নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

বহুত হ্যাপা পোহাইছেন পারলে একটু হাঁসেন, কেউ চার্জ করব না!!!

১৭ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৬


০১। সবাইকে ঈদ মোবারক!

## মেয়ে : তুমি আমাকে ভালবাস..?
বল্টু : অনেক ভালবাসি।
মেয়ে : তুমি আমার জন্য কি করতে পার..?
বল্টু : তোমার জন্য আমি সব কিছু করতে পারি।
মেয়ে : তাহলে আমাকে আকাশের ওই চাঁদ টা এনে দাও।
বল্টু :হারামজাদি,
.
.
.
.
.
.
.
.
.
.
তাহলে ঈদ কি তর বাপের মুখ দেইখা করুম..???

০২। তেলেসমাতি সমাধান-

## আপনার মশারী কি ছিঁড়ে গেছে..?
সেলাই করার সময় পাচ্ছেন না..?
নতুন মশারী কিনতেও পারছেন না..?
মশার জ্বালায় জীবন অতিষ্ঠ..?
-
-
-
তাহলে এক কাজ করুনঃ আগের ছেঁড়া জায়গার পাশে নতুন করে আরেকটা ছিদ্র করুন। তারপর একটা বড় কাগজ রোল করে কাগজের দুই মুখ মশারীর বাইরের দিকে রেখে এক ছিদ্র দিয়ে ঢুকিয়ে আরেক ছিদ্র দিয়ে বের করে দিন। এতে করে মশারা কনফিউজড হয়ে যাবে এটা ভেবে যে, "মশারীর ভিতরে ঢুকার সাথে সাথেই অটোম্যাটিক্যালি বের হয়ে যাছি কি করে..?
মশার কামড় থেকে বাঁচাও হল, মশাদের সাথে একটু মজা নেয়াও হল।

০৩। চাকুরে সমাজের প্রতি -

## বসঃ যেদিন থেকে আমি তোকে চাকরি থেকে বরখাস্ত করেছি, সেদিন থেকে প্রতিদিন তুই আমার বাড়ির সামনে বাথরুম করিস! কারন কি? তোকে পুলিশে দেয়া উচিত! .
.
.
.
.
.
.
.
.
বল্টুঃ স্যার, আমি শুধু আপনাকে এতটুকু মনে করিয়ে দিতে চাই যে, বরখাস্ত করেছেন বলে আমি না খেয়ে মরে যাইনি !! ;)


০৪। এক চিলতে বল্টু নামা-

## স্যারঃ ওই আবুইল্লা তোর হোমওয়ার্ক কই..?
আবুলঃ স্যার আমার হোমওয়ার্কের খাতাটা আমাদের বাড়ির কুত্তাটা খায়া ফেলছে তাই আনতে পারি নাই।
স্যার আবুলকে বসিয়ে দিল। এটা দেখে বল্টুও স্যারের হাত থেকে বাঁচার জন্য বুদ্ধি করলো
স্যারঃ ওই বল্টু তোর হোমওয়ার্ক কই..?
বল্টুঃ স্যার আমার হোমওয়ার্কের খাতাটা আমি খায়া ফেলছি।
স্যারঃ কি !! তুই খাইছস কেন..?
বল্টুঃ কি করমু স্যার,
.
.
.
.
আমগো বাড়িতেতো কুত্তা নাই।

০৫। আমি জানি আপনার সময়জ্ঞান কতটা প্রখর তবে যদি আপনি তা না জানের তবে জোকসটা আপনার জন্যই-

## বন্ধুর নতুন বাসা ঘুরে ঘুরে দেখছিলেন রকিব। দেয়ালে একটা পিতলের থালা আর একটা হাতুড়ি ঝোলানো দেখে জিজ্ঞেস করলেন, এটা কী?
বন্ধু বললেন, এটা একটা ‘কথা বলা ঘড়ি’।
রকিব: তাই নাকি? দেখি তো কেমন কথা বলে?
বন্ধু হাতুড়ি দিয়ে থালায় আঘাত করলেন, প্রচণ্ড শব্দ হলো। সঙ্গে সঙ্গে দেয়ালের ওপাশ থেকে প্রতিবেশী চিৎকার করে বললেন, নালায়েক! রাত ১০টার সময় কেউ এত জোরে শব্দ করে?

০৬। এই ঈদে বানের তোড়ের মত যাদের পকেটের টাকা হাওয়া হয়েছে তাদের উৎসর্গ করছি নিচের জোকসটি-

## বন্ধুর বাড়িতে বেড়াতে গেছেন শাকিল। গিয়ে দেখেন বন্ধুর স্ত্রী কাঁদছেন।
শাকিল: কিরে, তোর বউ কাঁদছে কেন?
বন্ধু: জানি না। জিজ্ঞেস করিনি।
শাকিল: ওমা! জিজ্ঞেস করিসনি কেন?
বন্ধু: আগে যতবার জিজ্ঞেস করিছি, প্রতিবারই আমাকে ফতুর হতে হয়েছে! :((

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৫

গোল্ডেন গ্লাইডার বলেছেন: =p~ =p~

২| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৫

প্লাবন২০০৩ বলেছেন: খুব ভালো লেগেছে ভাই । লাইক দিলাম ।

৩| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৮

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
হা হা হা হা হা হা হা .......................... হি হি হি হি হি হি ...................... হে হে হে হে হে হে হে ........................... হু হু হু হু হু হু হু হু ................. লা লা লা অ ........................

বহুত হাসলাম, অহন যাই।

৪| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৯

আরণ্যক রাখাল বলেছেন: মজা পেলাম অনেক। +++++

৫| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৬

বিষন্ন পথিক বলেছেন: চ্রম হৈসে

৬| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৭

শাহাদাত হোসেন বলেছেন: বহুত মজা পেলাম ।ঈদ মোবারক ।

৭| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৪

কাবিল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
সবগুলোই ভাল লাগল।


আপনার পরিবারের সকলকেই ঈদ মোবারক।

৮| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৮

মেধাহীন মেধাবী বলেছেন: শেষেরটা অনেক ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.