নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

ভ্রম সংক্রান্তির শব্দ বিলাস

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

সূচনাগ্রে সাদা ভাতের মত আমি
আহার্য ছিলাম বৈকি সকল তরকারিতে।।
জীবন শেখালো সাদা কতটা মূল্যহীন
রং সংক্রান্ত কারবারী সমাজে।

ছিলাম এক নিমিষে পড়ে ফেলা মজাদার চুটকির মত
সবার মুখে হাঁসি যোগাতে সময় পাইনি চেয়ে দেখতে
নিজের বিরস বদন।।

আমি আয়না হতে চেয়েছিলাম পরিচিতের মাঝে
হে ক্ষনিকের অতিথি!
ক্রমাগত জমতে থাকা ধুলোর আস্তরে আর মুখ দেখা গেল না যখন-
ছুড়ে ফেলে দিতে কাপ্যর্ণ করেনি কেউ, কেউ আসেনি সাফ সংক্রান্ত শ্রম বিলোতে।

পার্থিব আধারে অপার্থিব প্রভূকে শত নৈবদ্য দানেও তিনি অক্ষম বলেন নি
আমি শেষ বিকেলে মিইয়ে আসা আলোতেও তাকে খুঁজেছি ক্রমাগত।
অবশেষে রণে ভঙ্গ দিলাম যখন চারিপাশের শোরগোল কানে এল-
সবাই শুরুতে থাকে আমার মতন, অতঃপর বদলে যায় যে যার মতন।।

কবি-
০১-১২-২০১২ইং।




মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

সুমন কর বলেছেন: একটু কঠিন মনে হলো !!

+।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

♥কবি♥ বলেছেন: একটু কঠিন সময় পার করছি বৈকি! ধন্যবাদ পাঠের জন্য প্রানপ্রতিম সুমন দা।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: "অবশেষে রণে ভঙ্গ দিলাম যখন চারিপাশের শোরগোল কানে এল-
সবাই শুরুতে থাকে আমার মতন, অতঃপর বদলে যায় যে যার মতন।।"
নাহ ভাই রণে ভঙ্গ দিলে চলবে না তাহলে বিশ্ব মির্জাফরে ভরে যাবে।শুভ্রতা ধরে রাখো , কারণ মহাকাল(সময়) শুভ্রতাকেই মূল্যায়ন করে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

♥কবি♥ বলেছেন: মঙ্গল ভাইয়া আপনার সদা মঙ্গল কামনা করছি। শুভ্রতার মূল্যায়ন হোক সদা সর্বদা, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.