নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কানিজ রিনা

কানিজ রিনা › বিস্তারিত পোস্টঃ

আত্ব্য বিশ্বাস বাবার প্রতি মেয়ে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

মাগো তোমাকে আমি বিয়ে দিতে পারি নাই, তুমিও
রাজি ছিলেনা। তোমার বাবা ঘরে ফিরবে সেই আত্ব
বিশ্বাস রাখেনাই তোমার বাবা তুমি ভাইটাকে হাতে করে
বিয়ে দিলে।

কিন্তু তোমার বিয়ের কথা ভাবলেনা তুমি পড়া লেখা
শেষ করবা। তোমার বিশ্বাস তোমার বাবা মদ ছারবে
মেয়ে মানুষ ছারবে। কিন্তু আর তোমার সে বিশ্বাস
ভেঙে তোমার বয়সী তোমার আত্বীয় তোমার বাবা
বিয়ে করল। তুমি আজ দেশে নাই আমি কেমন করে
তোমাকে বলব! জানিনা আমার লক্ষী সোনা। আমি
তোমার মা, আমার সমস্ত জীবন কাহিনী লিখা শুরু
করব তোমাদের দুই ভাই বোনের অনুমতি সাপেক্ষে।
চলবে সত্য ঘটনা অলম্বনে। আমি কানিজ রিনা।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬

গেম চেঞ্জার বলেছেন: দুঃখজনক! :(

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২

কানিজ রিনা বলেছেন: দুঃখ এইতো লিখতে শুরু করলাম মুছব কেন
আমার ব্লগে আপনাকে ধন্যবাদ।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪১

মেহেদী রবিন বলেছেন: লেখালেখির মহৌষধি গুণ আছে। লিখে চলুন অবিরত।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

মধ্যবিত্তের ছেলে বলেছেন: লিখুন, পড়তে আগ্রহী আছি :)

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২

কানিজ রিনা বলেছেন: লিখব ছেলে মেয়ের অনুমতি ব্যতিত লিখতে অপারগ
ওরা বাবার অপকর্মে খুব লজ্জা পায়। তবে দেরি
হলেও লিখব।
ওদের বাবা কাজের মেয়েকে বিয়ে করেছে। কাজের
মেয়ের স্বামী ছিল।
বাষট্টি বছর বয়সে সাতাশ বছরের একটি কাজের
মেয়ে বিয়ে করেছে।

৭| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৪

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: বিশ্বাসের ব্যাপার টা অন্তরেই থাক পুরো পৃথিবী স্বাদ নিয়ে হয়ে চা এর ভিজা পাতি গুলো ফেলে দিবে নর্দমায়।
একান্ত অসহ্য লাগলে সংরক্ষন করুন, এমনভাবে রাখুন যাতে গল্পের প্রধান চরিত্রগুলো নিসচিনহ হলে পৃথিবী জানতে পায়।

অথবা , পুরো পৃথিবীকে জানিয়ে দিন, ছদ্মবেশে, ওরা অপকর্মে খুব লজ্জা পায়। তবে দেরি
হলেও লিখবেন।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩

শাব্দিক হিমু বলেছেন: বিশ্বাস, ঘোড়ার ডিমের মত।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮

ANIKAT KAMAL বলেছেন: বাঁচতে হলে লিখতে হয়

১০| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯

রফিকুলইসলাম বলেছেন: এমন একটা ঘটনা আমাদের এলাকায়ও ঘটেচে।এক দিন সময় করে লিখবো।আপনার জন্য,,,,,,,,,

১১| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম পোষ্টে মুগ্ধ হয়ে।

শুভ হোক আপনার আগামী দিনগুলো।
শুভকামনা সবসময়।

১২| ১৫ ই মে, ২০১৭ রাত ১:৩৪

ওমেরা বলেছেন: আপু এটা কি আপনার জীবনের ঘটনা ।

১৩| ২০ শে মে, ২০১৭ রাত ১২:৫৩

কানিজ রিনা বলেছেন: হ্যা এটা আমার জীবনের ঘটনা।

১৪| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩২

ওমেরা বলেছেন: আসসালামু আলাইকুম আপু ।আপু আপনার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই । আমার খারাপ সময়ে অনেকেই পাশে এসে সাহস দিয়েছে কিন্ত আপনিই সবার প্রথম আমার পাশে এসেছেন । হয়ত জীবনের বাস্তবতায় এক সময় ব্লগে থাকব না কিন্ত আমনার কথা আমি জীবনে ও ভুলব না । অনেক অনেক ধন্যবাদ ।

১৫| ১৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:১১

কানিজ রিনা বলেছেন: তুমি আমাকে মনে রাখবে
তাই আমি খুশি। ভালথেক
এই কামনা।

১৬| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: তুমি এতো কৃপণ কেন গো কবি?
প্রায় দুই বছর পোস্ট মাত্র চার। B:-)

১৭| ১২ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩৭

সোহানী বলেছেন: অাপু, কি বলবো বলো.... তোমার লিখাগুলো এক সাথে পড়ে প্রচন্ড খারাপ লাগছে। সরি অনেকদিন পর পড়ার জন্য।

অনুসরনে থাকলাম আবার আসবো কিছু কথা বলার জন্য।

১৮| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭

কানিজ রিনা বলেছেন: সোহানী তোমার জন্য দোয়া রইল। ভাল থেক এই কামনা।

১৯| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪০

কানিজ রিনা বলেছেন: ফয়েজ আসলেও আমি কৃপন, অনেক অনেক লেখা
জমা, অনলাইনে দেইনা তাই কৃপন।

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২

সৈয়দ ইসলাম বলেছেন: মেয়ের সুধৈর্য কামনা করি, সাথে মায়ের জন্যও।

শুভকামনা ছেলেসহ সবার জন্য।

২১| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: এমন পরিস্থিতিতে কঠিন ধৈর্য ধরে ছেলেমেয়ের পাশে থাকতে হবে। ঠিকভাবে ছেলেমেয়েদেরকে মানুষ করে তাদেরকে একটা সুখী জীবনে প্রতিষ্ঠিত করে যেতে পারলে তবেই অন্যায়কারীকে যথোপযুক্ত জবাব দেয়া হবে। যে বিপথে গেছে, আল্লাহ তাকে হেদায়েত দান করুন এবং প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন!

২২| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২১

উদাসী স্বপ্ন বলেছেন: মেয়েরা যতদিন বিয়েকে ক্যারিয়ার মেনে পরনির্ভরশীল থাকবে ততদিন এমন অনাচার হবেই পুরুষতান্ত্রিক সমাজে। শিক্ষিত হয়ে নিজের পায়ে দাড়ালে তাহলে এই অবিচার প্রতিরোধ সম্ভব। আবেগ বিশ্বাসের বশবর্তী হয়ে কিছু করা মানেই ঠকে যাওয়া

২৩| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

সোনালি কাবিন বলেছেন: আপ্নি তো খুব স্রস্টাভক্ত। তো আপ্নার জীবন এমন করুণ হল কেন?

২৪| ০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৩৪

আমি রাছেল খান বলেছেন: আপনার বাবা আদম ব্যবসায়ী ছিলো?

২৫| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:৫১

সোনালি কাবিন বলেছেন:
সোনালি কাবিন বলেছেন: যে মহিলা ব্লগে হিট পাবার জন্য পরিবারের ভিতরের অন্ধকারজিনিস এভাবে প্রকাশ করতে পারে, সে আবার কেমন মানুষ?

এখানে লিখে হিট ছাড়া কি লাভ হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.