনামধন্য কবি নাঈম কবে স্বকন্ঠে আবৃত্তি করবেন সে প্রতীক্ষায়....................

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩০

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: দারুন লিখেছেন কবি। ধন্যবাদ সুন্দর কবিতা উপস্থাপনের জন্য।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ ভায়া কি যে কও
লাজে মরি শরমে;
কুলু কুলু ঘেমে যাই
এসিতেও গরমে........... :`>

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: প্রতিটা লাইনে ঘৃণা ফুটে উঠেছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয় নেত্রীর স্তুতিইতো গাইলুম বাপু!!!

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭

শায়মা বলেছেন: ভাইয়া তোমার এমন ভিন্ন রকম লেখা দেখে আমি যেমনই অবাক হয়েছি তেমনই মুগ্ধ হয়েছি!!!!






মানবতার জয় হোক!

মন খারাপের কবিতা ! :(

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগেইতো কয়েছিগো
আই সুগার ইউ;
তাও বাপু মিছিমিছি
পাম মারা কিঁউ?? B:-/

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯

রাবেয়া রাহীম বলেছেন: সুচি,তোমায় অভিবাদন
কি নিপুনভাবেই না বিশ্ব মিডিয়া সামলাচ্ছো
শিখে গেছ কূটনীতির ভাষা
অকপটে বলে গেলে রোহিঙ্গা নামের বাংলা আগত বিষ ফোঁড়ার কথা
একেই বলে সাহস,একেই বলে প্রজ্ঞা!
ধন্য হে নেত্রী মহান.......................


দারুন!

ছড়ার বাইরে এই প্রথম তোমার এমন লেখা অনন্য লাগলো ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এক ঢঙি সামলাতে
হাজির হয় অন্য;
পাম সামলিয়ে মোর
জান হলো হন্য............... X( /:) X((

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ।
তাকে জুতা পেটা করা উচিত ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এত লঘু!!!!!!!!!!!!!!!!!!!!!

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


অভিবাদন হে শান্তির মা...

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অশুচিও লাজে মরে
দেখে ঐ সূচিরে;
ঘেন্নারও লাগে ঘিন
হারিয়েছে রুচিরে............ X((

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১২

মলাসইলমুইনা বলেছেন: "কি করি আজ ভেবে না পাই" মানে ? এটাইতো সঠিক সময় সঠিক কাজটা করা ! প্রয়োজনে কবিতাকে করেছেন ব্রম্মাস্রো প্রতিবাদের | বার্মিজটা জানিনা | নইলে এখুনি লেগে যেতাম অনুবাদে |পড়ুক না পড়ুক প্রায়োরিটি মেলে পোস্ট করে দিতাম মহান নেত্রীর ঠিকানায় |

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বার্মিজ জানেন্না মানে???
আমিতো ভেবেছি আপ্নার নিকটাই বুঝি বার্মিজ!!
যাই হোক,এক লাইন বার্মিজ গালি জানি................তাই দিচ্ছি আপ্নার সম্মানে :-B

''জালেশা আব্বালে উহহ,,,আওয়ে জালেশা'' (বাবারে বাবা জ্বালাইয়া খাইলো,আর কত খাবিরে ঐ)

ওহ আরেকটা শব্দ জানি,'ইনলে' মানে নদী।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

জাহিদ অনিক বলেছেন: শান্তিতে নোবেল জয়ী অং সাং সূচিকে অভিবাদন ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন থেকে জানিয়েছো বুঝাই যাচ্ছে................... :D =p~

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩২

সনেট কবি বলেছেন:




কবি কি করি আজ ভেবে না পাই এর
‘সূচি তোমায় অভিবাদন প্রিয় নেত্রী’ পোষ্টে মন্তব্য-

নোবেলের ‘নো’ সূচির আর বেল সেটা
আপনার জন্য বরাদ্ধ দেখতে মনটা
আকুপাকু করছিল ভাবছি সে কথা,
বেলের শরবতটা অবশ্য শান্তির!
অজামিন যোগ্য সেই অপরাধে তার
‘নো বেল’ হতেই পরে আর আপনার
শান্তি বেল শরবত কলজে ঠান্ডার
উপলক্ষ্য হয়ে থাক সমগ্র জীবন।

কবিতার কথা আর কি বলব সেটা
আরেক দিন না হয় বলব একাকী
চুপি চুপি কানে কানে, দারুন সুন্দর।
কি করি কি করি আজ সব লজ্জা লাজে
কাচুমাচু অন্তরের আদিখ্যাতা কাঁথা
মুড়ানো দিয়ে বীরের ভেসে ছুটে চলে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওজনে নোবেল যদি
কভু হয় মাপ্য;
মোর আগে শতবার
তোমারই তা প্রাপ্য।

সনেটেরে বানিয়েছো
বা'হাতের খেল;
মাইকেলও তোমা কাছে
খেয়ে গেছে ফেল!

কি নিপুণ ঢঙে বাপু
লিখে ফেলো ঝটপট;
ডরে আছি মোর জা'গা
ভাঙ্গে কবে মটমট।

তোমার ছন্দ ত্রাসে
আমি অতি নস্যি;
দেওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৭

মলাসইলমুইনা বলেছেন: ''জালেশা আব্বালে উহহ....| আহ কতবার যে বলতে হবে এটা আমার আব্বা আম্মার দেয়া নাম ! এখন প্রেস রিলিজ দিয়ে বলাটাই বাকি | তথ্য মন্ত্রী ইনু সাহেবের সাথে যোগাযোগ থাকলে আমায় পরিচয় করিয়ে দিন | তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সবাইকে জানিয়ে দিচ্ছি এটা আমার নাম ! তাছাড়া ব্লগে কারো দিব্য দৃষ্টিও নেই ! আমার মুখের একটা মানচিত্র আঁকলেই সবাই দেখতে পেতো আমার নাকের ভূতাত্বিক গঠন কেটু পাহাড়ের উঁচু চূড়ার মতো | মারিয়ানা খাতের মতো সারফেসের পাঁচ মাইল নিচে দেবে যাওয়া বার্মিজদের মতো কোনো ভূতাত্বিক নিদর্শন আমার নাকে মুখে নেই | নিখাদ বাঙাল | ধন্যবাদ বার্মিজে তালিম দেবার জন্য | মহান নেত্রীর কারণে এগুলো হয়তো ভবিষ্যতে আরো অনেকবার বলতে হবে |

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাবারে বাবা.........এখানে বসেই প্রতিভার ঝাঁঝ টের পাচ্ছি
প্রেস রিলিজ লাগবেনা বাপু(আর ইনা-মিনা-ডিকায় রুচি নেই), দু'দিনেই আম্রপালি জনতা হাড়ে-হাড্ডিতে উপলদ্ধি করিবেক সামু পাড়ায় কিসের আগমন ঘটিয়াছে।
আমিতো দিব্য দৃষ্টিতে দেখিতেছি ভীনমতের বেচারারা নাকেমুখে ফেনাসমেত 'জাঁলেশা আব্বালে' জিকির তুলিতেছে.............

ইয়া খোদা এই নয়া লিলুয়ারে মোর তরে সহমতের করিয়া দেও নচেৎ মোরেই উঠাইয়া লইও..........আমীন।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৮

মলাসইলমুইনা বলেছেন: ভাবনা চিন্তার ট্রেনটা লাইনচ্যুত | কি ঘটনা ঘটলো ? এই দোয়া কেন ? উঠাইয়া লইতে হইবে কেন ? অনেক অনেক বছর শান্তিতে, স্বস্তিতে থাকুন | অনেক অনেক লিখুন | আমরা পড়ি, মন্তব্য করি | কিছু শিখি যেমন প্রিয় নেত্রীর ভাষা "..'জাঁলেশা আব্বালে'..." | উইন উইন ফর অল | সেই দোয়া করুন আমি বলি, আমিন |

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐ যে বল্লাম ঝাঁঝ টের পাচ্ছি
ভীনমুখী হলেই বাপু দফারফা.............কমতো আর দেখলুমনা
ঘরপুড়ো গরু বলেইতো শন্কাটা,,,
উইন সব শায়মাপু একাই নিয়ে গেছে আমায় ফুটা থালি ধরিয়ে,
তা চীজটাকে চেনা আছে?
(ফিসফিস.........সাক্ষাত ডাইনী) :| #:-S B:-)

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

সোহানী বলেছেন: প্রথমেই ভিন্নধর্মী কবিতায় ভালোলাগা। তবে আমার কিছু ব্যাক্তিগত ভাবনা..... ১) সুচি নোবলে পেয়েছে আম্রিকার লবিং এ... কেউ কি বলতে পারবে কি স্পেসিফিক কারনে তাকে নোবেল দিয়েছে? শুধু দীর্ঘ সময় বন্দি ছিল বা ক্ষমতায় যাবার জন্য সেনা বাহিনীর বিরুদ্ধে ছিল... এই তো!! ২) সে কিভাবে তার রাজ্য সামলাবে সেটা তার ব্যাপার তবে তার সে রাজ্য সামলাতে যদি আমার দেশের কোন ক্ষতি হয় সেটা দেখার বিষয়... তখন সেটা নিয়ে লাফাবো..... আগে নিজের দেশ তারপর মুসলিমত্ব বা মানবতা ৩) মানবতা দেখাতে যেয়ে নিজের দেশকে ধ্বংস করে দিচ্ছি, সেটাতো তো মেনে নেয়া যায় না তার উপর মানবতার পতাকা যাদের হাতে তারা কি করছে????... সে প্রশ্ন না তুলে শুধু লাশের ছবি ফেইসবুকে পোস্ট করেই মানবতাবাদী সাজা কি ঠিক?

আরো অনেক কিছু বলার ছিল.... থাক বাদ দেন.... ফেইসবুকে পোস্ট করেই মানবতাবাদী সাজার মক্ষম সুযোগ চলছে এখন.... যে যেভাবে থাকতে চায় চলুক না........................

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অভিবাদনইতো জানালুম স্রেফ,
তাও কত খোটা |-)
আই হসপিটাল ছেড়ে বুঝি এমনেস্টিতে জয়েন করেছ? :-B

(ভালো কথা,তোমার আয়নাটা আজ কি বল্লো?আগের মতই ক্লিওপেট্রা না জেল্লা আরো বেড়েছে?;) :P )

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুচি,তোমায় অভিবাদন
ভারী মানিয়েছে তোমায় মোদীর পাশে,
বরঞ্চ মোদীকেও ম্লান লাগছে তোমার পাশে
গুজরাটের গণহত্যাও আজ বড্ড ফিকে তোমার কীর্তিতে।
হিটলার,মুসোলিনি,এহিয়া খাঁ'রা সেলাম ঠুকছে তোমায়...............

সুচি,তোমায় অভিবাদন
তুমি সত্যিই সেক্যুলার হতে পেরেছ
ভুলে গেছ বুদ্ধের ''জীব হত্যা মহা পাপ'' বাণী
পৈত্রিক ধর্মের উর্ধ্বে তুমি আজ মিয়ানমারের মহান নেত্রী.........

++++++++++++++++

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্লাস দিয়া কাম শেষ
খুললানা মুখটা;
ভালো না খারাপ ভেবে
ধরফড়ে বুকটা.............. B:-)

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: রক্তপিয়াসু আর বিষাক্ত নাগিনী সুচির পতন নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফিসফিস.............পতনের পর সূচিরে নিয়া প্লান কি? :P ;) :D

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম শ্রেনির বর্বরকে নিয়ে প্রথম শ্রেনির কাব্য!



{মলাসইলমুইনা = নাইমুল ইসলাম। }

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রথম নহে রয়েল শ্রেণীর লেখকের কাছ হৈতে প্রথম শ্রেণীর উৎসাহব্যঞ্জক পাম্পু পাইলুম

নিকের কোডব্রেকে আমি মুগ্ধ...............গুরুর মাথাটাও প্রথম শ্রেণীর মাইরি
ইয়াত্ত সুজা ব্যপারটা ধর্তে না পারিয়া আবারো প্রমান করিলুম আমি এক অতি উৎকৃষ্ট প্রথম শ্রেণীর লম্বকর্ণ :(

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১১

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন । ++++++

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক পামে মিছি
কইরোনা ঢঙ;
বুঝেছি শায়মা-তুমি
এক গ্রুপি গঙ। ;) :P

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

ব্লগ সার্চম্যান বলেছেন: অভিনন্দণ সুচিকে আপনার মন জয় করেছে বলে ;)

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিতো আপনা সখা
কবো সবি সিধা;
প্রেমেই পড়েছি হায়
হনু পুরো ফিদা। :`>

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

জুন বলেছেন: অসাধারন কবিতায় প্লাস কি করি আজ ভেবে না পাই।

+

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি যত মিছে পাম;
দিয়েছ কি এ জীবনে
কভু মোরে ছিটে দাম!!! :-< |-)

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সোহানী বলেছেন: হাহাহাহা.............. এ্যামনেস্টিতে কাজ করিতো সেই জন্ম থেকে............. সেই জন্যইতো এতো সমস্যা। সারাক্ষন শুধু অন্যের ব্যাপারে নাক গলাই।

আমার আয়না বললো... তুমি এখন ক্লিওপেট্রার দাসী হবার ও যোগ্য না তাই তোমাকে ডিমোসন প্রথমে রহিমা বুয়া তারপর ডিটেনশানে সুচির দাসীর পদমর্যাদা দেয়া হয়েছে.............. :((

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নির্ঘাত তুমি এখন শায়মাপুর বেডরুমে......
তার আয়নাটা তার মতই হিংসুটে,সব আগেই শিখিয়ে পড়িয়ে রেখেছে
নিশ্চিন্তে থাকো,
দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি সূচি তোমার রাজদাসীর ছুটা বুয়ার ঘরের মেথরাণীর বাড়ীতে ভিখ মাগছে.............

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২২

এডওয়ার্ড মায়া বলেছেন: উপস্থিত স্যার !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহলান ওয়া সাহলান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.