নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বাংলা টাউন

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৬



কেউ কি কখনো জানতে চেয়েছেন, পূর্বলন্ডনে কেন এত সিলটি বাংলাদেশি?

উত্তর হলো আপতাব আলী। আপতাব আলীকে আমরা ভুলে ফেলেছি।

আপতাব আলী

বৃটেনে যারা এসেছিলেন তাদের বেশির ভাগ ছিলেন গ্রামের এবং অশিক্ষিত।

Monica Ali এবং Rushanara Ali

দুজনই বাংলাদেশি। Monica Ali বাংলেদেশিকে এক্কেবারে বানর বানাতে চেয়েছিলেন।

থাক! এসব নিয়ে লেখালেখি আমার কাজ নয়। আমি গল্প কবিতা লেখি তাতে সীমাবদ্ধ থাকাই উত্তম।

শুধু এতটুকু বলব, আমাদের মাঝে মিল-মিশ থাকলে সবাই অনেক লাভবান হতাম। আমরা এখনো সিলটি ননসিলটি বলে চিল্লাই। সিলটিরা কাচ্চি ভাষায় কথা বলে। এসব আউল ফাউল বিষয় এখনো প্রচলিত।

ভাইরে ভাই, বায়ুগ্রস্তদের ভাব দেখলে বাতের ব্যথা বাড়ে।


ব্রিটিশ বাংলাদেশী


মনের দুঃখে জাতে বাংলাদেশি লিখেছিলাম অনেক কিছু লিখতে চাইলেও পারিনি তাই উপন্যাস আকারে লিখেছি।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৭

জ্যাকেল বলেছেন: আফতাব আলী নিয়ে কি কোন বই লেখার প্লান আছে?

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একখান লেখা হয়েছে এবং সে বই আমি প্রকাশ করেছি। সে বই উনার নিজের লেখা গল্প একটা আছে।

Aftab Ali: The hero of Indian Seamen সার্চ করলে পাবেন। আমাজেন আছে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাংলেদেশিকে এক্কেবারে বানর বানাতে চেয়েছিলেন। - এইসব বিষয়ে না লিখাই উত্তম। বড় ধরনের ঝামেলায় পড়বেন। আপনাকে এইসব লিখার বিষয়ে অনেকে আগ্রহী করে তুলতে পারে! তবে আপনি যখন বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন কোথাও কেউ নেই

আপনার ওয়েবসাইট আমি দেখেছি আপনি বেশ ভাবুক মানুষ বেশ ভালো লিখেন।



২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। এসব ফালতু বিষয়ে আমি আর লিখব না। আপনি চাইলে জাতে বাংলাদেশি পড়বেন, নায়ক নায়িকাকে আমি আমার গ্রামের আশে পাশে রেখেছি যাতে বিপদে পড়তে না হয়।

আমি যা জানি তা লিখলে বহুত বড় ঝামেলা শুরু হবে। আমি শুধু লিংক দিয়েছি যাতে বুঝা যায় কী এবং কোথায় আছে।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি ভাবুক মানুষ। আপনাকে একটি কথা বলি - “আমাদের চোখের রঙ সাদা কালো কিন্তু দেখি রঙিন” এই রঙিন ছবি নিজের কাছে নিজের মনে সযতনে রাখতে হয়। অযতনে বিপদ বাড়ে।

মোহাম্মাদ আব্দুলহাক ভাই শুভ রাত্রি।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার লেখালেখি সফল হয়েছে। আপনাদের মত হিতাকাঙ্ক্ষী। আমি আসলে এই বিষয়ে লিখতে চাই না এবং পাছন্দও করি না। কাল্পনিক কাহিনী ঠিকাছে। বাস্তব ভিক্তি লেখায় বেশি ঝামেলা।

আপনার মঙ্গল কামনা করি।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:


সাদাদের বাদ দিলে, লন্ডনে কোন দেশের ইমিগ্রেন্ট বেশী?

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই দেশটা আসলে সকলের দখলে। যে কোনো দেশের লোক এদেশে আসতে পারে। আমি জরিপ করিনি।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: Click This Link.
India became the most common country of origin for migrants in the UK after a number of Poles left the UK. In 2019, India, Poland and Pakistan were the top three countries of birth for the foreign-born, accounting respectively for 9%, 9% and 6% of the total (Figure 5).

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৯

রাজীব নুর বলেছেন: আপনি আবেগী মানুষ।
আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকুন। আর মন ভরে লিখুন।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি রাজীবভাই, আপনি ঠিক বলেছেন। এসব ফাউল বিষয়ে লেখলে মাথায় খিলি মারবে।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
৭১ সালে লন্ডনের সব বাংগালীরা স্বাধীন বাংলাদেশের পক্ষে ব্যাপক জনমত তৈরি করছিল।
১৯৭১ এ আফতাব আলী লন্ডনেই ছিলেন, ওনার ভুমিকা কোন পক্ষে ছিল?
দেখলাম উনি ডা. এ এম মালিককের সাথে রাজনীতি করেছিলেন, যিনি ৭১এ গণহত্যা কালিন ইয়াহিয়ার গভর্নর ছিলেন, যিনি ঠ্যাডা মালেইক্কা নামে পরিচিত ছিলেন।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি এত বেশি পড়ানি। লিংক দিয়েছি পড়লে জানতে পারবেন।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:০০

কলাবাগান১ বলেছেন: একটা ছবি ভাল করে দেখুন

২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জনাব, উনারা দেশ স্বাধিন করেছিলেন।

আপনি যা দিয়েছেন তা হলো কারখানায় প্রস্তুত বস্তু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.