নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

সহজিয়া সুখানুভূতি

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২০

শেষ কবে মিষ্টি করে হেঁসেছি আপনমনে
দিন তারিখ ভুলে গেলেও ভুলিনি শৈশব কৈশরের
রাত-দিন এক করা দশ্যি সুখানুভূতি।

সময়ের আঁচড় দেহ-মনকে নাড়িয়ে দিয়ে গেলেও
শৈশবের গেরো আজো আটা পড়ে আছে মনের সুপ্ত কুঠুরিতে।

হাসামদিয়া বিলে মাছ ধরা বিকেল, ডিঙ্গি নৌকায় চড়ে দিগন্তরেখা
ছোঁয়ার টগবগে স্বপ্নঘোর, কিছুই ফিকে হয়নি আজো
যেন এই তো সেদিন, বেগুন পাতায় টুনটুনি জুটির খুনসুটি সংসার
স্কুল শেষে কড়াই ডালে গা এলিয়ে ভাতঘুমের সুখসয্যা সবই চোখে লেগে আছে
যেন খানিক বাদে পুনরাবৃত্তির অপেক্ষায়।

তারপর অগুনতি বিকেল কেটেছে চারদেয়ালে বন্দী, রুষ্ট বিধাতার প্রবল রোষে
দলিত মথিত হয়েছি প্রতিনিয়ত, প্রতিবাদ করিনি, ভিখ চাইনি একবারও
কে কাকে পরীক্ষা করছে আজো অজ্ঞাত, পরীক্ষাগারের পিগমি নই ভিন্ন কিছু আমি
একথা জানে জগৎস্বামী, তাইতো গরম উনুনে দোভাজা করতে পরম উৎসাহী তিনি।।

আর আমি আজো তাই আছি যেমনটি ছিলাম আগে
আমার মাঝে ডুব দিলে আজো সহজিয়া সুখানুভূতি জাগে।।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আর আমি আজো তাই আছি যেমনটি ছিলাম আগে
আমার মাঝে ডুব দিলে আজো সহজিয়া সুখানুভূতি জাগে।।

সুন্দর +

০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ভাল থাকুন পড়তে ও লিখতে থাকুন নিরন্তর।

২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৪

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

পিগমি মানে কি?

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪

♥কবি♥ বলেছেন: pygmy (পিগমি) এর অনেকগুলো মানে আছে গুগল করে দেখতে পারেন সুমন ভাইয়া। "An individual considered to be of little or no importance" ধন্যবাদ ভাল থাকুন আমাদের সকলের প্রিয় দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.