নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

"কষ্ট বিসর্জন রজনী ঘড়িতে বারোটা এক"

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭



কষ্ট বিসর্জন রজনী ঘড়িতে বারোটা এক, সামনে সমুদ্র নোনা ঝড় সমেত
একত্রিশ বসন্তের সব ক্ষোভ অভিমান আর বোবা কান্না ঘৃনা করব সমুদ্রে সমাহিত।
আজন্ম জমিয়ে রাখা সুখ স্বপ্নের লটাটে জুটেছে কলঙ্কের কালিমা
ঘোর অন্ধকার আকাশ আজ আমার, মরিচিকা সুখের নীলিমা।

বেঁচে থাকার সব সাধ আমার মিটিমিটি তারা
শেষ নিঃশ্বাসের সানাই বাজছে সমানে, হৃদয় উল্লাসে বাঁধন হারা।
সমাপ্তি সুখের সুখটানে আজ বিহঙ্গ আমার মন
মরণেও সুখ, স্বেচ্ছামরণে, স্নীগ্ধ রজনী ঘোর লাগা চোখে শেষ মরিচিকা...।



কবি-
০৮-০১-২০১৬ইং।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

জনম দাসী বলেছেন: শেষ নিঃশ্বাসের সানাই বাজছে সামনে...

সুন্দর কবিতা কবি, ভাল থাকুন সব সময়।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ আপুমনি আপনিও ভাল থাকুন নিরন্তর শুভ কামনা।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা
অনেক শুভ কামনা কবি।

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ অশেষ সুহৃদ কল্লোল পথিক ভাল থাকা হোক নিরন্তর।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

সুমন কর বলেছেন: কবি, দুঃখের কবিতা কেন !!

সমাপ্তি সুখের সুখটানে আজ বিহঙ্গ আমার মন
মরণেও সুখ, স্বেচ্ছামরণে, স্নীগ্ধ রজনী ঘোর লাগা চোখে শেষ মরিচিকা...।


+।

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯

♥কবি♥ বলেছেন: সুমন দা দুঃখ আছে বলেই না পৃথিবীটা এখনো বোরিং হয়ে যায় নি! প্লাসের জন্য ধন্যবাদ। ভাল থাকুন সদা ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখভাব বেশ ফুটে উঠেছে । ভাল লেগেছে ।

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

♥কবি♥ বলেছেন: কথাকথিকেথিকথন ধন্যবাদ সাথে থাকার জন্য ভাল থাকুন সদা সর্বদা শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.