নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

উচ্চস্তরের মূর্খামি

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৩



মানুষকে পশুর সাথে তুলনা করা হলো অত্যন্ত উচ্চস্তরের মূর্খামি। মানুষের চেয়ে শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট আর কিচ্ছু নেই। শিক্ষা এবং ধর্মচাচায় মানুষ সত্যিকারে শ্রেষ্ঠ হয়। মনে রাখতে হবে, বেশভূষায় বদমাশরাও সাধু সাজতে পারে এবং সাধনায় সিদ্ধ হওয়ার পর কোনো প্রমাণপত্র মিলে না।

© Mohammed Abdulhaque

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত মানুষ ধর্মের নিয়ম কানুন মানার কথা নয়; আপনার মতে বৃটিশরা ধর্মের নিয়ম মানে?

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি লন্ডন আসুন, সব কিছু দেখতে এবং বুঝতে পারবেন।

modest and modesty শব্দের সাথে ধর্ম সম্পৃক্ত।

বর্তমান বিশ্বে বিশ্বাস শব্দ আতঙ্কজনক হয়েছ।

অশিক্ষিতরা ধর্মচর্চা করতে পারে না। ধর্মচর্চা করতে হলে ধর্মগ্রন্থ পড়ে বুঝতে হয়। আশি করি আপনি গূঢ়তত্ত্ব বুঝতে পেরেছেন।

আপনি বাঙালি, আপনি কি ধর্মচর্চা করেন? নিজে যা করেন না তা অন্যে করে কি না তা জানতে চান কেন? আমি ব্লগে এবং ফেইসবুকে পোস্ট দেই এবং বুস্ট করি এবং তার কারণ হলো, ধর্ম থেকে আমরা অনেক দূর সরে যাচ্ছি।
আপনাকে আন্তরিক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৪

নীলসাধু বলেছেন: জ্ঞানের কথায় আমি নাই। আমি অভাজন। খবর কিতা পলাশ মিয়া ভাই? আছেন কিরাম? আপ্নেতো মিয়া লুক ভালা না। আমাদের ভুইলা গ্যাছেন।

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ আমার আশমানে চাঁন্দের সাথে তারাও ওঠছে!

কেমন আছেন সাধুভাই?
আমি আসলে শামুকের মত হয়েছি। অবক হওয়ার মত বিষয় হলো, চোখের সামনে ফেইসবু কী থেকে কী হয়ে কী থেকে কী করছে?

(আমাকেতো আপনারা ভালা পাননা তাই আমি দূর থেকে দূরে সরেছি এটাই হলো তিক্ত সত্য :( )

আপনি কেমন আছেন?

৩| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:



লন্ডনের বৃটিশরা বেশী শিক্ষিত, নাকি ইমিগ্রেন্ট মুসলমানেরা বেশী শিক্ষিত?

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কী মনে করেন? আমি কিন্তু পাঠশালা পাশ পণ্ডিত!

মনে রাখতে হবে, নামে এবং বেশভ‍ূষ মুসলমান হও‌য়া যায়। এক কথা আর কত বার বলতে হবে? মুসলমান হতে হলে মিল্লাতে ইব্রাহিম চর্চা করতে হয়। আশা করে বুঝেছেন।

বৃটেনের ভিতে ইসলাম ধর্ম আছে।

৪| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০

নীলসাধু বলেছেন: ভাই কে ভালা পায় আর কে পায় না তা আমি জানি না। কিন্তু আপনার সাথে আমার এতো পুরনো পরিচয় আমি এটা আনন্দ নিয়েই মনে করি। আমি নিজেও বহু বন্ধু ব্লগারকে ফেসবুক বন্ধু তালিকা থেকে বাদ দিয়েছি। আমি ব্লগ এবং ব্লগারদের সংগে সম্পর্ক রাখতে আর অতোটা আগ্রহী নই। ব্লগের সেই ঝাঁজ নেই। ব্লগারদের মধ্যে সেই তাড়না নেই। কিন্তু ব্লগ আছে। থাকুক তার মতোন। এই আর কি।

আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
কাটছে দিন। যা করতাম ১০ বছর আগে এখনো তাই করছি। যতোদিন আছি এভাবে কাটিয়ে দিয়ে চলে যেতে চাই। যদি পারি
বাংলাদেশের শিশুদের জন্য কিছু করে যাবো। মানুষের জন্য কিছু করে যাবো। নিজের বিল্ডিং ব্যাংকের টাকার কথা আগেও ভাবিনি এখনো ভাবি না। :P

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাংলা এবং দেশ! মাইগ্গো মাই! আমারে এক্কেবারে গিলে ফেলেছে!

শিশুদের জন্য কিছু করতে চাইলে তাদের জন্মাধিকার কেমন আদায় করা যায় তা নিয়ে চিন্তা করলে দেশ আমূলে বদলে যাবে। তবে এই কাজ অত্যন্ত মারাত্মক।

আব্বার মৃত্যুর পর আমি ভয়ত্রস্ত হয়েছি। আমি এখন ষোলোআনা মুরব্বী, মেয়েদেরকে বিয়ে দিয়েছি, তিন নাতনি।

১৯ খান বই প্রকাশ করেছি, (বার বার সম্পাদনা করতে হয়েছে। এখন দুই কবিতার বই এবং ইংলিস উপন্যাস একখান হাতে আছে। কাজ শুরু করেছি, উভারে কাজ করি, রুজি ভালো হয় তবে কাজে যাওয়ার সময় খামোখা ঝামেলা লাগে :( )
আমার জীবন উলট পালট হয়েছে, তাই জনসেবার জন্য লেখার চেষ্টা করছি। সমস্যা হলো, লোকজন এখন লেখা পড়ে না।

ভাবিকে সালাম দেবেন, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া রইল, তাদের সার্বিক সফলতা কামনা করি।

৫| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী আমি তো আগেই বলেছি আপনার জ্ঞান আছে রাজনৈতিক, অন্য কিছুতে না। অর্থাৎ আপনি কোন প্রজ্ঞাবান লোক নয়।
আমাদের দেশে ভারতের লোক 80 লাখ আছে তাতে করে শতকরা 60 পার্সেন্ট গতরে খাটে। আর কিছু শিক্ষিত লোক পুলিশ প্রশাসনে আছে, পুলিশ প্রশাসনে কতটুকু শিক্ষিত হয় লোক তা তো জানেন?
জাপান চীন কোরিয়া এরা বেশিরভাগই গতরে খাটে সেটা তো আপনার অজানা নয়?

৬| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

কানিজ রিনা বলেছেন: আনসিন কোরিয়ার লোক তো ভালো করে ইংলিশ উচ্চারণ করতে পারে না। ইপিজেড জাতীয় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চীন-জাপান কোরিয়ার লোক গতর খাটায়। আরো অনেক দেশের লোক বাংলাদেশে কাজ করে। আপনি শুধু নিজের দেশকে খাটো করতে পারলেই পন্ডিত।
ইউরোপ-আমেরিকায় তুলনামূলকভাবে অনেক বেশি নারী নির্যাতিত হয় ধর্ষণ থেকে শুরু করে মানসিক নির্যাতন।
আপনি কি এমচার রিপোর্ট দেখেছেন?

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৭| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:

@কানিজ রিনা,
আপনি বলেছেন: চাঁদগাজী আমি তো আগেই বলেছি আপনার জ্ঞান আছে রাজনৈতিক, অন্য কিছুতে না। অর্থাৎ আপনি কোন প্রজ্ঞাবান লোক নয়। আমাদের দেশে ভারতের লোক 80 লাখ আছে তাতে করে শতকরা 60 পার্সেন্ট গতরে খাটে।

-বাংলাদেশে সর্বোচ্চ ৪ লাখ ভারতীয় থাকতে পারে, এরা প্রাইভেটে ও আন্তর্জতিক এনজিও'তে বড় চাকুরী করে, ব্যবসা করে।

৮| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


নবী ইব্রাহিম (আ: ) মুসলমানদের জন্য দুরসম্পর্কীয় আত্মীয়, উনি ইহুদীদের জন্য আরেকটু কাছের আত্মীয়; ইহুদীরা গড়ে সবার চেয়ে বেশী শিক্ষিত।

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সাথে আর ধর্ম নিয়ে আলোচনা করব না, আপনি ধর্ম সম্বন্ধে জানেন না। বনি ইসরাইলদের খবর আমি জানতে চাই না। কে শিক্ষিত কে অশিক্ষিত তা ও আমি জানতে চাই না। আমি শান্তিমত বাঁচতে চাই এবং শুধু ইসলাম ধর্ম আমাকে এই নিশ্চয়তা দেয়।

আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৯| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: আপনার প্রকাশনীর নাম কি? অফিস কোথায়?
এখন পর্যন্ত কি কি বই প্রকাশ করেছেন?

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: Mohammed Abdulhaque

author and publisher

Google Play তে ২০ খান আছে। গতসপ্তা এক খান বিক্রি হয়েছে। আমি অত্যন্ত খুশি। আমাজেন এখন আর বই আপডেইট করা যায় না তাই দেশে বিজ্ঞপ্তি. দিচ্ছি না তবে আমার সাইট এবং Google Play থেকে আনপি ফ্রি নামাতে পারবেন।

১০| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল্লাহ যাকে সৎপথে চালান, সেই সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, আপনি কখনও তার জন্যে পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না।
কুরআন ১৮:১৭
যাকে আল্লাহ পথ দেখাবেন, সেই পথপ্রাপ্ত হবে। আর যাকে তিনি পথ ভ্রষ্ট করবেন, সে হবে ক্ষতিগ্রস্ত।
কুরআন ৭:১৭

এখানে আমার কাজ কি।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উত্তর হলো, আপনি বিবেকবান কি না তা জানার চেষ্টা করুন।

আমি যা পোস্ট করছি তা সাধারণ মানুষের জন্য, মানে আমার মত মুসলমানদের জন্য। আমরা যে দূরে সরে যাচ্ছি দেখাবার জন্য।

আপনি যা করার চেষ্টা করছেন তা সেই অনেক আগে মিটমাট হয়েছে। কুরআন একদিনে নাযিল হয়নি অথবাপর্বে পর্বে নাযিল হয়নি। যখন যা প্রয়োজন হয়েছিল তখন তা নাযিল হয়েছিল।
আর আপনি যে আয়াত দিয়েছেন এই আয়াত পড়লে আমার অন্তরাত্মা কাঁপে।

ইয়া আল্লাহ রহম করো, আপনি দয়াময় এবং ক্ষমাশীল।

১১| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: আপনি কেমন আছেন?

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই তো ভাইজান আপনাদের দোয়ার বরকতে ভালোই আছি।

ফ্লু জাব নিয়েছিলাম ভালোর জন্য এখন দুই সপ্তা ধরে ফ্লু ভাব।

আমার লেখায় মন্তব্য করলে খুশি হব। আমি যা জেনেছি তা ভাগ করছি।

১২| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল্লাহ আমাকে ভাল পথ দেখিয়েছে,তাইতো আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটি না।

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কর্মফল ভোগ করতে হয়।

১৩| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ৩:০৪

নেওয়াজ আলি বলেছেন: আসলে মানুষকে পশুর সাথে তুলনা করা অমানবিক । আপনাকে শুভেচ্ছা ও শুভকানা

২১ শে নভেম্বর, ২০২১ ভোর ৪:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

১৪| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।

১৫| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: নিজের উপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না।জগতের যা কিছু উন্নতি, সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হইয়াছে। বিশ্বাসের শক্তিতে হইয়াছে। প্রাচীন ধর্ম বলিত, যে ঈশ্বরে বিশ্বাস না করে সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে, যে আপনাতে বিশ্বাস স্থাপন না করে সে ই নাস্তিক।

২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কথা ঠিকাছে।

যে ছায়ার দিকে তাকায় না সে বাস্তবতা জানে না। মনে রাখবেন, বিশ্বাস এবং বিবেকই হলো ইমান। ইমান মানুষকে মুজবুত করে, ধর্ম মানুষক সম্মানিত করে। আত্মবিশ্বাসীরা আল্লাহর আইন মেনে চলের কারণ হলো, আল্লাহে বিশ্বাস করলে অসাধ্য সাধন করা যায়।

আপনি খেয়াল করে দেখুন, আমার পোস্টে যারা মন্তব্য করেছেন সবাই বিবেকবান। বুঝেশুঝে অন্যের ক্ষতি না করলেই হলো।

(আমি নিজের বই প্রাকশ করি। ঝামেলা বেশি এবং অনেক খরচ আছে।)

১৬| ২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৯

নীল আকাশ বলেছেন: অনেকদিন পরে আপনাকে আবার ব্লগে দেখলাম। আপনার সিলেটি মিতা কই?
কেমন আছেন আপনি?

২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

পলাশমিঞার কথা বলছেন নাকি? উত্তর হ্যাঁ হলে, জবাব হলো, আমি এখন বুড়া হয়েছি এবং পলাশমিঞাকে নিয়ে লেখা উপন্যাস সমাপ্ত হয়েছে। এখানে ই-বই আছে

আর কারো কথা বলে থাকলে আমি নিরুত্তর।

১৭| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩২

নীল আকাশ বলেছেন: আপনার মিতাকে খবর পাঠাচ্ছি আপনি আবার ব্লগে ফিরেছেন।

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দুষ্কের বিষয় হলো আমি ফ্লু জাব নিয়েছিলাম এবং ডাক্তার বলেছিল দুই সপ্তা সাবধানে থাকার জন্য তাই কাজে যাওয়া হয়নি। অবসর সমায় বগল বাজিয়ে কাটিয়েছি।
ইনশাআল্লাহ আজ থেকে আবার কাজ শুরু করব। অনেক পয়সার দরকার।
ব্লগে ফাউল পাবলিকে ভরা। এদের সাথে টক্কর দিলে আমার বাকি কয়টা দাঁতও পড়ে যাবে। আমের বড়ায় কামড় মেরে একটা পড়েছে গত বছর।

সকলের মঙ্গল হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.