নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

"শুভ বিদায় হে পৃথিবী আমার"

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

জ্বলন্ত সিগারেট ঠোটে হাত চালাচ্ছি কী বোর্ডে
জানি সিগারেটের শেষ টানের পরে থেমে যাবে
বুকের ধুকপুকুনি, আঁধার নামবে চোখে
পাড়ি জমাবো নিঃসীম নিলীমায়।।

শেষ ঘুমের আগে শেষবারের মত হাত রাখছি কী বোর্ডে
কি লিখছি জানিনা, শুধু জানি সময় ফুরিয়ে এসেছে
সময় হয়েছে চলে যাওয়ার, নিষ্ঠুর পৃথিবীকে শেষ সালাম
মহাকালের কাছে নিজেকে সপে দিয়ে চাইছি বিদায়।।

আমার এ চলে যাওয়ায় জানি কেউ কাঁদবে না
আর বইবে না বাতাস আমার নিথর শরীরে
পৃথিবীকে বইতে হবে না আর ভারাক্রান্ত হৃদয়ের ভার।


যদি জন্ম লই আবার দেখা হবে বন্ধু সকল
হয়ত কোন চায়ের আড্ডায় অথবা কোন এক অজানায়
চিনতে যদি পার বলে দিও অসময়ে চলে যেতে নেই
আরো কিছুকাল থাকতে পারতে বৈরি বাতাসে বুকটান করে
সইতে না হয় আরো কিছুটা সময় ওবেলায়।।

"বিদায়" হে পৃথিবী আমার, শুভ বিদায়....।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই। ভালো থাকুন নিরন্তর।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

সুমন কর বলেছেন: চিনতে যদি পার বলে দিও অসময়ে চলে যেতে নেই
আরো কিছুকাল থাকতে পারতে বৈরি বাতাসে বুকটান করে
সইতে না হয় আরো কিছুটা সময় ওবেলায়।।
-- কেন চলে যাবেন কবি??

কবিতায় ভালো লাগা রইলো।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ সুমন দা কবি মনে কত কি যে খেলা করে বুঝে ওঠা ভার। মন্তুব্যের ধন্যবাদ অনিঃশেষ।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাল থাকুন নিরন্তর।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

Rakib Emran Riyad বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

♥কবি♥ বলেছেন: রাকিব ভাই ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভাল থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.