নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কানিজ রিনা

কানিজ রিনা › বিস্তারিত পোস্টঃ

নারী পুরুষের ব্যক্তিত্ব

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৩২

কিছু পুরুষ ৫০বা৬০ উর্ধে নিজের মেয়ের
বয়সী মেয়ের সাথে মহো আবেগে জড়িয়ে
পড়ে তারপর বিয়ে পর্যন্ত গড়ায়। সে কাজের
মেয়ে হোক বাইরের মেয়ে হোক।
সংশার ছেলে মেয়ে সব ফেলে ছোট একটি
মেয়েকে বিয়ে করে, চিন্তা করেনা মেয়েটা
তারই মেয়ের সমতুল্য।

অথচ একটা ৪০ বছর বয়সী নারী কখনও
কি চিন্তা করে? ছেলের বয়সী কারো সাথে
আবেগে মোহে জড়িয়ে তাকে বিয়ে করে
নিজের সংশার ছেলে মেয়ের উপর প্রহসন
চাপিয়ে দিতে? হয়ত নারীদের মন সন্তান
সমতুল্য বলে ব্যক্তিত্ব মন সায় দেয়না।
তবে নারীরা সংশার ফেলে অন্যত্র বিয়ে
করলেও তার সমবয়সী বা তার থেকে
বেশী বয়সী হয়।
আমার প্রশ্ন, নারীরা যদি সন্তান সমতুল্য
ছোট ছেলেকে সন্তানই মনে করে।
পরুষরা কেন নিজের সন্তান সমতুল্য মেয়েকে
বিয়ে করে। ব্যক্তিত্ব নারী পরুষের এত তফাৎ
কেন? আশা করি আমার এপ্রশ্ন কেউ নগ্ন
ভাষা দিয়ে মন্তব্য করবেন না।

মন্তব্য ১৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৫৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


সমস্যা, অনেক পুরুষ মেয়েদের মোটেই সন্মান করে না, এরা ব্যক্তিত্বহীন; এরা কি করে নিজেও জানে না; অসুবিধায় পড়ে গেলে, সব সময় বলে, ভুল করেছি, ভুল করেছি!

১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৭

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী নিশ্চয় অাপনি সঠিক বলেছেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রকৃতিগত ভাবে নারী পুরুষের ব্যবধান আছে। ঠিক তেমন মনের ক্ষেত্রেও নারী পুরুষের মাঝে অনেক ব্যবধান...

১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৮

কানিজ রিনা বলেছেন: প্রকৃতগত ভাবে অনেক পুরুষই ব্যক্তিত্ববান। মানুষত সৃষ্টি সেরা জাতী তাহলে মানুষ বিবেক দ্বারা তারিত হওয়ার কথা।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


মন্তব্যের উত্তর দেয়ার জন্য, মন্তব্যের উপরে ডান দিকে "গ্রীন এ্যারো"র উপর ক্লিক করেন।

১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:২২

কানিজ রিনা বলেছেন: ফোন থেকে নানান রকম সমস্যা। ধন্যবাদ।

৪| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৯

নাহিদ০৯ বলেছেন: আপনি হয়তো একটা বা গুটিকয়েক ঘটনা দ্বারা তাড়িত হয়েই এরকম ধারনা পোষন করছেন। এটা অবশ্যই একটা রেয়ার কেইস এবং হয়তো এরকম কোন ঘটনার পেছনেও কোন ঘটনা থাকে। হুট করে কোন কিছুই ধারনা করা সম্ভব না। শুধুমাত্র এক পেশে ঘটনাই শুনতে পারছি আপনার পোষ্ট থেকে।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

কানিজ রিনা বলেছেন: আমি কিন্তু লিখেছি কিছু পুরুষ, আমি বেশ কিছু মানুষের এমন মানুষিকতা
দেখেছি। মন্তব্যর জন্য ধন্যবাদ।

৫| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এজন্যই মনে হয় পুরুষদের চার বিয়ে করার অনুমতি দেয়া হয়েছে।

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

কানিজ রিনা বলেছেন: এহাদীসটা সুন্দর সূক্ষ ভাবে বিশ্লেসন আছে, একবার পড়ে দেখবেন কি। আসলে এত সুন্দর একটা
সুচ্ছৃংখল হাদীসটাকে ব্যক্তিত্বহীন কিছু বানর মানুষেরা অপব্যবহার করে নিজের চরিত্রকে চরিতার্থ
করার অপপ্রয়াস মাত্র। মন্তব্যের জন্য আন্তরিক অভিনন্দন।

৬| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এসব বুড়াদের ৬০ বছর বয়সে যৌবন উথলে ওঠে। X((

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

কানিজ রিনা বলেছেন: এধরনে ঘটনা যারা করে আপনার মন্তব্যই তাইই সত্য। ধন্যবাদ।

৭| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: অনেক পড়াশোনা করতে হবে।
অজ্ঞতা ভালো দূর করতে হবে।

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

কানিজ রিনা বলেছেন: পড়াশুনা করতে করতে দেখবেন আপনার মন্তব্য ও চাঁদগাজীর মন্তব্যই সত্য। ধন্যবাদ।

৮| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

নতুন বলেছেন: হয়ত নারীদের মন সন্তান
সমতুল্য বলে ব্যক্তিত্ব মন সায় দেয়না।


৪০ বছরের দিকে নারীর শারীরিক চাহিদা কমতির দিকে থাকে কিন্তু পুরুষের সেই রকমের পরিবত`ন আসে না।

তাই বুড়া বয়সে পুরুষের ভীমরতি ধরলেও নারীদের কম ধরে।

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

কানিজ রিনা বলেছেন: ব্যক্তিত্ব যদি নারীদের মাতৃত্ব জাগে , পরুষের কেন পিতৃত্ব জাগবে না। ভীমরতি নির্লজ্জতার বহির্প্রকাশ। ধন্যবাদ সুন্দর
মন্তব্যের জন্য।

৯| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: নারীবাদী পোস্ট হয়ে গেলোতো আপি!!!:)


বয়সে তরুন তাই এখনই এই প্রশ্নের উত্তর করতে পারছি না!!:)

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

কানিজ রিনা বলেছেন: হা হা বিলিয়ার আমি তোমার রক্ষনশীল নারীবাদী বড় আপু আমাকে হেল্প করতে আগাবা না? খুব রহশ্যজনক প্রশ্ন
ব্যক্তিত্ববান ও বিবেকবানদের উপর ছুড়ে দিয়েছি। আন্তরিক ধন্যবাদ তোমাকে।

১০| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

কালীদাস বলেছেন: কে কখন বিয়ে করবে বা উপযুক্ত বিয়ের বয়স কার জন্য কত; এটা একান্তই যার যার ব্যাক্তিগত ব্যাপার। হ্যাঁ, কেউ পরকীয়ায় জড়িয়ে পড়লে সেটা অন্য কথা; আমাদের সমাজের জন্যও হয়ত বেশি বয়সের গ্যাপে বিয়ে করাটা অশোভনীয়। আপনি চল্লিশোর্ধ নারীর কথাটা ভুল বলেছেন; চাইলে এখনই ভুরি ভুরি কেস দেখাতে পারি।

আর মানুষের ব্যক্তিত্ত্ব গড়ে উঠে মেইনলি তার এডোলোসেন্ট পিরিয়ডে। সে সময়ে মানুষ কার সাথে কোন পরিবেশে উঠাবসা করে সেটা খুবই গুরুত্বপূর্ণ। পারিবারিক শিক্ষা সবার উপরে। ব্যক্তিত্ব আর বিয়ের বয়স সব সময় লিনিয়ার রিলেশন মেনে চলবে: এটা কোন সংবিধানের আইন না।

১১| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

কানিজ রিনা বলেছেন: হ্যা পারিবারিক শিক্ষাই গুরুত্ব পূর্ন , সুষ্ঠ পরিবারই সুষ্ঠ সমাজ ,সুষ্ঠ সমাজ সুষ্ঠ রাষ্ট্র। তুমি বলেছ এধরনের চল্লিশ উর্ধনারী
সমাজে ভূরি ভূরি। তোমার কথা যদি সত্য হয় দেখাতে পার তাহলে জানব পুরুষের পাশাপাশি নারীর অবনতি বেড়েছে।
আমাদের সমাজের অবক্ষয় কতটা বেড়েছে সুষ্ঠ ব্যক্তিবান মানুষ এগিয়ে না আসলে এঅবক্ষয় তোমার আমার সন্তনেরা বয়ে
বেড়াবে। অলরেডি ধর্ষন খুন পরকীয়ার মহামারী জাতী অতিষ্ট। বলতে পার শিশু ধর্ষক কারা ? ঠিক একই স্তরের লোক এই
বুড়কালে সন্তান সমতুল্য কন্যাকে বিয়ে করা বানর মানুষ গুল। সুন্দর মন্তব্যে জন্য ধন্যবাদ।

১২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

ধ্রুবক আলো বলেছেন: পুরুষ মন আর নারী মন এক নয়। ইউরোপে, ওয়েস্টার্ন কান্ট্রিতে ও ভারতে কিন্তু এমন দেখা যাচ্ছে, এক নারী সন্তান সম বয়সী ছেলের সাথে লিভিং রিলেশন, বিয়েও করছে!

আর বিলি ভাইয়ের সাথে একটু তাল দিচ্ছি। বয়স আমারও মোটামুটি ভালোই এখনও ব্যাচেলর।
যে মেয়েটা বাবার বয়সী একজনের সাথে সম্পর্কে জড়াচ্ছে তারও তো একটু বুঝা উচিত তাই না!?

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১

কানিজ রিনা বলেছেন: আসলে ধ্রুবক পাশ্চাত্ব সাধীনতা বল আর লন্ডন আমেরিকার স্বাধীনতা বল নিশ্চয় তুমিও এমন বিকৃত দৈহিকতা মনে মনে সায়
দেবেনা। সুশিক্ষিত পারিবারিক সামাজিকতায় এইসব মানুষ ঘৃনার পাত্র হয়েই দিন কাটায়। আমার এক বোন আমেরিকায় থাকে
তার সাথে অনেক দিন এসব বিষয় আলাপ করেছি সেই একই কথা এদেরকে ভাল মানুষ ঘৃনার চোখে দেখে।
তবে আমাদের দেশে সামাজিকতায় পশ্চিমা চালচলন ঝড় হাওয়ার গতিতে বয়ে যাচ্ছে নেট দুনিয়ার ব্যবহারে।
যা আমাদের নারী স্বাধীনতায় বড় বেমানান।
আমার প্রশ্ন ছিল কিছু পুরুষ কন্যা সমুতূল্য মেয়েকে বিয়ে করতে তাদের পিতৃত্ব জেগে উঠেনা কেন। নারীরা যা পারেনা , আমাদের
দেশে চিরুনী তল্লাশী করলে হয়ত পাওয়া যেতে পারে নারীর এমন অভিরুচী।
তবে ছোট মেয়েরা বয়স্ক লোকের নানান ছলনার পাতা ফাঁদে জড়িয়ে পড়ে। তোমার মন্তব্যে বেশ ভাললাগল।

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

সোহানী বলেছেন: দেশ বা বিদেশ, মোটামুটি অসংখ্য মানুষের সাথেই মেশা হয়েছে। দেশে জেন্ডার নিয়ে কাজ করতাম, অনেক লিখাও আছে এ নিয়ে। আবার বিদেশে ও এখন বিভিন্নভাবে এ নিয়ে কাজ করি এ নিয়ে তাই খুব কাছ থেকে দেখা আপনার প্রশ্নের একটাই উত্তর আমার কাছে, সেটা হলো একটি নারী যখন মা হয় তখন সে সত্যিকারেই মা হয়ে উঠে। পৃথিবীর সব কিছুর উর্ধে থাকে তার সন্তানরা যেখানে বাবার ক্ষেত্রে তা কখনই হয় না। সৃষ্টিকর্তা এমনভাবে মেয়েদের তৈরী করেছে তার থেকে বের হওয়া হয়তো অসম্ভব নয় কিন্তু অনেক কঠিন কারন এটি না হলে প্রকৃতি তার প্রজন্ম রেখে যেতে পারতো না.... ব্যাভিচার আর অন্যায়ে অনেক আগেই ধ্বংস হতো পৃথিবী।

আর ২য় প্রশ্ন পুরুষের বেশী বয়সে বিয়ে.... আপু এটি সম্পূর্ন নির্ভর করে ব্যাক্তিগত রুচি, শিক্ষা, ফ্যামিলি কালচার এর উপর। যার কারনে হুমায়ুন আহমেদের মতো এতো ভালো পরিবারের সন্তান ও ব্যাক্তিগত রুচির কারনে নিজের মেয়ের বান্ধবীকে বিয়ে করেছে। কি অসাধারন সুন্দরী বউ সন্তান ছেড়ে। যে বউ, আজকের হুমায়ুন আহমেদ তৈরীর পিছনে যার অবদান সবচেয়ে বেশী। এবং তার পরিনতি আপনি চোখের সামনেই দেখেছেন। দুখে দুখে সে মরেছে, অগাদ টাকা থাকার পরও কম দামী হাসপাতালে তাকে ট্রান্সফার করা হয়েছিল ও চিকিৎসা করা হয়েছিল। দু'দিন ধরে পড়েছিল তাকে কেউই হসপিটাল পর্যন্ত নেয়নি। আজ যদি তার আসল বউ সন্তানরা পাশে থাকতো তাহলে এভাবে অপঘাতে সে মারা পড়তো না। শেষে মরে ও শান্তি পায়নি, লাশ নিয়ে ও বিশাল নাটক করেছে.... সবই অাপনি জানেন।

তবে এটুকু বলতে পারি পাপ কখনো কাউকে ছাড়ে না, কোন না কোনভাবে সে শাস্তি পাবেই পাবে। শুধু দেখে যান, আর নিজেকে তৈরী করুন। নিজে শক্ত হোন, নিজেকে নিজে মাথা উচুঁ করে দাড়ঁ করান। তাকান গুলতেকিনের দিকে, নিজে বই লিখেছে, সবাইকে দেখিয়ে দিয়েছে, আমি ও কম নয়.... এতোদিন হুমায়নকে সাপোর্ট দিয়ে সংসার করেছে এখন নিজের সত্বাকে আবার মেলে ধরেছে............ একটু ধৈর্য্য ধরুন, দেখবেন জয় আপনার হবেই শুধু সময় আর ধৈর্য্য দরকার।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

কানিজ রিনা বলেছেন: সোহানী সোনা লক্ষী বোন তোমার মন্তব্যের উত্তর দিতে অনেক দেরি করেছি
কেন তুমি জানতে চেওনা। অনেক অনেক শুভকামনা অভিনন্দন আন্তরিক
ধন্যবাদ।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

Ashfi Tuhin বলেছেন: পরকীয়া করতে গিয়ে সন্তান হত্যার হার নারীঃপুরুষ কত, জানেন?

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

কানিজ রিনা বলেছেন: এককাজ করুন একটা তালিকা তৈরি করুন। তবে যে সব নারী
পুরুষ বৌবাচ্চা রেখে আনন্দের পরোকীয়ায় জড়ায় তারা সন্তান
হত্যা করতে একে অপরকে সহয়তা করে। আমি নিজে প্রমান
করে দিতে পারি আমার স্বামী নামক বানর যতবার অন্য কোনও
নারীর পরকীকায় পরেছে ততবার চেষ্টা করেছে আমাকে সহ
ছেলে মেয়েকে মেড়ে ফেলতে। কিন্তু আমার কারনে পারে নাই।
ধন্যবাদ।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পুরুষ আর নারীদের মাঝে প্রকৃতিগত পার্থক্য জন্মের পর থেকেই শুরু হয়। সেটা হতে পারে লালন পালনে, পোষাকে কিংবা চারপাশের ঘটনা প্রবাহ। নারীদের জন্য ধর্মীয় বিধান পালনের সময় কিছু রেওয়াজ পার্থক্য পরিলক্ষিত হয়।

আপনি যে সমস্যার কথা বলেছেন, এটা পপরিবেশগত কারণে হতে পারে, জেনেটিক্স কারণে হতে পারে কিংবা মননের কারণে হতে পারে।

এখন কেউ যদি প্রশ্ন করে, সতের বছর তরুণী বাবার বয়সী ছেলেদের প্রতি এত ইন্টারেস্ট কেন? বা তাদের সাথে তারা এধরণের কাজে জড়ায় কেন?

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

কানিজ রিনা বলেছেন: আমার প্রশ্ন ছিল একজন চল্লিশ উর্ধ নারী একটি সতের বা বিশ বছরের
ছেলের সাথে সম্পর্ক করতে মাতৃত্ব জেগে উঠে, কেন একজন শাট সত্তর
বছরের পুরুষের পিতৃত্ব জাগবে না। ছোট মেয়েরা হয়ত না বুঝেই লোভে
হোক আর আবেগে জড়ায়। কিন্তু অনেক শিক্ষিত পুরুষের এমনটা করতে
দেখা যায়। আপনি হয়ত কিছু যুক্তি ঠিক বলেছেন।ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

শামচুল হক বলেছেন: মানসিকতাই এর জন্য দায়ী।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৫

কানিজ রিনা বলেছেন: হ্যা সেই আর কি? অনেক ধন্যবাদ।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

ম ইসলাম বলেছেন: এক বছর আগে হলেও আপনার কথাটা মানতাম। সোস্যাল মিডিয়ার কল্যানে এখন প্রেম ভালবাসা সম্পর্ক সস্তা হয়ে গেছে। এই সম্পর্ক গুলোর কোন মা-বাপ নেই। না আছে কোন বাছবিচার না আছে কোন বয়সের বেড়াজাল। সম্প্রতি একটি ঘটনার সাক্ষী আমি। একজন ৪০+ স্কুল শিক্ষিকার ৩০- ছেলের সাথে সম্পর্ক। মেয়েটা বিধবা। শুধু এটা নয়। আরও উদাহরণ আছে। এই মেয়েদের কিভাবে বিচার করা উচিৎ?

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

কানিজ রিনা বলেছেন: আপনি হয়ত ঠিকই বলেছেন তবে খুব অল্প সংখ্যক নারী পুরুষের পাশাপাশি
রুচীহীন হয়। আপনি যে উদাহরন দিয়েছেন তিরিশ বছর পুরুষ নারী চল্লিশ বছর।
এটা কিছুটা সাভাবিক, তবুও রুচীহীনতা তো বটেই। আপনি
ভাবুন আপনার কোনও বোন কন্যা বা পড়শি সোলও
বছর বয়সে কোনও পঞ্চাশ উর্ধ পুরুষের পাতা ফাঁদে জড়িয়ে পড়ুক নিশ্চয়
তা চাইবেন না। আমাদের গ্রামের একটা পুরুষ ষাট বছরে বউ মৃত্যুর পর
গরীবের একটা বিশ বাইশ বছরের মেয়েকে নানান রকম
প্রলভন দেখিয়ে বিয়ে করে। দশ বছরে তিনটা ছেলে মেয়ে
নিয়ে এখন বিধবা। মানুষের দ্বারে দ্বারে ঘুরে ফেরে খাদ্য
অন্যেশনে। এখন বলুন আপনি, এটা কতটা নিষ্ঠুরতা।
একটা ষাট বছর বয়সী পুরুষ নিজের স্বার্থে কন্যা সমতুল্য
মেয়েকে বিপদের মুখে ঠেলে নিজের কামনা বাসনা পুরন
করে। আর আমার প্রশ্ন সেখানেই কেন পুরুষের কন্যা
সমতুল্য মেয়েকে বিয়ে করতে পিতৃত্ব জাগেনা? যদি নারীরা
পুত্র সমতুল্য ছেলেকে ফাঁদে ফেলে বিয়ে করে ভাববেন সে
নারীর মাতৃত্ব নাই জঘন্য বানর কুকুর চরিত্রের অধিকারী।
মন্তব্যের জন্য আন্তরিক অভিনন্দন।

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩

অনুজয় বাণী বলেছেন: বিয়ে করতে গেলে আগে দেখে ছেলের আয় কেমন তারপরে তার মনুষত্য, তার বিবেক, তার আচার ব্যবহার । সেই আয় বাড়াতে আর আয়কে কোন নারীর ব্যয়ের সমতুল্য করতে গিয়ে পুরুষের বয়স হয় কমপক্ষে ৩২ থেকে ৩৫ । তখন বিয়ে করতে গিয়ে কেন কোন পুরুষ সুন্দরী অল্প বয়সী নারী খুজবে না ? কারন সময় মত বিয়ে করলে সে একই বয়সের মেয়েকে বিয়ে করত । আর যারা ৫০ বা ৬০ এ গিয়ে বিয়ে করে তাদের আসলে সামর্থ আছে বলতে হবে ? না হলে কেন কোন মেয়ে বিয়ে বসবে বা কোন মেয়ের পরিবার বিয়ে দেবে ? আর সামর্থ যোগ্যতার সমতুল্য । সুতরাং যোগ্য ব্যক্তিকে বাছাই করাই শ্রেয় । আর কিছু ভিন্ন থাকবে, এটাই স্বাভাবিক । সব ছেলেই তো আর ৫০ ৬০ এ গিয়ে বিয়ে করে না । আবার সব ৬০ বছরের বুড়াই ১৬ বছরের যুবতী বিয়ে করে না ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

কানিজ রিনা বলেছেন: আপনার যুক্তি কিছু আছে তথাপি আজকাল মেয়েরাও লেখাপড়া শেষ করতে বেশ বয়স বেড়ে যায়, সাবলম্বি
হওয়া ছেলেরা বাড়তি বয়স নিয়ে কেনই বা ১৫-১৬ বছরের মেয়ে খুজবে কত কত শিক্ষিত মেয়ে পড়ে থাকে
শিক্ষিত বয়স ওয়ালা ছেলেরাও ছোট মেয়ে খুজে এটাকি মানুষীক ব্যক্তিত্বর অভাব নয়।
আমি বলেছি কিছু পুরুষ বিবাহিত ছেলে মেয়ে সংশার রেখে সন্তান সমতুল্য কাজের মেয়ে বা কোনও গরীবের
মেয়েকে প্রলভোন দেখিয়ে বিয়ে করে তাদের কেন পিতৃত্ব জাগেনা। যা মেয়েরা কখনই পারেনা।
একজন পঞ্চাশ উর্ধনারী ২০ বছর বয়সের ছেলেকে বিয়ে করতে মাতৃত্ব জাগে অথচ পুরুষের বেলায় অভিরুচীতে
বাধেনা কেন? সেটাই ছিল আমার প্রশ্ন।
যদিও এমন ঘটনা চিরুনী তালাশে পাওয়া যায় কোনও মহিলা এই জঘন্য অভিরুচী ঘটিয়েছে সেটা কি বিকৃত
অভিরুচী নয়।
অথচ গ্রাম শহরে সব জায়গায় অহরহই ঘটছে বুড়া পুরুষের এমন অভিরুচী। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

আটলান্টিক বলেছেন: লিখে যান লিখে যান লিখে যান লিখে যান.......
চাঁদগাজী সাহেবের সাথে সহমত....
আমি কিন্তু আপনার রেগুলার পাঠক :)

০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

কানিজ রিনা বলেছেন: চাঁদ গাজীর মন্তব্যই সত্য। উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: কানিজ রিনা, ব্লগার নতুন নকিব এর 'একনজরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনপঞ্জী'- পর্ব-০২ পোষ্টে এক মন্তব্য করে এসেছি, আপনার হাতে সময় থাকলে মন্তব্যটা দেখার অনুরোধ রইল।

০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩

কানিজ রিনা বলেছেন: হ্যা দেখেছি পরবর্তী মন্তব্য গুলও তোমার দেখা প্রয়োজন। ধন্যবাদ।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৪

কানিজ রিনা বলেছেন: নতুন বছর আপনার জন্যও শুভেচ্ছা অনেক দিন পর আপনার আগমন
আনন্দিত হলাম। ধন্যবাদ।

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৮

কানিজ রিনা বলেছেন: আসলে এই অভিরুচী চিন্তার বিষয়, লেখাজোখার মাধ্যমে এর পরিবর্তন আনা কি সম্ভব?
আন্তরিক ধন্যবাদ।

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৭

প্রামানিক বলেছেন: পুরুষের মানসিকতাই এই ব্যাভিচারের জন্য দায়ী।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১১

কানিজ রিনা বলেছেন: হ্যা এইটাই আসল কথা এইসব মানুষের অভিরুচী লেখালেখির মাধ্যমে প্রতিবাদ করলে হয়ত বিবেক তারিত হলেও
হতে পারে। আপনার সত্য মন্তব্যে আন্তরিক অভিবাদন ও শ্রদ্ধা রইল।

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২০

আটলান্টিক বলেছেন: পোষ্ট করা কি বাদ দিয়েছেন?নতুন কিছু নিয়ে লিখুন।আপনার লেখা ভাল লাগে

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

কানিজ রিনা বলেছেন: উৎসাহ দিয়েছেন বলে খুব খুশি হলাম,ধরে নিন কখনও কখনও ব্লগের কিছু লেখায় মন্তব্য করে নিজের অভিব্যক্তি
প্রকাশ করি হয়ত তাই মনে করি আমার লেখার অভিব্যক্তি। আন্তরিক অভিনন্দন রইল।

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

মিঃ সালাউদদীন বলেছেন: আমি পুরুষ এ জন্য বলছি না, যা সত্য তাই বলছি : বিয়ে করা এবং বিয়ে বসার জন্য ঐ নিজের সন্তান বয়সী সেই মেয়েটাই দ্বায়ী ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

কানিজ রিনা বলেছেন: ছোট ৫, ৬ বছরের শিশু যখন চকলেটের লোভে ধর্ষকের কাছে আগায় তারপর ধর্ষিত হয়।
ঠিক এটাও তেমন। তবে বুড়ো লোকগুল অভিজ্ঞ তেলেছমাতীতে সোরশী যুবতী টাকা পয়সার
লোভে কোনও গরীব ঘরের মেয়ে ভুল করে, দিন গেলে বুঝতে পারে কি ভুলটাই না করেছে।
এর জন্য দায়ী গরীব ঘরের মেয়ে? নিজের মনে চিন্তা করুন আপনার বোন বা কন্যা যদি
বড়ো ভামের হাতে পড়ে।

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সজিব ইসলাম বলেছেন: আপনার লিখা দেরিতে দেখলেও পড়তে ভালো লাগলো তবে ম্যাডাম আমি এই আপরাধকে পুরুষ বা মহিলার ভিতর ব্রেকেট বন্ধি করতে চাই না। একজন বাবা/ মা কিভাবে তার সন্তানকে হত্যা করে? আমি একজন বাবা হয়ে কই ঐসব খবরতো পড়তে পারি না। আমার সন্তানকেও ঐসব খবর লুকয়ে রাখি। আমাদের সমাজে এইসব কেন হয় জানেন? সামাজিক অবক্ষয়ের কারনে। আমরা সবাই সবাইকে ঠকাতে চাই। কিন্তু কেউ নিজে ঠকতে চাই না।
সাহস নিয়ে আগিয়ে যান আপনিই সফল হবেন, একদিন আপনার অভাব সেই হাড়ে হাড়ে টের পাবে। পাপের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯

কানিজ রিনা বলেছেন: হ্যা পারিবারিক সমাজ এর জন্য দায়ী। এই অবক্ষয় আরও খারাপের দিকেই এগুচ্ছে ভালর দিকে না। নিশ্চয় পাপেরপ্রাইচিত্ত তো হবেই। কিন্তু একজনের পাপের কতজন কষ্ট পায় তা শুধু এক্সাম্পল একজনকেই লোকে
চিনে হুমায়ুন আহম্মদ। আরও লাখ লাখ লোকে চিনেনা শুধু পারিপার্শিক লোক ছাড়া। কত কষ্ট দুঃখ হুমায়ুন
আহম্মদের ছেলে মেয়ে পেয়েছে। লোকলজ্জায় মাথা নীচু করে থকেছে। তা বুঝার কারো কারো ক্ষমতা নেই।
আপনার মন্তব্যে আন্তরিক অভিনন্দন।

২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: নারী-পুরুষের মনোজগৎ ভিন্ন তাই এমটি হয়।


আচ্ছা বিয়ের পর কি প্রেম হারিয়ে যায় ?

তা নাহলে স্বামীরা কেন বিয়ের আগের মত প্রেমিক হয়না।

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

কানিজ রিনা বলেছেন: সবার প্রেম হাড়ায়না। সয়তানরা প্রেম বুঝেনা তারা দৈহিক আবেগ প্রেম বলে চালিয়ে দেয়। আর প্রতারনার
ফাঁদ পেতে একটা একটা ফাঁদে জড়ায়। ধন্যবাদ।

৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৩

মিঃ সালাউদদীন বলেছেন: মন্তব্য মেনে নিতে না পারা হীনমন্যতার পরিচয় । লেখতে গেলে মন্তব্য আসবেই, তাই বলে কথায় কথায় মা বোন বা কন্যা টেনে আনা আরো বড় হীনমন্যতার পরিচয় । আপনি ভাবুনতো, যদি সব পুরুষ-ই আপনার ভাই হয়, তাহলে আপনার সন্তানের জন্ম দাতা পিতা কে ? ,,,,,,,,,,,,,,,,,,,,,

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

কানিজ রিনা বলেছেন: সালাউদ্দিন সবগুল মন্তব্যের উত্তর দিতে চেষ্টা করেছি। কোথায়
আপনি হীনমন্যতা দেখলেন। আমি আসলে কি নিয়ে লিখেছি
আপনি অনুধাবন করতে পেরেছেন? যদি বলি স্টেশনের ফুটপাতের
শুয়ে থাকা বাচ্চারা যারা বাবার নাম বলতে পারেনা তাদের
বাবা কারা বলতে পারবেন? না পারবেন না। আমার প্রশ্ন বুড়োভাম
গুল কন্যাসমতুল্য মেয়েকে বিয়ে করতে কেন তাদের পিতৃত্ব জাগেনা।
নিশ্চয় আশাকরি আপনিও এর পক্ষে যাবেন না। তবুও আপনাকে
অান্তরিক ধন্যবাদ।

৩১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

মিঃ সালাউদদীন বলেছেন: সম্ভবত আপনি আমাদের সমাজের সব কিছু নিয়ে ভাবেন, আপনি দেখেছেন কি, বৃদ্ধ পিতা তার আইবুড়ো মেয়েকে যে কোন বয়সী পুরুষের সাথে বিয়ে তার পৃত্যি কর্তব্য শেষ করতে চান, বা সংসারের বাড়তি খরচ থেকে মুক্তি পেতে চান ? অথবা অভাবী সংসারের খরচ চালাতে বা সংসারের খরচ বহন করতে আগ্রহী এমন একজন দাদা বয়সী বৃধ্যের সাথে তার ষোড়শী কন্যাকে বিয়ে দিয়ে তার অক্ষম বয়শের যবনিকা টানতে চান ? আমি বাংলা গ্রামের ছেলে, আমি দেখেছি, হায় সে-কি কষ্ট ? যা দেখে হৃদয় কেপে উঠে, পারতাম তো নিজের রক্ত বিক্রি করে একটু সহানুভূতির হাত বাড়াতাম ।
আপনি 'মা 'বোন অথবা 'কন্যা যা-ই হোন না কেন, স্বাগত জানাই আপনার মহানুভবতার জন্য, উন্নয়নশীল চিন্তা ধারার জন্য ! ভাল থাকুন, সুখে থাকুন এবং যেখানেই থাকেন না কেন সাবধানে থাকবেন ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৯

কানিজ রিনা বলেছেন: আপনার মন্তব্যে চোখে পানি নামল, একজন বৃদ্ধ পিতা অভাবের তারনায় দাদার বয়সী পুরুষের সাথে বিয়ে দেয়
অথচ সেই দাদার বয়সের বুড়ো লোকের বিবেক কোথায়? ইচ্ছা করলে কি পারতনা নিজে বিয়ে না করে আর্থীক
সাহায্য করে মেয়েটাকে অন্য কোনও সুপাত্র দেখে বিয়ে দিয়া। কিন্তু না বৃদ্ধ পিতার অসহায়ত্বের সুযোগে নিজের
চরিত্রকে চরিতার্থ করেছে। এই হোল আমাদের সমাজে কিছু পুরুষের চাল চরিত্র। অনেক অনেক অভিনন্দন।

৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৮

সৈয়দ ইসলাম বলেছেন: আমি দেখেছি এমন অনেক মানুষকে, যাদের সাথে আপনি পরিচয় করিয়ে দিলেন। এইসব আদর্শহীন মানুষগুলোর কারণে অনেকে না বুঝে পুরো-পুরুষজাতির উপর আঙ্গুল তুলে কথা বলছে। যা সমালোচকদের কাছেও লজ্জাকর টেকে।


ধন্যবাদ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

কানিজ রিনা বলেছেন: তাইতো কেউ এধনের পক্ষ নিয়ে গোটা পুরুষজাতীর হেও করে।
আপনার সুন্দর মন্তব্য অসংখ্য ধন্যবাদ।

৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

রাই্হান পাটওয়ারী বলেছেন:

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

কানিজ রিনা বলেছেন: তাইতো যেমন কর্ম তেমন ফল। কর্মের ফল ভোগ করতেই হয়।
সুন্দর করে বলেছেন আমি আপনি কেউই কর্মের ফলের উর্ধে না।
নিশ্চয় আল্লাহ্ বিচারক। ধন্যবাদ।

৩৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

মিঃ সালাউদদীন বলেছেন: তার জন্য দ্বায়ী আপনার মত আদর্শবান মহিলাগন !
বয়স্ক একটা মেয়ের সাথে বিয়ে হবে আমার ভাই বা সন্তানের ? এ কখনও সম্ভব না, আমার ভাই বা সন্তানের বৌ হয়ে ঘড়ে আসবে রাজ কন্যার মত নাদুস নাদুস স্বাস্থ্যের সুন্দরী এক যুবতী কন্যা, তার মুখের হাসির আভাসে ফুটবে বসন্ত বাগানের ফুল ! কেন ঐ আইবুড়ো মেয়ে হতে যাবে আমার ভাই কার্তিকের স্ত্রী ? এই কথা গুলো কারা বলে থাকেন ? রুক্ষ হলেও আমার সঠিক জবাব হলো ; আপনারা মহিলাগন নিজে । মেয়ের বয়স কত ? মেয়ে দেখতে সুন্দর কি-না ? তার পায়ের তালু কেমন ? মেয়ে কেমন করে হাটে ? চুলের রং কালো এবং লম্বা কি-না ? এসব প্রশ্নগুলো কখনও কোন ছেলের ভাই বা পিতা করে থাকেন না, করেন আপনাদের মত কোমল মনের মা বা বোনেরাই এবং এ জন্যই কোন ঐ বৃদ্ধ পিতা তার বয়স্কা কন্যার জন্য উপযুক্ত ছেলে খুজে পান না, বিদায় বাধ্য হন দাদার বয়সী বৃধ্যের সাথে তার ষোড়শী কন্যাকে বিয়ে দিতে ।
কথা বলেন আর অভিযোগ বলেন, আদর্শবান মহিলাগন নিয়ে আমার আরো অনেক কিছু লেখার ছিলো, কিন্তু লেখলাম না, কেননা আপনারা মহিলাগন শুধু বলতে ভালোবাসেন, শুনতে পছন্দ করেন না, তার জন্য আর কথা বাড়ালাম না ।
বিঃ দ্রঃ - আমি আমার একটি প্রশ্নের জবাব এখনও পাই নাই ? "যদি সব পুরুষ-ই আপনার ভাই হয়, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, পিতা কে" ? তবে আপনি জবাব দিতে বাধ্য নন । বলেছেন, সব প্রশ্নের জবাব দেন, এই জন্য পুনরাবৃত্তি করলাম ।
আমার নিজস্ব মতামত : লেখতে গিয়ে কথায় কথায় মা বোন বা কন্যা নিয়ে টানাটানি হীনমন্যতার পরিচয় ছাড়া বড় মনের কথা নয় ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৪

কানিজ রিনা বলেছেন: বংশ পরমপরায় পিতা, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে।
সব মেয়েরাই মা হয়, সব ছেলেরাই পিতা হয়। ধরুন আপনার স্ত্রী
যদি আপনার মেয়েকে বলে তোমার বাবা ভালনা আমার বাবা ভাল
তখন আপনার মেয়ে বলবে আমার বাবাই ভাল।
আমার ভাইও বাবা হয়েছে আমার বাবাও বাবা।
তবে একটা কথা কি স্বামীকে তো বাবা ভাইর মত দেখা হয়না
সন্তানের বাবা বলে দেখা হয়।
এখন আপনার প্রশ্ন সবাইকে বাবা ভাই এর মত কেন দেখতে হবে।
কোনও ছেলে যদি আর্দশ শিখে তার পরিবার থেকে মা বোনকে সম্মান
দিতে শিখে সে বাইড়ের মেয়েদের সম্মান করতে শিখে। যে ছেলে মা
ভক্ত হয় সে স্ত্রীর ভক্ত হয়। তাই বলে রাস্তার মেয়েকে তো আর স্ত্রীর মত মনে করা যাবেনা।
হ্যা সব মেয়েকে তো প্রেমিকা বা স্ত্রী মনে করা যাবেনা তাই নয় কি? সুন্দরী দেখলেই তো
নিজের করে ভাবা যাবেনা।
আমার প্রশ্ন ছিল একজন কিছু পুরুষ নিজের সন্তান সমতুল্য কন্যা বিয়ে করতে কেন?
পিতৃত্ব জাগে না। আমি কিন্তু আপামোর পুরুষের কথা বলি নাই। কেনইবা কন্যার মত
মেয়েরা তাদের পাতা ফাঁদে পড়ে?

৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

মিঃ সালাউদদীন বলেছেন: আমার জবাব একটাই, তার জন্য দ্বায়ী আপনারা আদর্শবান মহিলাগন । আমি আপনাকে বলেছি "আমি গ্রামের ছেলে", যদিও আমি শহর তলির ছেলে, ঢাকা অদুরে আমার বাড়ি, এক পা শহড় আর এক পা গ্রাম বলতে পারেন, তবুও আমি আমাকে শহর তলির ছেলে বলার থেকে গ্রামের ছেলে বলেই দাবি করি, তবে আমি যেমন গ্রাম চিনি, তার চেয়ে বেশি চিনি শহর, শুধু ঢাকা শহরই নয়, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ফরিদপুর, চট্রগ্রাম, রোমান্টি শহর কক্সবাজার থেকে শুরু করে খুলনা, কুষ্টিয়া, যশোর, হয়ে বরিশাল সহ আরো অনেক শহর ঘুরেছি, চিনেছি সেসব গ্রামের লোকজন ।

আমার কর্মজীবন শুরু হয়েছে প্রবাসে এবং কর্মজীবনের প্রোয়জনে ঘুড়েছি পৃথিবীর প্রায় চল্লিশ ( ৪০ ) টি দেশ । দেশ প্রবাস ঘুড়ে আমি নারি নির্যাতনের পিছনে একটা চিত্রই দেখেছি, তা হলো - নারি নির্যাতনের জন্য সর্ব প্রথমে দ্বায়ী নারীরা নিজেরাই ? প্রথমে নারী, পরে আসে পুরুষের ভূমিকা ।
আপনি নিজেও জানেন আমাদের সমাজে নারীর কি ভূমিকা । শহর হোক,আমার জবাব একটাই, তার জন্য দ্বায়ী আপনারা আদর্শবান মহিলাগন । আমি আপনাকে বলেছি "আমি গ্রামের ছেলে", যদিও আমি শহর তলির ছেলে, ঢাকা অদুরে আমার বাড়ি, এক পা শহড় আর এক পা গ্রাম বলতে পারেন, তবুও আমি আমাকে শহর তলির ছেলে বলার থেকে গ্রামের ছেলে বলেই দাবি করি, তবে আমি যেমন গ্রাম চিনি, তার চেয়ে বেশি চিনি শহর, শুধু ঢাকা শহরই নয়, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ফরিদপুর, চট্রগ্রাম, রোমান্টি শহর কক্সবাজার থেকে শুরু করে খুলনা, কুষ্টিয়া, যশোর, হয়ে বরিশাল সহ আরো অনেক শহর ঘুরেছি, চিনেছি সেসব গ্রামের লোকজন ।

আমার কর্মজীবন শুরু হয়েছে প্রবাসে এবং কর্মজীবনের প্রোয়জনে ঘুড়েছি পৃথিবীর প্রায় চল্লিশ ( ৪০ ) টি দেশ । দেশ প্রবাস ঘুড়ে আমি নারি নির্যাতনের পিছনে একটা চিত্রই দেখেছি, তা হলো - নারি নির্যাতনের জন্য সর্ব প্রথমে দ্বায়ী নারীরা নিজেরাই ? প্রথমে নারী, পরে আসে পুরুষের ভূমিকা ।
আপনি নিজেও জানেন আমাদের সমাজে নারীর কি ভূমিকা । শহর হোক, গ্রাম হোক; ধরুন কোন বিবাহিত নারীর সন্তান হচ্ছে না বা স্বামী স্ত্রী মিলে প্লানিং করেছে, তারা সন্তান দেরিতে নিবেন, কারন প্রথমে দুজন মিলে সংসার গুছাবেন, আনবেন সংসারে সচ্ছলতা, তারপর তারা সন্তান নিবেন । আপনি এও জানেন যে; এসব পরিকল্পনা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধতা থাকে, কিন্তু ফলাফল কি দাড়ায় ? সমস্ত দোষ গিয়ে পরে স্ত্রীর উপর, এ খেত্রে কিন্তু পুরুষের কোক ভূমিকা থাকে না, না শ্বশুর, না দেবর বা ভাসুর, না গ্রাম বা মহল্লার কোন পুরুষ ? প্রথমে স্বাশুরী ননদ বা ননাস, পড়ে এগিয়ে আসে গ্রাম বা মহল্লার মহিলাগন । গুঞ্জন শুরু হয়, ঐ মহিলা নিয়ে, যার সন্তান হচ্ছে না বা যারা প্লানিং করেছেন সন্তান দেরিতে নিবেন । প্রথমে সুর উঠে "মহিলাটি বাজা", আসলে কার দোষ তা কিন্তু কেউ জানেনা, সোজা মহিলার উপর আঙ্গুল ? ধরি , স্বামী স্ত্রী মিলে কোন প্লানিং করে নাই, এমন কোন দাম্পত্য জীবন যাদের বিয়ে হওয়ার অনেক বছর পরও কোন সন্তান হচ্ছে না, কিন্তু তার জন্য দায়ী কে, মহিলা না পুরুষ নিজে ? দেশ হোক, বিদেশ হোক, হিন্দু হোক, হোক মুসলমান, তারা কোন ডাক্তারি পরীক্ষা ছাড়াই সরাসরি মহিলার উপর দোষ চাপিয়ে দেন, ডাক্তারের কাছে নেয়ার পরিবর্তে নিয়ে যান ফকিরের কাছে, জার-ফুক পানি পড়ায় কিছু হলো না, পরে "ফকির বাবা" গায়বী আওয়াজ পান এই মর্মে, যে - "অমুক চন্দ্র দিন মহিলাকে নিয়ে আসতে হবে ফকির বাবা কাছে এবং একাকী কিছুখন, এমন কি রাতও কাটাতে হবে ফকির বাবার আস্তানায়, স্বাশুরী ননদ বা ননাস, গ্রাম বা মহল্লার মহিলাগনের বিদ্রুপ উপহাস থেকে মুক্তি পাওয়ার জন্য অবলা নারী মুখ বুঝে মেনে নেন সেই অসহ্য নোংড়া সেই গায়বী আওয়াজ । দিন যায় মাস যায় অবশেষে অন্তঃসত্ত্বা হন সেই অবলা নারী, ফকির বাবার চেহেরার সাথে মিল রেখে জন্ম দেন এক সন্তান, ফকির বাবার সুনাম রটে যায় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় । এবার আপনীই বলুন ভন্ড ফকির বাবার গায়বী আওয়াজের জন্য দ্বায়ী কারা, পুরুষ না মহিলা ? ফকির বাবার আস্তানায় নেয়ার আগে তারা কি একবারও ভেবেছে, ছেলেরও তো দোষ থাকতে পারে, অন্তত একটি বার দুজনের ডাক্তারি পরীক্ষা ( ল্যাবরোটারী টেস্ট ) করে নেই, জানি কার মধ্যে সমস্যা ?

তবে আপনাকে একটি কথা বলি, আমার মন্তব্যের জবাবে যেসব পুরুষগুলো আমার উপর আঙ্গুল তুলে আপনাকে মালিশ করছে, এক সময় সুযোগ পেলে কোন মহিলার কাপড় খুলে নিতে একটুও তাদের হাত কাপবে-না বা কাপেনা, কিন্তু এগিয়ে আসবে আমার মতই কট্টোর ভাষী কোন এক পুরুষ, যারা অপ্রিয় হলেও সত্য কথা বলে ।

সব শেষে এই বলবো, কোন পুরুষ সন্তান সমতুল্য কন্যা বিয়ে করতে গেলে বাবা বয়সী বৃধ্যের সাথে সন্তান সমতুল্য কন্যা কেন বিয়েতে রাজি হন, কেন প্রতিবাদ করেন না ? তার জবাব আমী দেই ঃ স্বাশুরী ননদ বা ননাস, গ্রাম বা মহল্লার মহিলাগনদের পিচাশী কথা এবং বিদ্রুপ উপহাস থেকে মুক্তি পাওয়ার জন্য মুখ বন্ধ করে সেই বাবা বয়সী বৃধ্যের সাথে সন্তান সমতুল্য কন্যা বিয়ে বসতে রাজি হন ।

আমি দোয়া করি, দিনের দিন এই পশ্চিমা দেশ গুলো যেমন অপসংস্কৃতি থেকে যেমন মুক্তি পেয়েছে, এক দিন যেন আমাদের দেশটিও সেই সব ভন্ড "ফকির বাবা" গায়বী আওয়াজ বা অপসংস্কৃতি থেকে মুক্তি পায় । ভাল থাকবেন, সুস্থ থাকবেন ।

৩৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

মিঃ সালাউদদীন বলেছেন: আমি দুঃখিত, পোষ্ট করতে গিয়ে কোথায় কি ভাবে কি হয়ে কেন জানি কিছু লাইন দুইবার প্রকাশ হয়ে গেল ।

৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭

কানিজ রিনা বলেছেন: নারী তোমার উপর যতই অন্যায় হোক ঘুরে ফিরে তোমার ঘারেই সব দোষ চাপাতে পারঙ্গম
এসমাজ। আপনার প্রতি উত্তরে এটুকুই বলতে সক্ষম, তনু ধর্ষন থেকে শুরু করে যত নারী ও
শিশু ধর্ষিত হয় সবই পর্দা না করার বাহানা বা বাবা মায়ের দোশ দিয়ে পার পায় অশিক্ষিত
ঘুনে ধরা এসমাজ। তনুর ধর্ষন তো শেষ মেষ এলিয়ানরা করেছিল বলে দায় সারে, তনুর কোনও
প্রেমিক ছিল কিনা তনুর বাবা মাকে হেনস্তার সীমা এখনও চলছেই।
আজ দার্থহীন কন্ঠে বলব কোনও আদর্শ নারী পুরষ অন্যায় কখনও মেনে নেবেনা। আদর্শ পরিবারের
লোকজন কন্যা সমুতুল্য মেয়ে কখনও বুড়োভামের পাল্লায় পড়ে তা মেনে নেবে না।

পুরুষরা তখনই বুঝে যখন তার সন্তান তনুর মত অবস্থায় পড়ে। আপনি যদি আপনার সন্তানকে বলেন
আমি তোর বাবা না তখন সন্তানের আর জবাব দেওয়ার ক্ষমতা থাকেনা। আদর্শ সন্তান মাকে গিয়ে বলবে
না, মা বাবা আমাকে অশিকার করেছে তুমি জবাব দাও।
তাই হয়ত আপনার জবাবে আমি অক্ষম। ধন্যবাদ।

৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২০

মিঃ সালাউদদীন বলেছেন: কোন নারী যদি তার সন্তান সমতুল্য ছেলেকে বিয়ে করা নিয়ে বাড়াবাড়ি করেন তাহলে সেটা তার বা তাদের নিজেদের দুর্বলতা, কেননা, এ বিষয় নিয়ে শরিয়ত থেকে শুরু করে সমাজের কোথাও কোন বাধা নাই, সুতরাং একজন নারী ইচ্ছা করলেই তার ছেলে সমতুল্য পুরুষকে নির্দিধায়, নির্বাধায় বিয়ে করে তার মহানুভবতার পরিচয় দিতে পারেন, তাতে কোন পুরুষের আপত্তি বা বাধা নাই, অথবা এ কোন পুরুষের জন্য অসন্তোষজনক কোন বিষয় নয় । আর যদি কোন মহিলা বা নারী ( যা-ই বলিনা কেন ) তা না করেন সেটা তার নিজের দূর্বল মন মানসিকতার পরিচয় ।
সংখিপ্ত করে বলছি ; ২৫ বছর বয়স্ক আমাদের নবী করিম সাঃ কে ৪০ বছরের রমনী বিবি খাদিজা বিয়ে করে তার মহানুভবতার পরিচয় দিয়ে এক আধুনিক সভ্যতার সূচনা করে গিয়েছেন, যা নবায়ন করে ফ্রাঁন্সের বর্তমান ফাষ্ট লেডী "ব্রিজিৎ মাক্রো" তার ছেলে বয়সী ছাত্র এ্যামানূয়েল মাক্রোকে বিয়ে করে এক স্মার্ট সভ্যতার উন্মোচন করেছেন ।
কি, এবার খুশি-তো ?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

কানিজ রিনা বলেছেন: এখানে নবীর প্রশংগ আসার প্রশ্ন আসছে কেন?
আমাদের দেশের মানুষের দুঃশচরিত্রহীন লম্পট
গুল বহু বিবাহ করে নবীর হাদীস বর্তায়। আসলে
দেখা যায় তারা হাসীসের মুল্য কতটা কিছুই জানেনা।
আসলে তারা লম্পট মুনাফীক।
প্রাচীন যুগে অনেক কারনে ইসলাম প্রতিষ্ঠায় নানান
রকমের পথ অবলম্বন করেছেন। যেখানে কোনও
যৈবিকতা ছিলনা। হযরত মোহাঃ সঃ প্রতিটি স্ত্রী
ছিলেন বিধবা। শেষ স্ত্রী বাদে সকলেই উনার বয়সে
কিছু ছোট শুধু খাদীজা আয়সা রাঃ আঃ বাদে সবাই
ইসলাম প্রতিষ্ঠায় নিয়জিত ছিলেন। তাই বল্লাম
নবী মোহাঃ সঃ প্রশ্ন উঠার দরকার বলে মনে করিনা।
এখন দেখাতে পারবেন? এমন একজন মানুষ যে
বহু বিবাহ্ করে স্ত্রীর উপর সমধিকার দিয়েছে?
চিরুনী তল্যাশী করে দেখলে হয়ত মিললেও মিলতে
পারে কোনও চল্লিশ উর্ধ নারী সন্তান সমতুল্য ছেলেকে
বিবাহ্ করেছে। তা শুধু মস্তিস্ক বিকৃত ছারা আর কিছুনা
অথচ অহরহই দেখা যায় কিছু পুরুষ কন্যা সমতুল্য
মেয়েকে বিবাহ করে নিজের পুরুত্ব জাহেরী করতে দ্বিধা
করেনা। এরা মানুষের মত দেখতে বানর সিম্পাঞ্জী
জাতের চরিত্রর অধিকারী। এই মানুষ মানুগুল বোঝেনা
তার মৃত্যু হলে মেয়েটির কি হবে। আমাদের পুরুষতান্ত্রীক
সমাজে পুরুষরাই এর পরিবর্তন আনতে হবে নইলে এই
অভিরুচী বদলাবে না। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

মিঃ সালাউদদীন বলেছেন: কেন নবী কি একজন পুরুষ ছিলেননা, তিঁনি আগে পুরুষ পরে নবী । আগে শুনেছি, আপনারা মহিলারা পুরুষদের মাথা খেতে পছন্দ করেন, আপনার লেখা এবং মন্তব্য পড়ে বিশ্বাষ করছি, হ্যা সত্যি "আপনারা মহিলারা পুরুষদের মাথা খেতে বেশ পছন্দ করেন" । পুরুষদের উপর আপনাদের এতো বিদ্যেষ ভাব কেন ? আপনারা কি সমকমী ? আপনার সন্তানের পিতা কি একজন পুরুষ নয় ? আপনার জন্ম দাতা পিতা কি একজন পুরুষ নয় ? পুরুষদের নিয়ে আপনাদের লেখা পড়লে মনে হয় এ কোন লেখা নয়, একেকটি লেখা একেকটি "বিষোদগার" ।

চল্লিশ উর্ধ নারী সন্তান সমতুল্য ছেলেকে বিবাহ করলে তা শুধু মস্তিস্ক বিকৃত হবে কেন ? আমিতো বরং দেখছি তার উল্টো, ৪০ বছরের রমনী বিবি খাদিজা ২৫ বছর বয়স্ক আমাদের নবী করিম সাঃ কে বিয়ে করে বেশ সুখেই ছিলেন । ব্রিজিৎ মাক্রো" তার ছেলে ( ২৪ বছরের ব্যাবধান ) বয়সী ছাত্র এ্যামানূয়েল মাক্রোকে বিয়ে করে বেশ সুখেই আছনে, প্রেসিডেন্টের হাতে হাত মিলিয়ে বেশ দায়িত্বের সাথে ফাষ্ট লেডীর দায়িত্ব পালন করে চলছেন ।

তাছাড়া, আমি এবার দেশে গিয়ে দেখলাম, ঢাকার বয়স্ক মহিলা গন তাদের সন্তান সমতুল্য ছেলেদের সাথে ডেটিং করাকে এক ফ্যাশানে পরিনত করেছেন ।

আপনি ঠিকই বলেছেন : "আমাদের পুরুষতান্ত্রীক সমাজে পুরুষরাই এর পরিবর্তন আনতে হবে" ? কেননা, পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা হয়তো স্বয়ং সৃষ্টিকর্তাই চেয়েছেন, যদি তাই না হতো তাহলে সকল নবী এবং রাসুল শুধুমাত্র পুরুষদের মধ্য থেকেই প্রেরন না করে তাঁদের মধ্য হতে অন্তত একজন হলেও মহিলা নবী বা রাসুল করে প্রেরন করতেন । কিন্তু কেন তা করেন নাই ? কারন, আপনারা মহিলাগন জন্ম সূত্রেই কোন দায়িত্ব পালন করতে শিখেন নাই । যেমন ধরুন ; বনে কাঠ কাটকে গেলাম, আট ঘন্টায় একজন পুরুষ ২ মন কাঠ কেটেছে, আর মহিলা কেটেছেন মাত্র ১৫ কেজি কাঠ । আর কিছু লেখার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা । ভাল থাকবেন, সুস্থ থাকবেন, কারন,পুরুষদের মাথা খেতে শারীরিক শক্তির চেয়ে মানষিক শক্তির খুব বেশী প্রয়োজন হয় ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

কানিজ রিনা বলেছেন: হ্যা এখানেই আমার বক্তব্য আপনার সাথে শেষ
হলে আমি খুশি হব। আপনি বড় হাস্যকর কথা
বল্লেন, পুরুষের মাথা নারীরা খায়। প্রতিটি
পুরুষ নারীর সন্তান। কত বছর বয়স পর্যন্ত মায়ের
কথা শুনে চলেছেন। ভূমিষ্ট হওয়ার পর থেকেই
আর সেটাই আল্লাহ্ মায়ের উপর দায়ীত্ব বর্তেছেন।
আমি,ত বলেছি মোহাঃ সাঃ পশ্ন টেনে আনা কখনও
উচিৎ না। কারন যারা বহু বিবাহ করে তারা নবীর
এক্সাম্পল দিয়ে মুনাফিকি করে কারন মোহাঃ সাঃ
ইসলাম প্রতিষ্ঠা করেছেন খাদীজা রাঃ হাত ধরে এবং
তার পরবর্তী বিধবা বিবাহও ছিল ইসলাম প্রতিষ্ঠায়।
হ্যা তিনি পুরুষ, সৃস্টির সেরা মহা মানব ছিলেন।
আপনি যে পাস্চাত্ব নারী পুরুষের উদাহরন টেনেছেন
তা আমাদের সামাজিকতায় বড় বেমানান। আমার
অনেক পরিচিত আত্বিয় আমেরিকা কানাডা থাকে
তাদের সাথে আলাপ করে জানি এসব মানুষকে ভাল মানুষ
মনে মনে ঘৃনা করে। যদি আপনার মনে থাকে মনিকা লিউনেস্কি
ক্লিলিন্টনের কথা, এঘটনায় কতটা অপদস্ত হয়েছিল ক্লিনটন
স্ত্রী কন্যা থাকতে কেন তিনি এমন করেছেন। শেষমেষ গদী
ছাড়তেও বাধ্য হয়েছিল। এইযে ট্রাম্প তার চরিত্রর কারনে তাকে
মানুষ ঘৃনা করে। এখন বলুন চরিত্রহীন অশালীন মানুষকে
সব দেশেই ঘৃনা করে। অবশ্য সেসব উন্নত দেশে কেউ কারোও
স্বাধীনতায় হস্তক্ষেপ না করলেও ঘৃনা করে,ত বটেই।
এখন মাথা খাওয়ার প্রশ্ন যদি বলি আপনার মা নিশ্চয় আপনার
বাবার মাথা খায় নাই, হয়ত আপনার দাদীর উক্তি যদি হয় আমার
ছেলের মাথাটা খেয়েছে এটা শুধু পারিবারিক দন্দ।
আপনার মন্তব্য বেশ কিছু কথা অশালীন আমি কিন্তু উত্তরে অশালীন
শব্দ ব্যবহার করিনাই।
নারী ক্ষমতা আল্লাহ্ প্রদত্ব তারা মা মাতৃত্বই তাদের অমুল্য ক্ষমতার
অধিকারী। আপনার মা বোন কন্যা এতই ক্ষমতার অধিকারী যে
সম্মান আল্লাহ্ প্রদত্ব মায়ের পায়ের নীচে সন্তানের বেহেস্ত। কোন
সন্তান উল্লেখ করে বলা নাই নারী পুরুষ উভয়।
আপনি যদি আপনার ছেলেকে বলেন আমার মা সবচে শ্রেষ্ঠ, ছেলে
বলবে আমার মা শ্রেষ্ট নিশ্চয় কোনও দ্বীমত নাই।
The FemaLe of The species is
more Deadly Than The male.
সব শেষে আমার প্রশ্ন ছিল কিছু বুড়োভাম স্ত্রী পুত্র রেখে কেন কন্যা সমতুল্য
মেয়েকে বিয়ে করে তাদের কেন পিতৃত্ব জাগেনা। যা নারীরা পারেনা।
যদিও চিরুনী তল্লাশী করে পাওয়া যায় তথাপি সেই নারীর মস্তিক বিকৃত বলে
আমার ধারন। পাশ্চাত্বে এদের মানুষ ঘৃনা করে বটে।
অথচ আমাদের দেশে কিছু পুরুষ অহরই করছে আর নবীর হাদীস উদাহরন
টানছে কেন, দুঃচরিত্রহীন লম্পট গুল কেনই বা নবীর জীবনি টেনে এনে চরিত্রকে
চরিতার্থ করছে। তাই বলব এই অবনতি ঠেকাতে পুরুষরাই এগিয়ে আসা জরুরী।
ধন্যবাদ অনেক যুক্তি তর্ক রাখার জন্য।

৪০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫

মিঃ সালাউদদীন বলেছেন: "অশালীন" শব্দ ব্যবহারের কথা বলেছেন ? পুরুষদেরকে অপমান, অসন্মা এবং তাদের উপর বিরুপ ভাব ব্যাক্ত করে আপনি নিজে কত বার অশালীন শব্দ ব্যবহার করেছেন তা আপনি আপনার নিজের লেখা এবং মন্তব্য পুনরায় পড়ে তার জবাব আপনি নিজেই দিবেন বলে আমার ধারনা ? পুরুষ দের উপর বিদ্যেষ ভাব ব্যাক্ত করে ছলচাতুরী আর মিথ্যার আশ্রয় নিয়ে সাম্প্রদায়িক উস্কানীর মত উস্কানী দিয়ে লেখালেখে পুরুষদের ১৪ গোষ্ঠী ধুয়ে মুছে ফেলবেন, অথচ তার প্রতিবাদ করতে গেলেই "অশালীন শব্দ" ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলে সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করা আপনারা মহিলাদের এ এক অভিনব কৌশল । আপনাকে একটা প্রশ্ন করি যদিও জবাব দিতে আপনি বাধ্য নন, আচ্ছা বলুনতো এ পর্যন্ত কতটা পুরুষ পেয়েছেন যারা আপনাদের মত অপমান, অসন্মান বা বিদ্যেষ ভাব ব্যাক্ত করে নারীদের কেন্দ্র করে লেখালেখি করেছেন ?
আন্দোলন করে "নারী দিবস" আদায় করেছেন, কটা পুরুষ দাবী করেছে "পুরুষ দিবস" চাই ? একটাও না, কারন পুরুষ জন্ম থেকেই নিন্ম মনা নয় বা হীনমন্যতায় ভুগে না ।
আপনি লেখেছেন "আমার অনেক পরিচিত আত্বিয় আমেরিকা কানাডা থাকে তাদের সাথে আলাপ করে জানি এসব মানুষকে ভাল মানুষ মনে মনে ঘৃনা করে", আমি বলবো আপনার সেই সব পরিচিত আত্বিয় স্বজন হয়তো বেকার ভাতা খেয়ে জীবন জাপন করছেন, অথবা তারা আমেরিকা কানাডার সমাজের সাথে মিসতে পারে নাই ।
একটা বাস্তব উদাহর দিচ্ছি : ইংল্যান্ডে পড়া লেখা করে ইঞ্জিনিয়ার হয়েছেন, অথচ আমার বাসায় বেড়াতে এসে বাথ রুমে হাত ধোয়ার সাবানকে হ্যেয়ার ক্রীম মনে করে তার মাথায় ব্যাবাহার করেছেন । তার কারন কি জানেন ? কারন সে ইংল্যান্ডে পড়া লেখা করে ইঞ্জিনিয়ার হলেও সে ইংল্যান্ডের কার্লচার এর সাথে পরিচিত হতে পারে নাই । আর একটা বাস্তব উদাহর দিচ্ছি : ইংল্যান্ডে জন্ম হয়ে ইংল্যান্ডেই পড়া লেখা করে বড় হয়েছেন, তিনিও আমার বাসায় বেড়াতে এসে ব্রেকফাষ্টের রুটি খেয়ে বেশ মজা পেয়েছেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন এতো মজার রুটি কোথায় পেয়েছেন ? আসলে এ রুটি কিন্তু ইউরোপে সব সপিং মলেই পাওয়া যায়, কিন্তু তারা ঐ পরিবেশ থেকে অনেক দূরে বাস করে, সিলেট সন্দীপ বা হাতিয়ার অধিবাসী, ঢাকায় আসে নাই অথচ ইউরোপ আমেরিকা বা কানাডায় এসে পড়েছে, এই জন্য এই অবস্থা, নিজেদের গন্ডী থেকে বের হতে পারে নাই বা শিখে নাই অথবা অভিবাবকগন বের হতে দেন নাই । আমি এতোই অবাক হয়েছি যে আমার বিশ্বাষ যেন লোকটি এই মাত্র বাংলাদেশ থেকে আসলো । আসলে ইংল্যান্ডেই পড়া লেখা করে বড় হলেই ইউরোপিয়ান, আমেরিকান, কানাডিয়ান বা ইংল্যান্ডী হওয়া যায় না, তা হতে হলে বারে নয়, লাইব্রেরীতে যেতে হয়, এসব দেশের সমাজ সংস্কৃতির সাথে মিশতে হয় । যে দুটি ঘটনার কথা বললাম তারা এ সমাজের সাথে মিশতে ব্যার্থ হয়েছে, তাই কোন টি হাত ধোয়ার সাবার আর কোনটি হ্যেয়ার ক্রীম সে সম্পর্কে তাদের কোন ধারনা নাই । "এসব মানুষকে ভাল মানুষ মনে মনে ঘৃনা করে", কোন সব মানুষের কথা বলতে চেয়েছেন জানিনা, কিন্তু আমি ইউরোপ, আমেরিকা, কানাডার সমাজ সম্পর্কে যা জানি তার সংখিপ্ত জবাব হলো : কোন বারে গিয়ে কারোর সাথে বন্ধুত্ব স্থাপন হলে সেই বন্ধুটি হয় "মাতাল", আর কোন লাইব্রেরীতে গিয়ে কারোর সাথে বন্ধুত্ব স্থাপন হলে সেই বন্ধুটি হয় সংস্কৃতি মনা, সমাজ স্বচেতন, বা কোন কবি সাহ্যিতিক, অথবা কোন রাজনীতিবিদ, অথবা কোন ছাত্র বা শিক্ষক, এই হলো ইউরোপ, আমেরিকা, কানাডার আসল চেহারা বা সমাজ পরিচিতি । কে কি করলো আর কে কি করলোনা তা দেখে ঘৃনা করার সময় পশ্চিমাদের নাই, আপনার পরিচিত আত্বিয় আমেরিকা কানাডায় যারা থাকে তারা আপনাকে ভুল ধারনা দিয়েছে, যেন তাদের সম্পর্কে আপনার ভিন্ন ধারনা না জন্মায় ।
"শেষমেষ গদী ছাড়তেও বাধ্য হয়েছিল", আপনার তথ্য মোটেও সত্য নয়, বিল ক্লিনটন গদীতো ছাড়েই নাই, বরং মনিকা লিউনেস্কির সাথে বিল ক্লিনটনের "অভিসার" প্রকাশ হওয়ার পর বিল ক্লিনটন আবারও দ্বিতীয় বারের মত আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয় এবং পূর্ন মেয়াদ পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল থাকেন, আমেরিকার প্রেসিডেন্ট কার্য প্রনালীর আইন অনুযায়ী তিনি সর্বমোট ৮ বছর খমতায় অধিষ্টিত ছিলেন, ৪ বছর করে ২ বারে ৮ বছর । যতোই পপুলারেটি থাকুক না কেন আমেরিকায় কোন প্রেসিডেন্ট দুই বারের বেশি নির্বাচিত হতে পারেন না ।
"এখানেই আমার বক্তব্য আপনার সাথে শেষহলে আমি খুশি হব" এ কথা বলছেন কেন ? দীর্গ ২৮ বছর পর মাত্র ১ মাস ১ সপ্তাহ হলো বাংলা লেখায় হাত দিলাম । আমার ভাগ্নে কয়েক মাস পূর্বে এই ব্লগের খবর দিলো, আর তাই ২৮ বছর পর আবার বাংলা লেখায় পুনরায় হাত খরি শুরু করলাম, সুতরাং এতো তারাতারী আপনাদের শাড়ির আঁচল ছাড়বো বলে ভাবছি না । লেখালেখি করতে গেলে যুক্তি তর্ক থাকবেই, চোরের ভয়ে খালি গায়েতো আর থাকা যাবে না ।
ভাল থাকবেন, সুস্থ থাকবেন ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪২

কানিজ রিনা বলেছেন: হা হা শেষ করার কথাত আপনার মন্তব্য করলে উত্তর দেওয়া ত প্রতিটা লেখকের দায়। আপনি আর মন্তব্য না করলে
আমি উত্তর দিতাম না। বিল ক্লিনটন আট বছরের মধ্যেই লিউনেস্কি কে নিয়ে মিডিয়ায় তোলপার কেন হয়েছিল
বলতে পারেন। ওদেশে তো এইসব দৈহিক গত স্বাধীনতার উপর কোনও বাধাধরা নিয়ম নাই। তবুও ক্লিনটন মনিকা
লিউনেস্কিকে নিয়ে মিডিয়ায় এত তোলপার কেন হয়েছিল? এটাই তার প্রমান ব্যক্তিহীনদের ওদেশের মানুষ ঘৃনা
করে। আচ্ছা আমাদের এরশাদ চাচাকে সকলে কতটা হেও করে কথা বলে তা কি চোখে দেখেন? কারন ওই একই। কথার কথায় পাশ্চাত্ব স্বাধীনতার কথা আমাদের দেশের স্বামাজীকতায় টানেন কেন? আমাদের দেশ কি
কানাডা আমিকার মত উন্নত দেশ।
দেখুন আমি ব্লগের কোনও লেখক নই আমি নিয়মিত পাঠক। আপনাদের কাছে ওই একটাই প্রশ্ন ছিল কিছু পুরুষ
কেন ৬০ ৭০ বয়সে কন্যা সমুতুল্য নারী বিবাহ করে, কেন তাদের পিতৃত্ব জাগে না। আপনি সে প্রশংগ বাদ দিয়ে
নানান রকম প্রশ্ন করে আমাকে তর্কে জড়িয়েছেন। এবিষয়ে আপনি এইসব বুড়োবামের পক্ষ নিয়ে কথা বলা
প্রয়োজন মনে করেছেন। তাই আমি আপনার মন্তব্য আর আশা করছিনা। ভাল থাকুন।

৪১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

মিঃ সালাউদদীন বলেছেন: আপনি অন্য সব মহিলার মতই মহৎ এবং উদার মনের মহিলা নন । বাংলাদেশের বাইরের দেশের অর্থ্যাৎ পশ্চিমা দেশের কোন বাস্তব অভিজ্ঞতা আপনার নাই, তাই বলতে পারলেন "তাই আমি আপনার মন্তব্য আর আশা করছিনা" ? আপনি নিশ্চই জানেন বাংলাদেশের কোন মেয়েকে "সুন্দরী মেয়ে" বলে সন্মান করলে জবাব কি আসে ? সেই সব মেয়েদের জবাব থাকে "আমার জুতার মাপ জানস.............. ? অথচ পশ্চিমা দেশের কোন মেয়েকে যদি বলা হয়, "তুমি বেশ সুন্দর" এবং এ মন্তব্যের জবাবে উত্তর কি থাকে জানেন ? "ধন্যবাদ", শুধু তা-ই নয়, মাঝে মধ্যে আনন্দে পুলকিত হয়ে গালে চুমোও দেয় । তাতে কি হয় জানেন ? বন্ধুত্বের সৃষ্টি হয়, আত্মার প্রতি আত্মার এক অভিনব সম্পর্কের সৃষ্টি হয়, একের প্রতি অন্যের ভালোবাসার সৃষ্টি হয়, বাড়ে সেই মেয়ে বা মহিলার প্রতি "সন্মান", গড়ে উঠে বন্ধুত্বের সেতুবন্ধন ।
মনিকা লিউনেস্কিকে নিয়ে মিডিয়ায় এত তোলপার হওয়ার পরও কিন্তু বিল ক্লিনটন দ্বিতীয় বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল । কারন কি জানেন ? মিডিয়া ব্যাবসা, বিল ক্লিনটন এবং মনিকা লিউনেস্কিকে নিয়ে মিডিয়ায় যতই তোলপার করুক না কেন, বিল ক্লিনটন কিন্তু মিডিয়াদের নাকে খত দিয়ে বিপুল সংখ্যক ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলো । আমেরিকার জনগন এতো বোকা না, তাদের জাতীয়তা বোধ এতো দূর্বল নয় যে, মিডিয়াদের রং মাখা খবর পড়ে জাতির অমঙ্গল টেনে আনবেন । আপনি লখ্য করেছেন নিশ্চই, বিল ক্লিনটনের আট বছরের খমতা কালে পৃথিবী কত শান্তিতে ছিলো ? আপনি বাস্তবের সাথে পরিচিত নন, তাই আপনি কেন আমি-ই আমার লেখার মন্তব্যের জবাব আপনার কাছ থেকে আর আশা করছিনা, জবাব দিলেও আমি আর আপনাকে লেখবো না । বিদায় ! তবে বিদার নেয়ার আগে একটা প্রশ্ন রাখবো : আপনি কত বার আমার মা বোন কন্যাকে নিয়ে "অশালীন" শব্দ ব্যবহার করেছেন, তার জবাবে আমি একবারও কি আপনার মা বোন কন্যাকে নিয়ে "অশালীন" শব্দ ব্যবহার করেছি ? এই হলো পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য ।
ভাল থাকবেন, কিন্তু কথায় কথায় কারোর মা বোন কন্যাকে নিয়ে "অশালীন" শব্দ ব্যবহার করলে আমি হয়তো কিছুই করলাম না, কিন্তু অন্য কেউ হয়তো উপযুক্ত জবাব দিয়ে দিবে, এমন কি বিপদে পড়তে পারেন । আল বিদায় !!!!!!!!!!!!!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪

কানিজ রিনা বলেছেন: না আমাদের দেশের মানুষ এখনও এত পাচাত্ব্ সামাজিকতায় পৌছায় নাই। কারন আমাদের দেশের মানুষ ৯০
ভাগ মুসলিম। মুসলিম আইনে মেয়েদের এইসব স্বাধীনতা নাই।
তবুও পাশ্চাত্ব স্বাধীনতা আমাদের দেশে ঝড় হাওয়ার গতিতে বয়ে যাচ্ছে তা শুধু আমাদের সামাজিকতার আবক্ষয়
ছাড়া আর আর ভাল কিছু বয়ে আনছে না। যেসব ছেলেরা নিজের মা বোনকে সম্মান করে তারা বাইরের নারীকেও
সম্মান করে। মেয়েরা কারো না কারো মা বোন কন্যা। পাশ্চাত্ব সাধীনতা নারীর অসহায়ত্ব নিয়ে আমি লিখব।
সেটা নাহয় পড়ে দেখেন যেখানে শিশুরা আপন বাবাকে কাছে পায় খুব কম। হয়ত আমাদের ফুট পাতের ইস্টসনের
শিশুর মত হয়ত বাবার নাম বলতে পারনা কিন্তু সরকার ওদের ভাল ব্যবস্থায় রাখে। কিন্ত ওদের মায়েরা কত
অসহায় তা নাহয় লিখেই বুঝাব। এখানে আপনার মন্তব্য শেষ বার বার না আসাই ভাল। মন্তব্য রাখলে উত্তর
করতে হয় সে নিয়ম ব্লগ নিয়মাবলি থেকে জেনে নিয়েন। একমাত্র লেখকই বলতে পারে আপনার মন্তব্য আর
আশা করছিনা।

৪২| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


নতুন কিছু নিয়ে লিখুন

৪৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

খায়রুল আহসান বলেছেন: এ প্রশ্নের উত্তর মনোদৈহিক বিশেষজ্ঞরাই হয়ত ভাল দিতে পারবেন, তবে সবগুলো মন্তব্য ও প্রতিমন্তব্য পড়ে আমার মনে হলো, সোহানীই শেষ কথাটি বলে দিয়েছেনঃ পাপ কখনো কাউকে ছাড়ে না, কোন না কোনভাবে সে শাস্তি পাবেই পাবে
পরকীয়া সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এড় প্রতিকার খুঁজতে সমাজবিজ্ঞানীদের এখনই তৎপর হতে হবে।

০৩ রা মে, ২০১৮ রাত ৯:৫৬

কানিজ রিনা বলেছেন: আপনি হয়ত ঠিকই বলেছেন, সমাজ সচেতনতায় এবিষয়ে পুরুরা পুরুষের সহায়তা
করে। মন্তব্যে অনেকে পুরুষের পক্ষেই কথা বলেছে। তবে বিজ্ঞজনেরা যদি চিন্তা করেন
পরোকীয়ার ত্বরে ভেসে যায় সন্তানেরা যে সন্তানের জন্য বাবা মা দুই জনের প্রয়োজন
হয় তাদের অভাব অসহায়ত্ব কেউ চিন্তা করে দেখে না।
আপনি চিন্তা করুন স্টেশন ফুটপাতে ঘুমনো বেশীর ভাগ শিশু কিশোর বাবাকে চিনেনা।
তাদের কথা ভাবলেই বলা যায় পরোকীয়া কতটা দুঃখের বিষয়। ধন্যবাদ সুন্দর মন্তব্যে
অভিনন্দন।

৪৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৮

শাহারিয়ার ইমন বলেছেন: খুব স্পর্শকাতর একটা প্রশ্ন

০৩ রা মে, ২০১৮ রাত ১০:০৬

কানিজ রিনা বলেছেন: সত্যই স্পর্শকাতর, সন্তান সমতুল্য যুবতীকে বিয়ে করতে কিছু পুরুষের পিতৃত্ব জাগেনা
সে ক্ষেত্রে নারীরা সন্তান সমতুল্য যুবক বিয়ে করতে মাতৃত্ব জেগে উঠে নিশ্চয়।
এই প্রশ্ন স্পর্শ কাতর তো অবশ্যই। আপনার একটা শব্দই অনেক অনেক প্রশ্ন রেখে
গেছেন। তাই অভিনন্দন।

৪৫| ০৩ রা মে, ২০১৮ রাত ১১:০৯

কানিজ রিনা বলেছেন: সৈয়দ তাজুলের মন্তব্য ভুলক্রমে মুছে যাওয়ায় দুঃখিত আপনার মন্তব্য আবার আশা করছি।

৪৬| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭

কাইকর বলেছেন: খুব ভাল বলেছেন।

৪৭| ২২ শে মে, ২০১৮ রাত ৩:০৫

এম ডি মুসা বলেছেন: দুঃখ পেলাম ,
আপনি তার বয়স ভিত্তিক কথা বলছেন
সবার হিসেব করে কথা বলা উচিত,
মনে পড়ল একটা ভন্ড কবিরাজ খনকার,
তার মেয়ে ছেলে বিয়ে দেবে ,
সে নাকি প্রেম করে, প্রেমে পড়ে। একদা সে
সে একটি মেয়ে কে নিয়ে দেশ ছাড়ে
তার একটি মেয়ে বিয়ে দেবার ছিল।
আগের কমেন্টস ডিলেট দেবেন।
সাজানো ছিলোনা কথা।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:০৮

কানিজ রিনা বলেছেন: ইহাই তো মস্তিস্ক বিকৃত অভিরুচী, ক্ষতি গ্রস্ত সন্তানেরা
মাশুল গুনবে জীবনভর। সুন্দর মন্তব্য।

৪৮| ২২ শে মে, ২০১৮ রাত ৩:৫৬

সাাজ্জাাদ বলেছেন: ভালবাসা , বয়স ওসব কিছুই না। সবই পরিস্থিতি আর হরমোনের খেলা।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:০৩

কানিজ রিনা বলেছেন: বয়সের ভীমরতী আবেগের ত্বরে বিবেক হাড়াইয়া মৃত্যু কালে গুসেবন করে মড়ে। ধন্যবাদ,

৪৯| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৫২

অর্ক বলেছেন: আপা, দুটোই হতে পারে আপা! এসব অত্যন্ত সাধারণ ব্যাপার। আমাদের দেশে প্রফেসর শাহেদা ওবায়েদ, সুবর্ণা মোস্তাফা, মন্ত্রী তারানা হালিম (ছোটো ভাইয়ের বয়সী) বিয়ে করেননি! যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এব্যাপারে বাইরের কারও হস্তক্ষেপের চুল পরিমাণও। এই মানবসভ্যতা দাবী করে, প্রত্যেক পরিণত বয়সের নারীপুরুষকে তাদের পছন্দমতো স্বাধীন জীবনযাপন করতে দিতে হবে। এর কোনও বিকল্পই নেই আপা। একজন নারী যদি তার ছেলের বয়সী কারও সঙ্গে বিবাহিত সুখী জীবনযাপন করতে চায়, আর সেই ছেলেটিও যদি আগ্রহী হয়, তাহলে আসুন আমরা সবাই তা সানন্দে গ্রহণ করি।

ধন্যবাদ আপা।

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৫২

কানিজ রিনা বলেছেন: আসলে অর্ক মানুষের ব্যক্তিগত অভিরুচী যদি আবেগ দিয়ে বিবেক হাড়ায় বেশীর ভাগ কাছের মানুষ ক্ষতিগ্রস্ত
হয়। নিজের অভিরুচী শুধু নিজেকেই আনন্দ দিতে পারে বা বন্ধু বান্ধব বাহবা দিতে পারে তাই বলে কাছের
মানুষ ভাইবোন সন্তান স্ত্রী অপমানে মাথা নীচু হয় তখন ব্যক্তিগত স্বাধীনতা কতটা জঘন্যতা উপেক্ষা হয়,
তাকি ভেবে দেখেছ?
সুবর্না মুস্তফা যখন হুমায়ুন ফরিদীকে বিয়ে করে অপর দিকে হুমায়ুন ফরিদীর বউ বাচ্চা ছিল তারা কত পরিমান
ক্ষতির সম্মুখীন হয়েছিল সেটা শুধু তারাই জানে। যদিও হুমায়ুন ফরিদীর বউকে একজন পুরুষ বিয়ে করেছিল
তথাপি মেয়েটা সারা জীবন আপন বাবার অভাব অনুভব কেরেছে বৈকি? সুবর্নার কোনও সন্তান না হওয়ায়
হুমায়ুন ফরিদী নিজের মেয়ের অভাব হাড়ে হাড়ে অনুভব করেছে যা তার সাক্ষাত কারে উঠে আসত। তার হুমায়ুন
ফরিদীকে ছেড়ে যখন সুবর্না মুস্তফা ব্যক্তি স্বাধীনতা ফলাও করে বয়সে ছোট পুরুষকে বিয়ে করে, ভিতরে হুমায়ুন
ফরিদী অসুস্থ তারপর মৃত্যু। সবাই এটাই অনুভব করেছে। হুমাযুন ফরিদীর
ভুলের মাসুল গুনেছে বৈকি?
এখন আমি হুমায়ুন আহম্মেদের এক্সাম্পল টেনে কথা বললে একই কথা তুলে ধরলে বলব তার সন্তানেরা কিভাবে
বাবার অনুপস্থিতিতে ধুকেছে। কতটা ক্ষতিগ্রস্থ হয়েছিল গুলতেকিন, মাথা নীচু করে আড়াঁল হতে হয়েছিল পরিচিত
জনেদের থেকে। আচ্ছা যখন সন্তান সন্তদী থাকে তখন মানুষের ব্যক্তি জীবন একার হয় কেমনে? স্বামী স্ত্রী যখন
সন্তানের লালন পালনে দুইজন দুজনের কাছে দায়বদ্ধতা থাকে তখন নিজের ব্যক্তি জীবনের স্বার্থে দায় এড়ানো
কতটা জঘন্য তা ভেবে দেখা প্রতিটি মানুষের উচিৎ। মানুষের জীবন কুকুরের সাথে তুলনা হয়না।
আমি তোমার বড় বোন বলে ভাবো যদি, আমার দুটি সন্তান শুশিক্ষিত, বাবার ব্যক্তিগত স্বার্থ বহুগামীতা মাতলামী
শেষে সন্তান সমতুল্য কাজের চাকরানীকে বিয়ে করা। আমার ছেলে মেয়ে বিবাহ্ উপযুক্ত ওরা মাথা নীচু করে হাটে
বাবার উচ্ছৃংখ্যল ব্যক্তি স্বাধীন জীবনের কারনে।
এখন বলো এহেন ব্যক্তি স্বাধীন জীবন কেন সমাজ মেনে নেয় ব্যক্তি স্বাধীনতার কথা বলে। আমার প্রশ্ন ছিল
পুরুষরা কেন কন্যা সমতুল্য যুবতী বিয়ে করতে পিতৃত্ব অনুভব করেনা? সে বেলায় মেয়েরা সন্তান সমতুল্য ছেলেকে
বিয়ে করতে মাতৃত্ব জেগে উঠে। যদিও মেয়েরা এমন বিবাহে জড়ায় তাহলে সেটা মস্তিস্ক বিকৃত ছাড়া আর কিছুই না। সুবর্না মুস্তফা চল্লিশ বছর বয়সে ছাব্বিশ বছর বয়সের পুরুষকে বিবাহ করছে এটা স্বাভাবিক। সাহেদা ওবায়েদ
তারানা হালিম কত বয়সের পুরুষকে বিয়ে করেছে জানা নাই। পঞ্চাশ উর্ধ কোনও নারী পঁচিশ বছরের যুবক বিয়ে
করা মানেই জঘন্য মস্তিস্কর অধিকারী।
কিন্তু জানো কি নারীদের এধরনের বিয়ে খুব কম ঘটে ঘটলেও সমাজ থেকে বিতারীত হেয় প্রতিপন্ন হয়ে থাকতে
হয়। তাই বুড়ো নানা কিশোরী নাতীকে সম্পদের লোভ দেখিয়ে বিয়ে করলে কিন্তু সমাজে সাগ্রহে মেনে নেয়।
কারন আমরা পুরুষ তান্ত্রীকে অভ্যস্ত হয়ে পড়েছি যে ধর্ষিত নারীরাই দোশী ধর্ষক দোশী নয়।

৫০| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৬

শামচুল হক বলেছেন: আপনার প্রশ্নটা যৌক্তিক। উত্তর অনেক মাথায় আসে লিখতে গেলে পোষ্টের মত হবে। তবে কথা হলো বুড়ো বয়সে একজন অল্প বয়সি মেয়ে বিয়ে করা বোকামী। অবশ্য এর খেসারতও বুড়োরা দিয়ে থাকে। সেসব এখানে আর উল্লেখ করলাম না।

৫১| ০৮ ই জুন, ২০১৮ ভোর ৪:১৬

উদাসী স্বপ্ন বলেছেন: আসলে পুরুষরা জিনগত ভাবেই বহুগামী। তারা একজন নারীর সংস্পর্শ বা আবেগ সঠিকভাবে নিতে পারে না যেটা হয়তো একজন মেয়েরা পারে। যৌনসংক্রান্ত ব্যাপারে পুরুষরা স্বতঃস্ফুর্ত এবং এ্যাগ্রেসিভ কিন্তু মেয়েরা আবেগী ও ডিফেন্সিভ। এটা প্রকৃতি থেকেই নির্ধারিত।

তবে ধর্ম এসে এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে যেখানে পরিস্থিতিটা আরো স হজ ভাবে নেয়া উচিত ছিলো। বর্তমানে পাশ্চাত্য সমাজে এই যৌনতা বিষয় বেশ স্বাভাবিক হিসেবেই ধরা হয়। তাই দেখা যায় সেক্স বিষয়ক ব্যাপারে অপরাধটা চরম পর্যায়ে তেমন হয় না। ছোটখাটো ব্যাপারগুলো যখন ঘটে সেটাই তখন একটা ইস্যু হয়ে যায় এবং সেটাকে কঠোরভাবে তারা দমন করে। তাই সমাজে বিশৃঙ্খলা তেমন ঘটে না, কটু ব্যাপারগুলো তেমন দেখা যায় না। কিন্তু উন্নয়নশীল এবং ধর্ম যযেসব দেশে সমাজের ভিত্তি সেখানে সেক্স বিষয়ক অপরাধ চরম পর্যায়ে ছড়িয়ে পড়ছে এবং সামাজিক ব্যাবস্থা নস্ট হয়ে পুরো ব্যাপারটা বিবর্ন হয়ে যাচ্ছে।

সঠিক যৌনশিক্ষা এবং উদার সমাজ ব্যাবস্থার সাথে কল্যানমূলক রাস্ট্রই পারে একটি সমাজের নৈতিক মানদন্ড ঠিক রাখতে। তার আগে এটা মাথায় রাখতে হবে যৌনতা একটা স্বতঃস্ফূর্ত এবং মৌলিক চাহিদা। যখনই এটাকে আটকাতে যাবেন তখনই বিশৃঙ্খলার পরিমান বেড়ে যাবে

৫২| ১০ ই জুন, ২০১৮ ভোর ৬:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কঠিন চিন্তার বিষয় আপুমণি। সমাজ বদলাতে হবে। মানুষের মনমানসিকার পরিবর্তন দরকার। পোস্টে এ+

৫৩| ১১ ই জুন, ২০১৮ রাত ১২:০৭

শামচুল হক বলেছেন: কানাডার জঙ্গলে এক রাত দ্বিতীয় পর্ব দেয়া আছে সময় পেলে পড়ার জন্য অনুরোধ রইল।

৫৪| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:১৭

রাকু হাসান বলেছেন: খুব কঠিন প্রশ্ন । আমাদের পরিবর্তন দরকার । বিশেষ করে মানসিকতার পরিবর্তন ..।এই পরিবর্তন টা কোন দিন যদি আসে আমাদের সমাজে খুব খুশি হবো ।

এর পিছনে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীর অসহায়ত্ব অনেকটা দ্বায়ী বলে আামার মনে হয় । পুরুষরা স্বাভাবিক ভাবে নারীর উপর প্রভুত্ব করতে পারে বর্তমান সমাজের আলোকে । সে হিসাবে এটা একটা সহজ বিষয় পুরুষের জন্য অপর দিকে নারীদের অসহায় আত্মসমর্পণ ছাড়া বেশি কিছু করার থাকে না । নারাীর সামাজিক অবস্থান একটা কারণ । পুরুষরা তাদের মানসিকতার পরিবর্তন আনতে পারলে উদারতার পরিচয় দিত কিন্ত মনে হয় খুব সহজে বদলাবে । এ ক্ষেত্রে নারীর পারে উপযুক্ত ডিপেন্স করতে পারে । তাদের সামাজিক অবস্থার উন্নয়ই পারে এই সবের অবসান ।

ব্যক্তিত্বের মধ্যে নারী পুরুষের যে তফাত কেন? এই প্রশ্নের কার্যকর উত্তর দিতে পারবো না আমি । আমাদের স্বৈরাচারি প্রভু হওয়ার আকাঙ্কা ,সামাজিক ভাবে স্বীকৃত যে পুরুষরা অপেক্ষাকৃত কম বয়সী মেয়ে বিয়ে করা ,এটাও একটা কারণ হতে পারে । .....

ভাল একটা লেখা পড়লাম । চিন্তনীয় পোস্ট .পরিবর্ত
নীয় পোস্ট .।শুভকামনা রইলো .।আমাদের জন্য দোয়া রাখবেন :-B

৫৫| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৩১

Ashfi Tuhin বলেছেন: পোস্ট এবং কমেন্টস গুলো থেকে অনেক কিছুই শিখলাম।। ( Women in Development টপিকস পড়তে পড়তে ব্লগে ঢুকেছিলাম। ভালই হলো। ধন্যবাদ।।

৫৬| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪০

ব্লু হোয়েল বলেছেন: হাততালিতে দুই হাতই লাগে ।

৫৭| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৩

উদাসী স্বপ্ন বলেছেন: মাসনা সুলাসা রুবাআ কোরানেরই বিধান। যাদের পিরিয়ড শুরু হয়নি পিতা মাতা রাজি থাকলে একজন পুরুষ বিয়ে করতেই পারে। ইয়েমেন সৌদী সহ বিভিন্ন শরীয়া আইন প্রচলিত মাসলম্যানদের দেশে এটা প্রচলিত। এমনকি ১৮ হবার আগে তাদের সেপারেশন বা খুলা করারও অনুমতি নেই। সব তো কোরানেরই বিধান। সহী ইসলামে কি সমস্যা ঠিক বুঝলাম না।

৫৮| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৬

সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে একটা পোষ্ট দিলাম, মনে হয় আপনার নজরে আসেনি।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৭

কানিজ রিনা বলেছেন: প্রিয় ও শ্রদ্ধেয় সনেট কবি অনেক অনেক ধন্যবাদ, আমাকে নিয়ে লিখেছেন বলে
আন্তরিক অভিন্দন।

৫৯| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫২

অর্থনীতিবিদ বলেছেন: যুগ যুগ ধরে চলে আসা পুরুষদের ভোগবাদী মনোভাবই মনে হয় এর কারণ।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

কানিজ রিনা বলেছেন: যা বলেছন অনেক অনেক অভিনন্দন।

৬০| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৪

সোহানী বলেছেন: আপনি কি আমার ফেইসবুক আইডি পেয়েছেন বা আপনি কি ফেইসবুক ইউজ করেন? যদি না করেন আমাকে জানাবেন, আপনি আমার ফোন সহ ইমেইল আইডি দিবো।

৬১| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯

আদিল নাঈম বলেছেন: পুরুষের বেলায় যেমন কথাটা সত্য মেয়েদের মেয়েদের বেলায় ও কথাটা সত্য। আমি নিজে প্রমাণ ,আমার প্রতিবেশি । যে বিয়ে করেছে সেই লোকটার বয়স যেমন ৫০ ছুঁইছুঁই তেমনি মহিলাটির বয়স প্রায় ৪৫।তাদের উভয়েরই আগের সংসার ছিল কিন্তু তারা এখন বিয়ে করে সংসার করছে।আসলে আপু এখানে কাজ করে মন মানুষিকতা ও নিজের ব্যক্তিত্ব ।এখানে না আছে পুরুষের বা মহিলার একক দোষ। তবে কথা হচ্ছে সেই ২৫ বছরের মেয়ে ৬০ বছরের পুরুষকে বা ২৫ বছরের যুবক ৪৫ বছরের মহিলাকে বিয়ে করে যদি সুখী হয় তাহলে আমাদের মাথা ব্যথার কি আছে?

৬২| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

ভাইয়ু বলেছেন: আপনি একপাক্ষিকভাবে বিষয়টা দেখলে তো হবে না ৷ নারীরও এমন বহু কর্ম রয়েছে যেসব পুরুষেরা ভাবতেও পারেনা আবার পুরুষেরও বহু কর্ম রয়েছে যা নারীরা কখনোই করে না ৷
কোন জেন্ডারের উপর একতরফাভাবে দোষ চাপিয়ে দেওয়াটা যুক্তিযুক্ত হতে পারেনা ৷
আসুন যে যার যায়গা থেকে ঠিক হই ৷

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

কানিজ রিনা বলেছেন: আপনি কি লেখাটা ঠিক মত পড়েছেন কিনা। সবগুল মন্তব্যও
পড়ে দেখেন। আপনি চিরুনী তল্লাশী করেও পাবেন কিনা
কোনও নারী সন্তান সমতুল্য পুত্রকে বিবাহ্ করতে মাতৃত্ব
জাগে নাই। যদি পেয়ে থাকেন তাহলে ধরে নিবেন সে নারীর
মস্তিস্ক বিকৃত। অথচ অহরহ ঘটে যাচ্ছে কিছু পুরুষ কন্যা
সমতুল্য নারীকে বিবাহ্ করতে তাদের পিতৃত্ব জাগে না।

৬৩| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪২

ভ্রমরের ডানা বলেছেন:



পোস্ট করেছি: ৫টি
মন্তব্য করেছি: ৩২৫৬টি
মন্তব্য পেয়েছি: ২৮৬টি
ব্লগ লিখেছি: ২ বছর ১১ মাস




পোষ্ট করেছেন খুবই কম! পোষ্ট বাড়ান!

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪২

কানিজ রিনা বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য অনেক অভিনন্দন। আসলে আমি পড়তে
ভালবাসি। আমি নাহয় পাঠক হয়েই থাকলাম আপনারদের
মাঝে।

৬৪| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৩

শাহারিয়ার ইমন বলেছেন: এটা পুরুষের মজ্জাগত মনে হয় ,তবে ইদানিং বয়ষ্ক মহিলারাও একাজ করছে

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৮

কানিজ রিনা বলেছেন: বয়স্ক মহিলা যদি সন্তান সমতুল্য ছেলের সাথে বিবাহ্ বা দৈহিক অপকর্মে জড়ায় ভাববেন সে মহিলার
মস্তিস্ক বিকৃত কোনও সমাজে তাকে ভাল চোখে দেখবেনা। আর মনে রাখবেন যেসব মহিলা এই ঘৃনিত
অন্যায় করে নির্লজ্জ জীবন বেছে নেয় সে নিশ্চিত মস্তিস্ক বিকৃত।
অথচ কিছু নির্লজ্জ পুরুষ অহরহ এমন কন্যা সমুল্য মেয়ে বিয়ে করে দিব্যি সমাজে ঘুরে বেড়ায় কোনও পিতৃত্ব
বোধ যেন পুরুষের থাকতে নাই সমাজ এটাকেই সামর্থন করে। কেন পুরুষের বেলায় এই মস্তিস্ক বিকৃত
সমাজ মেনে নেয়। আমি কোনও নারীর বেলায় যখন বলছি মস্তিস্ক বিকৃত তাহলে পুরুষরা কেন এসব বিকৃত
অভিরুচী বলবে না। অবশ্য মন্তব্যে বেশীর ভাগ বুদ্ধিমানরা তেমনই বলেছেন। সবগুল মন্তব্য পড়ুন বিবেগ প্রশমিত
করুন।

৬৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯

বলেছেন: শাহারিয়ার ইমন বলেছেন: এটা পুরুষের মজ্জাগত মনে হয় ,তবে ইদানিং বয়ষ্ক মহিলারাও একাজ করছে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬

কানিজ রিনা বলেছেন: কোন এলাকা নাম ঠিকানা বললে ভাল হত।
আর এমনটি যদি কোনও মহিলা ঘটায় সমাজ
থেকে সে বিতারিত হয়। এবং যে এলাকায়
বয়স্ক মহিলা সন্তান সমতুল্য ছেলেকে বিয়ে
বা অবৈধ সম্পর্ক করে সে এলাকায় সে কখনো
টিকতে পারেনা। অন্য কোথাও আস্তানা গাড়লেও
তাকে লুকিয়ে থাকতে হয়। মনে করবেন এসব
নারীর বিকৃত মস্তিস্ক। তবে আমার চোখে আজও
পরে নাই। অথচ পুরুষের বেলায় ভুরি ভুরি
ঘটে সমাজে এর কোনও প্রতিকার নেই। বরঞ্চ
সমাজ পুরুষের দলেই ভিরে। আমি বলব
নারী হোক আর পুরুষ হোক উভয় সমান
অপরাধী যারা সন্তান সমতুল্য পুত্র কন্যার সাথে
অবৈধ সম্পর্ক বা বিবাহ করে মাতৃত্ব বা পিতৃত্ব
বোধগম্য থাকেনা তারা বিকৃত্ মস্তিস্ক জঘন্য
চরিত্রের অধিকারী।

৬৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: আপনার মিথ্যাচার ধরিয়ে দিলাম বলে আমার কমেন্ট মুছে ফেললেন? এই বুঝি আপনার আসল রূপ! এরকম মুখোশ পড়ে এত বড় বড় কথা বলতে লজ্জা করে না আপনার?

৬৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫

কানিজ রিনা বলেছেন: লজ্জা ঘাকা আপনার উচিৎ ছিল কারন আমি আপনার মন্তব্য উত্তর করতে রাজি নই। আপনার মত
অশ্লিল ভাষাবীদ প্রকৌশলের উত্তর দেওয়া আসলে আমি লজ্জা পাই। আপনার মত ইসলাম বিদ্বেদী
জঘন্য মানষীকতার মানুষের লেখায় কোন জ্ঞানী মন্তব্য করতে আশাও লজ্জা জনক।
বিজ্ঞানী ডাঃ শমসের আলি নাকি কোনও বিজ্ঞানী না তিনি পদার্থ বিজ্ঞান নিয়ে পরাশুনা করেন নাই।
আপনার গায়ের জোর ও অশ্লীল বক্তব্যর কারনে নিজের ব্যক্তিত্ব কোথায়? নিজেকে কোথায় নামিয়েছেন
তা আপনার বোধগম্য নাই। আমাদের দেশে ইদানিং মদ হেরোইন খোর বেড়ে গেছে তাদের সাথে তর্ক
করার থেকে কুকুরের আদর করে খেতে দেওয়া ভাল।
শুধু বলবো হযরত মোহাঃ সাঃ আঃ নিয়ে আপনার কুৎসা রটনাকে ঘৃনা করি। মোহাঃ সাঃ আঃ এর নাম
উচ্চারিত হয় পৃথিবীর উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম পর্যন্ত একটি কোনাও বাদ নাই যেখানে তার নাম উচ্চারিত
হয়না। সেটা থামাতে আপনারদের মত হাজার হাজার ইসলাম বিদ্বেশী এজগতে ১৫ শত বছর ধরে অনেক
চেষ্টা করেছে তারা সব আবর্জনার ইস্তপে জড়ো হয়েছে। তবুও বলব জঘন্য ভাষা চেঞ্জ করুন মিথ্যা বানোয়াট
যুক্তি পরিহার করুন।

৬৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভারতে আপনি এমন অনেক কাহিনী পাবেন।।
স্ত্রীর বয়স বেশি।।।।





অনেক সেলেব্রিটি পাবেন।।।


ওহ ভুলেই গেছিলাম আমাদের দেশেও আছে।। মৃত হুমায়ুন ফরিদির বউ।।
আরেকজন মডেল কি যেনো নাম। নাদিয়া তারো বয়স বেশি।।।।


আপনি পুরুষের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন না? আসুন আসল ঘটনা যুক্তি দিয়ে দেখাই।।।


এর একমাত্র কারন মেয়ের বাবার সম্পদ লোভ। তারা চায় বয়স বেশি হলেও যেনো একটা টাকা আছে, চাকরি আছে, সেটেল বর খুঁজে তার মেয়েকে তুলে দিতে।।।

দেখুন শাওন এর কথাই উঠে আসে।।। সে প্রেম করার আগে জানতো না? হুমায়ুন আহমেদ কে? বয়স কত?
তার সম্পদ কত? তার বউ হতে পারলে কত লাভ?


নিক প্রিয়ংকার কথা না বললে তো হয়ইনা।


দেখুন একটা ২০বছরের ছেলে একটা সমবয়সী মেয়েকে প্রেম করে। এখন ছেলে তার শিক্ষা জীবন শেষ করতে করতে আরো ৫বছর ।। হল ২৫ আর চাকরি সব মিলিয়ে বয়স ২৮।।।একটা পিতা তার মেয়েকে ২৮বছর না বিয়ে দিয়ে রাখবে না। তাও
আবার একটা বেকার ছেলের জন্য।।। তখন সে একটা চাকরিজীবী জামাই খুঁজে ।।। বয়স কম হলেও থাকে ৩৮ বেশি

হলে ৪০, ৪২ ও হয়।। ওই লোকটাও আবার ৭বা ৮বছর ধরে চাকরি করে।।। পাত্রী পায়নি বিয়ে হয়নি।।

তাই কারো একদিকে আঙ্গুল তোলার আগে জেনে নিন।

এক হাতে তালি বাজে না ।।।।।

৬৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই মাসে কম হলেও ৫টা নিউজ পাইছি ভারত ও বাংলাদেশ মিলে।।। মামীর সাথে ভাগ্নে প্রেম। মামাকে রেখে ভাগ্নের সাথে চলে গেলো মামি। বয়স ৪০, ৪৬, একটা তো বুড়িই চলে গেছে। ভারতের আসামে।।
ছেলেদের বয়স সব কেসেই ২০,২২ ২৪।।।


আমি আবার বলবো এক হাতে তালি বাজে না।।।

তাই আমি কাউকে দোষারোপ করিনা।।। তার জীবন সে বুঝবে।।।।। সে ভাগ্নের সাথে পালিয়েছে নিশচই কারন আছে।।।।


৭০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনি ১০০% সত্যি বলেছেন। আমার কাছেও একই প্রশ্ন।

৭১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

কানিজ রিনা বলেছেন: আপনি সুবর্না মুস্তফার কথা বলেছেন সুবর্নার
পরবর্তী বিয়ে যখন হয় তখন ওর স্বামীর
বয়স ২৬ আর ওর বয়স ৪২ এটা স্বাভাবিক।
যদিও আমাদের মুসলিমরা নবীর মোহাঃসাঃ
উদাহরন টানি তথাপি যারা নবীর ইসলামের
কিছুই মানিনা অথচ বিয়ে করার সময় নবী
সাঃ জীবন আদর্শ টেনে অপমান করি।
হুমাযুন আহমেদের বেলায় তাই ঘটেছে আয়সা
রাঃ আনহুর উপমা টেনে হুমায়ুন আহমেদ
শাওনকে পরবর্তী বিয়ে করেছে। আসলে নবী
মোহাঃ সাঃ প্রথম স্ত্রীর খাদিজা রাঃ আনহুর
জীবদ্দশায় দ্বীতিয় বিবাহ করেন নাই।
হযরত মোহাঃ সাঃ ইসলাম প্রতিষ্ঠা করার
পিছনে অনেক পথ অলম্বন করেছেন তার
বেশীর ভাগ স্ত্রী ছিলেন সাহাবা ও খালিফাতুন
মুমিনদের বিধবা কন্যা।

আপনার কথার কিছু যুক্তি থাকলেও এই
ভারত উপমহাদেশ একসময় বাংলাদেশ
একসাথে ছিল। সতীদাহর কথা নিশ্চয়
আপনার অজানা না। সেইহেতু এদেশে
আজও নারীর মর্জাদা কতটা তাও
অবলকন করতে পারেন সমাজের অনিয়ম
কতটা নারীর পক্ষে বিপক্ষে যায়।
ভাগ্নেকে নিয়ে পালিয়েছে সে কি সমাজে
পরিচিত মহলে বসবাস করতে পারবে?
না তা পারবেনা। সন্তান সমতুল্য ছেলের
সাথে কোনও নারী বিবাহ করে সমাজে
ঠাই পেয়েছে বলেছে আমার জানা নাই।
তবে এসব নারী মস্তিস্ক বিকৃত বলেই
আমি ধরে নেই।
অথচ মস্তিস্ক বিকৃত পুরুষ সমাজে অহরহ
কন্যা সমতুল্য মেয়ে বিয়ে করে নির্লজ্জ
ভাবে ঘুরে বেড়ায়। সমাজ বরঞ্চ তাদের
সাগ্রহে মেনে নেয়। কারন এসমাজ পুরুষ
শাসীত পুরুষের আধিপত্ব সকল ক্ষেত্রে।
যেখানে ধর্ষীত নারীর দোশ দেওয়া হয়
পর্দার দোহায় দিয়ে। অথচ কোরআনে
স্পষ্ট দেওয়া আছে পুরুষে চোখের পর্দার
উপর এবং অনেক কঠিন করে। কিন্তু
পর্দার অজুহাত দেখিয়ে ধর্ষীতকেই দোষ
দেওয়া হয়।
এসমাজে পতিতার গায়ে পতিতা লেখা হয়
কিন্তু ওদের পতি হয়ে যারা ওদের কাছে
যায় তাদের গায়ে পতিতার পতি লেখা হয়না।
আমার এত কথার বলার মানে সমাজে
পুরুষের আধিপত্বর উদাহরন।
সব শেষে বলব সমাজের কিছু বিকৃত মস্তিস্ক
পুরু কন্যা সমতুল্য মেয়ে বিয়ে করে তাদের
পিতৃত্ব গোম্য নাই সমাজে তারা কেন গ্রহন
যোগ্যতা পায়। চিরুনী তল্যাশী করে নারী
এমন পাওয়া গেলেও পরিচিত সমাজে তারা
ঠাই পায়না মুখ লুকায় অপরিচ জায়গায়
থাকতে হয়।
গরীব বাবা যদি ধনসম্পদের লোভে নিজের
কন্যা বুড়োভামের হাতে তুলে দেয় সেইহেতু
দুইজন পুরুষই লোভী। আর বুড়োভাম গুল
কন্যা সমতুল্য মেয়েকে পটাতে পারদর্শী হয়
তা হয়ত আপনাকে বলে বুঝানো লাগবেনা।
তাই আসুন আমরা লেখালেখির মাধ্যমে এমন
মস্তিস্ক বিকৃত মানুষ সমাজ থেকে বিতারিত
করি।

৭২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

মাহমুদুর রহমান বলেছেন: :) আজকাল বিপরীতটারও দেখা মিলে।একটু খোঁজ নিয়ে দেখবেন।

৭৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন

৭৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮

নিউজপ্রিন্ট বলেছেন: হিরু আলুম নামের নিকৃিষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী আসন্ন সংসদ নির্বাচনে বগুরা ৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবে, যেই সংসদ নির্বাচণে অংশ নেবেন শেখ মুজিব কন্যা শেখ হাসিনা, যেই সংসদ নির্বাচনে অংশ নেবেন বর্তমান সরকারের তাবত মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ। কিন্তু হিরু আলুম কে ? কি তার পরিচয় - দেশে তার গ্রামে মেম্বার নির্বাচন করার যোগ্যতা সে রাখে না। চেয়ারম্যান নির্বাচন করতে চাইলে ভর বাজারে বিচার ডেকে হিরু আলুমকে কানে ধরে উঠ বস করানো হবে। সেই ব্যাক্তি নর্দমার কীট নোংরা অশালীন ভিডিওকারী ও ই্উটিউবে নোংরা অশালীন ভিডিও প্রচারকারী কিভাবে বাংলাদেশে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে - তার বিরুদ্ধে আপনারা কেউ লিখেন না, আবার আপনারা সবাই ব্লগ লিখেন ! কিসের ব্লগ লিখেন বলতে পারেন ? দেশের প্রতি কি দায়িত্ব নিয়ে লিখেন যে একটা নোংরা নর্দমার কীট অশালীন ভিডিওকারীর বিরুদ্ধে লিখছেন না। আপনাদের কাছে দেশ কি আশা করে? আপনারা ব্লগে বড় বড় কলাম লিখেন এই নর্দমার কীট সম্পর্কে কেনো লিখছেন না । কি লাভ এই বড় বড় কলাম লিখে যদি আপনার-আপনাদের লিখা দেশের সমাজের পরিবেশের উপকারে না আসে।

নিজের বিবেককে প্রশ্ন করুন হিরু আলুম নামক নিকৃষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে? পবিত্র সংসদ ভবন যেখানে দেশের আইন বিচার ব্যাবস্থা সংশোধন সংযোজন পরিমার্জন করা হয় সেখানে হিরু আলুম নামক নিকৃষ্ট আলুমের কাজ কি?

হিরু আলুম বাংলাদেশ ইন্টারনেট সমাজে নোংরা অশালীন ভিডিও প্রকাশ করে সমাজ ধ্বংসের অন্যতম কারণ। সে কিভাবে দেশের সর্বোচ্চ পবিত্র স্থানে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে ? আপনারা কেউ কিছু বলুন ? কেউতো কিছু লিখুন - এই নোংরা কীট সমাজ ছিড়ে খাবলে খাবে । সমাজ পরিবেশ দেশ রক্ষা করুন। আপনারা দেশের কাছে দায়বদ্ধ - নিজেকে কি বলে সান্তনা দেবেন ?

৭৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: কেমন আছেন? খবর কি? নতুন পোস্ট দিন।

৭৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

মুক্তা নীল বলেছেন: আপা, আপনার সাথে আমি পুরোপুরি সহমত। আপনি একটি কথাও ভুল বলেননি। অহরহ
ঘটনা ঘটছে আমাদের দেশে। খারাপ পুরুষরা শুধুমাত্র তাদের শারীরিক ক্ষুধা মেটানোর জন্য
এই বিকৃত রুচির কাজ করে। এদেরকে কেউ মানুষ বলেই গন্য করে না।আর আপা, এরা তো
একদম নিচু লেবেল এ গিয়েয় এই আকাম কুকাম করে বিয়ে করে। মানসম্মান এর চিন্তা তো
দূরে, ছেলে/মেয়ে দের কথাই ভাবে না।
একবারও আখেরাতের কথা স্মরণ করে না। ঐপারে তো ঠিকই জবাবদিহী দিতে হবে।
৪০ বছরের একজন নারী তার সন্তানের সমবয়সী একটা মানুষ কে কেন বিয়ে করবে?
তা কখনও হয় না। কিন্তু একজন খারাপ পুরুষ তা করেই এবং করবে।
আপা, আরও অনেক কিছু লিখলেও লিখে শেষ করা যাবে না।

৭৭| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:১৬

অনল চৌধুরী বলেছেন: পুরুষ যদি কম বয়সী মেয়েদের বিয়ে করতো ,তাহলে তো ভালোই হতো।কারণ কম বয়সী মেয়েদের বিয়ের ব্যাপরে কোন নিষেধ নাই।কিন্ত তারা বিয়ে কম,লুচ্চামি বেশী করে।
একইভাবে বিবাহিত বা তালাকপ্রাপ্ত মহিলাদের বড় একটা অংশ কম বয়সী পুরুষদের সাথে পরকিয়া-অনৈতিক সম্পর্ক করে।
নিজেই জরীপ করে দেখেন।

৭৮| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৪২

অনল চৌধুরী বলেছেন: নিউজপ্রিন্ট,বাংলাদেশের সংস্কৃতি জগতের বড় বড় শিক্ষিত-সংস্কৃতিবান নামধারী নষ্ট,লম্পট অার টাকালোভীরা ভলো অার যতো দোষ গরীব আলমের?
সে কি কাটপিস বানায় না নারী ব্যবসা করে?
সে যদি বিরাট মঞ্চ অার টিভি ব্যাক্তিত্ব হতো বা তার যদি একটা টিভি চ্যানেল থাকতো,তাহলে কিন্ত কেউ তার কোন দোষ ধরতো না।

৭৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন:
মিয়া বিবি রাজি তো ক্যা কারেগা কাজী?

৮০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: আপনার এই পোস্টটি অনেক আলোচিত হয়েছিল। আমি দীর্ঘদিন ব্লগে অনুপস্থিত থাকায় আপনার লেখাটা পড়তে পারি নি। তবে এখন পড়ে নিয়েছি। প্রশ্নটা আসলেই ভাবায়!

৮১| ২৬ শে মে, ২০১৯ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: বিয়েতে বয়স গুরুত্ব রাখে বৈ কি। তবে সময়ের প্রয়োজনে বহু অনাকাঙখিত ব্যাপার বহুল কাঙ্খিত হয়ে ওঠে। বিষয়টার প্রেক্ষাপট নিয়ে ভাবতে হবে। ফরীদি বৃদ্ধ বয়সে আর বিয়ে করেন নি। সুবর্ণা ঠিকই তার হাটুর সমান বয়সী পাত্রকে বিয়ে করেছিলেন। তাই মেয়েরা যে ছোট কে মায়ের দৃষ্টিতে দেখে শুধু তা বলা যাচ্ছে না। সুবর্ণা তাই প্রমান করেছেন।

৩১ শে মে, ২০১৯ দুপুর ২:৩২

কানিজ রিনা বলেছেন: সুবর্নার বয়স চল্লিশ ওর বর্তমান স্বামীর বয়স
তিরিশ তখন এদের বিয়ে হয়, হাটুর সমান
বললে বেশী বলা হবে। হয়ত সুবর্নার কোনও
সন্তান ছিলনা বলেই এমন করেছে ধরে নিতে
পারি। তবুও লোক মুখে খারাপ কথা কম শুনে
নাই। অথচ আপনি দেখবেন আপনার আনাচে
কাঁনাচে ষাট,সত্তর বছরের বুইড়া ভাম সোল
বছরের ছুকরী বিয়ে করে। ঘরে বড় বড় ছেলে
মেয়ে স্ত্রী থাকতে।নতুন একটা ঘরে নিয়ে আসে।
হয়ত হুমায়ুন নিজের ভুল বুঝতে পারায় আর বিয়ে
করে নাই,কারন তার আগের ঘরের সন্তান ছিল
বলে। তবে কি জানেন পুরুষের এই বহু বিবাহ
আমাদের সমাজ নির্দিধায় মেনে নেয়। কিন্তু চিরুনী
তল্লাসী করে যদি আপনি পেয়ে যান কোনও নারী
সন্তান সমতুল্য কোনও ছেলেকে বিয়ে করেছে
দেখবেন তারা সমাজের কোথসও ঠাই পায়না
যদি লুকিয়ে চুরিয়ে অন্য জায়গা বা তাদের চিনেনা
এমন জায়গা খুজে নেয় তথাপি সেখানেও লজ্জা
শরমের মাথা খেয়ে থাকতে হয়। কারন নারীর
এমন বিকৃত রুচি কেউ মেনে নেয়না। কেন আমরা
পুরুষের বিকৃত রুচি দেখেও সামর্থন করি এটা
আমার প্রন্ন ছিল। যদি হুমায়ুন আহমেদের কথা
বলি আপনিও সামর্থন করবেন।

৮২| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ৩:২৭

দ্যা বাকের ভাই বলেছেন: আম্নের সাতেও এমনডি হইছে ?

১০ ই জুলাই, ২০২০ রাত ৩:০৭

কানিজ রিনা বলেছেন: জী ভাই,

৮৩| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৩:১১

দ্যা বাকের ভাই বলেছেন: মানুষ পরিবার দেখে জানে শিখে
আপনার পরিবার যেমন তার প্রতিচ্ছবি তুলে ধরেছেন

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৪

কানিজ রিনা বলেছেন: না আমার নিজের পরিবারের কেউ কন্যা সমতুল্য মেয়েকে বিয়ে করে নেই।

৮৪| ১৯ শে মার্চ, ২০২০ ভোর ৪:০৯

এ্যাক্সজাবিয়ান বলেছেন: একদম খালিছ বাংলা ভাষা, নিজের ঘরে দেখেছেন বুঝি? নিজের ঘরে না দেখলে খালিছ কাঁচা বাংলা ভাষায় কি আর লেখা যায়।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৬

কানিজ রিনা বলেছেন: না আমার নিজের পরিবারের কেউ কন্যা সমতুল্য মেয়ে বিয়ে করেন নাই।

৮৫| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৩

সোনালি কাবিন বলেছেন: আপ্নি তো খুব স্রস্টাভক্ত। তো আপ্নার জীবন এমন করুণ হল কেন?

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫১

কানিজ রিনা বলেছেন: তাইতো আমি স্রষ্টা ভক্ত বলেই স্রষ্টার আদেশ মতো অপবিত্র পুরুষকে বাদ দিয়েছি।আগে বুঝতাম না যখন বুঝতে পেরেছি পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ আর অপবিত্র নারীর জন্য অপবিত্র পুরুষ। তাই নিজেই একাই থাকি দুইটা সন্তানকে নিয়ে অপবিত্র পুরুষটাকে বাদ দিয়েছি।

৮৬| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১১

এ্যাক্সজাবিয়ান বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: আপনার মিথ্যাচার ধরিয়ে দিলাম বলে আমার কমেন্ট মুছে ফেললেন? এই বুঝি আপনার আসল রূপ! এরকম মুখোশ পড়ে এত বড় বড় কথা বলতে লজ্জা করে না আপনার?

৮৭| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: '
সবখানেই ব্যতিক্রম আছে কানিজ রিনা।
পুরুষ যেমন কম বয়সী মেয়েদের প্রতি
আকৃষ্ট হয় তেমনি নারীরাও হন। তবে
সামাজিকতার ভয়ে হয়তো মুখ খোলেনা।
আপনি কি শুনেন নি যে নিজ জামাতার
হাত ধরে শ্বাশুরীর পলায়ন, র্কিংবা ভাগ্নের
সাথে মামী উধাও !!! আসল কথা
ইজ্জত যায়না ধুইলে
খাছলত যায়না মরলে।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০১

কানিজ রিনা বলেছেন: আমি আগেও বলেছি চিরুনি তল্লাশি করে কিছু নারী পাওয়া যায় তারা সমাজে গ্রহণযোগ্য নয় অন্য কোথাও সেইসব নারীর ঠাই হয় না , আপনি কি দেখেছেন জামাতাকে বিয়ে করে তাদের পরিবারে তাদের ঠাঁই হয়েছে? অন্য কোথাও লুকিয়ে চুরিয়ে থাকলেও মানুষ যদি জানতে পারে তাহলে তারা অন্য কোথাও গা ঢাকা দিয়ে বাস করে। অথচ আপনার আশেপাশে একটু চোখ বুলালেই দেখতে পারবেন বুড়ো দামরা,কন্যা সমতুল্য মেয়েকে বিয়ে করে ঘর করে পুরুষরা তার কোনো প্রতিবাদ করেনা।
এবং কোন নারী যদি পুত্র সমতুল্য কোন ছেলেকে বিবাহ করে আমি মনে করি তারা মস্তিষ্ক বিকৃতি যুক্ত মানুষ। এবং পুরুষের বেলায়ও তাই কিন্তু মস্তিষ্ক বিকৃত পুরুষদের কেউ শাস্তি দেয় না এমনকি ঘৃণাও করেনা।

৮৮| ২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩১

লরুজন বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন: '
সবখানেই ব্যতিক্রম আছে কানিজ রিনা।
পুরুষ যেমন কম বয়সী মেয়েদের প্রতি
আকৃষ্ট হয় তেমনি নারীরাও হন। তবে
সামাজিকতার ভয়ে হয়তো মুখ খোলেনা।
আপনি কি শুনেন নি যে নিজ জামাতার
হাত ধরে শ্বাশুরীর পলায়ন, র্কিংবা ভাগ্নের
সাথে মামী উধাও !!!
আসল কথা
ইজ্জত যায়না ধুইলে
খাছলত যায়না মরলে।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৩

কানিজ রিনা বলেছেন: নূর মোহাম্মদ নূরুর মন্তব্যের উত্তর দিয়েছি দেখে নেবেন।

৮৯| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:৪৬

সোনালি কাবিন বলেছেন: এ্যাক্সজাবিয়ান বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: আপনার মিথ্যাচার ধরিয়ে দিলাম বলে আমার কমেন্ট মুছে ফেললেন? এই বুঝি আপনার আসল রূপ! এরকম মুখোশ পড়ে এত বড় বড় কথা বলতে লজ্জা করে না আপনার?

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৬

কানিজ রিনা বলেছেন: উদাসী স্বপ্নের মত অশ্লীল ভাষাবিদের মন্তব্যের উত্তর আমি দিই না সে নিজেই মিথ্যাবাদী অপরকেও তাই ভাবে। এখানে আমার রূপের কি দেখলেন আমি আমার ব্যক্তিগত জীবনের কথা ব্লগে প্রকাশ অবশ্যই করবো। উপরের মন্তব্য গুলো পড়ে দেখে আসুন। কতজন আমাকে উৎসাহ দিয়েছে।

৯০| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:৪৭

সোনালি কাবিন বলেছেন: যে মহিলা ব্লগে হিট পাবার জন্য পরিবারের ভিতরের অন্ধকারজিনিস এভাবে প্রকাশ করতে পারে, সে আবার কেমন মানুষ?

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৮

কানিজ রিনা বলেছেন: হ্যাঁ নারীরা অন্ধকার দিক গুলো ঢেকে রাখতে রাখতে রাখতে পুরুষের আজ স্পর্ধা উচ্চ স্তরে পৌঁছে গেছে।

৯১| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:৫৫

সোনালি কাবিন বলেছেন: এখানে লিখে হিট ছাড়া কি লাভ হবে

৯২| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১০

কানিজ রিনা বলেছেন: আমারব্লগ দেখলে বুঝতে পারবেন যে আমি হিট হওয়ার জন্য লিখেছি আমার লেখা কয়টা ব্লগে আছে দেখেন তো। আমি হিট হলে আপনার গায়ের জ্বালা কেন?

৯৩| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৭

কানিজ রিনা বলেছেন: উদাসী স্বপ্নের মত অশ্লীল ভাষাবিদের মন্তব্যের উত্তর আমি দিই না সে নিজেই মিথ্যাবাদী অপরকেও তাই ভাবে। এখানে আমার রূপের কি দেখলেন আমি আমার ব্যক্তিগত জীবনের কথা ব্লগে প্রকাশ অবশ্যই করবো। উপরের মন্তব্য গুলো পড়ে দেখে আসুন। কতজন আমাকে উৎসাহ দিয়েছে।

৯৪| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ভালো বলেছেন, এ তফাৎ দূর করা অতি জরুরী। শুধু একটু মানসিকতার পরিবর্তন করলেই যথেষ্ট।

৯৫| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ১১:১০

কবিতা ক্থ্য বলেছেন: আপনাকে হেয় করে কিছু বলছিনা।
কিন্তু আপনি একতরফা পুরুষদের দোষ দিয়া যাচ্ছেন।
একটু খোজ নিলে দেখবেন- নারী- পুরুষ উভয়ই - এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে আজকাল।

ভাল থাকুন

৯৬| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

জটিল ভাই বলেছেন: কিছু মানুষকে আপনি অযথা বুঝতে চেষ্টা করে সময় নষ্ট করেছেন

৯৭| ১৫ ই মে, ২০২১ রাত ১২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার এত দিন আগের পোস্ট আজ
আলোচনায় আসলো কিভাবে কে জানে।
তবে আপনার কথা সবটুকু সত্য নয়। অনেক
শ্বাশুরী তার ঘর সংসার ছেড়ে নিজের মেয়ের
জামাইর সাথে অজানায় পাড়ি দিয়েছে এ খবর
আপনার জানা থাকার কথা। সে যা হোক কাউকে
একতরফা দোষ দেওয়া যায়না। যারা এগুলো করে
তারা মানুষ নামের কলঙ্ক!

৯৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: এটা বিধাতার খেলা!

৯৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২০

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।

১০০| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:০৩

শাহরিয়ার নাজমুল বলেছেন: আমাদের দেশে হয়না তবে বাইরে অহরহ হচ্ছে।ফ্রান্সের প্রেসিডেন্ট আর তার বউকে'ই দেখেন। তাই আমার মনে হয় আপনার ধারণাটা পুরোটা ঠিক নয়।

১০১| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: বিয়েতে দু'জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির সম্মতি প্রয়োজন পড়ে। যারা বিয়ে করছে, বয়স তাদের ব্যক্তিগত বিষয়, এখানে তো অন্য কারো কোন সমস্যা হওয়ার কারণ দেখছি না। আইনে প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের কোন নিষেধ আছে বলে আমার জানা নেই।

১০২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



নবীজী যখন আম্মাজান আয়েশাকে বিয়ে করেন তখন তাদের বয়স কত ছিল এটা কি আপনি জানেন ?!
তাদের বিয়ের কাহিনীটা আরেকবার ভালোভাবে পড়েন এবং বুঝার চেষ্টা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.