নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

"র্নিঘুম রাতের কল্পবিলাসিতা"

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

রাত, দু'টোর ঘর পেরিয়ে গেছে সেই কখন-
জেগে আছি, জেগে থাকার কথা ছিল তোমারো চোখে চোখ রেখে।।

আমার প্রতিটি স্বপ্ন নির্মাণে তোমার সুনিপুন ছোঁয়া
ছায়া দিয়ে গেছে প্রখর রোদ কিবা প্রবল বিরোধে
আমি-তুমি বালাই নেই হয়ে ছিল আমরা'র মাঝে
দর্শক ধরিত্রীর মিষ্টি স্নিগ্ধ বাতাস ভর্তি ছিল দুটি হৃদয়ের বাতাবরণে।

যুগল যাত্রা চিরকাল একই চক্র অনুসরণ করবে ভাবা বাতুলতা
আমি ভেবেছিলাম যেটা ছিল নিছক সরলতা।।
আমরা ভাবিনি না বোঝাটা নিদারুন ব্যর্থতা
প্রকৃতি দেখিয়েছে ভালবাসার কপট রূপ দেখা সহ্য করার সীমাহীন ক্ষমতা।।


পথ দেখিয়েছে অভিন্ন হৃদয়ের কোণে ভিন্ন গন্তব্যের ইশারা
হয়ত হাটব ভিন্ন পথ সেই চিরচেনা পায়ে, হৃদয়ে
হয়ত তুলব সুর মরচে পড়া সেঁতারে অচেনা কোন মোহে
ভবির্ষত তোলা থাক আগামীর তাকে, বর্তমান নিয়ে খুব ব্যস্ত আছি এখন..।

কবি-
০৫-০১-২০১৬










মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাইয়া। ভাল থাকুন, শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.