নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বিরহানল

২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩২



(গদ্য)

বেকারদের মগজ হলো শয়তানের বিশ্রামস্থল। বেকাররা প্রেম প্রেম জপে জাপক হতে চায়। মোহমায়ায় বিমোহিত হয়ে ভুলে যায়, ভুখ লাগলে যে খাবার খেতে হয়। যারা রাত জেগে বিরহানলে জ্বলে আর চিল্লায়, ওরা জানে না ভালোবাসি ভালোবাসি জপে বিরহীর পেট ভরে না। বিয়ে করতে হলে টাকা লাগে। ভালোবাসাবাসির জন্যও টাকা লাগে। বিধায় কাজকে ভালোবাসলে অন্তত রাতে আরামে ঘুমাতে পারবে। খুশিকে কোথাও খুঁজে পাওয়া যায় না, যেমন অন্ধকারে ছায়া দেখা যায় না। যৌবনকালে সকল জীব সঙ্গমের জন্য হন্যে হয় এবং এটি স্বাভাবিক। ভালোবাসি নামক নাটকে বাড়াবাড়ি করে ফাঁড়ায় পড়ে মরার নাম সীমালঙ্ঘন। সীমালঙ্ঘনকারীকে সকলে ঘৃণা করে। বিরহী এবং বিরহিণীর সংসারে ক্রোধাগ্নি দাউ দাউ করে, যা হওয়ার নয় তা হওয়াতে চাইলে বিপত্তি বাড়ে।


ধর্মান্ধ এবং স্বার্থান্ধের সাথে দূরত্ব বজায় রাখতে পারলে সহজে আত্মোন্নতি হয়। কিন্তু, সমস্যা হলো এদেরকে চিনতে যথেষ্ট সময় লাগে। চা পান করে চিনি চিবালে যা হয় আরকি!

© Mohammed Abdulhaque

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:




আপনি জটিলভাই নামক ব্লগারের পোষ্টে মন্তব্য করে, উনাকে উৎসাহিত করে থাকেন; উনি কি নিয়ে লেখে?

আপনার এই পোষ্টে আপনি কি বলতে চেয়েছেন?

২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ফিকশন লেখক, মজার লেখা পড়ে হাসি। হাসলে মন হাল্কা হয়। যে লেখা পড়ে আমি হাসি সে লেখায় উৎসাহ দেই। এতে আমি আন্তরিক ভাবে আনন্দিত হই। কারণ হলো, আমাকে নিরুৎসাহিত করা হয়েছে বারবার।

এই লেখা আমি ফেইসবুকে লিখেছিলাম, ফেইসবুকে অনেক গ্রুপ আছে, সে সব গ্রুপে বিরহকে চমৎকারে ভাবে উপস্থাপন করা হয়। ভাবগম্ভীর লেখা ওরা প্রকাশ করে না। এই লেখার আসল বিষয় হলো, সব বিষয়ে প্রেম আছে। লটরপটর মার্কা প্রেম জীবন নাশ করে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



লন্ডনে আপনি মাঝে মাঝে বেকার ছিলেন?

২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার সম্বন্ধে জানেন না? আমি যে এখনো সুস্থ আছি তা আল্লাহর মেহেরবানি। এই তো করোনা শুরু হওয়ার পর আমি দেড় বছর বেকার ছিলাম। এর আগে গড় পরতায় এক যুগের বেশি বেকার ছিলাম। তবে সে সময় আমি লেখালেখি করেছি, ব্লগেই পড়ে থাকতাম। এমনো দিন ছিল ১২/১৪ ঘণ্টা ব্লগে ছিলাম।

আপনারা আমার মনের মানুষ, প্রত্যেক নিক আমার কাছে ভিন্ন মানুষ। আমার ব্যক্তিগত সমস্যা ছিল এখনো আছে।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনি যখন বেকার ছিলেন, আপনার মনে হয়েছে যে, আপনার মগজ শয়তানের বিশ্রামস্হল?

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হ্যাঁ, যখন কিছু করি না তখন শয়তান আমাকে বিভ্রান্ত করে।

আত্মহত্যার বুদ্ধি পর্যন্ত দিয়েছিল।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২০

জ্যাকেল বলেছেন: যদি পথে দেখা কোন রমণীকে মুগ্ধ লাগে তখন এটা শয়তানের ওসওসা বলে ভাবতে পারেন। অথবা এমন হইতে পারে যে আল্লাহর সৃষ্টির মুগ্ধতা ভাল জিনিস। তবে অবৈধ পথে যদি এই মুগ্ধতা নিজের করে নিতে চান তখনই আসলে শয়তান এসে ভর করে এটা শিউর।
শয়তান মানুষকে যেভাবে প্ররোচিত করে-
১। যেকোন কিছু জাস্টিফাইয়িং করতে বলে। আদর্শিক/স্ট্রিক্ট না হইতে বলে। একবার লাইন থেকে ছুটে গেলে সে দোহাই দিয়ে পুনঃবার লাইনে আনতে না করে।
২। কোরআনকে এভয়েড করে অন্য যেকোন মানবরচিত পথ থেকে অনুসরণ করতে বলে। যেমন সায়েন্সের দোহাই দিয়ে লেসবিয়ান, হোমসেক্সুয়ালিটি জায়েজ করতে বলে অথচ এমন স্বাভাবিক অর্থে যে পেডোফাইল, নেক্রোফিলিয়া সবই জায়েজ করা যায় সেটার কোন উত্তর দেয় না। এখানেই শয়তানের পথ আর আল্লাহর পথ আলাদা বুঝা যায়। বুঝা কঠিন না, মগজ থাকলে।
৩। যেকোন কিছুকে কম্প্লিকেটেড হিসাবে প্রদর্শন করে। যেমন বিবাহ। ইহা খুবই সহজ একটা প্রক্রিয়া কিন্তু ইহাকে সামাজিক কাঠামো এত জটিল করে ফেলেছে যে কিছু মানুষের জীবনে বিবাহ অসম্ভব হইয়া গেছে।
৪। নাহঃ লম্বা হইয়া যাইতেছে, পোস্ট দেবার কথা ভাবতেছি।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইদানীং কোরআন থেকে আমরা বহু দূরে সরেছি।

মুসলমানের জীবনে এবং ইসলামের অভাব।

সময় লাগিয়ে ভেবে চিন্তে বিস্তারিত ভাবে লিখে পোস্ট করলে অনেকের মঙ্গল হবে।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে কোটী কোটী মানুষ বেকার, এসব মানষের মগজ শয়তানের বিশ্রামস্হল?

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বেকার [ bēkāra ] বিণ. 1 কর্মহীন (সারাটা দিন বেকার গেল); 2 চাকুরিহীন, জীবিকাহীন (বেকার যুবক); 3 নিরর্থক, অনর্থক (বেকার খাটুনি)। বি. বেকার লোক। [ফা. বে + সং. কার (কর্ম)-তু-ফা. বেগার]। ত্ব বি. বেকারি -র অনুরূপ। ভাতা বি. বেকারদের ন্যূনতম অন্নবস্ত্রাদি সংস্থানের জন্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থসাহায্য। বেকারি বি. বেকার অবস্থা (বেকারির জ্বালা)।


আমি যে বিষয়ে লিখেছি তা হলো, যারা কাজ করতে চায়, অলস।
অনেক বেকার আছে, যাদের কাজ নেই তবে তারা কিছু না কিছু করে। ঘরে ঝাড়ু দেওয়া কাজ। নিজের কাপড়চোপড় কাচাও কাজ। রান্না বাড়ায় স্ত্রীকে সাহায্য করাও কাজ।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩২

জ্যাকেল বলেছেন: শয়তান অলস মস্তিষ্ক পছন্দ করে। ঐখানে সে উল্টাপাল্টা বুদ্ধি তৈয়ারি করে দেয়। তাই মানুষ খারাপ কাজ করে, ধর্মকে ঘৃণা করতে বলে, অন্য মানুষকে ঘৃণা করতে বলে, খারাপ মানুষকে ভালবাসতে বলে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনি আমার লেখার বিষয় বুঝতে পেরেছেন।

সকলের মগজ সদা-সক্রিয় হোক।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



জ্যাকেল, জটিলভাইরা আপনার লেখা বুঝতে পারেন, আমি বুঝতে পারি না, এটা বড় সমস্যা

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনিও বুঝতে পারেন, না পারলে এত প্রশ্ন করতেন না।

উনারা তা বুঝেন যা আমি বুঝাতে চাই। আর আপনি বুঝেন যা আমি বুঝাতে চাই না।

যেমন এই লেখায় আমি বুঝিয়েছি যুবকদেরকে, যারা কাজ বাদ দিয়ে প্রেমে মত্ত, আর আপনি বুঝেছেন সারা বিশ্বের বেকার, বিশ্বের সব বেকাররা আসলে বেকার নয়, বিশ্বে কাজের অভাব। আমি যখন বেকার ছিলাম, তখন অনেক কিছু করেছি। এখন আমি বেকার, কিন্তু টাইপিং করছি। পরে কাজে যাব।
যাক, বেকার নিয়ে বকবক করতে চাই না।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "আমি যখন বেকার ছিলাম, তখন অনেক কিছু করেছি। এখন আমি বেকার, কিন্তু টাইপিং করছি। "

-বেকার অবস্হায় কিছু করেছেন, অন্যেরাও বসে নেই, তারা কাজ খুঁজছে; মানুষ সম্পর্কে আপনার অনেক ধারণা সঠিক নয়; লেখকের সঠিক ধারণা না'থাকলে লেখার দাম থাকে না।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা ঠিক, আমি যাদের জন্য লিখেছি ওরা এই লেখা পড়েনি এবং পড়বেও না।

যাক, এটা আমার ব্যর্থ প্রয়াস।
তবে পুরাদমে ব্যর্থ নয়।
যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ওরা যখন, ওগো প্রিয়া তোমার নাম জপে বিষপানে করে আমি নরকে যাব বলে আত্মহত্যা করে, তাদেরকে আপনি কী বলবেন? যারা দৈনিক ১৮ ঘণ্টা কাজ করার কথা ওরা যখন কিছু না করে অনাহারে হাড় জিরজিরে তাদেরকে আপনি কী বলবেন?
জি আপনি ঠিক বলেছেন আমি আসলে আনাড়ি লেখক।
আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন:
কথা কম কিন্তু ফ্লেভার আছে।++
আশাকরি ভাল আছেন ভাইয়া।
পোস্টে লাইক।
শুভকামনা আপনাকে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি চিন্তায় পড়েছিলাম এই ভেবে, দাদা হয়তো আমাকে ভুলে ফেলেছেন।

আপনার সার্বিক সফলতা কামনা করি।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: আপনার চিন্তা ভাবনা আরো প্রসারিত করতে হবে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনারা ঠিক বলেছেন, তাই করতে হবে।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শয়তান অলস মস্তিস্কে আকাম কুকাম করার জন্য ঢুকবে আর দোষ সৃষ্টিকর্তার !

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শয়তান কী তা অনেকে জানেই না।

অনেকে শয়তানে উপাসনা করে।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দার্শনিকতা খুঁজে পাই আপনার লেখায়।

৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি সিদ্ধ হয়েছেন।

সাধনায় আমাকে স্মরণ করবেন।

মঙ্গলময় আপনার মঙ্গল করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.